পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুস্তাইদ খা ] لاسواد[ মুস্তাফা গাঙ্গেয়, ভদ্রমুস্তক, অভ্রনামক, শ্ৰীভদ্রা, ভদ্রক, ভদ্রা। গুণ— তিক্ত, কটু, বায়ুনাশক, গ্রাহক, দীপম । ( রাজব• ) ভাবপ্রকাশমতে পৰ্য্যায়—বারিদনামক, কুরুবিন্দ, কোরকসেরক, ভদ্রমুস্ত, গুঞ্জ ও নাগরমুস্তক। গুণ-কটু, শীতল, গ্রাহক, তিক্ত, দীপন, পাচন, কষায়, কফ, পিত্ত, অস্বীকৃ, তৃষ্ণ, জর ও কৃমিনাশক । অনুপদেশে যে মুস্ত জন্মে, তাহাই প্রশস্ত। নাগরমুস্তক সৰ্ব্বাপেক্ষা প্রশস্ত । ২ স্থাবর বিষভেদ । “চত্বারি বৎসনাভানি মুস্তকে দ্ধে প্রকীৰ্ত্তিত্তে ।” ( মুশ্রুত কল্পস্থাৎ ২ অe ) 鱼 মুস্তকাদি (পুং) বিষমজরে কারভেদ। (ভৈষজ্যরয়-) মুস্তকাদ্য মোদক, অজীর্ণরোগে প্রযোজ্য মোদকেীযধবিশেষ। প্রস্তুতপ্রণালী—ত্রিকটু, ত্রিফল, চিতামুল, লবঙ্গ, জার, কৃষ্ণজীর, যমানী, ৰন-ৰমানী, মেী, পাণ, শুল্ফ, শতমূলী, ধন্তা, গুরূত্বক, তেজপত্র, এলাইচ, নাগেশ্বর, বংশলোচন, মের্থী ও জায়ফল, প্রত্যেকে ২ ভোলা পরিমাণ ; মুক্ত ৪৮ তোলা এবং চিনি উক্ত দ্রব্যসমূহের দ্বিগুণ অর্থাৎ >|・Cリ | ঐ সকল দ্রব্য যুখাৰিধানে পাক করিয়া মোদক প্রস্তুত করিবে । মাত্র। ॥• তোলা হইতে ১ তোলা । শীতল জলের সহিত সায়ংকালে দেব্য । ইছ লেবনে গ্ৰহণী, অতিসার, অগ্নিমালা, অরুচি, অজীর্ণ, আমদোষ ও বিস্তুচিকা রোগ নষ্ট করিয়া, বলবীৰ্য্য ও অগ্নি বুদ্ধি করে। (ভৈষজ্যর০ গ্রহণ্যধিকার) মুস্তকিম্ (আরবী) - সরল। ২ সং। ৩ যথার্থবাদী । মুস্তগ, মধ্য এশিয়ার চান-তাতারস্থিত কোন-লুন পৰ্ব্বতমালার একাংশের নাম । মুস্তগসঙ্কটের দক্ষিণে অক্ষু ও কোকুশল নদীর সঙ্গমস্থলে অক্ষুনগর প্রতিষ্ঠিত। অক্ষা৭৮-৫৮ উঃ এবং দ্রাঘি• ৪১-৯% পুৰ্ব্ব। পশ্চিম ও পুৰ্ব্বএলিয়ার চীনদেশীয় পণ্যদ্রব্যের ৰাণিজ্যকেন্দ্র বলিয়া এই নগরবিশেষ সমৃদ্ধ । মুস্তগিরি ( পুং ) পৰ্ব্বতভেদ । মুস্ত। ( স্ত্রী ) মুস্ত-টাপ । মুস্তক। ( অমর ) মুস্তাই খ1, সম্রাটু বাহাদুর শাহের উদীর ইনাএং উন্ন ধার মুন্সী। প্রকৃত নাম মহম্মদ শাকি। তিনি মাগির-ই আলমূগীর নামে সম্রাটু আলমগীর বাদশাহের রাজত্বের ইতিহাস বর্ণন করেন। seবর্ষ কাল মোগল-রাজসরকারে থাকিয় তিনি যে সকল ঘটনা চাক্ষ প্রত্যক্ষ করিয়াছিলেন, তাছাই ঐ গ্রন্থে ৰিবৃত্ত হইয়াছে। স্বীয় প্রতিপালকের জ্বাদেশে ১৭১• খুটাৰে তিনি ঐ গ্রন্থ সমাপন করেন। XV

