পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গণেশ্বরী =-- গণেশ শুভাশুভ ফলনির্ণয়কে অকিঞ্চিৎকর রলেন, তাছার মতে, যাহার প্রতিবিধান হইবার সম্ভাবন নাই, প্তাহ জানিয়াই বা ফল কি । গণেশপণ্ডিত, হরিবিনোদ নামে সংস্কৃত গ্রন্থকার। . গণেশপাঠক, নির্ণকৌস্তুভ নামে স্থায় ও প্রয়োগকৌস্তুভ নামে ধৰ্ম্মশাস্ত্র প্রণেতা । গণেশপুরাণ, একখানি উপপুরাণ, ইহাতে গণেশের মাহাত্ম্য বর্ণিত আছে । গণেশভট্ট, ১ উদ্বাহবিবেক নামক সংস্কৃত গ্রন্থপ্রণেতা। ২ শকুনদীপকরচয়িত । গণেশভারতী, শিবতাণ্ডবঙ্গোত্রটাকা প্রণেতা। গণেশভিক জ) একজন বিখ্যাত চিকিৎসক, ইনি চিকিৎ সামৃত, যোগচিন্তামণি, রুগ্বিনিশ্চয়ার্থপ্রকাশিকা প্রভৃতি বৈদ্যক গ্ৰন্থ প্রণয়ন করেন । গণেশরায়, দিনাজপুর অঞ্চলের একজন রাজা। কাহারও মতে বঙ্গাধিক রাজা কংস ও গণেশ একব্যক্তি, কিন্তু তাহা ঠিক নহে। [ বিশ্বকোষে কুলীন শব্দ দেখ। ] গণেশভূষণ (ক) গণেশং ভূষয়তি গণেশ ভূষি-লুটু। সিন্মুর। গণেশমিশ্র, প্রায়শ্চিত্তপালিছাত নামে ধৰ্ম্মশাস্ত্রসংগ্রহকার। গণেশমহামহোপাধ্যায়, হরিভক্তিদীপিকা রচয়িত। গণেশশৈশব (দেশজ ) শিব । "গণেশ-শৈশব বিভূতিবৈভব ভবেশ তৈরব দিগম্বর।” 魯 ( অন্নদামঙ্গল ) গণেশান (পুং) গণানামীশানঃ ৬তং। ১ গণেশ । “ততঃ সম্মার হেরম্বং ব্যাস: সত্যবর্তীস্বত: । স্বতমাত্রে গণেশানো ভক্তচিন্তিত পূরক: "(ভারভ ১।১৩ অঃ) ২ শিব । গণেশ্বর (পুং) গণনাং ঈশ্বরঃ ৬তৎ। ১ গণেশ। ২ শিব । ৩ গণাত্মক ঈশ্বরঃ । ১১ রুদ্র, ১২ আদিত্য, ৮ বসু ও ২ অশ্বিনীকুমার এই তেত্রিশট দেবতাকে গণেশ্বর বলে । “এতে দেবাস্ত্রয়ন্ত্রিংশং সৰ্ব্বভূতে গণেশ্বরা; ॥” ( ভারত অমু ১৫০ অ' ) গণেশ্বর, বালেশ্বর জেলার অন্তর্গত একটা পরগণ। ইহার মধ্যে চালুনি গা ও পাইক্ৰপা নামক দুইটী গণ্ডগ্ৰাম আছে। গণেশ্বরী, একটা নদী। আসামের অন্তর্গত গারো পৰ্ব্বতের কৈলাশ নামক শৃঙ্গ হইতে ক্রমশঃ দক্ষিণষাৰিণী হইয়া ময়মনनि१श् ८झलॉन्न भ१) निम्नl tधरांश्ऊि श्हेम्नांtछ् । उशांश्न cश झाrन श्झेङ्ग भांशtफ़्म भषा लिङ्ग हेक्ष्! भवाशिङ श्ब्रांप्रह, তা (*{स्ट्रिों छम९काँग्न । ... [ રજ | 卷 (ඇළ ബ് _ T FTTE-T গণোৎসাহ (পুং স্ত্রী) গণে গণ-ভাবে সন্থয় করণে উৎসাহে। যস্ত বহুত্ৰী। গগুক । স্ত্রীলিঙ্গে