পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/৫৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যালদ্বীপ [ (సి( ) যবদ্বীপ কলং লামুক, একপ্রকার বৃহদাকার বাছড় দেখা যায় । ইহাদের উপদ্রবে নারিকেল এবং অন্তান্ত ফল রক্ষা করা কঠিন হইয়া উঠে। ইহার শস্তক্ষেত্রে প্রবেশ করিয়া ভূট্র ও ইক্ষু একেবারে খাইয় ফেলে । অধিবাসীর ফাদ পতিয়া ইহাদিগকে ধরে। এই পক্ষীর মাংস অতিশয় মুস্বাদু এবং উপকারী। এতদ্বাতীত ভারতীয় বাদুড়ও বহুসংখ্যায় দৃষ্ট হয় । ঠহার। বড় বড় বৃক্ষে এবং পৰ্ব্বতগাত্রে বহু লক্ষ একত্র হইয়া বিলম্বিত থাকে। বৃক্ষতলে পরিত্যক্ত ইহাদের বিষ্ঠ হইতে প্রতিবৎসর সহস্ৰাধিক মণ সোরা উৎপন্ন হয় । সুরকর্তার অধিবাসিদিগের ইহা প্রধান পণ্য । অনেক প্রকার বানর এখানে দৃষ্ট হয়। তাহাদিগের সাধারণ নাম 'কবি' (কপি ), তন্মধ্যে গাঢ় কৃষ্ণবর্ণের বানর বিশেষ প্রসিদ্ধ । ইহার ৭০ ০০ ফুট উচ্চ পৰ্ব্বতেও বিচরণ করে। ইন্দুর, খরগোস, সজারু ও কাঠবিড়ালী এখানে প্রচুর পরিমাণে দৃষ্ট হয় । সর্প এখানে পবিত্র বলিয়া পূজিত। gKBBBB BBBBBS BBBBB BBB BBBBB BBB প্রতীয়মান হয় । অৰ্জুমপক্ষার পাথায় উজ্জ্বল স্বণরেণুক্ষ স্থায় virtą su otrzy i en zējvēts Babirussa, Peri crocotus, Miniatus, Yellow Torgon,Anaclipus Sanguinolentus Stenopus Javanicus, প্রভৃতি বিবিধ প্রাণী छू? श्ग्र । এখানে নদী ও হ্রদ সকল বিবিধ মৎস্তপুর্ণ। কাতলা মাছের ন্যায় এক প্রকার অতি স্বস্বাদু মৎস্য বহু পরিমাণে পাওয়া যায় । অধিবাসিগণ নানা প্রকার জাল দ্বারা নদীতে এবং সমুদ্রে মৎস্ত ধরিয়া থাকে। বিবিধ সুবর্ণবৰ্ণ জলচর পক্ষী ও অধিবাসিগণের প্রিয় ভক্ষ্য । এই স্থানের সমুদ্রে এক প্রকার অদ্ভুত কটি দৃষ্ট হয়—তাহাদের সস্তরণকালে শঙ্খ বৰ্ত্ত ( Spiral ) পীত ও হরিদ্বর্ণের ফিতার দ্যায় পুচ্ছ সকল অত্যন্ত উজ্জল দেখা যায় । ইহাদের দ্যায় উজ্জগবর্ণের কীট পৃথিবীর আর কোন স্থানে নাই— ইহারা সমুদ্র মধ্যস্থ প্রবাল দ্বীপে বাস করে । আধুনিক ভূতত্ত্বাবং পণ্ডিতেরা স্থির করিয়াছেন যে,সিংহল হইতে যবদ্বীপ পর্য্যস্ত বিস্তীর্ণ মহাদেশ ছিল । ভূগর্ভস্থ অগ্নি শক্তিতে এবং আয়ের গিরির অ্যুৎপাতে সেই ভূভাগ সমুদ্রমগ্ন হইলেও অনতি প্রাচীনকালে সুমাত্রা, বোৰ্ণিও, যব প্রভৃতি দ্বীপপুঞ্জ একত্র সম্বদ্ধ ছিল, তাহাও প্রমাণিত হইয়াছে। মুমাত্রায় গভীর কূপখননকালে হিন্দুদেবীর প্রতিমূৰ্ত্তি ৰাছির হইয়াছে । আফুিকার সোমালি দেশে এবং আমেরিকার মেক্সিকে প্রদেশে প্রাপ্ত হিন্দুদেবমূৰ্ত্তির