পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গল [ ર9 ] গলগণ্ড q প্রকা ও প্রাসাদের ভগ্নাবশেষ দেখা যায়। তাছায় দেউলট এখনও নষ্ট হয় নাই। ইহা প্রায় ৬০ হস্ত উচ্চ হইবে । একটা ঘোরান সিড়ি দিয়া ইহাতে উঠিতে হয়। গৰ্হামণ্ডলা { গড়মগুল দেখ। ] গৰ্হাকোট রমণ,মধ্যভারতের সাগর জেলার অন্তর্গত একটা সেগুণ কাঠের বন । গৰ্হিত (ত্রি }গ ও নিলিত। “সৰ্ব্বমত্যস্তুগৰ্হিতম্।।” (চাণক্য) १श्ऊिता ( जि) अई-डश । निन्नौब्र । “ন তেইশ্ব মধ্যম। তাত ! গৰ্ছিতব্য মমাগ্রত: ” ( রামায়ণ ৩।২২২৫ । ) গৰ্হি (ত্রি) গৰ্হ-খিনি। নিদুক, নিদাকারক। *অতস্তবেtৎপন্নমিদং কলেবরং ন ধারায়ব্যে শিতিকণ্ঠগংি৭ ॥” ( ভাগবত ৪,৪১৮। ) গর্হ্য (ग्नि) १ई १I९ (शुश्श4I९ । * ७२७२8 । ) নিন্দনীয়, অধম । (অমর ) “পিত্রভিত্র স্বতৈর্বপিনেচ্ছেদবিরহমাত্মনঃ। এযাং হি বিরহে৭ী গর্হ্যে কুৰ্য্যাভে কুলে।” (২য় ৫১৪৯ ) গর্হ্যবাসিন (ত্রি) গাং বসতীতি বস-ণিনি। (সুপ্যজাতে ধিনিস্তাচ্ছলো। প। ৩,২৭২ ) কুৎসিতবাসী মন্দস্তানবাসী। গল (পুং, গলতি ভক্ষরত্যনেল গগ করণে অপু কণ্ঠ, গলা, “যে গলে চোযমুৎপাদয়তি ।” ( মুশ্রাত ১:৪২ । ) গলতীতি কৰ্ত্তার অচ। ২ মঙ্গরস, ধূনা । ( মেদিনী) ৩ বাদ্যভেদ । ৪ গড়ক মৎস্য । ( শস্বরত্ন” ) গল, সমিতিক জাতির একটী বিস্তৃত শাখা। ইহার আফ্রিকার তান্তর্গত আবিসিনিয়ার মধ্যে সোয় প্রদেশে বাস করে। যোয় প্রদেশের জল বায়ু অতি উত্তম । শীতের প্রাথর্য্য বা গ্রীষ্মের আতিশয্য এখানে নাই। জলবায়ুগুণে গলেরাও দেখিতে মুঞ্জ ও সুন্দর। কথাবার্তাও তেমনি মিষ্ট। ইহাদের মধ্যে কেহ কেহ খৃষ্টান বা মুসলমান। কিন্তু ইহাদের অধিকাংশই জড়োপাসক ভৌতিক ধৰ্ম্মাবলম্বী। ইহার সপকে মানবজাতির মাত বলিয়া থাকে। ঈশ্বর ও পরকালে ইহাদেয় বিশ্বাস আছে। ঈশ্বরে তিনট স্বরূপ স্বীকার করে। যথা— ১ম “ওয়াকৃ” বা “ওয়াক।” অর্থাৎ সৰ্ব্বপ্রধান, ২য় "ওগলি” বা পুরুষ ৩য় "অতেলি” অর্থাৎ স্ত্রী বা শক্তি । শনি ও রবিবারে ইহার কোন কাৰ্য্য করে না । g গল বা পয়েন ডি গল, সিংহলের দক্ষিণপশ্চিমে সমুদ্রউপকূলস্থ একটি নগর । একট পাহাড়ের উপর অবস্থিত। পাহাড় সমুদ্র পর্যন্ত বিস্তৃত। এই পাহাড়ে একট দুর্গ আছে। কলম্বে হইতে ইহা ৩৫ ক্রোশ দক্ষিণপশ্চিম। অতি প্রাচীন কাল হইতে ইহা একট