পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- যন্ত্র ( জ্যোতিষিক ) [ ¢¢१ ] যন্ত্র ( জ্যোতিষিক ) করিলে ষে গ্রহের খেট নির্ণয় করিতে হইবে, তাহ নির্দিষ্ট নক্ষত্র হইতে বহুদূরে অবস্থিত হইলেও গ্রহ চক্রনেমি গত হইয়াছে, দেখা যায় । উপরোক্তরূপে চক্রটকে বিন্যস্ত করিয়া উছার সমতলপৃষ্ঠ বরাবর (along its plane ) লক্ষ্য কর, তাছা হইলে গ্রহট অক্ষ মুলের বিপরীত দিকে দৃষ্ট হইবে এবং উহাকে ক্রাপ্তিবৃত্তের সমরেখায় ধারণ করিলে পুৰ্ব্বনির্দিষ্ট কোন একটা তারকার উপর দৃষ্টিপাত কর। ঐ তারকা ও গ্রহের মধ্যে যে অন্তর দৃষ্ট হইবে, তাহা ভক্ত্রবযুক্ত অথবা ভদ্রুবহান করিলে গ্রহের oak (Celestial longitude) ste <sm যাইবে । • Atăţato (Equatoreal dial)—signiasaqator যন্ত্রবিশেষ । সিদ্ধান্ত-শিরোমণিতে লিখিত আছে ;-- “অপবৃত্তে কুজলগ্নে লগ্নং চাথে থগোলনলিকান্ত । ভূস্থং ধ্রুবযষ্টিস্থং চক্ৰং যষ্ট্য নিজোদয়োশ্চাঙ্কম্ ॥ বাস্তৈৰ্যষ্ঠ ভায়ামুদয়েইক: স্তস্ত নাড়িক জ্ঞেয়া ইঃচ্ছায়া সুর্য্যাস্তরেহথ লগ্নং প্রভায়াং চ | কেনচিদাধারেণ ধ্রুবাভিমুখকালকেহয় ধৃতে । অথবা কীলচ্ছায়াতামধ্যে মু্যনত নাডা: ॥” অর্থাৎ আবশ্বকীয় পরিমাণ মত সুচারুরূপে নিষ্পন্ন একটা দারুময় চক্র প্রস্তুত করিয়া তাহার নেমির উপরিতলের সমদেশ ৬• ঘটিকায় বিভাগ করবে। তদনন্তর বিশেষ বুদ্ধিমত্তার সহিত চক্রনেমির উভয় পাশ্বে পরম্পরের উদয়ের অসমান প্রমাণামুসারে রাশিচক্রের মেষাদি রাশি ষড়ংশে বিভাগ করিয়া অঙ্কিত করিতে হইবে । তংপরে চক্রনেমির উভয়পাশ্বে অঙ্কিত দ্বাদশ রাশির প্রত্যেকের উদয়াস্তকালকে পুনরায় ২ হোর, ৩ দ্রেঙ্কণি, ৩-২ • অংশের নবাংশ, ২• ১• এর স্বাদশাংশ ও ত্রিংশ{ংশে বিভক্ত কfরবে। ইহাই ষড় বর্গ বলিয়। কথিত । উদয়ের বিলোমক্রমে চক্রে রাশিপাত করিবে, অর্থাৎ মেষের পশ্চিমে বৃষ, বৃষের পশ্চিমে মিথুন হত্যাদি। সৰ্ব্বতেভদ্ৰ-যন্ত্রোক্ত প্রকারে বিপরীতভাবে রাশিপাত করিয়া পরে সেই চক্ৰ খগোলের ধ্রুবযষ্টির উপর ভূকেন্দ্রাভিমুখী করিয়া স্থাপিত কৱিৰে ( এখানে ধ্ৰুবধষ্টি = Polar axis মেরুর উন্নতাংশানুরূপে উন্নত করিতে হইবে । এইরূপে নিম্পাদিত যন্ত্র সাহায্যে কি রূপে রাশি ও অংশ স্বার স্বর্ষ্যের গ্রছ (Sun's longitude ) নিরূপণের সঙ্গে সঙ্গে কালনির্ণয় ও ( চক্রবৃত্তে ) দিগংশ স্থির করিতে হয় ; নিম্নে पङtशहे विदूड श्झेर छ८छ् XᎳ 28 o প্রথমে নিরূপিত দিবসের উদয়কাল ঠিক করিয়া লাইতে হুইবে । যে দিনের কালজ্ঞান আবশুক, সেই नि উদিত রবির মেঘাদি রাশিতে যত অংশ রবিভুক্তি হইয়াছে, তাহা এবং ভূজ্যমান রাশির ভাগ রাশিক্ষেত্রভাগে গুস্ত করিয়া অগ্রে রবিচিহ্ন স্থির করিবে । সেই দিন উদয় সময়ে যে যষ্টিছায়। পশ্চিমদিশ্বৰ্ত্তিনী হইয়াছে, সেই ছায়ার রবিচিহ্ন যে স্থানে হইবে, সেই স্থানে যন্ত্রকে দৃঢ়ৰূপে সংবদ্ধ করিবে। তদনস্তুর স্থৰ্য্য যেরূপ প্রকারে উপরে উঠিতে থাকেন, যষ্টিছায়াও তলমুরূপে ক্রমশঃ উদয়-চিহ্ন হইতে চক্রের মধোদিকে(Nadir) ঘুরিতে থাকে। ছায়ার্ক চিহ্নদ্বয়ের মধ্যে যে ঘটিকাপাত হইবে, তাহাই দিনমান বলিয়া জানিবে এবং তাহা হইতে যষ্টিছায়াকে যে রাশির যত্ত ক্ষেত্রাংশ তাছাই লয় ( Horoscope), অথাৎ সূর্য্যোদয়বিন্দু হইতে ছায়াগ্রবিন্দু ক্ষেত্রাংশের যতদূর সরিয়া যাইবে, সেই বৃত্তাংশ পরিমাণ দিনগত কাল এবং ছায়।-স্থানেই লগ্নমান ধরিয়া লইতে হইবে। 彦 \ \, পুৰ্ব্ব -- }পশ্চিম মেধ কলু। বৃধ N / 父 {) KaᎩ \ 芭 1 馨 | を K} উপরে যে চিত্র প্রদর্শিত হইল, তদ্বারা নাড়ীবলয়-যন্ত্রের কাৰ্য্য সম্যক্ উপলব্ধি হইতে পারে। স্বৰ্য্যদেব যেরূপ পুৰ্ব্ব হষ্টতে পশ্চিমাকাশে আরোহণ করিতে থাকেন, সেইরূপে যষ্টিছায়াও পশ্চিম হইতে পুৰ্ব্বাভিমুখে আদিতে থাকে, সুতরাং রাখোদয়-নিরূপণের নিমিত্ত যন্ত্রে উপরোক্ত চিত্রের স্তায় রাশিচক্রের বিলোম-নিপাত করিতে হইবে । পশ্চিম হইতে লগ্ন পৰ্য্যস্ত যে বৃত্তরেখা হইবে, তাহাই ছোরামান বলিয়া জানিবে । উপরে বলা হইয়াছে যে, যন্ত্রস্থ রাশিচক্র বড় বর্গে পাতিত কর। এরূপ চক্র ধগোল-মধ্যস্থ ধ্রুবৰ্যষ্টির সহিত বদ্ধ করিয়া o