পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৬৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবোদক প্রস্তরীভূত হইয়া আছে। এই গল্পের আরও নানারূপ বর্ণনা • শুনা যায়। তদবধি ইহা নবীলতীৰ্থ নামে খ্যাত। এই খাদ ৩০০ ফিটু গভীর, উৰ্দ্ধদিকে ১৫০ ফিট বিস্তৃত, নিয়দিকের বিস্তার বেশী। উৰ্দ্ধদিকের বিস্তার এত অল্প যে স্রোত-প্রাবল্যের সময়ে খাদের কিনারা এক ইঞ্চিও জাগিয়া থাকিত না । নবাসর, সিন্ধুপ্রদেশে থর জেলায় অমরকোট তালুকের এক সহর। ইহা অমর-কেট সহর হইতে ১০ ক্রোশ দক্ষিণে ২৫° ৪% উত্তর অক্ষাংশে এবং ৬৯° ৪১' পূৰ্ব্ব দ্রাঘিমায় অবস্থিত। নবকোট হইতে চেলারের দিকে এক বৃহৎ রাস্তা গিয়াছে। এখানে এক তঃাদার বাস করেন। লোকসংখ্যা প্রায় ২ হাজার । অধিবাসী কৃষি, পশুপালন ও ঘৃত ব্যবসায় করে। বস্ত্র শিল্প ও দেশী রং দিয়া বস্ত্রাদি রঞ্জিত করাই প্রধান শিল্পকাৰ্য্য। এখানে তুল, নারিকেল, শস্ত, উট, গবাদি পশু, গোচৰ্ম্ম, চিনি, তামাকু, পশম ও ধাতু দ্রব্যের কারবার হয়। নবেতর (ত্রি) নবাদিতরঃ। নুতন হইতে ভিন্ন। নবেদস্ (ত্রি) ন বিপরীতং বেত্তি বিদ-অম্বন নড্রাড়িতাদিন । নঞঃ প্রকৃতিভাবঃ। বিপরীত জ্ঞানশূন্ত, মেধাৰী । “নবেদসা বিভূর্বাং” ( ঋক্ ১৩৪১ ) নবোঢ়া (স্ত্রী) নবী নূতন উচা বিবাহিত। নববিবাহিত। পৰ্য্যায়—বধু, জনী, নববারক, দিক্করী, নবযৌবন । ২ মুগ্ধ নায়িকাভেদ। লজ্জা এবং ভয়ে যাহাদের অনুরাগ পরাধীন হইয়াছে, তাহার নাম নবোঢ়া । “বলায়ীতা পাশ্বং মুখমমুমুখং নৈব কুরুতে ধুনানা মূৰ্দ্ধানং ক্ষিপতি বদনং চুম্বনবিধেী। হৃদি গুস্তং হস্তং ক্ষিপতি গমনারোপিতমন নবোঢ়া বোঢ়ারং রময়তি চ সস্তাপয়তি চ ॥” ( রসমঞ্জরী ) নবোদক ( ক্লী) নবং উদকম্। নূতন জল। বর্ষাকালে নবোদক অর্থাৎ নুতন জল তিনদিন এবং অকালে দশদিন অশুদ্ধ। “কালে নবোদকং শুদ্ধং ন পাতব্যস্তু তৎত্র্যহম্ । অকালে তু দশাহানি পীত্বা নাস্তাদহৰ্নিশম্।।” (শুদ্ধিতত্ত্ব ) ২ নবখাতে উখিত উদক । এই নবোদক পান করিলে পঞ্চগব্য দ্বারা শুদ্ধিলাভ হয়। "মৎস্ত-কন্টক-শংক-শঙ্খ-শুক্তি-কপর্দকা। পীত্ব নবোদকঞ্চৈব পঞ্চগবোন শুধতি ॥" ‘মবোদকং নবখাতজলম্। (প্রায়শ্চিত্ততত্ত্ব ) ৩ নবোদক নিমিত্ত পাৰ্ব্বণ শ্রাদ্ধ। “নবোদকে নবান্নে চ গৃহপ্রচ্ছাদনে তথা । পিতরঃ পূহয়ন্ত্যন্নমষ্টকাস্থ মধাস্ব চ। তন্মাদদ্যাৎ সদা