পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o গঞ্জামূ T.s - অক্ষা ১৮° ১৫% হইতে ২•• ১৫ উঃ, দ্রাঘি• ৮৩° ৪৯% হইতে ৮৫• ১৫' পূঃ মধ্যে অবস্থিত। “গঞ্জ-ই-আম” অর্থাৎ পৃথিবীর গঞ্জ এই অর্থে ইহার নাম গঞ্জাম্ হইয়াছে। ইহার উত্তরে উড়িষ্যার অন্তর্গত নরাগড়, দশপল্লা ও বোদ লামক করদরাজ্য, পূৰ্ব্বে পুরীজেলা ও বঙ্গোপসাগর, পশ্চিমে মধ্যভারতের অন্তর্গত কালাহণ্ডি, পাটনা নামক মিত্ররাজ্য ও মাম্রাজপ্রেসিডেন্সির অন্তর্গত্ত বিশাথপত্তন জেলা। ইহার ভূপরিমাণ ৮৩১১ বৰ্গমাইল । ইহার অধিকাংশই পৰ্ব্বতময়। লোকসংখ্যা প্রায় আঠারলক্ষ হইবে । ইহাতে ১৬টা বড় ও ৩৫ট ছোট জমিদারী এবং ৩ট গবর্মেন্টের তালুক আছে। প্রদেশটা পাহাড়ে ও উপত্যকায় পরিপূর্ণ। মধ্যে মধ্যে সমতল ভূমিও দেখা যায়। ইহার আকৃতি কতকটা ডমরুর মত, মধ্যস্থল সঙ্কীর্ণ। উত্তর ও দক্ষিণদিকে বিস্তৃত । মধ্যে মধ্যে স্থানে স্থানে সারি সারি সুন্দর বৃক্ষ শ্রেণীবদ্ধভাবে দণ্ডায়মান । পৰ্ব্বতগুলি ঘন জঙ্গলে পরিপূর্ণ হইয়া অপূৰ্ব্ব শোভা ধারণ করিয়া আছে। সমুদ্রকুলে সঙ্কীর্ণ জলরাশি । সমুদ্র হইতে মধ্যে বালুকার বাবধান । ইহার পশ্চিমদিকে পূৰ্ব্বঘাট নামক পৰ্ব্বতশ্রেণীর মাল নামক অংশ । ইহাদের মধ্যে মধ্যে ফাক আছে। বোদ নামক প্রদেশের প্রান্তভাগে পৰ্ব্বত প্রায় ১৩৩২ হাত উচ্চ। দারিঙ্গবাড়ীর নিকট প্রায় ইহার দ্বিগুণ উচ্চ । পেদ কিমেদি ও পালাকিমেদা নামে পাহাড়শ্রেণী मश्छहे २••• शङ डेफ़ । हेशtप्रब मtषा भtइसशिब्रि নামক শৃঙ্গ ৩২৮২ হাত, সিংহরাজ ২৩১৬ হাত ও দেবডঙ্গা ৩৯২২ হাত উচ্চ। গিরিপথ অনেকগুলি, কিন্তু শুদ্ধ কলিঙ্গঘাট নামক পথে শকটাদি গমনের সুবিধা আছে । অদ্যাপ্ত পথে পশ্বাদি যাইতে পারে। গঞ্জামে কএকটি নদী আছে। ঋষিকুল্য নদী উত্তরদিকের পর্বত হইতে ৫০ ক্রোশ আসিয়া গঞ্জামের নিকট সমুদ্রে মিলিত হইয়াছে। বর্ষাকাল ব্যতীত অন্ত সময় ইহাতে নৌকাদি চলে না । বংশধারা নদী জয়পুরের পর্বত হইতে বাহির হইয়া ৭২ ক্রোশ পথ আসিয়া গঞ্জামের দক্ষিণ কলিঙ্গপত্তনের নিকট সমুদ্রে পড়িয়াছে। সমুদ্র হইতে ৩৫ ক্রোশপথ পৰ্য্যস্ত পোতাদি চলে। লাজুলিয়া নামক নদী কালাহতি হইতে বাহির হইয়া ৫৭ ক্রোশ পথ আসিয়া মাফুজবন্দর নামক স্থানে সমুদ্রে মিশিয়াছে। নদী ও সমুদ্র নিকট বলিয়া এখানে ধীবরের সংখ্যা কিছু অধিক । শোণপুরের উপকূলে ও চিন্ধ হ্রদ হইতে ঋষিকুল্য নদীর মুখ পৰ্য্যন্ত নানান্থানে সামান্ত মুক্তার শুক্তি পাওয়া খায়। লৌহস্তর, চুণাপাথর, বেলেপাথর, V 