মুস্তাক, পাটনাবাসী মুসলমান-কবি মহম্মদ কুলীখার নামান্তর, হালিম কুলী খার পুত্র। ইনি মহম্মদ রোশান জোলিসের নিকট বিদ্যাশিক্ষা করেন এবং পরে নবাব জৈন উদ্দীন আহ্মদ খ হৈবতজঙ্গের গৃহরক্ষক ( দায়োগা )-পদে নিযুক্ত হইয়াছিলেন। ১৮৯১ খৃষ্টাব্দে ইছার মৃত্যু হয়। মুস্তাকি, দিল্লীবাণী জনৈক মুসলমান কৰি। ইহঁর গ্রকৃত নাম শেখ রিলক্-উল্লা, কিন্তু স্বীয় কাব্যোপাধি মুস্তাকি নামেই তিনি সাধারণে পরিচিত । তিনি সুলতান সেকল বাদশাহের রাজত্বকালে বকায়াৎ মুস্তাকি নামে একখানি ইতিছাস প্রণয়ন করেন । পারসী ভাষায় রচিত র্তাহার কবিতাদিতে মুস্তাকি এবং হিন্দী কবিতাগুলিতে ‘রাজন’ ভণিতা দেখিতে পাওয়া যায়। তিনি হিনী ভাষায় "জোক্ত নিরঞ্জন” নামে একখানি উৎকৃষ্ট কাব্য রচনা করিয়াছিলেন । জন্ম ১৪৯৫ এবং মৃত্যু ১৫৬১ খৃষ্টান্স। भूखाऊद थी, सशिखान-३-ब्रह्म९ नाम डिनि স্বীয় পিত; হাফিজ রহমৎ থ’ার একখানি জীবনেতিবৃত্ত সঙ্কলন করেন । ১৮৩৩ খৃষ্টাব্দে তাহার মৃত্যু হয়। মুস্তাদ (পুং ) মুস্তামীতি অদ-অর্ণ, শূকর। (জটাধর ) মুস্তাদি, ১ বাতপৈত্তিক জয়নাশক কষাষ্ট্রেীষধবিশেষ । প্রস্তুভ প্রণালী—মুত, ক্ষেতপাপড়া, স্বদিকুল, চিরতা, বেণার মুল ও রক্তচন্দন মিলিত ২ তোলা, জল ৩২ ভোলা, শেষ ৮ তোলা, প্রক্ষেপার্থ চিনি ॥০ তোলা । এই কযায়- , গানে বাস্তপিত্ত্বজয় নষ্ট হয় । ২ বিষমজল্পনাশক ঔষধভেদ । প্রস্তুতপ্রণালী—সুত, আমল, গুলঞ্চ, শুষ্ঠ, ও কণ্টকারী মিলিত ২ তোলা। জল ৩২ তোলা, শেষ ৮ তোলা, এই কাথে পিপুলচুৰ্ণ ২ মাথা ও মধু ২ মায প্রগোপ দিয়া সেবন করিলে বিষমজর বিদূরিত হয়। মুস্তাফা, ইসলাম-ধৰ্ম্মপ্রবর্তৃক মহম্মদের নামান্তর। মুস্তাফা খা, ১ দীউ প্রদেশের জনৈক মুসলমান শাসনকৰ্ত্ত। ইনি তুর্কজাতীয় ছিলেন। ১৫৩১ খৃষ্টাৰো দীউ আক্রমণকালে পর্তুগীজদিগকে পরাভূত করিয়াছিলেন। ২ বাঙ্গালার জনৈক মুসলমানবিদ্রোহী। ইনি নবাৰ আলীবর্দী ধার বিরুদ্ধাচারী হইয়া মহারাষ্ট্রীয় দলে যোগ- , দান করেন। মুস্তাফা (১ম), জনৈক তুর্ক মুলতান। ইনি ১৬১৭ খৃষ্টাৰে কনস্তাস্তিনোপূল-সিংহাসনে অভিষিক্ত হন, কিন্তু স্বীয় চরিত্রদোষে পর বৎসরেই রাজ্যচু্যত ও কারারুদ্ধ হইয়াছিলেন। ०४२० ९डेtएक चैौद्र बांडू-भूज ७गमान्रक ७dरङा कग्निब्रा ግን› -