পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুলতান মূলতস (অব্য• ) মূল পঞ্চমী বা সপ্তম্যর্থে তলিল। মূল হইতে বা মূলদেশে, মূলে । মুলতাই, মধ্য প্রদেশের বেতুল জেলার অন্তর্গত একট উপবিভাগ। ভূপরিমাণ ৯৬১ বর্গ মাইল। ২ উক্ত জেলার অন্তর্গত একটী নগর এবং তন্নামক উপবিভাগের বিচার-সদর । অক্ষা ও ২১-৪৬ ২৬' উঃ এবং দ্রাঘি০ ৭৮২৮ ৪ পুং। এখানে দেবমন্দির-পরিশোভিত একট জুন্দর দীর্বিক দৃষ্ট হয়। স্থানীয় লোকের বিশ্বাস, তাপ্ত। नो ऐँगै ड्रम श्झे८उ ऊं९°झ श्हेब्राप्झ् । মুলতান, পঞ্জাব প্রদেশের কমিশনরশাসিত একটা বিভাগ। মূলতান, ঝঙ্গ, মণ্টগোমরি ও মজুয়ায় গড় নামক চারিট জেলা লইয়। এই বিভাগ গঠিত । অক্ষা ২৯-১ হইতে ৩০°৪' উঃ এবং দ্রাঘি• ৭••৬ হইতে ৭৪'২' পূঃ মধ্য, ভূপরিমাণ ২০২৯৫ বর্গ মাইল । এই বিভাগের মধ্যে প্রায় সাড়ে চারি হাজার নগর ও গ্রাম আছে । মুলতান, পাব প্রদেশের ছোটলাটের শাসনাধীন একটা ঞ্জেল।। উত্তরে ঝঙ্গ, পুৰ্ব্বে মণ্টগোমন্ত্রী, দক্ষিণে বহাবলপুর বা ভাবলপুর রাজ্য ও পশ্চিমে মজঃফরগড় জেল। ভূপরিমাণ e৮৮• বর্গ মাইল; চন্দ্র ভাগ ও শতদ্ৰুনদীদ্বয়ের মধ্যবৰ্ত্তী ‘বড়ি দোয়াব’ নামক অস্তব্বেদা ভূভাগ লহয়। এই জেলা গঠিত । মধ্যে মধ্যে ইরাবতী নদী প্রবাহিত হওয়ায় রেকুন দোয়ীবের কতকাংশ ও ইহার অন্তর্ভুক্ত হইয়াছে। উক্ত নদী এয়ের উভয়তীরে বিস্তীর্ণ শস্তক্ষেত্রপুর্ণ সমতলক্ষেত্রসমুহ দৃষ্টিগোচর হয় । তম্ভিয় প্রায় সমুদায় ভূভাগ পাৰ্ব্বতীয় অধিত্যকায় পূর্ণ। মণ্টগোমরা জেলার সন্নিকটে নদীদ্বয়ের মধ্যভাগে বাড়ু নামক অমুর্বল্প প্রদেশ, এখানে বিপাশ ও ইরাবতী नोब्र भूतङन भाऊ घृहे श्म । १९न भूगङान 4:म* १६ নদাচতুষ্টরের জল দ্বারা পরিপ্লাবিত হইত, তখন এই স্থান শস্তসমৃদ্ধিতে পরিপূর্ণ দেখা গিয়াiছল । খৃষ্টীয় ১০ম শতকে জল মল্পদিনামক মুসলমান ঐতিহাসিকের বর্ণনায়ুসারে জানা যায় যে, এই মুলতান প্রদেশ ১লক্ষ ২০ হাজার গ্রামে ৰিভক্ত ছিল। তখন মুলতান রাজ্য জনসাধারণে পূর্ণ এবং শস্তমস্তারে অতুলনীয় ছিল। বিপাশা নদীর গতি পরিবৰ্ত্তনহেতু এখানে জলাভাব হওয়ায় স্থানীয় সমৃদ্ধির হ্রাস হইয়াছে। এক্ষণে ঝিল ও থালখনন দ্বার। অনেক স্থানের কৃষিকাৰ্য্য নিৰ্ব্বাহিত হইতেছে । মুলতান নগরের প্রাচীন নাম কগুপপুর ও মুলশাধপুর। প্রবাদ, আদি চা ও দৈত্যগণের পিতা মহৰ্ষি কগুপের নামাথगो८ब्ररे ७६ म्भ८ब्रब्र नोभक प्र५ श्ञ्च । हिकाव्रिण, श्८िब्रा८मा