পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৬৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবজ্বর [ ও৩২ ] নবদণ্ড • • --- তরুণজরে পাচনাদি নিষিদ্ধ, কিন্তু তোয়পেয়াদি নিষিদ্ধ মহে । যড়ঙ্গ পানীর তরুণজরে দেওয়া উপকারী । ( মুখ, ক্ষেৎপাপড়, বেনারমূল, চন্দন, বাল, শুষ্ঠ প্রত্যেক দ্রব্য ২ তোলা ওজনে লইয়া কুটির /৪ সের জলে সিদ্ধ করিয়া /২ সের অবশিষ্ট থাকিতে নামাইয়া ছাকিয়া লইবে, পরে শীতল করিয়া পান করাইবে, ইহাই ষড়ঙ্গ-পানীয়। ) নবজরে শীতল জলপান অত্যন্ত নিষিদ্ধ, সুতরাং এই ষড়ঙ্গ পানীয় একান্ত প্রয়োজনীয়। গাত্রবেদন অধিক থাকিলে গোকুর, কণ্টিকারী ও রক্তশালী অর্থাৎ দাউদখানি চাউলের পেয় ঐক্রপে প্রস্তুত করিয়া পান করাইবে । ঔষধাদি ।--তরুণজরে সহজে কোন ঔষধ দিবে না। লঙ্ঘন, পথ্য, পানীয় ও পেয়াদিদ্বারাই জরের তরুণাবস্থায় (অর্থাৎ প্রথম সাত দিন ) চিকিৎসা করিবে । নবজরে রসঘটিত ঔষধ প্রয়োগ করা যাইতে পারে । রস প্রয়োগ করিতে হইলে দোষ, রোগ, ব্যক্তি, দেশ ও কাল কিছুই পরীক্ষা করিবার আবগুক হয় না। নবজরে রসঘটিত তরুণজরারি, নবজরেভসিংহ, ত্রিপুরভৈরব, মৃত্যুঞ্জয়রস, নবজরাঙ্কুশ, বৈদ্যনাথবট, রত্নগিরিরস, জরসিংহরস, জরধূমকেতু, জরীবটিক, নবজরহয়বটি ও নবজররস প্রয়োজ্য । জ্বরের পঞ্চম, ষষ্ঠ বা সপ্তম দিবসে তরুণজরারি ঔষধ প্রয়োগ করিতে হয় । অমুপান চিনির জল। ঔষধ সেবনের পর বিরেচন হইলে জর ত্যাগ হয়। নবজরেভসিংহের অনুপান আদার রস । ত্রিপুরভৈরবের অনুপান আদার রল অথবা ক্ষেত্র বিশেষে চিনির সহিত শুঠ, পিপুল ও মরীচ। এই ঔষধ খাওয়াইলে তক্র ( ঘোল ) পথ্য দেওয়া আবশুক । মৃত্যুঞ্জয়রসের সাধারণ অমুপান মধু। যদি রোগী ক্ষীণ ন হয় বা তাহার কফাধিক্য না থাকে, তাহ হইলে চিনি ও ডাবের জলের অমুপান ব্যবস্থা করিবে, তদ্বারা বাতপৈত্তিক দাহ নিবৃত্ত হয় । নবজরাঙ্কুশ চিনির জল দিয়া থাইতে হয়। বৈদ্যনাথবটির অনুপান ক্ষেত্রভেদে উচ্ছেপাতার রস, পানের রস বা ঈষদুষ্ণ জল । দোষের বলাবল বিবেচনা করিয়া ১ হইতে ৪টা পৰ্য্যস্ত বটি প্রয়োগ করিতে পারা যায়। এই ঔষধ সুখবিরেচক। রত্নগিরিরস পিপুল ও ধনের কাখ দিয়া সেবন করিতে হয়। জরসিংহরস জরোৎপত্তির চতুর্থ দিবসে বা তাহার পরে দেওয়া কৰ্ত্তব্য। জয়ধূমকেতুর অনুপান আদার রস । তিন দিবস সেবনে নবজর নষ্ট হয়। জরী