পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৭০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাগলক্ষণ [ १०* ] নাগবল্লী • .. T-wo ১২ দিমের পর বোধ জন্মে, সুর্য দর্শন করিলেই দস্তোদগম হয়। ইহার মধ্যে কাহারও ৩২ দিনে, কাহারও বা ২২ দিনে ৪টা দংষ্ট্র অর্থাৎ বৃহদত্ত হয়। করালী, মকরী, কালরাত্রী ও যমপুতিক ইহাদের দন্তে বিষ থাকে। ইহারা বাম ও দক্ষিণ পার্শ্ব দিয়া গমন করে, ও ৬ মাসের পর ত্বগুন্মোচন করিয়া থাকে। নাগের পরমায়ু ১২০ বৎসর। দিবা ও রাত্রিকালে সপ্তনাগ স্বৰ্য্যাদি বারাধিপতি হয়। ইহাদের মধ্যে ৬টা প্রতিবারেই ও কুলিক সকল সন্ধাতেই অধিপতি হইয়া থাকে। ( অগ্নিপু ৩-৪ অ” ) পূৰ্ব্বোক্ত নাগলক্ষণ—দংশন ও তাহার চিকিৎসা প্রভৃতি ইহার বিস্তৃত বিবরণ এই অগ্নিপুরাণে ৩০৪, ৩০৫, ৩০৬, ৩০৭ অধ্যায়ে বিস্তৃতরূপে লিখিত আছে। সুশ্রুত এ সম্বন্ধে এইরূপ লিখিয়াছেন,— নাগ সকল অশীতি প্রকার, তাহীদের মধ্যে দীকর ২৬ প্রকার, মণ্ডলী ২২, রাজিমস্ত ১০ প্রকার, ত্রিবিধ বৈকরঞ্জ জাতি ও নিৰ্ব্বিষ ১২ প্রকার। বৈকরঞ্জ জাতি হইতে সপ্ত প্রকীর চিত্রার উৎপত্তি হইয়াছে, তাহারা মণ্ডলী ও রাজমস্ত উভয় গুণবিশিষ্ট । যে সকল সৰ্পের মস্তকে রথাঙ্গ, লাঙ্গল, ছত্র, স্বস্তিক বা অঙ্কুশ চিহ্ন থাকে, এই সকল লক্ষণাক্রান্ত হইলে তাহাকে দী চর বলে। তাহার ফণাবিশিষ্ট ও শীঘ্ৰগাষ্ঠী যাহার বিবিধ প্রকার মগুলাকায়ে চিত্রিত, স্থল ও মন্দগামী এবং দীপ্তস্বৰ্য্যের ন্যায় আভাবিশিষ্ট, তাহাদিগকে মণ্ডলী কহে । চিকচিকে ও শরীরের উৰ্দ্ধধোভাবে বিবিধ বর্ণের আঁজি স্বারা চিত্রিত যে সকল নাগ, তাহাদিগের নাম রাজিমন্ত । যাহাঁদের শরীর সুগন্ধ ও সুবর্ণের ন্যায় অাভাবিশিষ্ট তাহারা ব্রাহ্মণ জাতি। যাহারা স্নিগ্ধবর্ণবিশিষ্ট ও শীঘ্ৰ কুপিত হয়, তাহার ক্ষত্রিয় জাতি। যাহাদের শরীর কৃঞ্চবর্ণ, লোহিত, ধুম্ৰ বা পারাবতের স্থায় ও বস্ত্রের স্থায় দৃঢ় হয়, তাহার বৈশুজাতি। যাহার মহিষ, হস্তী অথবা অন্তপ্রকার বর্ণবিশিষ্ট এবং ত্বক্ অতিশয় কর্কশ, তাহারা পূদ্রজাতি। দীকরের দংশনে বায়ু, মণ্ডলীর দংশনে পিত্ত ও রাজিমস্তের দংশনে শ্লেষ্ম কুপিত হয়। যে সকল নাগ অসবর্ণ সমাগমে উৎপন্ন হয়, তাহাদেয় বিষে দুই দোষ কুপিত হয়। সেই দোষের লক্ষণ বিবেচনা করিয়া নাগদিগের পিতামাতার জাতি জানা যায়। রজনীর শেষভাগে চিত্রাঞ্জাতি, এবং অবশিষ্টজাগে