পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* - মৈনপুরী T -T काषबाप्नब श्वादशप्रुडू शनैौद्र बनब्राजि कडैिड इहे॥ শুামলতৃণবহুল বিস্তীর্ণ ক্ষেত্ররূপে পরিণত হইয়াছে। কেবলমাত্র আম্রকানন, শিশুকুঞ্জ এবং বাৰলা ঝাড়গুলি প্রাস্তরের भएक्षा दिब्राजिड थाकिब्र ७षग्न फूभित्र डेसिब्र५ गअभा५ করিতেছে । অন্তব্বেদীর অন্যান্য জেলার দ্যায়, এখানকার স্মৃত্তিকান্তরগুলি মাটিয়ার ( কৰ্দ্দম ), তুর ( বালি), দুমং ( পলি ১ ও পিলিয়। লঘুপলি ) ভেদে চারিভাগে বিভক্ত। যমুন এবং শশী, অনঙ্গা, সেনগার, রিনা, কালীনদী ও ঈশান নদ ভিন্ন এখানে আরও কতকগুলি হ্রদ কার জলখাত বা ঝিল আছে। এই ক্ষুদ্র প্রবাহগুলি উভয় পার্শ্ববত্তী ভূমিতে জলসরবরাহ করে। উহাদের প্রবtহসস্তাড়িত মৃৎকণা দ্বার। সেই সেই ক্ষেত্রে পলি সঞ্চিত হয় । স্থানীয় আহাঁরগণ কৃষিজীবী হইলেও, গোমেষাদি পালন ও দ্যুবৃত্তি স্বারা জীবিকানিৰ্ব্বাছ তাহাদের অন্ততম ব্যবসা হইয়৷ পড়িয়াছে । গঙ্গাস্রোত হইতে দুইটী খাল কাটিয়। এ জেলার মধ্য দিয়া লওয়া হইয়াছে। এতাবা-ব্রাঞ্চ থাল সেনগার ও রিনা নামক নদীদ্বয়ের এবং কাণপুর-ব্রাঞ্চ রিনা ও ঈশান নদের মধ্যদেশে &Rifos I of a famoiototo (Lower Ganges Canal) জেলার উত্তরপূৰ্ব্বকোণে প্রবাহিত থাকিয় কালীনদীর সহযোগে নানা শাখায় তৎপ্রদেশে জল সরবরাহ করিতেছে । এইরূপে প্রচুর জলপ্রাপ্তির স্বাবধা থাকায়, থfরফ ও রবিশস্ত এখানে যথেষ্ট পরিমাণে উৎপন্ন হইয়া থাকে। এতদ্ভিন্ন ইক্ষু ও তুলার চাষও যথেষ্ট আছে। কৃষিজাত সকলপ্রকার শস্ত, তুলা, নীল ও স্বত এখান হইতে নান স্থানে রপ্তানী হইয়া থাকে। এখানে যুরোপীয়গণের তত্ত্বাবধানে নীল ও সোর প্রস্তুত হইয়৷ বিক্রীত হয়। এতদ্ভিন্ন তুলা হইতে স্বত, চুড়া, ছক, গড়গড়া ও কাঠের নানাপ্রকার শিল্প বিক্রয়ার্থ প্রস্তুত হইয় থাকে। মৈনপুর, সরিষাগঞ্জ, সিকোহাবাদ, কড়ছাল ও ফৰ্ছ নামক নগর এখানকার বাণিজ্যভাণ্ডার । সরিষাগঞ্জের হাট গবাদি পশু, স্ফটিকের মাল, চিনি, লবণ, তুলা ও চর্শ্ববিক্রশ্নের জন্স প্রসিদ্ধ। ঐ সকল পণ্যদ্রব্য নৌকাযোগেই নান। স্থানে প্রেরিত হইয় থাকে। ইষ্টইণ্ডিয়। রেল কোম্পাबीब्र निएकांशदtप्न & आदान नगप्द्र দুইটা ষ্টেসন আছে । গুঞ্জার বাণিজ্যপরিচালনের বিশেষ সুবিধা হইয়াছে। এই জেলার প্রাচীন ইঞ্জিাল পাওয়া বায় না। কিংবদী এইরূপ, পাণ্ডুতনৱগণ এখানে আধিপত্য A. গুগৰ নগরের নিদৰ্শনৰঞ্চ যে সকল ধ্বস্তপ |

