পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৬১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নল ] بطه با [ নলক в 1 - ബ এ দিকে রাজা ঋতুপর্ণ শুনিলেন যে নলয়াজ বাছকরূপে ছদ্মবেশে তাহারই রাজ্যে অবস্থান করিতেছিলেন, এখন তিনি দময় স্ত্রীর সহিত মিলিত হইলেন, এই সংবাদে তিনি নিরতিশয় আনন্দ লাভ করিয়া নলকে আনাইয় তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিলেন। নলও তাহার নিকট ক্ষমা চাহিলেন । তখন রাজা নল ঋতুপর্ণকে অক্ষািবদ্যার বিনিময়ে অশ্ববিদ্যা প্রদান করিলেন। রাজা অতিশয় আনন্দের সহিত স্বদেশে ফিরিয়া আসিলেন । নল একমাস বিদভনগরে অবস্থান করিয়া স্বল্প পরিমাণ ধন ও সৈন্তাদি লইয়া স্বদেশে গমন করিলেন, এবং পুষ্করের নিকট উপনীত হইয়া দূতক্রীড়ার জন্ত তাহাকে আহবান করিলেন। তখন দুই জনে দূত আরম্ভ হইলে পুন্ধর পরাজিত হইলেন। পুণ্যশ্লোক নল তখন পুনরায় স্বীয়রাজ্যে অধিরোহণ করিলেন। দেবগণ আনন্দে পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। রাজা নল পুষ্করের প্রতি কোনরূপ অত্যাচার না করিয়া বরং ভ্রাতৃভাবে র্তাহাকে আলিঙ্গন করিয়া স্বপুরে অবস্থান করাইলেন। আবার নলদময়ন্তী পূর্ক্সের ছায় মুখে অবস্থান করিতে লাগিলেন। যাহার নল দময়ন্তীয় এই উপাখ্যান শ্রবণ করে, তাহাদের কলির জন্ত ভয় থাকে না । ( ভারত বনপৰ্ব্ব ৫২-৯৭ অ• ) আকবরের সভাকবি প্রসিদ্ধ শেখ ফৈজী এই নলদময়ন্তীর উপাখ্যান অবলম্বন করিয়া পারসী ভাষায় নিলদামন’ নামে এক মনোহর কাব্য রচনা করিয়াছেন। ৩ সূৰ্য্যবংশীয় নিষধরাজপুত্র। “অতিথিস্তু কুশাজ্জজ্ঞে নিষধস্তস্ত চাত্মজঃ। নলস্ক নৈষধস্তন্মান্নভস্তস্মাদজায়ত ॥" ( মৎস্তপু ১২ অ• ) ৪ স্বৰ্য্যবংশীয় নিষধরাজ বীরসেনের পুত্র। “নলোদ্বাবেব বিখ্যাতে পুরাণে ভরতম্ভ। বীরসেনাত্মজশ্চৈব যশ্চৈ"াকুকুলোহঃ ॥” (হরিবংশ ১৫৩৪) এই দুই নলই স্বৰ্য্যবংশীয়। দময়ন্তীপতি পুণ্যশ্লোক নল চক্রবংশীয়। ৫ রাম-সৈনিক বানর বিশেষ। বিশ্বকৰ্ম্মার পুত্র। এই নলই শ্রীরামচন্ত্রের লঙ্কাগমনের সেতু বন্ধন করে। ( রামায়ণ) বামনপুরাণে এই নলের বিবরণ এইরূপ পাওয়া যায়—নল ঋতধ্বজ মুনির শাপে বিশ্বকৰ্ম্মার ঔরসে ঘৃতাচী অঙ্গরার গর্ভে গোদাবরীতীরে বানররূপে জন্ম গ্রহণ করে । ( বামন পু: ৬২অ’) ৬ দানব বিশেষ। বিপ্রচিত্তির চতুর্থ পুত্র। সিংহিকার গর্ভে ইহার জন্ম হয়। ৭ যদুর পুত্র। ৮ নদবিশেষ। ৯ ভারতবর্ষীয় আনদ্ধ যন্ত্রবিশেষ। এই যন্ত্র যুদ্ধের সময় অশ্বপৃষ্ঠে স্থাপন করিয়া বাজাইতে হয়। ( যন্ত্রকোষ ) ১• এক