পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গজেন্দ্রগড় [ ود.sا [ গঞ্জীমূ • "ষ্টিয়তায়মতে বনবাসাগজাহ্নৱং " (ভারত অণ্ড শ t) গজাহা (স্ত্রী) গজোপপদ আহ্বাযন্তাঃ বহুত্রী। ১ গজ পিপ্পলী । ২ হস্তিনাপুরী । গজেক্ষণ (পুং ) ১ গজচক্ষু। ই দানববিশেষ । গজেন্দ্র (পুং ) গঙ্গইক্স ইব উপমিতযু যদ্বা গজস্ত ইন্দ্রঃ ৬তৎ। ১ গজশ্রেষ্ঠ, উৎকৃষ্ট হাতী । ২ গজমুখাধিপতি। “নেত্রশ্রিয়ং বিকলতো বিদধুর্গজেন্দ্রাঃ ” ( মাঘ ) ৩ অগস্ত্যমুনির শাপে গজযোনি প্রাপ্ত ইন্দ্ৰদ্যুম্ন রাজা । ভাগবতে ইহার এইরূপ উপাখ্যান আছে।–পুৰ্ব্বকালে দ্রবিড়দেশে পাগু্যবংশে ইজহ্ব্যক্স নামে একজন প্রবল পরাক্রান্ত বিষ্ণুভক্ত নরপতি ছিলেন। একদিন নরপতি একাগ্রচিত্তে হরির আরাধনা করিতে ছিলেন, সেই সময়ে অগস্ত্য মুনি আসিয়া তথায় উপস্থিত হন। রাজা তাহাকে লক্ষ্য করিলেন না, তিনি আপন মনে আরাধনায় থাকিলেন। মুনির রাগ হইল, রাজাকে ডাকিয়া বলিলেন, “নরাধম! তুমি ব্রাহ্মণের অপমান করিয়াছ, ইহার ফলে কুঞ্জরযোনি প্রাপ্ত হইবে।” মুনির বাক্য মিথ্যা হইল না, কিছু দিন পরেই রাজা হাতী হইয়া জন্মগ্রহণ করিলেন। মৃত্যুকালেও তাহার হরিভক্তির হ্রাস হয় নাই, সেই কারণে র্তাহার পূৰ্ব্বজন্মের কথা সকলই মনে রহিল, কিছুই বিস্তৃত হইলেন না। নরপতি ইন্দ্র্যুম্ন হাতী হুইয়া বনে বনে বেড়াইতে লাগিলেন ; দৈবাৎ এক দিন চিত্রকূট পৰ্ব্বতে যাইয়া উপস্থিত হইলেন । এই পৰ্ব্বতে বরুণোদ্যান নামে একটী মনোহর উপবন আছে। রাজা সেই উপবনে যাইয়া স্নান করিতে সরোবরে অবগাহন করিলে, একটা কুম্ভীর তাহাকে আক্রমণ করে । র্তাহার সহচয় অপর মাতঙ্গরাজের তাহার সাহায্য করিতে লাগিল, তিনি কুম্ভীরের সহিত যুদ্ধ করিতে লাগিলেন ; কিন্তু কোনক্রমেই সেই মহাবল কুম্ভীর পরাজিত হইল না। ইন্দ্ৰদ্যুম্ন বেগতিক দেখিয়া বিষ্ণুর স্তব করিতে লাগিলেন, তাহার স্তবে সন্তুষ্ট হইয়া বিষ্ণু আসিয় তাহীকে রক্ষা করেন । রাজা সেই দিনেই শাপ হইতে মুক্ত হন। বিষ্ণু রাজার প্রতি সন্তুষ্ট হইয়া আর একটা বর দিলেন যে, “তুমি যে স্তবে আমাকে সন্তুষ্ট করিয়াছ, অপর যে কোন ব্যক্তি সেই স্তব পাঠ করিবে, তাহার ঐছিক কীৰ্ত্তি, স্বপ্ন দূত্র ও দুঃখবিনাশ হইবে এবং চরমে স্বৰ্গলাভ হইবে।” ষে প্রাতে উঠিয়া সেই গজকৃত বিষ্ণুস্তৰ পাঠ করে তাহার বুদ্ধি কখনও কলুষিত হয় না। ভাগবতের ৮ম স্কন্ধে ৪র্থ অধ্যায়ে সেই স্তব লিখিত আছে। গজেন্দ্রগড়, বোম্বাই গ্রেসিডেন্সীর কলাভূগি জেলার जचर्भ७७क?