পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৭০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কের চূর্ণ সমভাগ ও দ্বিগুণ গুড়ের সহিত যথাবিধানে পাক করিয়া এই মোদক প্রস্তুত করিতে হইবে। সেবনের পরিমাণ ৪ মাষা। অনুপান শীতল জল। ইহা সেবন করিলে বহুদিনের অর্শ মারোগ্য হয় এবং অগ্নিবৃদ্ধি হইয় থাকে। o ( ভৈষজ্যর অশোধি” ) নাগরাহৰ ( ক্লী) নাগরেতি আহব যন্ত । শুষ্ঠ । ( রাজনি" )। নাগরী (স্ত্রী) নগরে ভব, নাগর-অণু-উপৃ। দুই বৃক্ষ। ২ বিদগ্ধ নারী, বিহুৰী স্ত্রী। । “হস্তাতীর স্মরতুস কথং সংস্কৃতে নাগরীভিঃ ” (উদ্ধবন্ত)। ७ नोब्रेौ । (बि ) 8 नोब्रज्रत । 4 अक्रग्न छन् । { দেবনাগর দেখ। ] নাগরী, ১ উত্তর আর্কট জেলার মধ্যবর্তী একটা গিরিমালা। পশ্চিমঘাট পৰ্ব্বতের সর্বদক্ষিণপূৰ্ব্বাংশ বলিয়া গণ্য। শতাধিক ফিট স্থল কঠিন বালু পাথর ও পূর্বাংশে দানাদার গ্রাণিটু পাথর তিৰ্য্যকৃভাবে রহিয়াছে। লালচে, পীত, শ্বেত প্রভৃতি নানাবর্ণের বালুপাথরই দৃষ্ট হয়। ভূতত্ত্ববিদের স্থির করিয়াছেন, ইহার গঠনাদি উত্তমাশা অন্তরীপস্থ সমতল গিরিবৎ। ২ উক্ত গিরিমালার প্রধান শৃঙ্গ। অক্ষা” ১৩° ২২ ৫৩' উঃ ও প্রাঘি’ ৭৯° ৩৯.২২% পুং, সমুদ্রপৃষ্ঠ হইতে ২৮২৪ ফিটু উচ্চ। সমুদ্রকুল হইতে ৫০ মাইল দূরে অবস্থিত হইলেও পরিষ্কার দিনে সমুদ্র হইতে দেখা যায়। ইহার পাদদেশে নাগরী গ্রাম। ( লোকসংখ্যা প্রায় ৩০০০ । ) তাহারই নিকট মাম্রাজ রেলের নাগরী ষ্টেসন। এখানে চাউল, নীল ও সুপারির ক্রয় বিক্রয়ের জন্ত মাম্রাজ হইতে সৰ্ব্বদাই বণিকেরা যাতায়াত করে। ইহার নিকট অতি উৎকৃষ্ট ধান্ত জন্মে। পূর্বে এখানে বহু জনাকীর্ণ নগর ছিল। ৩ রাজপুতানার চিতোর নগরের ৫ ক্রোশ উত্তরে অবস্থিত একটী ক্ষুদ্র নগর ও এক অতি প্রাচীন সহরের ধ্বংসাবশেষ । প্রবাদ এইরূপ, রাজা হরিচাদ এই নগর পত্তন করেন। ইহার প্রাচীন নাম তাম্রবর্তীনগরী। এখান হইতে অশোকের সময়কার ব্রাহ্মী অক্ষরে খোদিত বহু মুদ্র আবিষ্কৃত হইয়াছে। এ ছাড়া আড়াই হাজার বর্ষের প্রাচীন হিন্দুদের ছেনিকাটা মুদ্র ও বৌদ্ধস্তপের ধ্বংসাবশেষ বাহির হইয়াছে। কতকগুলি প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ ও ভাস্করকার্যের অবশেষ প্রাচীন নগরের কেবল পরিচয় দিতেছে, আর কিছুই নাই । এই স্থান গহলোতদিগের হস্তগত হইলে এখানকার প্রাচীন ভ্রষ্টব্য যাহা কিছু ছিল, সমস্তই চিতোরে স্থানান্তরিত on 1 (Cunningham's Archaeological Survey Reports, Wol, WI, p. 