প্রকার শূন্তগর্ত তৃণবিশেষ । ইহাতে কলম ও নলক ( দেশজ ) নাসিকাভরণ বিশেষ। - =یکی - ~ൗমাহুর গ্রন্থত হয়। উৎকৃষ্ট জাতীয় নলের বহির্ভাগ লাল, অভ্যস্তর সাদা, এবং উহ। প্রস্তরের ন্যায় কঠিন । নল, দক্ষিণাত্যের এক পরাক্রান্ত রাজবংশ। ইহার কোণ প্রদেশে রাজত্ব করিতেন। পরে, চালুক্যগণ স্লাসিয়া ইহাদিগকে রাজ্যচ্যুত করেন। (৫৫০-৫৬০ খৃঃ অঃ । ) নল, বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত আহ্মদাবাদ জেলাস্থ একটা হ্রদ। আহ্মদাবাদ নগর হইতে প্রায় ১৮ ক্রোশ দক্ষিণপশ্চিমে অবস্থিত। পরিমাণ প্রায় ৪৯ বর্গমাইল। ইহার জল বারমাসই লবণাক্ত। গ্রীষ্মকালে অধিকতর লোণ হয়। হ্রদের তীরে নানাপ্রকার অকৰ্ম্মণ্য সতেজ উদ্ভিদ জন্মে। এই বৃক্ষ সকলের মধ্যে বিবিধ জলচর পক্ষী বাস করে। হ্রদের মধ্যস্থলে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ আছে, ঐ সকল দ্বীপে গ্রীষ্মকালে পখাদি চরিতে দেওয়া হর । নলক ( কী ) নল ইব কায়তি কৈ-ক। শাখাস্থি, নলীর হাড়। “অরুণাস্বীনি লভ্যন্তে ভঙ্গ্যন্তে নলকানি তু।” ( সুশ্রত নিদানস্থা” ১৫ অগ্ )। নলক, কালদেবলের এক ভ্রাতুপুত্র, বুদ্ধদেবের সমসাময়িক। কালদেবল র্তাহার দৈবশক্তি-প্রভাবে জানিতে পারিয়াছিলেন যে, কালক্রমে শুদ্ধোদনের পুত্র একজন অসাধারণ লোক হইয়া জ্ঞানালোক প্রকাশ করিবেন ; কিন্তু তৎপূৰ্ব্বে তাহার মৃত্যু হইবে, একারণ তিনি সেই আলোক লাভে বঞ্চিত হইবেন। অতঃপর তিনি র্তাহার ভ্রাতুষ্পুত্র নলককে আহবান করিয়া কহিলেন, দেখ নলক ! শুদ্ধোদনের পুত্র ঐশীশক্তিসম্পন্ন মহাপুরুষ। পরিণামে ইনি জ্ঞানালোকসম্পন্ন বুদ্ধ হইবেন। নলক একজন অতি সংলোক ছিলেন, খুড়ার কথাগুলির অর্থ তিনি উত্তমরূপে বুঝিতে পারিয়াছিলেন। অনস্তর ধতির উপযুক্ত গৈরিক বসন এবং মুগ্ধয় পাত্র আহরণ করিয়া ও কেশৰ্ম্মশ্রবর্জিত হইয়া, হিমালয়ের অরণ্যমধ্যে প্রবেশ করিলেন এবং তথায় কঠোর ব্রহ্মচর্যাদ্বারা দিন দিন পবিত্রতা লাভ করিতে লাগিলেন । এইরূপে বহুকাল অতীত হইলে যখন নলক শুনিতে পাইলেন যে, বুদ্ধদেব আবিভূত হইয়াছেন, তখন তিনি তাহার নিকট উপস্থিত হইয়া বহুকালের ইঞ্চিত উপদেশ সকল শ্রবণ করিতে লাগিলেন। ঐ উপদেশাবলীর নাম নলক-পতিপদ । উপদেশ-সমাপনস্তে তিনি বুদ্ধের নিকট বিদায় লইয়া, নিৰ্ব্বিস্ত্রে তত্ত্বচিস্তা করিবার নিমিত্ত পুনরায় হিমালয়ের অরণ্যে প্রবেশ করিয়াছিলেন। বুদ্ধদেবের উপদেশের গুণে তিনিই সৰ্ব্বপ্রথমে পরম বিশুদ্ধি লাভ করিয়াছিলেন। ইহার ৭ মাস পরে তিনি এক শিখরোপরি আরোহণ করিয়া তথায় নিৰ্ব্বাণ প্রাপ্ত হন।