  • * 曇。平

_சr - 莎 蕊”淞° { 8 లిసె سے لیے تھے= తళి | মৈম্পুরী হয়, উছার কোন কোনটা সেই ভারতীয় যুদ্ধযোগের কঁপ্তি বলিয়া উল্লিখিত হইয়া থাকে। ঐ সকল নগরাবশেষ মধ্য হইতে বৌদ্ধ কীৰ্ত্তিসমূহের রাশি রাশি স্থতি-নিদর্শন আবিষ্কৃত হওয়ায়, অমুমান হয় ষে ঐ সকল স্থানে বৌদ্ধপ্রাধান্ত যুগের বহু পুৰ্ব্বাদেও আর্য্যসভ্যতা প্রসার লাভ করিয়াছিল। আৰ্য্য হিন্দুগণ এখানে যে নগর স্থাপন করিয়া রাজত্ব করিয়া গিয়াছেন, বর্তমান ধ্বংসাবশেষই তাছার অস্থ্যতম নিদর্শন । কনোজ রাজ্যের মহাসমৃদ্ধি সময়ে এই স্থান হিন্দুনরপতি- . গণের অল্পকারভুক্ত ছিল । এই কনৌজ রাজবংশের সৌভাগ্যস্বৰ্য্য অস্তমিত হইলে, কনেঙ্গরাজ্য রাস্ত্রী ও জ্ঞোনগাওর সামগুদ্ধয়ের শাসনাধীন হয়। সেই পুৰ্ব্বতন কালে এখানে মেও, ভর ও চিরাড় প্রভৃতি আদিমজাতির বাস ও প্রভাব বিস্তৃত ছিল । পরে খৃষ্টীয় ১৫শ শতাকে চৌহান রাজপুতগণ উছাদিগকে পরাভূত করিয়া আপনাদের প্রভুত্ব বিস্তার করেন। চৌহানকুলের অভু্যদয় হইবার পূর্ব হইতে এই জেলার পশ্চিমপ্রাস্তস্থ বন-প্রদেশে যুদ্ধপ্রিয় জাষ্ট্ৰীয়জাতির সমাগম হয়। এখনও সেইস্থানে তাহারা বসবাস করিতেছে। মুসলমান-প্রভাব বিস্তৃত হইবার পর হইতেই, এই জেলার ধারাবাহিক প্রকৃত ঐতিহাসিক উপাখ্যান সঙ্কলন কয় যায়। , ১১৯৪ খৃষ্টাব্দে রাগ্রাতে মুসলমান শাসনকর্তা নিযুক্ত श्न । তৎপরে দিল্লীর মুসলমান নরপতিগণের অধীনস্থ শাসনকৰ্ত্তারা উহার শাসনকাৰ্য্য পরিচালিত করেন ; মুলতান বহু লোললোদীর রাজ্যকালে ( ১৪৫০-১৪৮৮ খৃঃ) এই জেলা দিল্লী ও জৌনপুর রাজসরকারের অধীনতা স্বীকার করিয়া উভয়কেই সেনাসাহায্য করিত। লোদী-রাজবংশের প্রভাব বিস্তৃত হইলে পর, মোগলগণের ভারতাক্রমণ পৰ্য্যস্ত রাষ্ট্ৰী নগর উক্ত লোদীবংশের অধীন ছিল । ১৫২৬ খৃঃ মোগলসম্রাট, বাবরশাহ এই স্থান অধিকার করেন। মৃতঃপর কিছুকালের জন্ত শেরশাহের পুত্র কুতব খাঁ আফগান এই জেলাকে মোগলশাসন হইতে বিচুত করেন। উক্ত কুতবধ দ্বারা মৈনপুরী নগরী নানা সৌধমালায় বিভুবিত হইয়াছিল । এখনও তাহার ধ্বংসাবশেষ-নিদর্শন স্থানে স্থানে পতিত রছিয়াছে। শেরশাহ কর্তৃক নিগৃহীত হুমায়ুন ভারতে প্রত্যাগমন কষ্কির মৈনপুরী অধিकांब्र क८ब्रन । गजाँघै. अकवद्र नाइ ऐशtक आनजा কনোজ সরকারের অস্তুভূজ করেন। তৎপয়ে তিনি এখানকার प्रशतूख्षिाबी अविवानौविशएक नमन कबिराब बड ¢मनानन প্রেরণ করেন । বধিয়ৰংশধরগণের শামন-প্রভাৰ জয়ৰ

  • -