পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৬১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নল্লমলয় [ ৬১৪ ] . 象 नवक ২ বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত অপসা উপবিভাগের একট নগর। অক্ষা ২৩ ১৮, দ্রাষি ৬৮ ৫৪% পুং । ইহা কচ্ছদেশের একটা বদ্ধিষ্ণু স্থান। এখানে অনেক ব্যবসায়ীর বাস আছে । মলী (স্ত্রী) নল-অছ, গৌরাদিত্বাৎ তীস্থ । ১ মনঃশিলা। ২ মলিক, পৰ্য্যায়—গুধিরা, বিক্ৰমলতা, কপোতাজি, নট। (ভাবপ্র ) নলেশ্বর (পুং ) নল নৃপস্থাপিত শিবলিঙ্গভেদ ( শিবপু ) নলুক (পুং) ত্বংবিশেষ, নালুক। নলোত্তম (পুং ) নলেষু উত্তমঃ তৎ। দেবনল। ( রাজনি ) নলোদয়, একখানি সংস্কৃত কাব্য। নৈষধ নলের অভু্যদয় বিবরণ ইহাতে বিবৃত। ইহা রঘুবংশকার কবি কালিদাসের রচিত বলিয়া প্রসিদ্ধ, কিন্তু বোম্বাইয়ের আহ্মদাবাদ নগরে দেহলানো উপাশ্রয় নামক জৈণ-কাণ্ডারে নলোদয়ের দুইখানি হস্তলিখিত অতি প্রাচীন পুথি আছে, তাঁহাতে নারায়ণপুত্র রবিদেব নামক কবিই ইহার রচয়িতা বলিয়া জানা যায়। ডাঃ ভাণ্ডারকর ইছা দেখিয়া আসিয়াছেন । নলোপত্তনম, পুরাকালে যাবার উপকূলে এই নামে একটা বন্দর ছিল । এই বন্দরে ফিনিকীয় এবং অন্যান্য প্রাচীন পাশ্চাত্য জাতীয়েরা বাণিজ্য করিতে আসিত । নলোপাখ্যান (ক্লী ) নলন্ত উপাখ্যানং যত্র। মহাভারতের বনপৰ্ব্বাস্তর্গত অবাস্তর পর্বভেদ। " মল্য (ত্রি) নলস্তাদূরদেশাদি বলাদি য। নলের অদুর দেশাদি। নল্লমলয় (কৃষ্ণশৈল’)—যাম্রাজ প্রদেশের কর্কুল জেলাস্থ গিরিমালা । অক্ষা ১৪° ৪৩’ হইতে ১৬° ১৮ উঃ এবং দ্রাম্বি" ৭৮ ৪৩ হইতে ৭৯ ৩৬' পূঃ পর্যন্ত, কর্ণল জেলার দক্ষিণ প্রাস্তে কৃষ্ণা নদীর ধারে বিস্তৃত। এই গিরিমালা কড়াপা জেলায় লঙ্কামলয় নামধারণ করিয়াছে। সমুদ্রপৃষ্ঠ হইতে মোটামুটী ইহার উচ্চতা ১৫০০ হইতে ২০০০ ফিটু। ইহার উচ্চগৃঙ্গের নাম বারণীকুগু, তাহ ৩১৩৩ ফিটু উচ্চ। গিরিমালার মধ্যে গুগুল ব্রহ্মেশ্বর প্রধান, উহা উচ্চতায় ৩০৪৯ ফিটু। এই পৰ্ব্বতের উপর প্রাচীন ব্রহ্মেশ্বর মন্দিরের নিকট হইতে গুগুল কাময়, জম্পলের ও পালের এই তিন নদী বাহির হইয়াছে। এই স্থান হিন্দুদিগের নিকট মহাতীৰ্থ বলিয়া গণ্য। এখানকার স্থলপুরাণে ইহার মাহাত্মা বর্ণিত আছে। এই পাহাড়ে দানাদার ও চক্‌মকী প্রভৃতি ক্ষএক প্রকার পাথর এবং সীসার সহিত রূপ পাওয়া যায়। ব্যাঘ্ৰাদি হিংস্র * জন্তু