সহিত ঘবদ্বীপের মূৰ্ত্তিশিল্পের সম্পূর্ণ গোঁসাদৃশু আছে। সুতরাং অতি প্রাচীন কালেই মূৰৰীপে ব্ৰাক্ষণোপনিবেশ সংস্থাপিত হুইয়াছিল। আমেরিকায় হিন্দুগণের সঙ্গীব নিদর্শন কিছু নাই। কিন্তু যব এবং বালি দ্বীপে এখনও হিন্দুত্বের জীবিত নিদর্শন রহিয়াছে । যবদ্বীপের ইতিহাসকে ৬ ভাগে বিভক্ত করা যাইতে পারে। ১ পৌরাণিক যুগ, ২ হিন্দু অধিকার, ৩ বৌদ্ধপ্রভাব, ৪ হিন্দুরাজা, ও মুসলমান শাসন ও ৬ য়ুরোপীয় শাসন। ঘবদ্বীপবাসিগণের মধ্যে এচরূপ প্রাচীন প্রবাদ আছে যে, প্রথম ঔপনিবেশিকগণ লোহিতসমুদ্রের উপকুল হইতে আসিয়াছিল। তৎকালে ভূবিপ্লবে যবদ্বীপ অন্যান্ত দ্বীপপুঞ্জ হইতে বিভিন্ন হয় নাই। কেহ কল্পনা করেন যে, ঐ ঔপনিবেশিকগণ মিশরের অধিবাসী হইবে-ই হার স্বদেশ হইতে নিৰ্ব্বাসিত হইয়া সমুদ্রযাত্রা করিয়া যবন্দ্বীপে উপস্থিত হন এবং সৰ্ব্ব প্রথমে হুৰ্য্য ও চঞ্জ পূজা প্রচলিত করেন। তদ্ভিন্ন তাহারা বরুণ, অগ্নি, বায়ু প্রভৃতি দেবতার ও পূজা করিতেন। ফলিত জ্যোক্তিষে র্তাহীদের বিশেষ বিশ্বাস ছিল। প্রত্যেক পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিই সবার সম্মান পাইতেন এবং তিনি বৈষয়িক ও পারমাথিক সকল বিষয়ের উপদেশ দিতেন । শস্তক র্কন ও বপন করিবার পূৰ্ব্বে ক্ষেত্রধিষ্ঠাত দেবতার উদ্দেশ্যে পশুবলি প্রদত্ত হইত। কা ের র রব এবং গাভী প্রভৃতি দ্বারা ভাবী শুভাশুভ বিচারিত হইত । পৌরাণিক বিবরণ । ব্ৰহ্মা গুপুরাণের অনুষঙ্গপাদে ৫২ অধ্যায়ে লিথিত আছে, জম্বুদ্বীপের মধ্যে অঙ্গদ্বীপ, যবদ্বীপ, মলদ্বুদ্বীপ, শঙ্খ দ্বীপ, কুশদ্বীপ ও বরাহদ্বীপ নামে ছয়ট প্রসিদ্ধ দ্বীপ আছে। তন্মধ্যে অঙ্গদ্বীপ বহুবিধ জীবের আশ্রয় এবং নানা রত্বের আকর। লবণায়ু পরিবেষ্টিত, হেম প্রবালাদি রত্নসমূহের আকর, নদী, বন ও শৈলমালা-পরিশোভিত,এই স্ববিস্তীর্ণ দ্বীপে স্লেচ্ছ প্রভূতি নানাজাভির আবাস স্থান। ইহাতে বহুনির্বরময় চক্রনামে যে এক বৃহৎ পৰ্ব্বত আছে, উহ নাগদেশের মধ্যবৰ্ত্তী এবং উহাতে নাগগণের বাসস্থানও আছে, উহার গুহাসমূহে ও বিবিধ প্রাণিগণ বাস করে। এই পৰ্ব্বতের পাশ্বদ্বয় সমুদ্র স্পর্শ করিয়াছে । বহুবিধ রত্বের আকর যপদ্বীপেও নানাধিধ ধাতুমণ্ডিত ছাতিমান নামক এক পৰ্ব্বত আছে, তাহ হঠতে অনেক নদনদীর প্রাদুর্ভাব হইয়াছে এবং তথায় বিস্তর মুবণের খনি আছে। এইরূপে মসংস্তস্ত হিরণ্যমণিরত্নাদির আকর আহ্বাচ্চ মলয়দ্বীপও সমুদ্রপরিবেষ্টিত এবং নদী-বন-পৰ্ব্বতপরিশোভিত ও বিবিধ ম্লেচ্ছজাতি-সমাকীর্ণ ; ইহাতে ঐসম্পন্ন ও রঞ্জতের আকরম্বন্ধশ্ব মলয় নামক শ্রেষ্ঠ পৰ্ব্বত আছে,