উীষ হইয়া গণোৎসাহী হয়। গৰ্‌গণিয়া (দেশজ) অতিশয় প্রখর । গণতি (গণয়তি শব্দজ) গণা, গণনা করা। Q গণ্ড (পুং ) গড়ি বদনৈকদেশে গড়ি আছ। যদ্বা গম্ড (এমস্তাদ ডঃ । উৎ ১/১১৩। ) ১ কপোল, গাল । २ शखिকপোল । ইহার পর্য্যায়—কট, করট, কটক, হস্তিগওক । “প্রমাণাত্যধিকস্তাপি গগুপ্তমিমচুতে । পদং মুদ্ধি সমাধান্তু কেশরী মত্তদন্তিন: ॥” ( পঞ্চতন্ত্র ) ( পুং স্ত্রী ) ৩ গগুক, গণ্ডার । ৪ বঁীথ্যঙ্গ । ৫ পিটক । ৬ চিহ্ন। ৭ বার। ৮ অশ্বভূষণ, ঘোড়ার সাজোয়ার। ৯ বুদ্ধ ! ( মেদিনী ) । ১• স্ফোটক, ফোড় । ১১ গ্রন্থি । ( অমরটীকা রমানাথ ) ১২ বিষ্ণুস্তাদি যোগের মধ্যে ১০ম যোগ । “গণ্ডোবুদ্ধিপ্রবশ্চৈব ব্যাঘাতে হর্ষণস্তথা ।” ( জ্যোতিষ" ) কোষ্ঠী প্রদীপের মতে এই যোগে জন্মিলে স্বার্থপর, পরের অনিষ্টকারী, অতিশয় ধূৰ্ত্ত, কুরূপ ও আত্মীয়বর্গের যন্ত্রণার কারণ হয়, ইহার গণ্ডদুটা অপেক্ষাকৃত স্থল এবং কথাও কিছু বড় বড় হইয় থাকে। ১৩ অশ্বিনী প্রভৃতি কএকটা নক্ষত্রের দুষ্ট অংশ । কোন নক্ষত্রের কোন অংশকে গও বলে এবং তাহার ফলই • বা কি ? এ বিষয়ে জ্যোতির্বিদগণের মতভেদ লক্ষিত হয়। অশ্বিনী, মঘা ও মূলানক্ষত্রের প্রথম তিন দণ্ড এবং রেবতী, অশ্লেষা ও জ্যেষ্ঠ নক্ষত্রের শেষ পাচদগুকে গণ্ড বলে। ইহার মধ্যে মুলা ও জ্যেষ্ঠা নক্ষত্রের গণ্ডকে দিবগগু, মঘী ও অশ্লেষার গণ্ডকে রুত্রিগণ্ড এবং রেবতী ও অশ্বিনীর গণ্ডকে সন্ধ্যাগও বলে । গগুযোগে জাতবালকের প্রায়ই মৃত্যু হয়। বাচিরা থাকিলে পিতা বা মাতার মৃত্যু হইয়া থাকে। কিন্তু দিবাগণ্ডে বালিকার এবং রাত্ৰিগণ্ডে বালকের জন্ম হইলে কোনরূপ বিঘ্ন হয় না । মূলার প্রথমপাদে অর্থাৎ গণ্ডের মধ্যে বালক অথবা বালিকার জন্ম হইলে পিতার বিনাশ হয়, এই প্রকার মূলার দ্বিতীয়পাদে জননীর ভয়ানক রোগ, তৃতীয়পদে ধন হানি ও চতুৰ্থপাদে সম্পত্তি লাভ হয়। অশ্লেয়া নক্ষত্রে ইহার বিপরীত জানিবে । গগুযোগে বালক অথবা বালিকার জন্ম হইলে তাছাকে পরিত্যাগ করাই উচিত্ত। যদি স্নেহবশতঃ পরিত্যাগ করা না হয় তবে ৬ মাসের মধ্যে পিতা তাহার মুখ দেখিবেন না, দেখিলে বিপদ হইবার সম্ভাবন । এরূপ স্থলে কুঙ্কুম, চন্দন, কুড়, গোরোচনা স্বত্তের সহিত মিশাইয়া চারিট জলপুর্ণ কলসী দ্বারা বালককে স্নান করা