8ፃ [ so-c ) श्रृंछiभू অভ্র ও দানাদার শিলা অনেক স্থলে পাওয়া গিয়া থাকে। জঙ্গলের মধ্যে শাল, চন্দন, আবলুস প্রভৃতি কাষ্ঠ পাওয়া যায়। মধু, মোম, হরিদ্র, লাক্ষা প্রভৃতি দ্রব্য কন্ধজাতিগণ বন হইতে সংগ্ৰছ করিয়া বিক্রয় করে। পাহাড়ে বন্য জন্তু অনেক দেখিতে পাওয়া যায়। গঙ্গামে ধান্ত যথেষ্ট জন্মে। কিন্তু দুইবার ফসল প্রায় হয় না । কেবল সমুদ্রতীরে ইচ্ছাপুরে জন্সিয়া থাকে। গঞ্জামের ইক্ষু অতি উৎকৃষ্ট, তবে চাষে বিশেষ যত্ন করিতে হয়। কৃষকগণ প্রায়ই ঋণগ্রস্ত। জমি সম্বন্ধে তিনপ্রকার বন্দোবস্ত প্রচলিত । ১ম, রায়তবারী বন্দোবস্ত—গবর্মেন্ট হইতে সাক্ষাৎ সম্বন্ধে প্রজা জমি লইয়া থাকে । ২য়, কোস্ত গুভ। বন্দোবস্তে সমস্ত গ্রামের লোক মিলিত হইয়। গবর্মেন্টের নিকট হইতে জমি লইয়া চাষ করে। ৩র, মুস্তাজারী প্রথা—ইহাতে জমিদারগণ প্রজাদিগকে জমি বিলি করিয়া দেন । কথনও বা অমাবৃষ্টি, কখনও বা বস্তার জন্ত শস্তের বিশেব ক্ষতি হয় । ১৭৮৯-৯২, ১৭৯৯-১৮০১, ১৮৩৬-৩৯ ও ১৮৬৫-৬৬ খৃষ্টাব্দে অজন্ম হেতু দুর্ভিক্ষ হইয়াছিল। ১৮৬৫৬৬ খৃষ্টাব্যের দুর্ভিক্ষে গঞ্জামের প্রায় ৬০,• • • লোকের মৃত্যু হয় । সাহায্যার্থ গবর্মেন্টের ৩ লক্ষ ৩৭ হাজার টাকা ব্যয় হইয়। ছিল । সমভূমি ও পাৰ্ব্বত্য ভূমিতে স্বতন্ত্র স্বতন্ত্র রাস্ত আছে । ১৩ ক্রোশ দীর্ঘ একটী খালকাট হইয়াছে। চিন্ধাহ্রদ হইতে ঋবিকুল্য নদী পৰ্য্যন্ত একটী ৪॥১ ক্রোশ দীর্ঘ খাল আছে, উহাতে জুয়ার ভাট থেলিয়া থাকে। গঞ্জাম পূৰ্ব্বে কলিঙ্গদেশেরই অংশ ছিল । [কলিঙ্গ দেথ ] উড়িষ্যার গজপতি বা গঙ্গাবংশীয় রাজগণের সময়ে উড়িষ্যার অন্তভুক্ত হয় । ১৫৬৮ খৃষ্টাব্দে, যথন বাঙ্গালা হইতে মুসলমানের উড়িয্য জয় করেন, তখন তাহার গঞ্জামের বড় অধিক জয় করিতে পারেন নাই। ১৬৪১ খৃষ্টাব্দে কুতুবসাহী বংশীয় নবাব সেরমহম্মদ খা চিকাকোল সরকারের ফৌজদার হইয় আসেন। গঞ্জাম্ প্রদেশটী চিকাকোল সরকারের অধীন ছিল। ঋবিকুল্য নদীর দক্ষিণ হইতে কাশীবুৰ্গা পৰ্য্যস্ত ইচ্ছাপুর জেলা নামে অভিহিত হইত। চিকাকোল সয়কার এইরূপে ফৌজদায় ও নায়েবের অধীন ছিল । ১৭৫৩ খৃষ্টাব্দে নিজাম সলাবৎজঙ্গ নিজের ফরাসীসৈন্তগণের প্রাপ্য বেতন ইত্যাদির পূরণ করিয়া দিবার জন্ত ফরাসীদিগকে উত্তর-সরকার-প্রদেশ অর্পণ করেন। সেই সময়ে মুসো বুলি হায়দ্রাবাদে ফরাসীদিগের প্রতিনিধি ছিলেন। ১৭৫৭ খৃষ্টাব্দে তিনি নিজে উত্তর-সরকার দখল করিতে যাম । তিনি গঙ্গামের দক্ষিণপশ্চিম এমম কি ওম্সর পর্য্যন্ত