পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুরাদাবাদ বহু পুৰ্ব্বকাল হইতেই রোহিলখণ্ডবিভাগ পঞ্চালের অtটাররাজগণের রাজ্যভুক্ত ছিল। এই জেলার দক্ষিণপূর্বাংশে { ২২১ ] এখন ও আহীরগণ ক একট পরগণা ভোগ দখল করিতেছে। , বেরেণীর অন্তর্গত অহিচ্ছ কাপুরী তাহাদের প্রাচীন রাজধানী । ছিল । পরে মুরাদাবাদের অস্তত্বক সম্বলনগর বাণিজ্য সমৃদ্ধির সহিত রাজধানীরূপে পরিগণিত হয়। চীন-পরিব্রাজক হিউ এন সিয়াং খৃষ্টীয় ৭ম শতকের প্রারম্ভে কাশীপুর ও অতিচ্ছত্রানগর পরিদর্শন করিয়া যান ; কিন্তু তিনি সম্বলরাজধানীর কোন ও উল্লেখ করেন নাই । ' ভারতে মুসলমান-প্রভাব প্রতিষ্ঠিত হইবার অব্যবহিত পরেই এইস্থল স্থানীয় শাসনকেন্দ্ররূপে পরিগৃহীত হয়। ১২৬৬ খৃষ্টাবে গিয়াসউদ্দীন বুলৰন এই জেলা আক্রমণ করেন। অম্রোহ । অধিকারপুৰ্ব্বক তিনি হিন্দু-অধিবাসীদিগের প্রাণবিনাশের আদেশ দেন। কঠার (রোহিলখণ্ড) রাজারাম ককরা, স্থানীয় মুসলমান শাসনকৰ্ত্তার প্রাণ ৰিনাশ করিলে, ১৩৬৫ খৃষ্টাবো ফিরোজ ভোগলক তাছাকে আক্রমণ করেন । সম্রাটের আগমনসংবাদে ভীত হহয়। রায় ককরা কুমায়ুন অভিমুখে পলাইয়া যান। অনস্বর সম্রাটু তাহার রাজধানী লুণ্ঠনপুৰ্ব্বক | মালিক খিতাব নামক জনৈক মুসলমানের হস্তে তথাকার শাসনভার অর্পণ করিয়া দিল্লী অভিমুখে প্রত্যাবৃত্ত হন। ১৪০৩ খৃষ্টাব্দে জোনপুরের বিখ্যাত সুলতান চত্রাহিম সম্বলসগর অধিকারপুপক তথায় স্বীয় প্রতিনিধি রাখয় আসেন। ইছার চারি বর্ষ পরে দিল্লীশ্বর ফিরোজ তোগলক জোনপুর রাজকে পরাভূত করিয়া এই স্থান দিল্লীর শাসনাধীন করেন। । ১৪৭৩ খৃষ্টাব্দে জোনপুর-রাজবংশধর মুলতান হুসেন সঙ্গল নগয়ে আপনাদিগের বিজয়পতাকা উড্ডীন করিয়াছিলেন । । অতঃপর ১৪৯৮ খৃষ্টাৰো সম্রাট সিকন্দর লোদী এই জেলা পুনরায় জয় করিয়া দিল্লী-সাম্রাজ্যভূক্ত করেন । সম্রাটু সিকন্দর চারি বৎসর কাল সম্বলনগরে বাস করিয়ছিলেন । ভঙ্গনস্তর এই স্থানের শাসনকাব্য দিল্লী-সরকারের অধীন সামপ্ত সর্দারগণদ্বার পরিচালিত কষ্টতে থাকে। খৃষ্টীয় ১৬শ শতাকে মধ্যভাগে সম্বলের শাসনকর্তা অহিয়া মরণ জুলতান মহম্মদ আদিগের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন । তাহার এই ঔদ্ধত্য দমনের জন্য দিল্লীশ্বর সেন প্রেরণ করিয়াছিলেন, কিন্তু যুদ্ধে সম্রাট-লৈষ্ঠ পরাভূত হইয়া পলায়ন করে। পরবর্তী বৎসরে কঠারিয়ু সদার রাজা মিত্রসেল সম্বলনগর আক্রমণ কল্পিলে, অহিয়৷ মরণ র্তাহার বিরুদ্ধে যুদ্ধৰাত্র করেন। কুওরিখে নামক স্থানে উভয় পক্ষে ঘোরতর যুদ্ধ হয়। অবশেষে মিত্ৰসেন পরাভূক্ত হইয়া পলায়ন করেন। XᎳ 彎。 ●● शूद्रांलांषtण সম্রাট হুমায়ুমের শাসনকালে, জালিকুলী খ সম্বলের শাসনকৰ্ত্ত ছিলেন । ঐ সময়ে স্বাধীন কঠারিয়াগণ বিদ্রে।স্থিতাচরণ করিয়া সম্বল আক্রমণ করে । মোগল-শাসনকৰ্ত্তার হস্তে হিন্দুসেনাদল ৰিশেষরূপে নির্শিত হইয়াছিল। ১৫৬৬ খৃষ্টাব্দে তৈমুরবংশধর কএকজন মীর্জা সম্রাটু আকবর শাহের বিরোধী হইয়া সম্বলের রাজকৰ্ম্মচারীদিগকে পরাভূত ও সম্বলদুৰ্গে বন্দী করেন । এই সংবাদে উত্তেজিত হইয়া বাদশাহ হুসেন খাঁ নামক জনৈক সেনানীকে তাছাদের বিরুদ্ধে প্রেরণ করেন মোগল-সৈন্তের আগমনে তাহার। সম্বল পরিত্যাগপুৰ্ব্বক অম্রোহী অভিমুখে পলাইয়া যান। মোগল-সেনাপতি তাত ধের পশ্চাদমুসরণ করিলে তাহারা গঙ্গানদী উ 3াণ হইয়। আজুরগণ করেন । সম্রাট শাহজাহান রপ্তম ধর্ণ নামক জনৈক মুসলমানকে কঠার প্রদেশের শাসনকৰ্ত্তা নিযুক্ত করেন। তিনি ১৮২৫ খৃষ্টাব্দে অগ্ৰে স্বীয় নামে এবং কএক বর্ষ পরে তাহ বদলাইয়। মুরাদ শাহের নামে মুরাদাবাদনগর স্থাপন করিয়াছিলেন । সম্রাটুপুত্র মুরাদ পরে অরঙ্গজেবের হন্তে নিহত হন । অরঙ্গজেবের মৃত্যুর পর মোগলশক্তির অবসাদ ঘটিলে, কঠারিয়াগণ বিদ্রোহী হইয়া কিছুকালের জস্ব স্বাধীনত রক্ষায় সমর্থ হইয়াছিলেন । ঐ সময়ে মুসলমান-শাসনকর্তৃগণ কনৌজনগরে রাজপাট পরিৰতন করেন। ১৭৩৫ খৃষ্টাব্দে সম্রাট মহম্মদশাহ এই প্রদেশ পুনরধিকারপুৰ্ব্বক মুরাদাবাদে মোগল সহকারী নিযুক্ত করিয়াছিলেন । অতঃপর প্রায় ১১ বৎসরকাল রোহিলাগল দিল্লীসমাগণের অীনতা স্বীকার করিলেও প্রকৃত পক্ষে রোহিলা-সন্দারগণ এখানে সম্পূর্ণ স্বাধীনভাবে শাসনবিধি রক্ষা করিয়া গিয়াছেন । ১৭৪৪ খৃষ্টাব্দে মুরাদাবাদ অযোধ্যার উঞ্জারের শাসনাধীল হয়। ১৮০১ খৃষ্টাবো উহ। ইংরাজাধিকারে আইমে । অনস্তুর ১৮৫৭ খৃষ্ঠাদের সিপাহী-বিদ্রোহ পৰ্য্যন্ত এস্থলে উল্লেথযোগ্য কোন ঘটনা ঘটে নষ্ট । উক্ত-বর্ষের ১২ই মে তারিথে মিরাটের বিদ্রোহল বাদ এথানে প্রচারিত হয়। ১৮ মে মুঙ্গ:ফর নগরের বিদ্রোতিদল ধৃত হয়। পরদিন প্রাতে ২৯শ সংখ্যক দেশীয় পদাতিকদল বিদ্রোহী হইয়া কারাগার ভাঙ্গিয় ফেলে। ২১শে তারিখে তাঙ্কার অশ্বারোহী সেনাদলের সহিত মিলিত হইয়। প্লামপুরের বিদ্রোহীদিগকে বিতাড়িত করে। ৩১শে তারিখে রামপুর-অশ্বারোহিদল বুলল সহর হইতে প্রত্যাবৃত্ত হয়। তথপর দিন বেরেল ও শাহজাহানপুরের বিদ্রোহসংবাদ মুরাদ