প্রধান বাণিজ্যস্থান বলিয়া গণ্য । আরবেরা ইহাকে কল্প বলিত। অনেকে বলেন বাইবেলে যে টারসিস্ নগরের উল্লেখ আছে, তাহাতে এই স্থানকে বুঝাইত । ফিনিকিয় বণিকেরা এখানে আসির বাণিজ্য করিত। পর্তুগীজগণ ইহাকে কক্স্পয়েণ্ট বলিয়া থাকে। তাহারাই এখানে প্রথম দুর্গ নিৰ্ম্মাণ করে । ১৫৪০ খৃষ্টাব্দে ওলন্দাজের উহ! কাড়িয়া লইয়া ভাঙ্গিয়া ফেলে ও পুনৰ্নিৰ্ম্মাণ করে । ১৭৯৬ খৃষ্টাব্দে ইংরাজদিগকে অর্পিত হয় । গলক (পুং ) গলতীতি গল-অৰ্চ সংজ্ঞায়াং কন্‌। গড়কমৎস্ত, গড়ইমাছ । (শব্দরত্ন” ) গলকম্বল (পুং ) গলে কম্বলইব । গোরুর গললম্বিত কম্বলা কৃতি রোমর্শ মাংসপট্ট, নামান্তর সাস্না । ( অময় ) "গলকম্বলাদিমানুগেীঃ ” । হায়শাস্ত্র।) গলকোণ্ডা বা গলিপৰ্ব্বত, মান্দ্রাজ প্রেসিডেন্সির বিশাখপত্তন জেলার অন্তর্গত একটা পৰ্ব্বতশ্রেণী। অক্ষা ১৮°৩০' উঃ দ্রাঘি ১৯ ৫০ পূঃ মধ্যে অবস্থিত। ইহার দুইটা চুড়া আছে, একটা ৩৫৬২ ও অপরটা ৩৫২৪ হস্ত উচ্চ । ইহাতে উঠিবার পথ আছে। ১৮৬০ খৃষ্টাব্দে এখানে একটি স্বাস্থ্যাবাস করিবার জন্য ইংরাজসেনা রাখা হয়। কিন্তু তাহার বারংবার জরে পীড়িত হওয়ায় সে সংকল্প পরিত্যক্ত হইয়াছে। বিজয়নগরের রাজায় এখানে একটী কাফিক্ষেত্র আছে । গলগণ্ড (পুং ) গলে গণ্ড: স্ফোটকইব । গলরোগবিশেষ, চলিত কথায় গরগণ্ড বলে । ইহার লক্ষণ ও নিদানাদি ভাবপ্রকাশে এইরূপ লিখিত আছে,—গলদেশে বৃহৎ অথবা ক্ষুদ্র অণ্ডকোবের স্তায় লম্বমান অথচ কঠিন শোথ উৎপন্ন হইলে, তাহাকে গলগণ্ড বলা যায়। ভোজরাজের মতে গাল, মন্ত (ঘাড়ের শির ), ও গলদেশ আশ্রয় করিয়া অণ্ডকোষের স্থায় লম্বমান শোথ হইলে তাছাকে গলগণ্ডরোগ বলে। বায়ু, কফ বা মেদ দূষিত হইয় গলদেশ ও মন্তাদ্বয় আশ্রয় করিলে তাহা হইতে ক্রমে গলগণ্ডরোগ জন্মিয়া,থাকে। গলগ গু চারিপ্রকার-বান্তজ, শ্লেষ্মজ, কফজ ও মেদোজ । বাতঙ্গ গলগণ্ড স্তাব বা অরুণবর্ণ বেদনাযুক্ত ও পরুষ হয়। ইহা কৃষ্ণবর্ণ শিরাসমূহে ব্যাপ্ত থাকে ও কালবিলম্বে বৰ্দ্ধিত হয়। ইহা প্রায়ই পাকে না, আবার কখন কথন বিনা কারণেও পাকিয় উঠে। রোগীর মুখ ধিয়স এবং তালু ও গলদেশ শুষ্ক হইয়া যায়। কফজ গলগণ্ড স্থির, গুর, नैङण, अडास्त्र कg, अझ ८रुङ्गनाबूङ ७ भीष्मग्न वर्ष श्झ । ইহাও কালবিলম্বে বাড়ে এবং পাকিয়া থাকে। রোগীর