পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৫৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- নরসিংহ । - অত্যাচার সহ করিতে মা পারিয়া বিষ্ণুর শরণাপন্ন হইলেন। विकृ cनयत्रभएक अलब निद्रां कश्णिन, चांभि चन्द्रिकाण भाषाहे সেই বয়-গপিত দানবেজকে সগণে নিহত করিতেছি। ভগবান বিষ্ণু দেবগণকে বিদায় দিয়া কি উপায়ে ছৰ্দান্ত হিরণ্যকশিপুর ৰধ সাধন করিবেন, তাহারই ধ্যান করিতে করিতে হিমালয়-পাশ্বে উপস্থিত হইলেন। অবশেষে দৈত্য, দানব ও রাক্ষসদিগের ভয়াবহ এক অপূৰ্ব্ব নরসিংহ মূৰ্ত্তি ধারণ করাই স্থির হইল। তখনই অৰ্দ্ধভাগ মনুষ্য ও অৰ্দ্ধভাগ সিংহাকৃতিরূপ আশ্রয় করিলেন। একমাত্র ওঙ্কার তাছার সহায় হইল। ইহার তেজে হুৰ্য্যও হীনপ্রভ বলিয়া বোধ হইতে লাগিল। ক্রমে এই নরসিংহ মূৰ্ত্তি হিরণ্যকশিপুর সমীপস্থ হইল। বিষ্ণু দেখিলেন যে দানবপতি অপূৰ্ব্ব সভায় উপবেশন করিয়া আছেন ; দেবতা, গন্ধৰ্ব্ব ও অঙ্গরোগণ বিশুদ্ধ তানলয় সহকারে সঙ্গীত আলাপ করিতেছেন। ভগবান এই সভায় উপস্থিত হইয়া হিরণ্যকশিপুকে বার বার নিরীক্ষণ করিতে লাগিলেন । এই সময়ে হিরণ্যকশিপুর পুত্র প্ৰহলাদ দিব্যচক্ষুতে সেই সমাগত দেবমুৰ্বি ক্ষণকাল নিরীক্ষণ করিয়া দৈত্যপতিকে সম্বোধন করিয়া কহিল, মহারাজ ! আপনি দৈতাদিগের প্রধান। এই মূৰ্ত্তি দেখিয়া বোধ হইতেছে, যেন ইনি কোন অব্যক্ত দিব্যপ্রভাবশালী। ইহা হইতেই আমাদের দৈত্যকুল বিনষ্ট হইবে। এই মহাত্মার শরীরে যেন স্থাবরজঙ্গমাত্মক সকল জগৎ রহিয়াছে, ইনি কোন অসাধারণ পুরুষ হইবেন। দমুজাধিপতি প্ৰহলাদের এই কথা শুনিয়া অনুচর দানবগণকে আদেশ করিলেন, তোমরা এই সিংহকে অচিরে বিনাশ কর । দানবগণ প্রবল বিক্রমে সিংহকে আক্রমণ করিল এবং অচিরে সদলে বিনষ্ট হইল। নরসিংহ বদন বিস্তার করিয়া অস্তুকের স্তায় ঘোরতর সিংহনাদ করিতে করিতে দৈত্যসভা একেবারে ভাঙ্গির ফেলিলেন। তখন হিরণ্যকশিপু স্বয়ং তাহার উপর ঘোরতর অস্ত্রবর্ধণ করিতে আরম্ভ করিল। দুইজনে ভয়ানক যুদ্ধ হইতে লাগিল। দানৰগণ আসিয়া বিষ্ণুকে আক্রমণ করিল, কিন্তু অবশেষে তাহারাই নিহত হইল। হিরণ্যকশিপু তখন ক্রোধে প্রজ্বলিত হইয় রোষারুশিত লেত্রে মেন সকল দগ্ধ করিতে লাগিল। { মেদিনী কম্পিত হইয়া উঠিল, সাগর সকল ক্ষুব্ধ হইল, সকালন স্কুধরগণ ৰিচলিত হইতে লাগিল, সমুদয় জগৎ অন্ধ कठत्र चोक्रङ्ग श्७ोत्र अङ्ग कूिरे झुप्टेम्गांध्द्र श्हेण ना। মোর উৎপাত ও গুরস্কচক বায়ু সকল বহিতে লাগিল । প্রবন্ধকাল উপস্থিত হইলে ৰে সকল লক্ষণ হয়, সেই সকলই IX - [ two J >8ぐ。 