পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৬২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- নবকৃষ্ণ প্রতি ক্ৰক্ষেপ না করিয়া বহুকষ্ট্রে মীরজাফরের শিবিরে উপস্থিত হইলেন। ভবিষ্যতে সিংহাসনপ্রাপ্তির কুহকে মুগ্ধ হইয়৷ মীরজাফর গসৈষ্ঠে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করিলেন। নবকৃষ্ণ ঐ মুসংবাদ কাইবকে আসিয়া নিবেদন করিলেন। পলাশীক্ষেত্রে এইরূপে ইংরাজের জয় ঘোষিত হইল । , পলাশীর যুদ্ধের পর ক্লাইব প্রকাশু দরবারে মুরশিদাবাদের মসনদে মীরজাফরকে বসাইলেন। মুলী নবকৃষ্ণও এই দরবারে উপস্থিত ছিলেন। দরবার ভঙ্গ হইলে যখন ওয়ালস, ওয়াটস, লুসিংটন, ক্লাইব এবং ইংরাজদিগের দেওয়ান রামর্চাদ রায় (আন্দুলের রাজগোষ্ঠীর পূর্বপুরুষ ) নবাবের ধনাগার দেখিতে যান, তখন নবকৃষ্ণও ছিলেন । এই ধনাগারের দুই কোট টাকা ক্লাইব প্রভৃতি ভাগ করিয়া লন। তৎসাময়িক ইতিহাসবেত্তার বলেন যে, এই প্রকাশু ধনাগার ব্যতীত সিরাজের অন্তঃপুরে আর একটা গুপ্ত ধনাগার ছিল। তাহার বিবরণ ইংরাজের কেহ জানিতেন না। মীরজাফর, অামীর বেগ খাঁ, ইংরাজদিগের দেওয়ান রামচাদ রায় ও মুন্সী নবকৃষ্ণ এই ধনাগার হইতে ৮ কোট টাকার স্বর্ণ রৌপ্য ও রত্নাদি প্রাপ্ত হন। জুন মাসে পলাশীর যুদ্ধ হয়, সুতরাং শারদীয় পূজার অতি অল্পদিন ব্যবধান থাকিলেও নবকৃষ্ণ বিরাট ব্যবস্থা করিয়া বৃহৎ চণ্ডীমণ্ডপের পত্তন করিলেন এবং বিস্তর লোক লাগাইয়া সেই দালান নিৰ্ম্মাণ শেষ করিয়া সেই বৎসরই নূতন দালানে মহা সমারোহে মহামায়ার অৰ্চনা করিলেন। শোভাবাজার রাজবংশের পুরাতন বাটতে এই বৃহৎ দালান আজিও বর্তমান। লঙ্কে, মুরশিদাবাদ প্রভৃতি স্থান হইতে এই উৎসবে নর্তকী ও নহবতাদি আনান হয়। কৃষ্ণানবমী হইতে পক্ষকাল এই উৎসব আরম্ভ হইয়াছিল। এখনও এই রাজবংশে সেই নিয়ম বর্তমান আছে। নবকৃষ্ণের প্রথম পুজায় কর্ণেল ক্লাইব প্রভৃতি সমস্ত ইংরাজ উপস্থিত ছিলেন * । পলাশীর যুদ্ধের পর মীরজাফর নবাব হইলেন বটে, কিন্তু ইংরাজদিগকে তিনি যত টাকা দিবেন বলিয়াছিলেন, তাহ শোধ করিতে না পারায় প্রাদেশিক শাসনকৰ্ত্তাদিগের সহিত বিবাদ বাধাইলেন। এই সময়েই মহারাজ নন্দকুমার হগলী হিজলী প্রভৃতি স্থলের দেওয়ান ছিলেন। তাহার পর ১৭৬০ খৃষ্টাব্দে ক্লাইব বিলাতে গেলেন। বান্সিটার্ট কলিকাতার গবর্ণর হইলেন। মীরজাফর সন্ধিকালে ইংরাজদিগকে যে টাকা দিতে চাহিয়াছিলেন, তাহা দিতে না পারিয়া নদীয়

  • রাজবাটীর এই নাচ ইংরাজদ্বিগের সাঙ্গলিক বলিয়া অনেক ইংরাজ এখম পৰ্য্যৰ শোভায়াজারের রাজবাটীতে নাচ দেখিতে ঔৎসুক্য প্রকাশ