মুগুলীজাতি, ও দিবাভাগে দীকল্প জাতি বিচরণ করিয়া থাকে। দীকর তরুণ, ম ৪লী বৃদ্ধ, এবং ब्रॉर्षिभद्ध भक्षादब्रह इरेण७ गर्त्रश्न शृङ्क श्रृ । --- যদি সর্পাদি নকুল দ্বারা আকুলিত কিংবা জল বা ব্রাহ্মণ কর্তৃক অভিহত হয়, এবং কৃশ, বালক, বৃদ্ধ, মুক্তত্বক অথবা ভীত হয়, তাহা হইলে ইহাদের বিষ অল্প হয়, জানিতে হইবে | o শুক্র যেরূপ সকল শরীর ব্যাপিয়া আছে, বিযও সেইরূপ সৰ্পের সকল শরীরে ব্যাপ্ত আছে। ক্রুদ্ধ হইলে বড়িশের স্থায় দস্ত হইতে ইহাদের বিষ নিঃস্থত হয়। ইহার ফণা তুলিয়। দংশন না করিলে বিষ ত্যাগ করিতে পারেনা। (সুশ্রুত ) স্বশ্ৰতে কল্পস্থানে ৩, ৪ ও ৫ অধ্যায়ে নাগলক্ষণ, দংশন ও তাহার চিকিৎসা প্রভৃতির বিশেষ বিবরণ লিখিত আছে । { বিশেষ বিবরণ সর্প দেখ। ] নাগলত (স্ত্রী) নাগঃ সৰ্পস্তম্বং লতা। লিঙ্গ। (ত্রিকা” ) ২ নাগদীর্ঘালত, তাম্বুলী । নাগলোক (পুং ) নাগানাং লোকঃ ৬তৎ। নাগাধিষ্ঠিত লোক, পাতাল। "তেযু দানবদৈতেয় জাতয়ঃ শতসংঘশঃ। নিবসস্তি মহানাগ জাতয়শ্চ মহামুনে ॥" (বিষ্ণুপু” ) পাতাললোকে নাগগণ অবস্থান করে, ব্ৰহ্মার আদেশে নাগগণ এই লোকে অবস্থিত। এক একটী পাতাল দশসহস্ৰ যোজন। অতল, বিতল, নিতল, গভস্তিমৎ, মহাতল, শ্রেষ্ঠ সুতল এবং সপ্তম পাতাল । এই সপ্ত পাতাল লোকের মধ্যে শ্রেষ্ঠ প্রাসাদশোভিত ভূমি সকল যথাক্রমে শুক্ল, কৃষ্ণ, অরুণা, পীত, শর্করা, শৈলী ও কাঞ্চনী। এই সকল স্থানে দানব, দৈত্য, যক্ষ ও মহানাগ জাতি সকল বাস করিয়া থাকে। নারদ একদা নাগদিগের আবাস ভূমি পরিভ্রমণ করিয়া স্বৰ্গলোকে গিয়া বলিয়াছিলেন যে, পাতাল স্বৰ্গলোক অপেক্ষীও রমণীয়। (বিষ্ণুপু ২৫ অ” ) নাগবট (পুং ) কাশ্মীররাজ কম্পনাপতির একজন অমাত । ইনি কায়স্থ ছিলেন । ( রাজতর” ৮।৬৭১ ) নাগবত্মন (পুং ) তীখভেদ । এই তীর্থ সরস্বতী নদীর দক্ষিণ দিকে অবস্থিত। এই তীর্থে পন্নগরাজ বাসুকি স্বয়ং নানা নাগগণের সহিত অবস্থান করেন। এই তীর্থে সহস্ৰ সহস্ৰ ঋষি ও দেবতা সকল আসিয়া নাগরাজ বাসুকিকে যথাবিধি অভিষেক করিয়া থাকেন। এই স্থানে কাহারও সর্প ভয় নাই । ( ভারত শা” ৩৮ অ” ) নাগবল্লরী (স্ত্রী ) নাগইব দীর্ঘ বল্লরী। নাগবল্পী, তামুলী। নাগবল্লিকা (স্ত্রী ) নাগবল্লী। নাগবল্লী (স্ত্রী) নাগই দীর্ঘ বস্ত্রী লতা। তালবনী, ভাল , লতা, পশ্চিমে নাগবেী বা পান এবং রঙ্গেও পাণ নামে চলিত। ইহা দেশভেদে বিভিন্নগুণযুক্ত হইয় থাকে।