পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৭৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নান R “যদি আমাকে পেশব করিতে সাহায্য করেন, তবে জাপনাকেও চারিলক্ষ টাকা মূল্যের সম্পত্তি উপহার প্রদান করিব।” মান ফঞ্জনবিশ এই প্রস্তাব জানিতে পারিয়া:পরশুরাম ভাউকে ডাকাইয়া আনিলেন এবং পরম্পর পরামর্শ করিলেজ যে, সিন্দিয়ার নিকট উপস্থিত হইয়া বাজীরাওকে পেশবপদে অভিষিক্ত করা ব্যতীত আর দ্বিতীয় উপায় নাই। তদনুসারে পরশুরাম জুরে গমন করিয়া বাজীরাওর নিকট র্তাহদের অভিপ্রার প্রকাশ করিলেন। বাজীরাও এই প্রস্তাবে সন্তুষ্ট হইয়া পুণায় আসিয়া রাজ্যভার গ্রহণ করিলেন এবং ফল্গুনৰিশকে মন্ত্রিবর্গের শীর্ষস্থানে স্থাপিত করিলেন । সিন্দিস্নায় মন্ত্রী বালোবা তাতিয়া বাজীরাওর এই ব্যবহারে সন্তুষ্ট না হইয়া বহুসংখ্যক সৈন্ত লইয়া পুণাভিমুখে অগ্রসর হইলেন। নান। এই আগমন বার্তাশ্রবণে ভীত হইয়া সাতায়ায় পলায়ন করিলেন। বালোবা ভাতিয়া প্রস্তাব করিলেন যে, মাধবরাওর স্ত্রী বাজীরাওর ভ্রাত চিমনাঙ্গীকে পোষ্যপুত্ৰ লইবেন এবং পরশুরামভাউ তীয় মন্ত্রিত্ব গ্রহণ করিবেল। অনস্তুর নানা সাতার হইতে অমাতা-পরিচ্ছদ গ্রহণপূর্বক পুণার দিকে আসিতেছেন, এমন সময় পথিমধ্যে অবগত হইলেন যে, পরশুরাম বাজীরাওকে হস্তগত করিতে পারেন নাই । তাহার মনে সন্দেহের উদয় হইল, তিনি পোষাক পরিচ্ছদ পাঠাইরা দিয়া সাতারার অন্তর্গত বাই লামক স্থানে অপেক্ষা করিতে লাগিলেন। ইতিমধ্যে পরশুরামভাউ চিমনাৰ্জীকে পুণায় পেশবা করিলেন এবং নানাকে পুণায় আসিতে সংবাদ দিলেন। নামা প্রত্যুত্তরে বলিলেন যে, পরশুরামের জ্যেষ্ঠপুত্র হরিপন্থ এখামে আসিয়া পূৰ্ব্বে সমস্ত বন্দোবস্ত করবেন। হরিপন্থ দূতের বেশে না আসিয়া ৪৫ হাজার অশ্বারোহী সৈন্য সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইলেন। নানা ফভূনবিশ পূৰ্ব্ব হইতেই এই দুরভিসন্ধির বিষয় অৰগত হইয়াছিলেন, অতএব আর কালবিলম্ব না করিয়া রায়গড়ের নিকটবৰ্ত্তী মহাড়ে প্রস্থান করিলেন। এখন উপায়ান্তর না দেখিয়া ষড়নবিশ অসমসাহসে বুক বাধিলেন। দায়ে পড়িয় তাহার তীরতা দূর হইল। একাগ্রচিত্তে স্বাখলাধনের চেষ্টা করিতে লাগিলেম। লোকবীকৃত-করণ, ऐs*ांग्न ॐद्धांदम हैठrांमेि शिषरग्र बिहwय दिछन्नगङांद्र अब्रिहम्न য়িছিলেন । এই নিমিত্ত তদানীপ্তম যুরোপীয়গণ র্তাহাকে মহারাষ্ট্ৰীয় ম্যাঙ্কিয়াবেল' উপাধি দিয়াছিলেন। মানার প্রধান শক্ৰ পরশুরামভাউ এবং বালোব। বাজীরাওকে হস্তগত করা বিশেষ আৰঙ্গক মনে করিষ্ণ, তাহারই চেষ্টা করিতে লাগিলেন । ইতিপূর্বে ফর্মবিশ প্রচুর অর্থ সংগ্ৰহ করিয়াছিলেন। অর্থ দানে পেশবার সৈনিকদলের একজম প্রধান লাল এন { ৭৫৬ } गांना क्ष्मवित्र গিদিয়ার জনৈক কর্ণগ্রীকে বশীভূত করিলেন। খাষ্ট্ৰীয়াওয় जरैनक फूठा बांद्रा छैशब जडिsात्र ब्रांड कब्राहेगन । फूट्रक्चैौ হোলফয় এই সময়ে তাহার বিশেষ সহায়তা করিয়াছিলেন। সিরিার মৰী বালোবা দেখিলেন যে, বাকীরাও কু বাবারাও সৈন্ত সংগ্ৰছ করিতেছেন। তিনি অবিলম্বে বাধারাওকে আবুদ্ধ করিলেন । এদিকে বাঙ্গীরাওকে উত্তর ভারতবর্ষে পাঠাইলেন । কিন্তু তিনি তদীয় রক্ষকের নিকট কাকুত্তি মিনতি করিয়া পথিমধ্যে অপেক্ষা করিতে লাগিলেন।” ফৰ্জুনবিশ নিজামকে প্রলোভন দেখাইয়া বশীভূত করিয়াছিলেন। তাছার উদ্যে সিদ্ধ হইল। সিদিয়া সৈন্ত প্রেরণ করিয়া পরশুরামকে ধরিৰার জন্তু চেষ্ট করিতে লাগিলেন। বালোবা-ভয়ে পলায়নের চেষ্টা পাইলেন, কিন্তু পথিমধ্যে স্থত হইলেন। ফজুনবিশ মহাড় হইতে আসিয়৷ শালপাঘাটে মিলিত হইলেন। তখায় আসিয়া তিনি বাঙ্গীরাওর প্রকৃত উদ্দেশু জানিতে চাহেন এবং ইচ্ছা করিলেই কার্যা পরিত্যাগ করিতে পারিবেন, এই সর্তে ১৭৯৬ খৃঃ অবো মন্ত্রিত্ব গ্ৰহণ করিলেন । मोमा कफुमदिर्छा । কিছুদিন পরে বাঙ্গীরাও নীলা ফন্ডুলবিশের শাসন হইতে মুক্তিলাভের উপায় দেখিতে লাগিলেম। এই অভিপ্রায়ে খাটগের সহিত ষড়যন্ত্র কয়িতে লাগিলেন। উভয়ে একত্রে হইয়া ফঞ্জনবিশকে কারারুদ্ধ করিবার চেষ্টায় রছিলেন। ১৭৯৭ খৃঃ আৰো ৩১শে ডিসেম্বর তারিখে ফানবিশ সিদিনার ভবন হইতে ফিরিয়া আসিতেছেন, পথিমধ্যে অনুচরবর্গের সহিত ধৃত হইলেন। তাছার শরীয়রক্ষক সৈন্তগণ জঙ্কিান্ত হইয়া বিচ্ছিন্ন হইয়া *क्लिन । पाँ?tशग्न अछूभकेिकब मांम कफ़्मदिनं ४ ॐींशज अणइ