পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৬৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मदेईौ* বাদশাহ এ ছাড়া তিনি গাসপুর, হোসেনপুর, বাগমারী প্রভৃতি বিস্তৃত পরগণা ও অট্টালিকার উপর কাঙ্গ ড্রা নিৰ্ম্মাণ করিবার অনুমতি প্রাপ্ত হন। রাজার বিশেষ অনুগ্রহ ব্যতীত কেইই তৎকালে আপনার ভবনে ‘কাঙ্গড়া নিৰ্ম্মাণ করিতে পারিতেন না। কোন অট্টালিকার উপর কাঙ্গ ড্রা দেখিলেই তাহা কোন বিশেষ রাজসন্মানিত ব্যক্তির বাট বলিয়া সাধারণে বুঝিতে পারিত। তাহার বসতি-স্থানে কৃষ্ণোপাসক গোপগণের বাস থাকায় তিমি রেউই গ্রামের ‘কৃষ্ণনগর’ নাম রাখেন । তিনি ঢাকা হইতে কারিকর অানাইয়া সুন্দর চক ও নহবতখানা প্রস্তুত করেন। এখন ভগ্নপ্রায় হইলেও অনেকেই তাহার শিল্পনৈপুণ্যের মুখ্যাতি করিয়া থাকে। র্তাহার সময় কৃষ্ণনগরের ধাৱ দিয়া জলঙ্গীয় শাখা অঞ্জনা নদী প্রবাহিত ছিল। এক সময় কতকগুলি সৈনিক পুরুষ এই নদী দিয়া যাইবার সময় রুদ্রের দেীবারিকগণের সছিত বিবাদ করে। তাহাতে উভয় পক্ষে বিলক্ষণ হাতাহাতি হয়। এ কারণ রুদ্র পরবর্ষেই অঞ্জনার গতি রুদ্ধ করিয়াছিলেন, ইহাতে সাধারণের বিশেষ ক্ষতি হইয়াছিল। যাহা হউক, রুদ্র কৃষ্ণনগর হইতে শাস্তিপুর পর্য্যস্ত এক পাকা রাস্তা প্রস্তুত করিয়া দিয়া, সাধারণের কতকটা অভাব দূর করেন। র্তাহার সময় মর্দনার নিকটস্থ জলাশয়ে অতি সুন্দর পদ্ম ফুটিত, সেই শোভা দেখিয়া তিনি ঐ স্থানের নাম শ্রীনগর রাখেন। এখানে তিনি অনেক সময় অতিবাহিত করিতেন। এখন শ্রীনগরের গড়মাত্র অাছে, সংক্রামক জ্বরে এ স্থান উৎপন্ন হইয়া গিয়াছে। এ অঞ্চলে প্রবাদ অাছে, রাজা রুদ্র ঐ বাটীর তলে কঞক লক্ষ টাকা প্রোথিত করিয়া রাখেন। তিনি আপন কোষাধ্যক্ষকে শপথ করাইয়া বলিয়া স্বান যে বিশেষ বিপ না ঘটলে উত্তরাধিকারিদিগকে ঐ ধন দেখাইয়া দিবেন না। ক্ষত্রের মৃত্যুর পর তাহার পুত্র খাজাঞ্জিকে টাকা দেখাইয়া দিতে আদেশ করেন, কিন্তু তিনি প্রতিশ্রুতি স্মরণ করিয়া তাহার আদেশ পালনে অসম্মত হন। ইহাতে নিৰ্ব্বোধ রাজপুত্র সেই বিশ্বাসী খাজাঞ্জীকে প্রহার করিতে বলেন, সেই প্ৰহারেই খাজাঞ্জীর মৃত্যু হয়। অনেকেই ঐ টীকা খুজিয়া বাহির করিবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কাহারও আশা পূর্ণ হয় নাই। রুজের তুই রাণী—জ্যেষ্ঠ রাণীর গর্ভে রামচন্দ্র ও রামऔदन ५वृ९ कमेिर्छांद्र श्रृंप्é ब्रांषङ्करदङ्ग छग्र कुछ । ब्रांश्रुठा छछिचब-जतंइणैौ ७ यूशंब्रांश्ब्रस हिरणम । . क्ररमब्र हेछहिन नां 1 من ] আদরের নিকট হতে काशन লইয়াছিলেন ८ष्, डैश्रि शृङ्गि शृङ्ग बांक्षाश्च खेखनांषिरंौ शनः । डिनि

