পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৫৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নরকাহিন তিনি তাহাতে কৰ্ণপাত না করায়, বাশ অতিশয় ক্রুদ্ধ হইয়া তাহার পূজাস্থানে আগমন করেন ও তাহারপদচ্ছেদ করিয়া দেন, তথাচ তিনি পুজা ত্যাগ করিয়া উঠেন নাই, পরে যখন যথাবিধি পূজা শেষ করিয়া উঠেন, তখন তিনি পায়ের যন্ত্রণার অস্থির হইয়া মূৰ্ছিত হন। বাদশা তাহার ভক্তি দর্শন করিয়া তুষ্ট হইয়া তাহাকে অনেক গ্রামাদি দান করেন। ( ভক্রমাল ) নরবর্মন, মেবারের গুহিলবংশীয় একজন রাজা। নরবাদ, গয়া জেলার একটী উপবিভাগ। ২ গয়া জেলার একটী নগর, নরবাদ উপবিভাগের প্রধান স্থান । অক্ষা” ২৪° ৫২° ৪২' উঃ, দ্রাঘি” ৮৫° ৩৫′ ১′ পূঃ । নরবার, মধ্যভারতের অস্তঃপাতী গোয়ালিয়র রাজ্যের একটা নগর, সিন্ধুনদীর দক্ষিণকুলে অবস্থিত। অক্ষা ২৫° ৩৯′ ২“উঃ, দ্রাঘি” ৭৭° ৫৬ ৫৭% পুঃ । নরবার একট অতি প্রাচীন নগর, এবং এককালে অতি সমৃদ্ধিশালী ছিল । খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগে, এখানকার দুর্গ নিৰ্ম্মিত হইয়াছিল । নাসিরুদ্দীন দীর্ঘকাল অবরোধের পর ঐ টুর্গ অধিকার করেন। পরে, ১৫০৬ খৃঃ অব্দে সিকন্দর লোদী ঐ দুর্গ আবার অবরোধ করিয়াছিলেন। এখানকার পর্বত সকলে চুম্বকলৌহ প্রাপ্ত হওয়া যায়। নরবাহন, মেবারের গুহিলবংশীয় একজন রাজার নাম। ইনি বাপ্পী হইতে ১১শ । নরবাহন (পুং) নরো বাহনং যন্ত,ক্ষুভূদিত্বাং ন ণত্বং । ১ কুবের। “বিজয়ন্থদুভিতাং যযুরণবা ঘনরব নরবাহনসম্পদঃ ॥” (রঘু৯১১) ২ নৃপতিবিশেষ । ( রাজতর” ৫৷১২৩) নরবাহং বাহনং । ৩ নরবাহযান। (ত্রি ) ৪ পুরুষযানবিশিষ্ট । নরবাহনদত্ত, বৎসরাজ উদয়নের পুত্র। উদয়নের প্রধান মহিষী বাসবদত্তার গর্ভে ইহার জন্ম হয় । ইনি পাওববংশে জন্মগ্রহণ করেন। ইহার জীবনের অলৌকিক কথা লইয়াই কথাসরিৎসাগর বা বৃহৎকথা রচিত হইয়াছে। এখানে নরবাহনের স্থল বিবরণ প্রদত্ত হইল। ইনি কামদেবের অংশসস্থত। ইনি স্বীয় তেজোবলে মানব হইয়াও বিদ্যাধরগণের একমাত্র চক্ৰবৰ্ত্ত সম্রাটু হইয়াছিলেন। ইহার পিতৃপরিষদের পুত্রগণ পরিষদ নিযুক্ত হইয়াছিল, অর্থাৎ যোগন্ধরায়ণপুত্র হরিশিখ সেনাপতি, বিদূষক বসন্তকের পুত্র তপান্তক বয়সা, প্রতীহার নিত্যোদিতের পুত্র গোমুখ প্ৰতীহার। স্বয়ং রতি মদনমঞ্চুক নামে মদনকনামক বিদ্যাধরের কন্যা ইহায় মহিষী হন। তৎপরে ইনি রত্নপ্রভা প্রভৃতি কতিপয় বিদ্যাধর ও সরকস্তার পাণিগ্রহণপূর্বক পরিশেষে