পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৬২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"বাহাদুর" উপাধির ফরমাণ আনাইলেন। এ সময়ে সম্রাটুও তাহাকে ছয়হাজারী মনসবদারের পদে উন্নীত করিলেন ও চতুঃসহস্ৰ, সওয়ার রাখিবার ক্ষমতা দিলেন। যেদিন এই সকল খেলাৎ আসিয়া পৌছিল, সেইদিন ক্লাইব যখন সেই সকল দ্রব্য পরিদর্শন করিতেছিলেন, তখন নবকৃষ্ণও সেইখানে উপস্থিত ছিলেন। এই সময়ে আর্কটের নবাবের নিকট হইতে একখানি পত্র আসিল । ক্লাইব তখনই নবকৃষ্ণকে তাই পড়িতে অনুরোধ করিলেন। নবকৃষ্ণ চিঠি খুলিয়াই দেখিলেন, নবাব এমন কতকগুলি বিষয়ের উল্লেখ করিয়াছেন যে, তাহাতে র্তাহার স্বার্থহানি হইতে পারে। ইহা দেখিয়াই তিনি সে পত্রের অন্তরূপ ব্যাখ্যা করিয়া শুনাইলেন।* আর্কটের নবাবের পত্রে লর্ড ক্লাইব রাজা নবকৃষ্ণের পূর্বপরিচয় পাইয়া মহা আশ্চৰ্য্যাম্বিত হইলেন এবং তৎক্ষণাৎ তাহার কৃতকৰ্ম্মের প্রশংসা করিয়া এক স্বর্ণপদক প্রস্তুত করাইলেন। তাহার পর একদিন দরবার করিয়া ক্লাইব রাজা নবকৃষ্ণকে বাদশাদত্ত মহারাজ বাহাদুর, ছয়হাজারী মনসবদারীর ফরমাণ, দশবিধ খেলাং (ঘোড়, জোড়, চামর, শিরপেচ, ছাতা, পাখা, হাতী, ঝালরদার পালকী, ঘড়ী, তলওয়ার এবং কুণ্ডল, মুক্তামালা প্রভৃতি রত্নালঙ্কার ) প্রদান করিলেন। একদল সিপাহীকে তাহার দ্বাররক্ষিপদে নিযুক্ত করিয়া, নিজে হাত ধরিয়া হাতীর উপর হাওদায় বসাইয়া দিলেন । এই সমস্ত রেশালার সহিত মহারাজ নবকৃষ্ণ বাহাদুর ইংরাজ কোম্পানীর প্রশংসাসূচক স্বর্ণপদক ধারণ করিয়া নাকার বাজাইতে বাজাইতে হস্ত্যারোহণে স্বালয়ে ফিরিলেন। আসিবার সময় নগর উৎসবময় হইয়া উঠিল, রাস্তায় দর্শক জমিয়া গেল। মহারাজ সমবেত দরিদ্রদিগের মধ্যে রৌপ্যমুদ্র বৃষ্টি করিতে করিতে বাড়ী আসিলেন। তৎপরে ক্লাইব তাহার হস্তে কোম্পানীর কয়েকট প্রধান প্রধান কার্যবিভাগের ভার অর্পণ করিলেন। মুন্সীদপ্তর (ফারসী দপ্তর ) বরাবরই নবকৃষ্ণের অধীনে ছিল, তৎপরে ক্রমশঃ আরজবেগী দপ্তর ( আবেদনপত্রাদি গ্ৰহণ-বিভাগ ), মালখানা ( ধনাগার), ২৪ পরগণার মাল আদালত, ( ২৪ পরগণার রাজস্ব-সংক্রান্ত আদালত ), ২৪ পরগণার তহলীল দপ্তর (২৪ পরগণার কালেক্টর কাছার ) প্রভৃতি প্তাহার হস্তে অপিত হয়। এই সকল কাৰ্য্য তিনি পাবনার বাগানের নিজ বাটতে বসিয়াই সম্পন্ন করিতেন। এই সময়ে মহারাজ নবকৃষ্ণের মাতৃবিয়োগ হয়। কথিত • নবপ্রবন্ধ ৩য় ভাগ ( ১২৭৬ সাল ) ৯৭-৯৯ পৃ: | ΙΧ [ ৬২১ ] আছে, মাতৃশ্ৰাদ্ধে মহারাজ নবকৃষ্ণ নয় লক্ষ টাকা ব্যয় করেন। এই শ্ৰাদ্ধ উপলক্ষে আছুত অনাহূতের আহারের জন্ত এত দ্রব্যাদির আয়োজন হইয়াছিল