বটিকার অনুপান গুলঞ্চের রস । ইহা লেবনে জর সদ্য নষ্ট হইবার কথা। নব, জরছরবট ও নবজরয়স অঙ্গাররসের সহিত সেবা । [ জর ও ঔষধাদির নামে তত্ত্বৎ শব্দ দ্রষ্টব্য। ] নবজরয়স, নবজরে প্রয়োজ্য রসটিত বৈদ্যক ঔষধবিশেষ। ভাবপ্রকাশে ইহার প্রস্তুত বিষয়ে এইরূপ কথিত আছে,— শোধিত পারদ ১ তোলা, শোধিত গন্ধক ২ তোলা, গল্পল (সপবিষ ) ৩ তোলা, স্বর্ণক্ষিরী ৪ তোলা, জয়পাল ৫ তোলা। নারাঙ্গী নেবুর রস দ্বারা মর্দন করিয়া বিড়ঙ্গের প্রমাণ বড়ী করিবে। এক একটী বটি প্রত্যহ আদার রসের সহিত সেবনীয়। নবজর ব্যতীত ইহাদ্বারা জীর্ণ জর, আমঘটিত জর, সম ও বিষম জয় এবং সৰ্ব্বপ্রকার জরই নষ্ট হয়। দাবানলের জার ইহা সকল জরনাশক । নবজ্বরবটি, নবজরে প্রয়োজ্য ভাবপ্রকাশন্থত রসঘটিত ঔষধ বিশেষ । ইহার প্রস্তুত বিধি— শোধিত পার, শোধিত গন্ধক, শোধিত বিষ, শুষ্ঠ, পিপ্পলী, মরীচ, হরীতকী, বহেড়া, আমলকী ও শোধিত দস্তাবীজ এই সকল দ্রব্য চূর্ণ করিয়া সমভাগে লইয়া দ্রোণপুপীর (গিমার) রসে মর্দন করিয়া পুটপাক দিবে। পরে একটী মাষকলাইয়ের মত বটি করিবে । এই ঔষধ নবজ্ঞরে সেবনীয়। নবজ্বরেভসিংহ, নবজরে প্রয়োজ্য ভৈষজ্যরত্নাবলীস্থত ঔষধ বিশেষ । শোধিত পারদ, শোধিত গন্ধক, শোধিত লৌহ, শোধিত তাম্র, শোধিত সীসা, মরীচ, পিপুল ও শুঠ প্রত্যেক সমভাগ, বিষ অৰ্দ্ধভাগ ( কেহ বলেন সমষ্টির অৰ্দ্ধভাগ ) একত্র জলে মৰ্দ্দন করিয়া ২ রতি প্রমাণ বটি করিবে । ইহাতে ঘোরতর নবজর প্রভৃতি রোগ নষ্ট হয়। নবত (পুং ) নূ-অতছ। ১ কুথ, করিভূষণার্থ কম্বল। ( হেমচ ) ( দেশজ ) ২ বাদ্যবিশেষ। নহবৎ শব্দের অপভ্রংশ। নবতন্তু (পুং) নবঃ তন্তঃ কৰ্ম্মধা”। ১ নূতন তন্তু। নবী তন্তু যত্র। ২ নুতন তত্ত্বযুক্ত পট । ৩ বিশ্বামিত্র পুত্রভেদ। (ভারত অমু” ৪ অ” ) নবতি (স্ত্রী ) নব দশতঃ পরিমাণ যত, ( পঙক্তি বিংশতি ত্রিংশদিতি। পা ৫১৫৯)। ইতি নিপাতনাৎ সাধু । সংখ্যাবিশেষ, ৯• সংখ্যা । ২ নবতি সংখ্যাম্বিত । “বীক্ষ্যান্ধে নবতেঃ কাণঃ ষষ্টে খিত্রী শতন্ত তু। পাপরোগী সহস্রস্ত দাতুর্নাশয়তে ফলম্ ॥” (মনু ৩১৭৭) মকতিক (স্ত্রী) নবং নুতনং তেকতে করোতাতি, তিক-কটাপ। ১ তুলিকা। ২ নবতিরেব স্বার্থে ক, তত ষ্টাপ। ২ নবতি সংখ্যা । (অব্য ) নবতি নবতীতি বীণায়ং চশস্। বহুনৰতি। নবর্তী ( স্ত্রী) নৰতি ক্লদিকারাদিতি বা ভীৰু। নবতি । শেষায়) নবদও (ক্লী) রাজগণের ছত্রবিশেষ।