ी यथान मशद्र । कणांष्शि नशद्र इऐrङ २e॥• -T ক্রোশ দক্ষিণপূৰ্ব্বে ও বাদামী হইতে ১৪ ক্রোশ দক্ষিণে অবস্থিত। অক্ষা ১৫° ৪৪৩•* উ:, দ্রাঘি ৭৬ • ৪৫% পুঃ । মহাবীর শিবাজি এই স্থানে গজেন্দ্রগড় নামে একট দুর্গ নিৰ্ম্মাণ করেন, তাহা হইতে এই নগরের নামও গজেন্দ্রগড় হইয়াছে। এখন এই নগর মুধোলের ঘোরপড়ে নামক সন্ত্রাস্তবংশীয়দিগের জমিদারীভুক্ত । এথানে বিরুপাক্ষদেবের প্রাচীন মন্দির আছে। নগরের বাহিরে দুর্গ, রামলিঙ্গ, রামগীত, পাণ্ডুরঙ্গ প্রভৃতি দেবতার মন্দির অবস্থিত । গড়ের নিকট পাহাড়ের দিকে একট শৈবতীর্থ আছে ; এখানে অনেক যাত্ৰী আসির থাকে। পাহাড়ের উপর কতকগুলি তীর্থ ও শিবালয় আছে, তন্মধ্যে বীরভদ্রের মন্দির ও পাতালগঙ্গাতীর্থই প্রধান। পাতালগঙ্গার পাশ্বে বসবগ্ন বা নদীমুৰ্বি আছে। অনেক বন্ধারমণী পুত্ৰ কামনা করিয়া সেই নদীর পূজা দিতে আসেন। গজেন্ট (স্ত্রী) গজানামিষ্ট ৬তৎ। ভূমিকুষ্মাণ্ড, তুই কুমড়া । গজেদের (পুং ) গজস্ত উদরমিদর মস্ত বহুত্ৰী ! দৈত্যবিশেষ । গজোপকুল্য। (স্ত্রী গঞ্জপ্রিয় উপকুল্য পিপ্পল মধ্যপদলো। গজপিপ্পলা । ( ভৈষজ্যরত্নাবলী ) গঞ্জোযণ। ( স্ত্রী ) গজোপপদ উষণা। গজপিপ্পলী । (রাজনি" ) গঞ্জ (পুং ) গজি ঘঞ, ১ অবজ্ঞা । ২ ভাণ্ডাগার । ৩ থনি। (হেম । ) ৪ গোষ্ঠগৃহ, গোয়ালঘর। ( পুং ক্লী ) ৫ ভাণ্ডাগার । ( মেদিনী । ) গঞ্জজগদল, বাঙ্গালার বাবকাবাদ সরকারের অধীন একটা भश्य । (आहेन्हे-अकूती !) - গঞ্জভৈরব, বোম্বাই প্রেসিডেন্সীর আহ্মদনগর জেলার অন্তর্গত একটা প্রাচীন গ্রাম। সচরাচর গঞ্জি-ভৈরো’ নামে খ্যাত । এথানে হেমাড়পস্থাদিগের একটা বৃহৎ শিবমন্দির আছে, মন্দিরের নিকট অনেক প্রাচীন ধ্বংসাবশেষ পড়িয়া আছে। গঞ্জন (ত্রি) গজিণি লু। ১ তিরস্কার, নিলা করা। “নেত্ৰেখঞ্জনগঞ্জনে সরগিজ প্রতুর্ধিপাণিদ্বয়ম্ ” (সাহিত্যদ") (ক্লী ) গঞ্জ-ভাবে লুটু। ই তিরস্কার। গঞ্জন। (গঞ্জন শব্দজ) গ্লানিস্থচকবাক্য, তৎসন । গঞ্জবর ( পুং ) কোযাধ্যক্ষ । গঞ্জ (স্ত্রী ) গঞ্জ-টাপ । ১ পামরের গৃহ। ২ হটস্থান, হাট বসিবার স্থান। ৩ মদ্যভাণ্ড । ৪ মদিরাগৃহ, শুড়ীর দোকান। ४ दिछग्नl, गैंछि । গঞ্জ { গাজা দেখ। ] গঙ্গামূ, মাঙ্গাজপ্রেসিডেন্সীয় উত্তরপূর্বদিকের একটা জেলা।