196-226.) [ ఆసిసి ] গিলক্ষ নাগরীট (পুং) নাগরমেটতি ইট গর্তে ক । লম্পট । ২ জার। ৩ নাগরী কৃত মঙ্গলধ্বনি। নাগরুক (পুং ) নাগং রবতে সাদৃপ্তেন প্রাপ্নোতীতি র গর্তে বাহ ক প্রত্যয়েন সাধু । নাগরঙ্গ। নাগরেণু (পুং) নাগন্ত সীসকস্ত রেণু সীসকসম্ভব, সিঙ্গুর। নাগরেয়ক (ত্রি) নগরে ভবঃ নগরেস্তায়ং বা নগর-ঢকঞ, (কন্ত্র্যাদিভো ঢকঞ। পা ৪২৯৫ )। নগর সম্বন্ধী। অথবা নগরস্তায়ং । এই অর্থে নগর-ঞ্চেয়, তাহার পর স্বার্থে ক, এইরূপ প্রত্যয় করিলেও নাগরেয়ক পদ সিদ্ধ হয়। নাগরোথ (স্ত্রী) নাগরাল্পত্তিষ্ঠতি উদ্ভূ-স্থা-ক। নাগরমুখ । নাগর্য্য (ক্লী) নাগরস্ত ভাবঃ যক। নাগরভাব, বিদগ্ধত্ব, পাণ্ডিত্য। নাগলক্ষণ ক্লে ) নাগানাং সৰ্পাণাং লক্ষণং । সর্পদিগের ভেদাদি জ্ঞাপক চিহ্নভেদ। “নাগাদয়োহথ ভাবাদিদংশস্থাননি কৰ্ম্ম চ | স্বতকং দষ্টচেষ্ট্ৰেতি সপ্তলক্ষণমুচ্যতে ॥” ( অগ্নিপুট )। নাগলক্ষণের বিষয় অগ্নিপুরাণে এইরূপ লিখিত আছে— নাগ, তাহার শরীরাদি, ভাবাদি,দংশস্থান, কৰ্ম্ম স্বতক ও দষ্ট চেষ্টা নাগদিগের এই সাতটা লক্ষণ । শেষ, বাসুকি, তক্ষক, কর্কোট, অঞ্জ, মহাম্বুজ, শম্বপাল ও কুলিক এই নয়ট শ্রেষ্ঠ নাগ । ইহাদের প্রত্যেক দুইটার ক্রমে সহস্ৰ, অষ্টশত, পঞ্চশত ও ত্রিংশতি মস্তক আছে এবং প্রত্যেকে দুইটা করিয়া যথাক্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশু ও শূদ্ৰজাতি। ইহাদের বংশ পঞ্চশত, ক্রমে তাহা হইতে অসংখ্য হইয়াছে। ফণী, মগুলী ও রাজিল ইহার ক্রমে বাত, পিত্ত ও কফাত্মক। ইহাদের মধ্যে অমুক্ত কালজাত দোষমিশ্র নাগগণ দৰ্ব্বীকর নামে খ্যাত। নাগগণ চক্র, লাঙ্গল, ছত্র ও স্বস্তিক চিহ্নবিশিষ্ট হইয়া থাকে। গোনস নাগগণ দীর্ঘাকার, মন্দগামী ও নানাপ্রকার মণ্ডলাকারে অবস্থিত থাকে। রাজিল নাগগণ, স্নিগ্ধ, উর্দ্ধ এবং বক্রভাবে নানাবর্ণে চিত্রিত। বান্তর নাগগণ মিশ্র চিহ্নবিশিষ্ট, ও ভূ, বর্ষ, অগ্নি ও বায়ুভেদে চারি প্রকার। তাছাদের মধ্যে আবার ২৬ প্রকার অবাস্তরভেদ আছে । গোনসগণ ষোড়শ প্রকার, রাজিল ১৩ প্রকার ও ব্যস্তরগণ ২১ প্রকার। যে সকল সৰ্প অমুক্তকালে জন্মে, তাহাদিগকে ব্যস্তর কহে । নাগগণের আষাঢ়াদি মাসত্রয়ে গর্ত হয়। অনন্তর চারি মাস গর্ভধারণ করিয়া ২৪০টা ডিম্ব প্রসব করে, তাহার মধ্যে নাগিনীগণ পুং ও নপুংসক স্বতসমূহকে গ্রাস করে, কেবল নাগকস্তাগণ জীবিত থাকে। কৃষ্ণসপের ৭ দিনের পর চক্ষু গ্রন্ধটিত হয়, এক মাসের পরই তাহার বাহিরে পৃঃ হয়। - ১ ফিঙ্গ নাগরমুস্ত,