  • श्रीौत्रं © Q

- -: - - *- بیبیسی ब्रांभऔखन्नेट्रक डभिक्षांशैौ शिदाबू छछ दांन*ांtइग्न अछूभछि अांमाहेब्रा श्शिन । नििखं ऊँश्ाङ्ग शृङ्ाङ्ग श्रङ्ग श्रृङ्ग नांशाखं श्णशैौनि ফৌজদার ও ঢাকার নবাবের সাহায্যে পৈতৃক জমিদারী অধিকার করিলেন। কিছু দিন পরে রামজীবন.অনেক দলবল সংগ্ৰহ করিয়া রামচক্রের হস্ত হইতে জমিদারী উদ্ধার করেন। রামচন্দ্রও ছাড়িবার লোক নহেন। তিনিও পর বর্ষে রামজীবনকে পরাজিত করির জমিদারী জয় করিলেন। কিছুকাল, পরে তাহার মৃত্যু হইলে রামজীবন জমিদারী পাইলেন। তাহাকেও বেশী দিন ভোগ করিতে হয় নাই। তাহার বৈমাত্রেয় ভ্রাত রামকৃষ্ণ নবাবের সহিত কৌশল করিয়া তাহাকে ঢাকায় কারারুদ্ধ ও জমিদারী অধিকার করিলেন। এই রামকৃষ্ণের সময়ে বৰ্দ্ধমানে শোভাসিংহের বিদ্রোহ ঘটে। বৰ্দ্ধমানের রাজপুত্রকে রামকৃষ্ণ আশ্রয় দেন। তজ্জন্ত শোভাসিংহের ভ্রাতা হেম্মতসিংহ রামকৃষ্ণকে আক্রমণ করিবার জন্য ৰহু সৈন্ত সামস্ত পাঠাইয়া ছিলেন। কিন্তু রামকৃষ্ণের তাহাতে কোন ক্ষতি হয় নাই। এই সময় বাদশাহের পুত্র আজিমওসা বিদ্রোহদমনের জন্ত বৰ্দ্ধমানে আসিয়া উপস্থিত হন। রামকৃষ্ণ মহাসমারোহে গিয়া তাহার সহিত সাক্ষাৎ করেন। আজিমওলান্‌ র্তাহাকে আদরের সহিত গ্রহণ করিয়াছিলেন। এখানে থাকিতে থাকিতে র্তাহার সহিত আজিমওসানের মিত্রতা জন্মে। এই সুযোগে রামকৃষ্ণ জমিদারীর রাজস্ব যথানিয়মে দিতেন না । অবশেষে নবাব কৌশলক্রমে ঢাকায় লইয়া গিয়া তাহাকে কারারুদ্ধ করেন ও তথায় তাহার মৃত্যু হয়। রামকৃষ্ণের পর রামজীবন কারামুক্ত হইয়া জমিদারী পাইলেন। কিন্তু কিছু দিন পরেই তিনি ইহলোক পরিত্যাগ করেন। রামজীবনের তিন পত্নী ও র্তাহাদের গর্ভে ৪টী পুত্র জন্মে । তাহাদের মধ্যে দ্বিতীয় পত্নীর গর্ভজাত রঘুরাম সৰ্ব্বাপেক্ষা কাৰ্য্যদক্ষ ও প্রজারঞ্জক ছিলেন বলিয়া, রামজীবন মৃত্যুকালে তাহাকেই উত্তরাধিকারী করিয়া যান। রামজীবনের গীতশক্তি ও কবিত্বশক্তি বেশ ছিল । রঘুনাম অত্যন্ত সাহসী ও বলবান ছিলেন, সে জন্ত তিনি রঘুবীর বলিয়া খ্যাত। এক সময়ে নবাব মুরশিদকুলিয় সহিত রাজশাহীর রাজার যুদ্ধ হয়। এই যুদ্ধে রঘুরাম নবাবের সেনাপতির সহিত" গিয়াছিলেন । এই যুদ্ধের প্রাক্কালে রঘুরাম অবশিরসন্ধানগুণে রাজশাহীর সেনাপতিকে নিপাতিত করেন। র্তাহার অসাধারণ সাহস ও বীরত্বের পরিচয় পাইয়া সবাৰ তাহার যথেষ্ট প্রশংসা করেন এবং গুশের পুরস্কার স্বরূপ র্তাহাকে ফারামুক্ত করিবার আদেশ দেন। যুদ্ধাৰ প্রোয়ই ॐीनश्रदग्नङ्ग दैौtङ थांकिट्ठम । कृभ्रषन्न क्किम, ऑरतंत्र भूर्क