যুক্তে বিদ্বৎক্ষ ব্রাহ্মণেষু চ ॥” (তিথিতা) [ \ులు ] নবদুস বর্ষাকালের প্রারম্ভে নবোদক শ্রান্ধ করিতে হইবে। এই শ্ৰাদ্ধ সকলেরই অবগু কৰ্ত্তব্য। ‘সদাযুক্তঃ এই বাক্যদ্বার ইহার নিত্যত্ব প্রতিপাদিত হইয়াছে । এষ্ট্র শ্রাদ্ধকালের সাবকাশ হেতু ত্রয়োদশী প্রভৃতি দিনে করিতে পরিবে না। "ত্রয়োদশীং জন্মদিনঞ্চ ননীং জন্মক্ষতারাং সিতবাসরঞ্চ । তাক হরজোদুকরাস্ত্যমৈত্রব্রুবেষু চ শ্রাদ্ধবিধানমিষ্টম।” (তিথিতত্ব ). ত্রয়োদশী, জন্মদিন, নাতিথি অর্থাৎ প্রতিপদ একাদশী ও ষষ্ঠী, জন্মরাশি, জন্মতার এবং শুক্রবার পরিত্যাগ করিয়া শ্রবণ, পুষ্য, মৃগশিরা, হস্ত, রেবতী, অনুরাধা, উত্তরাষাঢ়া, উত্তরভাদ্রপদ, উত্তরফাল্গুনী এবং কৃষ্ণপক্ষে নবোদক শ্ৰাদ্ধ কাল, অর্থাৎ এই সকল নক্ষত্রে ও কৃষ্ণপক্ষে নবোদক নিমিত্ত পাৰ্ব্বণশ্রাদ্ধ করিতে হয় । নবোদ্ধত (ক্লা ) নবমুদ্ভূতম্। ১ নবনীত, মাখন। (ত্রি ) ং নুতনখিত। নবোনবসর, বাবিলনের জনৈক রাজা। ইহার সময়ে কালদিয়াতে জ্যোতিষ-বিদ্যার বিশেষ আলোচনা হইয়াছিল। ৭৪৭ খৃঃ পূৰ্ব্বাব্দের ২৬শে ফেব্রুয়ারি বুধবার হইতে ইনি একটা অব্দ প্রচলিত করেন। ৩৬৫ দিনে এই অব্দ গণনা হইত। কিন্তু প্রতি ৪র্থ বৎসরে তাহাতে একদিন দিনবৃদ্ধি ধরা হইত না। নবোপোলসর (নবুপল-উজুর ) আসীরাঁয়ায় রাজা নেবুকডনেজারের পিত।। ৬২৬ খৃঃ পূৰ্ব্বাব্দে ইনি রাজা হন। ইনি আসীরায় সম্রাটগণের অধীনতা ত্যাগ করিয়া বাবিলোনিয়া রাজ্য প্রতিষ্ঠিত করেন। মিদীয়গণ বিদ্রোহী হইলে আসীরীয়সম্রাট ইহাকে তদমনে নিযুক্ত করেন, কিন্তু ইনি বিদ্রোহীদলে যোগ দিয়া ৬০৬ খৃঃ পূৰ্ব্বাদে নিনেভী - নগর ধ্বংস করেন। সম্রাট সার্ডানেপালাস স্বীয় প্রাসাদে অগ্নি দিয়া নিজে ভস্মীভূত হন। তদবধি বাবিলন সৰ্ব্বতোভাবে স্বাধীন হয় । নব্য (ত্রি) নুতে স্ত্যুতে ইতি স্থ-যৎ (অচে যৎ। পা ৩২৯) বা নবমেব যৎ (শাখাদিভো যৎ। পা ৫৩।১০৩)। ১ নুতন। ২ স্বত্য। “ভূবে নবেদা উচথস্ত নব্যঃ ” ( ঋক্ ৫।১৩৩)। ‘নব্যঃ স্তুতঃ’ ( সায়ণ ) (পুং ) ৩ রক্তপুনর্ণব । নব্যবৰ্দ্ধমান (পুং) স্মৃতিনিবন্ধকারভেদ। ইনি গঙ্গেশোপা ধ্যায়ের পুত্র। নলুস, নেপলিস শনের অপভ্রংশ। পালেস্তিন এদেশের প্রাচীন রাজ্য সমরিয়ায় প্রাচীন রাজধানী। এখানে দশবিধ জাতির রাজধানী ছিল।. এই নগর বাইবেলের পূৰ্ব্বতাগে সেচেম ও উত্তরভাগে সাইচর নামে কথিত হয়। ইহা এবল