নরসিংহ -- अष्ट्रडूठ इहैरङ नांत्रिण ! श्रीं यसॉरीब ७ अनिङदर्भ शश्च ভয়ঙ্কর ধূম্ৰশিৰা উদগীরণ করিতে লাগিলেন, সপ্তগ্র্যাও তিমির বর্ণ আকার ধারণ করিয়া উখিত হইলেন। জাকাশ হইতে ঘন ঘন উল্কাপাত হইতে লাগিল। তখন হিরণ্যকশিপু মহাক্রোধে উদ্দীপ্ত হইয়া ওষ্ঠদংশন ও গদ গ্রহণপূর্বক তীব্ৰবেগে ধাবিত হইল, তখন দেবগণ নিতান্ত তীত হইয়া ভগবান মরসিংহদেবের নিকটে উপস্থিত হইয়া কছিলেন, দেব ! তুষ্টমতি হিরণ্যকশিপুকে অনুচরবর্গের সহিত বিনাশ করুন। আপনি ভিন্ন ইহাকে বিনাশ করিতে পারে, এরূপ লোক জগতে কেহ নাই । অতএব লোকহিতের জন্ত ইহাকে বধ করিয়া ত্রিলোকের শাস্তি বিধান করুন । নরসিংহদেব দেবগণের এইরূপ বাক্য শুনিয়া গভীয় ধ্বনি করিতে লাগিলেন । এইরূপে তিনি একমাত্র ওঙ্কার সহাঁয়ে লক্ষ্মপ্রদানপূর্বক ভীষণ নখরপ্রহারে দৈত্যপতির হৃদয় বিদায়ণ করিয়া তাহাকে সমরাঙ্গনে নিপতিত করিলেন । ভীষণশত্রু দানবেন্দ্র হিরণ্যকশিপু নিহত হইলে পৃথিবী, পৃথিবীস্থ সমস্ত লোক, চন্দ্র স্বর্য গ্রহ-নক্ষত্ৰাদিগণ ও নদী শৈলাদি সকলেই প্রসন্নতা লাভ করিল। তখন দেবগণ মিলিত হইয়া নরসিংহকে স্তব করিতে লাগিলেন, অঙ্গরোগণ মৃত্যগীত করিতে লাগিল। মৃত্যাদি শেষ হইলে গরুড়ধ্বজ নারায়ণ নরসিংহরূপ পরিত্যাগ করিয়া স্বীয় মূৰ্ত্তি অবলম্বন করিলেন এবং অষ্টচক্র ও অতি প্রদীপ্ত ভূতবাহন রথে উঠিয় ক্ষীরোদসাগরের উত্তরকুলে স্বস্থানে প্রস্থান করিলেন । এইরূপে নরসিংহদেবু হিরণ্যকশিপুকে বিনাশ করেন। (হরিবংশ ৩০-৩৯ অ” ) শ্ৰীমদ্ভাগবতে ইহার বিষয় এইরূপ লিখিত আছে— হিরণ্যকশিপু তপঃপ্রভাবে ব্ৰহ্মার নিকটে বরলাভ করিয়া প্রদীপ্ত হইয়া উঠে। পরে স্বর্গাদি রাজ্য পরাজয় করিয়া স্বয়ংই ইন্দ্রত গ্রহণ করে। হিরণ্যকশিপুর চারিট পুত্র হয়, ইহাদের মধ্যে প্ৰহলাদ পরম ধাৰ্ম্মিক ও বিষ্ণুভক্তিপরায়ণ ছিল। শুক্রাচার্য দানবদিগের পুরোহিত ছিলেন। শুক্রগচাৰ্য্যের পুত্র নীতিকুশল সুপণ্ডিত যগু ও অমার্ক দৈত্যপুত্ৰগণের বিস্তাশিক্ষার ভার লইয়াছিলেন। প্ৰহলাদও ইহার নিকট শিক্ষিত হইতে লাগিল। হিরণ্যকশিপু ভ্রাতৃবধ জন্য সৰ্ব্বদা বিষ্ণুর প্রতি শ্ৰেষ করিত। হিরণ্যকশিপু পুত্রগণকে বিদ্যাপরীক্ষার জঙ্গ সভাস্থলে আনয়ন করিল এবং প্রলোদকে প্রশ্ন করিলে, প্রহ্লাদ বিষ্ণুর গুণকীৰ্ত্তন করায় হিরণ্যকশিপু তাঁহাকে অনেক তিরস্কার কাবুল, কিন্তু প্রজ্ঞান কিছুতেই ইহ পরিত্যাগ করিতে পারিল না। বরং