পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৭০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাগবলি । [ १०२ ] নাগগুদ্ধি ব্যাপিয়া প্রচলিত। মগধ রাজ্যে এক নাগবংশের কথা শুনা যায়। ইহারা বহুকাল পর্য্যন্ত নিজ ভুজবলে মগধ করায়ত্ত রাখিয়াছিল, কিন্তু অবশেষে প্রভূত পরাক্রমশালী পাণ্ডবগণ তাহাদিগকে তথা হইতে দূরীভূত করেন। গঙ্গা ও যমুনার সঙ্গমস্থানে আর্য্য পাণ্ডবগণের সহিত মগধের মাগবংশীয় রাজtদিগের সংগ্রাম হইয়াছিল। মহাভারতে থাণ্ডবদাহনের বিষয় ভারতবাসী হিন্দুমাত্রেরই অবিদিত নাই। সেই সময় বহুসংখ্যক নাগের (সপের ) নিধন হইয়াছিল এবং শ্রীকৃষ্ণ স্বয়ং কালিয় প্রভৃতি অনেক নাগমন করিয়াছিলেন। কোন কোন পাশ্চাত্য পণ্ডিত ইহার অাধ্যাত্মিক ব্যাখ্যা করেন যে, আর্য্যবংশোদ্ভব কৃষ্ণ অমাৰ্য্যসম্ভূত নাগবংশীয় রাজাদিগকে জয় করিয়াছিলেন। এরূপ ব্যাখ্যার সন্ত্যাসত্য বিবেচনার ভার পাঠকবর্গের উপর রহিল। আমরা এ সম্বন্ধে কিছু বলিতে চাহিন, তবে খৃঃ পূৰ্ব্ব ৬৯৯ অব্দে নাগরাজার প্রবল প্রতাপের সহিত তথার প্রভূত্ব করিতেছিলেন, তাহার প্রমাণ পাওয়৷ গিয়াছে। মহাবীর আলেক্জান্দর যখন মগধ রাজ্য আক্রমণের উদ্যোগ করেন, তখন নাগবংশসস্তৃত মনরোজ স্বীয় সৈন্ত সামস্ত লইয়া তাহার গতিরোধ করিতে প্রাণপণে চেষ্টা করিয়াছিলেন। রামগড় ও সৗরগুজার নাগবংশীয় রাজার তত্রত মুত্রার উপর সর্প অঙ্কিত করিত। ইহার মৰ্ম্ম এই যে তাহারা নাগবংশীয়, সুতরাং পূর্বপুরুষগণের সন্মানার্থ নাগমূৰ্ত্তি অঙ্কিত হইত। সিংহলে নাগবংশ এত অধিক যে ইহা ‘নাগদ্বীপ’ নামে খ্যাত হয়। ভারতবর্ষ ভিন্ন অদ্যান্ত দেশেও নাগবংশ গমন করিয়াছিল, তাহার সন্দেহ নাই। আবি-ডমীনেক লিখিয়াছেন যে, উত্তর আমেরিকায় শকজাতীয় নাগবংশের আবির্ভাব হইয়াছিল, এবং নাগবংশ লিদীয়ানদের রাজ্যও জয় <yfìrifì* 1 (Cyclopædia of India, Vol. II. p. 1042.) নাগবদন, সিংহলের একটা বন্দরের নাম। হিউএন সিঙ্গের কিছু কাল পরে ঐ বন্দরট স্থাপিত হয়। নাগবৰ্দ্ধন, চালুক্যবংশীয় একজন রাজা। [ চালুক্য দেখ। ] নাগবলি, মাত্রাঙ্ক গ্রেসিডেন্সির মধ্যবর্তী একটা নদী। ইহার অপর নাম “লাঙ্গলিয়া । মধ্যপ্রদেশে গোওয়াম পাহাড় হইতে তিনটা জলস্রোত একত্র মিলিত হওয়ায় এই নদী উৎপন্ন হইয়াছে। এই নদী তথা হইতে দক্ষিণপুৰ্ব্বদিকে ধাবিত হইয়া জয়পুরের মধ্য দিয়া চিকাকোলের নিকট সমুদ্রে পতিত হইয়াছে। ইহা দৈর্ঘ্যে ১৪• মাইল । ইহার তীরস্থ প্রধান প্রধান নগর যথা— দিলাপুর, বিদ, রায়গড়, পাৰ্ব্বতীপুর, পালকও এবং চিকাকোল। ইহার প্রধান উপনদী সালুর এবং মক্কবা। নাগবারিক" (পুং ) বাগন্ত গজস্ত সৰ্পস্ত বা বারো বায়ণং প্রয়োअनयञ्च $द् ॥ २ शक्तिशांणक । २ १झफ़ । ७ मयूझ । 8 ब्राजকুঞ্জর। ৫ যুথস্থিত গজরাজ। ‘নাগবারিক উদিষ্টে রাজকুঞ্জয় হস্তিপে। ". গণস্থরাজে গরুড়ে চিত্রমেখলকে কচিৎ ॥’ (মেদিনী ) নাগবাস (পুং) নাগানাং বাসঃ অবস্থানং। ১ নাগদিগের বসতি। ২ নেপালের উপত্যকাস্থ হ্রদবিশেষ । নাগবিল ( ক্লী) তীর্থভেদ । (নাগরখণ্ড ) 桦< মাগবীট (পুং) নাগইব বোটতি বি-ইট-ক। টাঙ্গর, লম্পট, চলিত ড্যাকরা । নাগবী (স্ত্রী) মাগন্তেব বীর্থী পন্থাঃ । আকাশমগুলে অশ্বিন্যাদি নক্ষত্ৰত্রয়ঘটিত গ্রন্থস্থানত্রয়ের অন্তর্গত উত্তরদিক্‌স্থিত মার্গবিশেষ। দক্ষিণ, উত্তর ও মধ্যমমার্গের প্রত্যেক মার্গে তিনটা করিয়া বীর্থী হয়। তিন মক্ষত্রে একবার্থী। ইহার মধ্যে অশ্বিনী, কৃত্তিক ও যাম্য নাগবার্থী। “অশ্বিনীকৃত্তিক যাম্য নাগবীর্থীতি শক্ষিতা।” (বিষ্ণুপু ২৮৭৯ শ্লোকটীকায়াং স্বামী ) ২ কস্তাপপুত্ৰীভেদ। (ব্রহ্মবৈবর্তপু ২ অ” ) ৩ ধৰ্ম্মের যামি পত্নীর গর্ভজাত কন্যা। (মৎস্তপু ৫।১৮) নাগবৃক্ষ (পুং) নাগাখে বৃক্ষ । মাগকেশরবৃক্ষ। (শার্থচি) মাগশত (পুং ) নাগানাং শতং যত্র। পৰ্ব্বতভেদ। “জগাম সহ পত্নীভ্যাং ততো নাগশতং গিরিম্।।” (ভারত ১১৯৯ অ') নাগশুণ্ডী (স্ত্রী) নাগন্ত শুশুবৎ আকৃতিরস্তান্তেতি, আছ, ততে গৌরাদিত্বাৎ ডীয, । ১ডঙ্গরীফল । ২ হস্তিণ্ডওঁী ক্ষুপ, হাতিগুড় । নাগগুদ্ধি (স্ত্রী) নাগানাং শুদ্ধিঃ। নাগদিগের শুদ্ধি। নব গৃহারম্ভে নাগশুদ্ধি দেখিয়া গৃহ প্রস্তুত করিতে হয়। “পূৰ্ব্বাদিষু শিরঃ কৃত্বা নাগঃ শেতে ত্রিভিত্তিভিঃ।" (জ্যোতিঃসারসংগ্রহ ) নাগগণ পূৰ্ব্বাদি দিকে শির রাখিয়া তিন তিন মাস অবস্থানপূর্বক শিরঃপরিবর্তন করিয়া থাকেন। ভাদ্র, আশ্বিন ও কাৰ্ত্তিক এই তিন মাসে পুৰ্ব্বদিকে, অগ্রহায়ণ, পৌষ ও মাঘমাসে দক্ষিণদিকে, ফাঙ্কন, চৈত্র ও বৈশাখে পশ্চিমদিকে এবং জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণমাসে উত্তরদিকে শির রাখিয়া অবস্থান করে । গৃহারস্তকালে নাগদিগের যদি মস্তকে আঘাত হয়, তাহ হইলে গৃহকর্তার মৃত্যু, পৃষ্ঠদেশে হইলে পুত্র ও ভাৰ্য্যার মৃত্যু, জঘনে অৰ্ধক্ষয় এবং উদরে সর্ব সম্পদলাভ হইয়া থাকে। এই জন্য নাগগুদ্ধি দেখিয়া গৃহারস্ত করা প্রয়োজন। “বাস্তুপ্রমাখেন তু গাত্রকেন বামেন শেতে খলু নিত্যকালম্। ত্রিভিন্তু মাসৈ পরিবৃত্য পার্শ্বং তং বান্ধনাগং প্রবান্তি সিদ্ধাঃ ॥