ও বস্তকুঙ্কুটাদি নানা প্রকার পক্ষী দৃষ্ট হয়। এই পাহাড়ের উপর কেবল তেণ্ডু’ ও ‘বনাদি নামে অসভ্য জাতির বাস। চেঞ্চুরা মৃগয়াপ্রিয়। ইহাদের বেশভূষা । - তেমম নাই, উলঙ্গ বলিলেই চলে। কেবল কোমরে এক টুকরা কাপড় জড়াইয়া রাখে। ইহার ক্ষুদ্র ক্ষুদ্র কুটার বাধিয়। বাস করে। দুগ্ধ ও ফলমূলাদি ইহাদের খাদ্ধ। • «हे ऐ*टशानग्नि बैटेलन, बशनमी ७ अंशदशम् मांटम তিনটী প্রধান দেবমন্দির আছে। নল্লাবুদ্ধ কৌশিক, জনৈক নাটককার। রামচন্ত্রের পৌত্র ও নল্লাবুধের পুত্র। শৃঙ্গারসৰ্ব্বস্ব নামক ভাণজাতীয় নাটক ইহার রচিত। t নল্লা দীক্ষিত, জনৈক নাটককার। ইহার রচিত “চিত্তবৃত্তিকল্যাণ নাটক” ও “জীবন্মুক্তিকল্যাণ নাটক” এই নামে ছুইখানি নাটক আছে। মল্লা পণ্ডিত, জনৈক দার্শনিক পণ্ডিত। ইনি “অদ্বৈতরসমঞ্জরী নামে বৈদাস্তিক গ্রন্থ রচনা করেন । মথ (পুং) নল বাহুলকাৎ ব। চতুঃশত হস্ত পরিমাণ। (অমর ) কাত্য মতে শত হস্ত পরিমাণের নাম নত্ব । “রাবণস্ত শরীরস্তু পঞ্চনস্বাহবিস্তৃতম্।।” (রামা লঙ্কা ৯২৬২ ) নম্ববত্বাগ (স্ত্রী) নবপরিমিতং বস্থ গচ্ছতীতি গমৃ-ড। কাকাঙ্গী, চলিত কেওকাক গাছ । ( শঙ্কাচ” ) (ত্রি ) ২ তন্মিত পথগামী, অর্থাৎ নবপরিমিত পথ যাহার গমন করে । নব (পুং ) স্থ স্ততে ভাবে অপৃ। ১ স্তব। ২ রক্তপূনর্ণব । (ত্রি) ব্যুতে স্ততে ইতি স্থ-অপ। ৩ নুতন। নব, নুত, নুতন, নব্য, ইদা, ইদানীং, এই ৬টী নব শব্দের বৈদিক পৰ্য্যায়। ( বেদনিমন্ট ও অ" ) “দ্রব্যাণ্যভিনবাস্তেন প্রশস্তানি ক্রিয়াবিধে । খতে স্বতগুড়ক্ষেীপ্ৰধান্তকৃষ্ণবিড়ঙ্গতঃ ” (বৈদ্যকপরি) ক্রির বিধিতে দ্রব্য সকল নব অর্থাৎ নূতন হইলে প্রশস্ত, কেবল স্থত, গুড়, মধু, ধান্ত ও কৃষ্ণবিড়ঙ্গ এই সকল দ্রব্য নূতন ভাল নহে। (পুং ) উশীনর নৃপের পুত্রভেদ । (হরিবংশ ৩১ অ” ) মৰক ( ক্লী ) নবানাং অবয়ব সংখ্যায়াঃ কন্‌। ১ নবসংখ্যা। (ত্রি) নব পরিমাণমন্ত, কন্‌। ২ নবসংখ্যাম্বিত। "এতয়বানান্নবকং জ্ঞাত্বাশ্রিয়মবাপ্পয়াৎ। অন্তক্ষ নবকং বছমি সৰ্ব্বেষাং স্বর্গমার্দৰম্।।” (কাশীখ’s-জ ) এই নবকের বিষয় কাশীখণ্ডে এইরূপ লিখিত আছে। নবন্ধ অর্থাৎ ৯টী পদার্থ গৃহস্থদিগের মঙ্গলের কারণ বলিয়৷ नि#िहै पञांटझ् । श्रृंधी जष्ठाॉशष्ठ दाख्रिटक नंक्लि जळूजां८ङ्ग আসন দান, পাদ-শোঁচ, ভোজন, দান,শষ্য, তৃণ, জল, অত্যঙ্গও ীিপ এই ৯টা পদার্থবিধ ভাভ্যর্থনা করিলে গৃহস্থ ব্যক্তিয় সিদ্ধি