বিদ্যাধর চক্রবর্ত হন। (কথাসরিৎসাগর) নবাহিন (জি) নৱৈজতে ন-বছ'লিনি। সবাহক, বাহ भश्षा मि बृहदश्व । [ અ૦ 1 , t নরবিম্বণ (পুং) সরং বিশ্বশক্তি ভক্ষীতি ছিমস্তি বা । অছ। নরছিংসক, স্বাক্ষস । உ2 বি-স্বন নরব্যাঘ্ৰ (পুং) নরো বাস্ত্র ইব, উপমিত কৰ্ম্মধা । শ্রেষ্ঠ মানব । নরশৃঙ্গ (জী) নরন্ত শৃঙ্গং তং। ১ অলীক পদার্থ, আকাশকুহুমাদির স্থায় মিথ্যাবন্ত । ২ নেপালদেশ তাম্রনিৰ্ম্মিত শৃঙ্গযন্ত্রভেদ । নরসখ (পুং) নরস্ত সখা, রাজাহঃ সখিভাক্টছ ইতি টছ সমাসাস্তঃ। মনুষ্যের সখী, মানববন্ধু, নারায়ণ । o নরসংসর্গ (পুং) নরস্য সংসর্গ ওতৎ। মন্থয্যের সংসর্গ, মানবসঙ্গ । - নরসরোপেট, মাত্রাজ প্রেসিডেন্সীর অন্তর্গত কৃষ্ণৗজেলার একটী উপবিভাগ । ক্ষেত্রফল ৭১২ বর্গমাইল । নরসার (পুং ) নয়বং শুন্ধে সারে যত্র। বণিকূদ্রব্য বিশেষ। চলিত নেীসাদর বা নিশাদল। পৰ্য্যায়—দ্বিদল, গোপক, পিও, বোল, গন্ধরস, রস। ( রত্নমালী ) “নরসারে ভবেন্ধুদ্ধশ্চ তোয়ে ৰিপাচিত । দোলাযন্ত্রেন যন্ত্রেন ভিষগ্ৰভিৰ্যোগসিদ্ধয়ে ॥” (সারচন্ত্রিকা) ঔষধাদিতে ইহা ব্যবহার হইয়া থাকে। প্রয়োগকালীন শোধন করিয়া লইতে হয়। বিশুদ্ধ করিতে হইলে চুর্ণতোয় অর্থাৎ চুণের জলে পাক করিয়া, পরে যত্বপূর্বক দোলাযন্ত্রের বিধি অনুসারে শোধন করিয়া লইতে হয় । [ নিশাদল দেখ। ] নরসিংহ (পুং ) নরঃ সিংহ ইব, উপমিত কৰ্ম্মধা। ১ নরশ্রেষ্ঠ । । ফুিৎ প্রভৃতি কএকটা শৰ পুরুষের শ্রেষ্টাৰ্থবাচক। "স্থ্যরন্তরপদে ব্যাঘ্ৰপুঙ্গবর্ষভকুঞ্জরাঃ । সিংহশদুলনাগাস্কাঃ পুসি শ্রেষ্ঠাৰ্থবাচক । (অমর) নর-ইব সিংহ ইব চ আকৃতিৰ্যস্ত। বিষ্ণু, অৰ্দ্ধ নরাকার, অৰ্দ্ধ সিংহাকার ভগবচ্ছরীরভেদ। এই অবতার ভগবানের চতুর্থ অবতার, হিরণ্যকশিপুকে বধের নিমিত্ত ভগবান বিষ্ণু এই রূপ ধারণ করেন । ইহার বিষয় হরিবংশে এইরূপ লিখিত আছে। সত্যযুগে দৈত্যদিগের আদিপুরুষ হিরণ্যকশিপু ঘোরতর তপস্তা করিয়া ব্ৰহ্মার নিকট এই বর প্রার্থনা করে যে, দেব, অসুর, গন্ধৰ্ব্ব, উরগ, রাক্ষস বা মানব আমি ইহাদের কাহারও বধ্য হইব না। মুনিগণ যেন আমাকে শাপ দিতে সমর্থ না হন। যেন অস্ত্র, শস্ত্র, গিরিপাদপ, শুষ্ক ও আঞ্জ পদার্থ দ্বারাও আমার বিনাশ না হয় । এবং স্বর্গাদি কোন লোকে, দিব বা রাত্রি ইহার কোন কালেই যেন আমার মৃত্যু না হয়। ব্ৰহ্মা এই সকল বরই দিলেন। হিরণ্যকশিপু এই বরপ্রতাবে অতিশয় প্রদীপ্ত হইয়া উঠিল। প্রকারে বিভূষিত ও লাঞ্ছিত করিতে লাগিল। দেবগণ জার