পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে ঝাঁপ দিন অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।


, গয়াসৃউদ্দীন [ २९१ ] श्रब्रांन्छेकौन् করিয়ু হুসামউদ্দীনকে সুবেদার করিলেন। খিজির ৬০৮ সনে এই ঘটনা হয়। হুসামউদ্দীনও পরে দিল্লির অধীনতা পরিত্যাগ করিয়া গয়াসউদ্দীন নাম ধারণ করেন। গয়াসউদ্দীন ৬১৬ ছিজির অন্ধে স্বনামে রৌপ্যমুদ্র প্রচলিত করেন । আরও अन्नभान श्छ cश, ठिनि निझिन्न मञाप्लेtरु झाँफ़ाहेब्रl cदांश्नांम হইতে নিজ নামে সননা অনাইয়া নাসির আমীর আলমুনিম্ ( অর্থাৎ বিশ্বস্তদিগের রক্ষাকর্তা ) উপাধি গ্রহণ করেন । যাহা হউক তিনি গৌড়নগরে অনেক উত্তম অট্টালিকা, একটী বিদ্যালয় ও অনাথশালা স্থাপন করেন । বম্যাক্স সময় দেশ প্লাবিত হইয়া যাইত, লোকের যাতায়াতের কষ্ট হইত, তরিবারণের জন্য দেবকোট হইতে বীরভূমের রাজধানী “নগর” পৰ্য্যন্ত দশ দিনের পথ ব্যাপিয়| এক বাধ প্রস্তুত করিয়া দেন। বিচার কালে কি হিন্দু, কি মুসলমান, কি ধনী, কি নির্ধন, কাহারও প্রতি তিনি পক্ষপাত করিতেন না। আসাম, ত্রিভূত, ত্রিপুর ও উড়িষ্যার কতক জয় করিয়! সেখানকার রাজাদিগের নিকট হইতে করগ্রহণ করিতেন । তিনি দিল্লির সম্রাট আলতামাসের নিকট উপঢৌকন পাঠান নাই বলিয়া দিল্লীশ্বর সসৈন্যে আগমন করেন । গয়াসউদ্দীন নৌকাগুলি সরাইয়। লষ্টয়া সম্রাটের সৈন্যদিগকে গঙ্গাপার হইতে দেন নাই । শেষে সন্ধির প্রস্তাব করায় সম্রাট শান্ত হন । সন্ধি হইল যে সম্রাটের নামে মুদ্র প্রচলিত হইবে ও র্তাহার নামে খুতবা ( ঘোষণাপত্র ) পঠিত হইবে। গয়াসউদ্দীন প্রভূত অর্থ ও ৩৮টা হস্তী সম্রাটুকে দান করিবেন এবং দিল্লিতে দুই বৎসর রীতিমত কর পাঠাইতে থাকিবেন । গয়াসউদ্দীন এই সকল প্রস্তাবে সম্মত হইলে সম্রাট দিল্লিযাত্রা করিলেন । যাত্রাকালে মুলক আলাউদ্দীনকে বেহারের শাসনকৰ্ত্ত করিয়া গেলেন। সম্রাটু যাইবার পরে গয়াসউদ্দীন গঙ্গাপার হইয়া উক্ত শাসনকৰ্ত্তাকে ও সম্রাটের সৈন্যদিগকে দূর করিয়া বেহারবিভাগ নিজ শাসনাধীন করিয়া লইলেন । সম্রাটের নিকট এই সংবাদ পৌছিলে, তিনি অত্যন্ত বিরক্ত হইলেন ও পুত্ৰ নাসিরউদ্দীনকে সসৈন্তে বঙ্গজয় করিতে পাঠাইয়া দিলেন। গরাসউদ্দীন বঙ্গের পূর্বাঞ্চলের রাজগণের সহিত যুদ্ধে ব্যাপৃত ছিলেন। সুতরাং নাসিরউদ্দীন অযোধ্যায় আসিরা নির্বিববাদে রাজধানী লক্ষ্মণাবতী অধিকার করিলেন। গয়াসউদ্দীন এই সংবাদ পাইবামাত্র তথায় আসিয়া সম্রাটু সৈন্যের সহিত ঘোরতর