পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/৬০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शयघैो* | راه را ] যবদ্বীপ মুণ্ডিংসারীর পরে মুণ্ডিং বঙ্গা পজাজারমের রাজা হইলেন (১৯৭৯) । তাহার চারি সস্তুতি ছিল । তন্মধ্যে সৰ্ব্বজ্যেষ্ঠ কন্যা । পিতা তাহার বিবাহ দিতে ইচ্ছা করিলে তিনি ব্রহ্মচারিণী হইবার প্রস্তাব করিলেন—তাহাতে র্তাহার পিতা বিরক্ত হইয়া দক্ষিণ উপকূলে র্তাহাকে বনবাস দিলেন। সেখানে অস্থাপি শোকে “রাতিকেকুল নামে তাহার উপাসনা করে। তাহার দ্বিতীয় কহু সম্পূর্ণ শ্বেতাঙ্গী হওয়ায় তাহাকেও যজ্ঞকৰ্ত্তা নামক স্থানে নিৰ্ব্বাসিত করিলেন । ঐ দ্বীপ তদনুসারে পুলুপুত্রী নামে কথিত। এই সময় শ্বেতাঙ্গ ব্যক্তিগণ এই স্থলে বাণিজ্য করিতে আসে এবং পুলুপুত্রীকে লইয়া যায়। তৃতীয় সস্তুতি রাজপুত্র, তাছার উপাধি আৰ্য্য বিভঙ্গ, তিনি গুলু প্রদেশের রাজা হন । চতুর্থ পুত্র তদুরণ পিতৃসিংহাসনে আরোহণ করেন। এতদ্ব্যতীত তাহার উপপত্নীর গর্ভজাত এক পুত্র ছিল । এক যোগী গণনা করিয়া বলিয়াছিলেন যে, উপপত্নীগর্ভজাত পুত্র হইতে র্তাহার মৃত্যু ঘটিবে। এই জন্ত মুণ্ডিং-বঙ্গী জাতমাত্রে ঐ শিশুকে বিনাশ করিবার সঙ্কল্প করেন । কিন্তু শিশুর অসামান্ত সেীমাৰ্য্যদর্শনে স্নেহপরবশ হুইয়া বিনাশ করিতে পারিলেন না এবং একটী পেটকে বদ্ধ করিয় তাহার এক মন্ত্রীকে ক্রাবঙ্গ নদীতে নিক্ষেপ করিতে বলিলেন ! এক ধীবর সেই ভাসমান পেটকে সন্তোজাত শিশুর ক্ৰন্দন শুনিয়া স্বগৃহে লইয়া শিশুকে পালন করিল এবং শিক্ষা দান করিতে লাগিল । বালকের উদ্দীপ্ত প্রতিভা এবং অপুৰ্ব্বকাস্তি দেখিয় সকলেই BBB DDBS BBBB BB DDB BSBBBSBBB S BBS জারং নগরে ঐ ধীবরের এক ভ্রাতা লৌহ ও ইস্পাতের কারখানায় কাৰ্য্য করিত, বালক ও সেই কারখানায় কাজ শিথিতে নিযুক্ত হইল। এমে বালক লৌহকারগণের সর্বপ্রধান এবং চতুদিকে তাহার খ্যাতি বিস্তৃত হইল। কথিত আছে যে, বনিয়াকবেদী এক আশ্চৰ্য্য লোহপিঞ্জর প্রস্তুত করেন । তদশনে তাহার পিত। মুগুংবঙ্গা সেই পিঞ্জর ক্রয় করেন, কোতুহলবশতঃ তন্মধ্যে প্রবেশ করিলে নিৰ্ম্মাতার অপুষ্ক কৌশলে তিনি বিনষ্ট হন এবং যোগীর গণনা ফলবতী হয়। বনিয়াকবে। তথন সকলের নিকট অtষ্মপরিচয় প্রদান করেন এবং তাহার সৌন্দর্য্য ও প্রতিভা দেখিয়া কাহারও প্রতিবাদ করিতে সাহসও হয় নাই । বনিয়াকবেদী সিংহাসনে আরোহণ করলেন, কিন্তু তাহার ভ্রাত। তন্দুরণ বিরোধী হছলেন। উভয়ে যুদ্ধ হইল। বনিয়াকবেদী বিজয়ী হইয়া ‘বরবিজয় চিয়ং বানর’ নামে সিংহাসনে উপবেশন করিলেন। তদুরণ পরাজিত হইয়া ওন্টং নদীর তীরে এক বিধবার তাপসাশ্রমে উপস্থিত হইলেন এবং সেইখানে তাহার ভগিনীকে তপশ্চৰ্য্যা করিতে দেখিলেন । বহুকাল পরে ভগিনী ভ্রাতাকে দেখিয়া অনেক উৎসাহিত করিলেন এবং একটা পোষাপার্থী র্তাহাকে দিয়া পুৰ্ব্বদিকে যাত্রা করিতে আদেশ করিলেন। আরও বলিয়া দিলেন যে, পথনির্ণয় করিতে ন। পারিলে পক্ষীকে ছাড়িয়া দিয়া তাহার অমুসরণ করিবে । এই প্রকার তন্দুরণ পক্ষীর গতি লক্ষ্য করিয়া বীরাসব’ নামক স্থানে উপস্থিত হইলেন। এই স্থানে সাজ’ নামে এক প্রকার ফল প্রচুর পরিমাণে দেখিতে পাইলেন এবং তাহার আস্বাদ গ্রহণে দেখিলেন যে, তাহ অতীব তিক্ত, তাহার কারণ জিজ্ঞাসা করিয়া জানিলেন যে, এই স্থানে তাছার পুৰ্ব্ব পুরুষগণ ব্রতযুদ্ধ করিয়াছিলেন । তাহ শুনিয়া সেইখানে রাজ্যস্থাপনের ইচ্ছা বলবতী হইল এবং ১২২১ শকে সেইস্থানে মজপহিত ( বা তিক্তফল ) রাজ্য স্থাপন করিলেন । আৰায় কেহ কেহ বলেন যে, মিউস্পতি’ ( অৰ্জুনবিজয়ের প্রাচীন রাজধানী ) শব্দের অপভ্রংশে মজপহিত । ক্রমে ক্রমে চিক্সং-বানরের শক্রগণ র্তাহার সহিত যোগদান করিল এবং আর্য্যবিভঙ্গ আসিয়া তন্দুরণকে আর্য্যলহর নামে পুৰ্ব্ব সীমার কর্তৃত্ব প্রদান করিলেন। এই সময় চিল্পং-বানর প্রজাদিগের নিকট অধিক কর গ্রহণ করিতেছিলেন । তাহাতে প্রজাগণ বিরক্ত হইয়া ব্রাহ্মণ এবং ৮৬ জন 'পণ্ডি’ বা লোহকারের সহিত মজপঙ্কিত রাজ্যে উপস্থিত হইল। চিয়ং বানর পাণ্ডি ( লেীছকার )গণকে চাহিয়া পাঠাইলেন, কিন্তু তন্দুরণ পাঠাইতে সম্মত ইহলেন ন। ইহাতে উভয় পক্ষ যুদ্ধের জন্ত সজ্জিত হইলেন। মজপহিত রাজ্যের সৈন্তু অঞ্জরঙ্গ নামক স্থানে ও পজাজারং রাজ্যের সৈন্তু কালীবঙ্গ নামক স্থানে সমবেত হইলে ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হইল, কোন পক্ষই পরাজিত হইল না। তখন উভয় ভ্ৰাতায় দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হইবেন, এমন সময়ে উভয় ভ্ৰাতায় সন্ধি স্থাপিত হইল ( ১২৪৭ শক ) এবং একট প্রকাণ্ড প্রস্তরস্তম্ভ উভয় রাজ্যের সীমান্ত দেশে নিখাত ছছল । অস্থাপি সমবঙ্গের কএক মাইল পশ্চিমে ভুণ্ড নামক স্বানে উক্ত স্তম্ভ বিস্তুমান আছে । কিন্তু চিয়ং বানরের মৃত্যুর পরে উক্ত সন্ধি অধিক দিন স্থায়ী হইল না । পজজারং রাজ্যের মন্ত্রিগণ বিশ্বাসঘাতকড়াপুৰ্ব্বক অগ্নিষ্ট্রোমী নামক পিওল কামান ও. অনেক গোলাগুলি মজপহিতের রাজাকে প্রদান করিল। উক্ত কামান সূসহালন (সহস্ৰানন ) বা বর্তমান সুলতানদিগের নিকট আছে ।