করেন । [ هلاط ] هي नक्ङ्गक्ष ७ वईभांप्मब्र ब्रांजच शंफित्वा निष्णन । भशंब्रांण नकाङ्कबांब्र উহার তহশীলদার হইলেন। ইহা ক্লাইব থাকিতেই হয়। কিন্তু बांक्षिप्लेidंग्र जभग्न हैशंtफ७ श्जिांय शृब्रिकांग्न न झeब्रांइ शैौद्रमांकরের জামাতা মীরকাশিম, খণ্ডরের দূত হইয়। কলিকাতায় হিসাব মিটাইতে আসেন। ইংরাজেরা দেখিলেন, মীরকাশিম মীরজাফর অপেক্ষ সুবেদার হইবার অধিক উপযুক্ত ব্যক্তি। আমনি র্তাহার সহিত নবকৃষ্ণের মধ্যস্থতায় কথাবার্তা ও সন্ধি স্থির করিয়া ইংরাজরাজ মীরজাফরকে পদচ্যুত করিলেন। মীরকাশিম ১৭৬০ খৃষ্টাম্বোই নবাব হইয়া ইংরাজদিগকে ২০ লক্ষ টাকা এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম দান করিলেন। কিন্তু ১৭৬৩ খৃষ্টাব্দে মীরকাশিমের সহিত যুদ্ধে ইংরাজের खाग्न झहेण । मशंब्रांज नमकूशोब्र cन७ब्रांन शहेटणन । ठिनि মীরজাফরের দেয় ২০ লক্ষ টাকার মধ্যে এক দফা ২ লক্ষ টাক পাঠাইয় দেন। যে চিঠির মারফতে এই টাকা আসে, তাহা মুরশিদাবাদ হইতে নন্দকুমার ১৭৬৪ খৃষ্টাব্দে ২৫ ডিসেস্বরে লেখেন। এই সময় নবকৃষ্ণ ইংরাজের ফারসী দপ্তরে কার্য্য করিতেন এবং টাকা কড়ির বাটার হিসাবও তাহার হাতে ছিল। নন্দকুমারের ঐ চিঠিতে লিখিত ছিল যে, যে তোড়ায় যেরূপ টাকা যত আছে, তাহার এক ফর্দ মুন্সী নৰকৃষ্ণকে পাঠান হইল। তখনকার বিভিন্ন নবাবের বিভিন্ন ওজনের টাকা ছিল, কাজেই বিভিন্ন টাকার বাটার হিসাবের ব্যবস্থাও করিতে হইত।• ১৭৬৪ খৃষ্ঠাবো ক্লাইব পুনরায় এদেশের গবর্ণর হইয়া আসিলেন । এসময় নবাব সরকারেও নবকৃষ্ণের বিশেষ প্রতিপত্তি ছিল। ইংরাজের পক্ষে তিনি যেমন যোলআনা টানিয়া চলিতেন, নবাবের পক্ষেও সেইরূপ। স্বয়ং ক্লাইব সে কথা স্বীকার করিয়া গিয়াছেন। এ সময়ে গোপনীয় পত্রাদিও নবকৃষ্ণই মুরশিদাবাদে লইয়া যাইতেন। যখন মীরকাশিমের সহিত ইংরাজদিগের যুদ্ধ হয়, তখন মেজর আডামস্ সেনাপতি হইয়া যান। নবকৃষ্ণ র্তাহার বেনিয়ান (রাজনৈতিক মুৎসুদী) হইয়া সঙ্গে গিয়াছিলেন। যুদ্ধে আহত ও পীড়িত হইলে মেজর আডাম্সকে লইয়। নবকৃষ্ণ যে সময় কলিকাতায় আসিতেছিলেন, সে সময়ে নবাবের একদল লুণ্ঠনকারীসেনা তাহাদিগকে আক্রমণ করে। নবকৃষ্ণ নিজ জীবন উপেক্ষা করিয়া কৌশলে মেজরকে রক্ষা করেন। এই সময় মহারাজ নন্দকুমার বিহারপ্রবাসী দিল্লীর বাদশার সহিত ষড়যন্ত্র করিয়া ইংরাজদমনের চেষ্টা করেন। জেনারেল কাৰ্ণাক তাহা জানিতে

  • Persian Dept.-Letters received 1764. L. No. 8il, dated 26 Dec. 1764 (Nnndcoomar to Wansitart. ) 酸

+ Persian Dept. Letters written 1764-65, No. 218, dated 22 Dec, 1764 & No. 7 of 65 (C. B. Clive to Nawab.)