ठम्, లి)సి ] মুলতান টলেমী প্রভৃতি গ্রীকৃ ভৌগোলিকগণ এই স্বাসকে কগুপপুর दगिब्राहे ऊँ८ल्लष कब्रिब्रांtझ्म । ütणभौङ्ग sizइ कांशौन्न इहे८फ মথুরাপুরী পৰ্য্যস্ত বিস্তীণ জনপদ কাম্পিরিয়াই ( Kaspeirei) As StEto ateRIT Ifortfan ( Kuspeirea) বলিয়া লিখিত আছে। প্রত্নতত্ত্ববিদ কানিংহাম উহাকেই পঞ্জাবের অন্তর্গত কহুপপুর বলিয়। স্বীকার করেন। খৃষ্টীয় ২য় শতাৰো এই কাম্পিরিয়া নগর পঞ্জাবের রাজধানী ও মহাসমৃদ্ধিশালী বলিয়। ইতিহাসে বিবৃত হইয়াছে। উহার প্রায় ৫ শতাব্দ পুৰ্ব্বে অর্থাৎ মাকিদনবীর আলেকসান্দারের মাক্রমণ কালে এই নগরে দুর্জর্ষ মল্লি জাতির বাসভূমি ছিল । रुदनग्नांछ यt:णकमान्नाcद्रप्र दिछा प्रयाह्नेिोग्न मेिकü भछिब्रांछ', 'ब्राष्ट्रठ श्न । আলেকসান্মার এই নগর অধিকার করিয়া, ফিলিপ নামক তাহার জনৈক সেনানীকে এথানকার ক্ষত্রপ (Satya। নিযুক্ত করিয়া যান। কিন্তু মাঝে গুপ্তরাজবংশের প্রায়ুভাৰে শীঘ্রই এই যবনরাজ্য বিলুপ্ত হওয়াছিল। চহার কিছু পরে বৰ্ত্ত রাজগণের বীরত্ব প্রতিভায় পুনরায় দ্বিতীয় বার মুলতান নগয়ে যবনশাসন স্ব প্রতিষ্ঠিত হয় । উক্ত রাজগণের প্রচলিত মূদ্র অস্থাপি তাহার সাক্ষ্য দিতেছে। - প্রাচীন আরবদেশীয় ভৌগোলিকগণ মুলতান রাঞ্জাকে भिभू ७८म८°द्र श्र७ङ्ठ गतिग्न गईग़ाcझन । ॐाशcमब्र বর্ণনানুসারে এই নগর চচরাজের অধিকৃত বলিয়া প্রকাশ.। উক্ত দেশ প্রসিদ্ধ রাজার রাজত্ব সময়ে বিখ্যাত চীনপরিএাজক হিউএন সিয়াং মুলতান পরিদর্শনে আগমন করেন। তিনি এখানে স্বৰ্য্যদেবে এক সুবর্ণময়ী মূৰ্ত্তি দেখিয়াছিলেন। এবং এই স্থানকে “মুলসাথপুর” নামে উল্লেখ করিয়াছেন। ভবিষ্যপুরাণে এইস্থান “মিত্রবন” নামে বর্ণিত হষ্টয়াছে। সাম্ব এখানে স্বর্য মুষ্টি প্রতিষ্ঠা করিলে এইস্থান “সাম্বপুর” নাম ধারণ করে। { ভোজক ত্রাঙ্গণ শব্দে বিস্তৃত বিবরণ দ্রষ্টব্য। ডঃ কানিংহাম স্বৰ্য্যোপালকদিগের এই প্রসিদ্ধ স্বৰ্য্যমন্দির হঠতেই একস্থানের মুলতান নামের উৎপঞ্জি অনুমান করেন ; আবার ডাঃ অপার্ট প্রভৃতি ঐতিহাসিকগণ মল্লি জাতির ৰাসভূমি অর্থাৎ মল্পস্থান হইতে মুলতান শব্দের অমুকুতি স্বীকার করিয়া থাকেন মুসলমান জাতির অভু্যুথানের কিছু পরেই সিন্ধু রাজ্যের সখিত মূগষ্ঠান জেগাঁও মহম্মদ ধিন্‌ ৰাগিম কর্তৃক খলিফা সাম্রাজ্যভুক্ত হয়, খলিফাবংশের অবসান হুইলে, সিন্ধু প্রদেশে মুসলমানশক্তিরঞ্জ অবসাদ ঘটে । খৃষ্টীয় ৯ম শতাদের