যুদ্ধ করেন। ভিনি যুদ্ধস্থলেই হউক অথবা যুদ্ধে পরাজিত হইয়া শক্রহস্তেই श्डेय निश्ऊ श्न। »२२१ भूछेt८क (शिछिद्र ७२8 मtन) uहे ঘটনা হয়। গয়াসউদ্দীনের মুখ্যাতি সকলেই করিত। সম্রাটু আলতামাস পর্য্যন্ত তাছার মুখ্যাতি করিতেন। গয়াসউদ্দীনৃ, दांत्रणांङ्ग ४,रुङन नदाद ।। ०४७8 घूंछेitक हेनि নবাব জলালউদ্দীনের পুত্রকে বিনাশ করিয়া বাঙ্গালার সিংহাসন অধিকার করিয়াছিলেন। ইনি অল্প দিনমাত্র রাজত্ব করেন । গয়াসৃউদ্দীন তোলক, দিল্লির একজন সম্রাট। ইহার প্রকৃত নাম গাজিবেগ তোগুলক্ ; পিতা করাউনিয়া তুর্ক জাতীয় এবং মাতা জাঠবংশীয় । ইহার পিতা সুলতান গয়াসউদ্দীন বলবনের ক্রীতদাস ছিলেন । গাজিবেগ অতি দরিদ্র দশায় আলাউদ্দীন খিলজির ভ্রাতা উলুগ খার অধীনে সামান্য সৈনিকের কৰ্ম্ম গ্রহণ করেন । কিন্তু সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় পাইয়া তাহার প্রভু সন্তুষ্ট হইয় তাহাকে দেবলপুরে প্রধান সেনাপতি করিয়া পাঠাইয়া দেন । সম্রাটু নাসিরউদ্দীন বা খসরুর আচরণে প্রধান প্রধান লোক বিরক্ত হইয় তাহার বিরুদ্ধে যড়যন্ত্র করিয়া বিদ্রোহাচরণ করেন । গাজিবেগ বিদ্রোহীদলের সেনাপতি হইয়া সম্রাটু নাসিরউদ্দীনের সহিত যুদ্ধ করেন। যুদ্ধে সম্রাটু পরাস্ত ও নিহত হইলে, দেশের আমীর ওমরাহগণ গাজিযেগকে সিংহাসনে বসাইয় তাহাকে শাহজাহান (অর্থাৎ ব্ৰহ্মাণ্ডের অধিপতি ) নামে অভিবাদন করিলেন । গাজিবেগের সম্রাট হইবার তাদৃশ ইচ্ছা ছিল না। সকলের অন্নরোধক্রমে রাজ্যভার গ্রহণ করিলেন । কিন্তু শাহজাহান নামক উচ্চ খেতাব গ্রহণ করিতে অসম্মত হইয়া গয়াসউদ্দীন অর্থাৎ "ধৰ্ম্মের সহায়’ নাম গ্রহণ করিলেন । রাজ্যভার গ্রহণ করিয়া এক সপ্তাহের মধ্যে চারিদিকে এরূপ সুশৃঙ্খলা স্থাপন করিলেন যে, অনেক দিন সেরূপ হয় নাই। উপযুক্ত লোক দেখিয়া ওমরাহুদিগকে খেতাব ও জায়গীর দান করিলেন । ভারতপ্রাস্তে মোগলদিগের অত্যাচার ক্রমশঃ বৃদ্ধি হইতেছিল । তিনি সমস্ত প্রদেশ সুদৃঢ়রূপে রক্ষার বন্দোবস্ত করিলেন । যাহার। থস্রুর পক্ষীয়, তাহাদিগকে শাসন করিলেন । জ্যেষ্ঠপুত্র একরউদ্দীন জন বা উলুগ খাকে যুবরাজ করিয়া অপর পুত্রদিগকে অন্যান্য প্রদেশের মুকুতিয়ার করিয়া পঠাইয়া দিলেন। তাছাতে অনেক প্রদেশ ও কেল্লা দখল হইল। লক্ষ্মণাবতীতে বিদ্রোহ উপস্থিত হইলে তিনি উলুগ থাকে দিল্লিতে রাখিয়া নিজে তথায় গিয়া বিদ্রোহনিবারণ ও তথা হইতে অনেক ধন রত্ন আনয়ন করেন। সেতারগ্রামের হাকিম বাহাদুর খা V Ꮤ☾