পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৫৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هماییم. স্বভাব। নরক [ ૧૨ ] নরক ৰিস্তৃতানি গভীরাণি ক্লেশদানি চ জীবিনম্। ১৪। কৰ্ণবিটুকুও বধিয়কে উপহাসকারী। ভয়ঙ্করাণি ঘোরাণি হে যৎসে কুৎসিতানি চ ॥ s¢ । भञ्जकू७ ভোজমার্থ জীবহিংসাকারী। যড়গীতিশ্চ কুণ্ডানি সংযমস্যাঞ্চ সস্তি চ। ১৬। মাংসকুগু অর্থলোভে কন্যঞ্জবিক্রয়কারী। নিবোধ তেষাং নামানি প্রসিদ্ধানি শ্রুতে সতি।” । ১৭। নখকুও শ্ৰান্ধ ও উপবাসাদিতে সংযম (ব্রহ্মবৈবৰ্ত্তপু প্রকৃতিখ” ২৭ অ” ) ১৮। লোমকুণ্ড ত্যাগী । নানাবিধ নরক কুও সকল অাছে, নানা পুরাণভেদে এই ১৯ । কেশকুগু যাহার মুগ্ময় শিবলিঙ্গে কেশাদি সকল নরকের নামও ভিন্ন হইয়াছে। এই স্থান জীবের অতিশয় থাকে । 象 ক্লেশকর। ইহাতে ৮৬টী কুও অাছে, তাহদের নাম সকল এই- ২০ । অস্থিকুও যাহার বিষ্ণুপদে পিতৃপিগু রূপ লিখিত আছে। ফুলন্ধে পাপী সকল পাপভেদানুসারে প্রদান করে নাই। যে সকল কুঞ্চে অবস্থান করে, তাহাকে নরককুও কহে। | ২১ । তাম্রকুণ্ড গুৰ্ব্বিণী অর্থাৎ গর্ভবতী স্ত্রীকোনরূপ পাপামুষ্ঠান করিলে কোন নরক কুণ্ডে পতিত হইতে গমনকারী। గా గిబ్స్ట ২২। লৌহকুণ্ড ঋতুস্রাতা ও অবীরার অন্ন 陛, ভোজী । নাৰ কুও। পাপী । ২৩। তীক্ষকণ্টককুও যে নারী কটু বাক্যে স্বামীকে ১ । বহ্নিকুও কুকথায় বন্ধুদিগের হৃদয় দগ্ধ- তাড়না করে। কারক । ২৪ । বিষকুগু যে বিষ প্রয়োগে অন্যের জীবন ২ । তপ্তকুণ্ড ব্ৰাহ্মণ ও অতিথিদিগকে যাহারা নষ্ট করে। ভোজন না করায় । ২৫ । ঘৰ্ম্মকুণ্ড ঘৰ্ম্মযুক্ত হস্তে যাহারা দেব৩। ক্ষরিকুও নিষিদ্ধ দিনে বস্ত্রে ক্ষার-সং- দ্রব্যাদি স্পর্শ করে । যোজন-কারক । ২৬ । তপ্তস্বরাকুগু শুদ্রামুজ্ঞাত শূদ্রান্নভোজী। ৪ । বিটুকুগু ব্ৰাহ্মণের বিত্তাপহারক। ২৭। প্রতপ্ততৈলকুণ্ড দও দ্বারা যে বৃষকে তাড়না ৫ । মূত্ৰকুণ্ড পরের তড়াগ খনন করিয়া যে করে । নিজে উৎসর্গ করে। ২৮। কুস্তকুও কৃন্ত ও লৌহ বড়িশাদি দ্বারা ৬ । শ্লেষ্মকুণ্ড *াহারা ৰণ্টন না করিয়া একাকী জীবহস্তা। মিষ্টান্ন ভোজন করে। ২৯। কমিকুণ্ড মৎস্তভোজী, বৃথামাংসভোজী ৭ । গরকুও পিতা মাতা প্রভৃতিকে যাহার ও হরিপ্রসাদ ষে ভক্ষণ করে পালন না করে । না । ৮। দুষিকাকুও অতিথি-দর্শনে যাহারা বিরক্ত ৩০ । পু্যকুও শূদ্র্যাজী, শূদ্ৰশ্ৰাদ্ধভুক্‌ ও শুদ্র* झग्न । শবদাই । ৯ । বসাকুও কোন বস্তু ব্ৰাহ্মণকে দিয়া তাহ ৩১ । সৰ্পকুগু যে সপের মন্তকে কৃষ্ণপদ চিহ্ন আবার অন্তকে যে দান করে । আছে তাহাকে হত্যাকারী। ১১ । শুক্রকুও পরীগামী পুরুষ এবং পরপুরুষ- ৩২। মশককুও যাহার ক্ষুদ্র জীব বিনাশে বিধি গামিনী স্ত্রী। দান করে । ১১ । অস্বরূকুগু গুরুজনকে তাড়নাকারী বা ৩৩। দংশকুগু যাহারা পশুহত্যার বিধি দেয়। - রক্তপাতকারী। ৩৪। গরলকুগু যে সকল লোক মধুমক্ষিক ১২। অশ্রীকুগু হরিভক্তকে দেখিয়া যাহার। মারিয়া মধু সংগ্রহ করে। t উপহাস করে। ৩৫। বজ্ৰদংষ্ট্রকুও অদগু্যকে দণ্ডদাতা । ১৩ । গাত্রমলকুণ্ড সৰ্ব্বদ অশুদ্ধ চিত্ত ও খল- ৩৬। বৃশ্চিককুণ্ড অর্থলোভে প্রজাদিগের দণ্ড कांद्रक ।