যে শুনা যায়, যে স্থলে ভাণ্ডার হইয়াছিল, (আধুনিক ফুলবাগান নামক পল্লীতে ) সে স্থলে প্রকৃতই স্কৃত, তৈল, দধি ও ফুগ্ধের চৌবাচ্চ নিৰ্ম্মাণ করাইতে হইয়াছিল। এই শ্রান্ধে বাঙ্গালায়ু তখমকার সমস্ত রাজা, মহারাজ ও জমীদারই নিমন্ত্রিত হইয়াছিলেন। নবদ্বীপাধিপতি কৃষ্ণচন্দ্র কোনও কারণবশতঃ উপস্থিত হইতে না পারায় স্বীয় জ্যেষ্ঠপুত্র শিবচন্দ্রকে পাঠাইয়াছিলেন । এই শ্ৰাদ্ধ উপলক্ষে যে সভা হয়, তাহার শোভা অতি চমৎকার হইয়াছিল এবং এত বড় সভা সেকালে আর হয় নাই । শিবচন্দ্র এই সভায় উপস্থিত হইয়া সভার আয়োজন দেখিয়া প্রীত হইয়া বলিলেন, "এ যে দক্ষযজ্ঞের ব্যাপার দেখিতেছি।” নবকৃষ্ণ শুনিয়া বিনীতভাবে বলিলেন, “রাজকুমার ! আমার বিবেচনায় ইহা তাহা অপেক্ষাও অধিক, কারণ দক্ষের যজ্ঞসভায় শিবের আগমন হয় নাই, কিন্তু এ সভায় স্বয়ং শিবচন্দ্র উপস্থিত।” এই শোভাসম্পন্ন সভা হইতেই নবকৃষ্ণের বাসপল্লীর মাত-গোস্বামীর মহাল, মনোহর মুখোপাধ্যায়ের বৈঠকখানা ও পাবনার বাগান ইত্যাদি নাম পরিবর্তিত হইয়া সভাবাজার বা শোভাবাজার হইয়াছে। ক্লাইব চলিয়৷ গেলে ভেরেলেষ্ট কলিকাতার গবর্ণর হন। র্তাহার সময়েও নবকৃষ্ণের ঐ সকল পদমর্য্যাদা ছিল। ভেরেলেষ্ট তাহাকে অতিশয় ভালবাসিতেন ও বিশ্বাস করিতেন, ভেরেলেষ্ট আপন গ্রন্থে তাহ প্রকাশ করিয়া গিয়াছেন। ক্লাইব শেষবার আসিয়া তাহাকে কোম্পানীর কমিটীর রাজনৈতিক বেনিয়ান+ (মুৎসুদী) করিয়াছিলেন। ভেরেলেষ্টের সময়ে নবাব মনিরউদ্দৌলা যখন ইংরাজের অনুগ্রহ প্রার্থনা করিতেছিলেন, তখন তিনি মহারাজ নবকৃষ্ণকেই আশ্রয় করিয়াছিলেন। } ভেরেলেষ্টও ক্লাইবের স্থায় নবকৃষ্ণকে অতিশয় বিশ্বাস >Qや

  • Danyan-Banyans in fact, bave principal share, as deputies and interpreters, in every department of the Government as well as of the commercial concerns of the English East India Company. A Banyan is a person (either acting for himself or as the substitute of some great black merchant) by whom the English gentlemen in general transact all their business. He is interpreter, head book-keeper, head-secretary, head-broker, supplier of cash and cash-keeper, and in general also secret-keeper. He pnts in clerks, porters &c and whose honesty, he is deemed answerable and conducts all the trade of his master &c'.Bolt's Indian Affairs, Wol. I. p. 85. ©

t Persian Dept. Letters received in 1767-68. Letter No. 32 (From Nabob Monier-uddowlah to Gov. Werelest.)