পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গাজিবেগ তরর্থ [ ०२१ ], १iांग्ल

  • d,

গুহুর্মুল। উহা জেলার দক্ষিণ-পশ্চিমদিকে অবস্থিত। ইহাতে দাসমা, জালালাবাদ, ও লোনী নামক কয়েকটা পরগণা আছে। ইহা যমুনা নদীর তীরে অবস্থিত। সিন্ধুপঞ্জাব, দিল্লী ও ইষ্ট ইণ্ডিয়া রেলপথ ইহার মধ্য দিয়া গিয়াছে। গঙ্গা ও যমুনার থাল হইতে ইহার ক্ষেত্রাদিতে জল সরবরাহ कब्र! श्ग्र । देहोङ्ग cक्रछाझण 8s8 दर्णमादेश । हेश्ाङ्ग भएक्षा একটা দেওরানি ও একটা ফৌজদারী আদালত ও ৭ট থান আছে । গাজিয়াবাদ ইহার প্রধান নগর। গাজিরাবাদ নগর অক্ষা ২৮° ৩৯৫৫ উঃ ও দ্রাঘি• ৭৭° ২৮১-* পূর্ব মধ্যে মীরাট হইতে ৭ ক্রোশ দক্ষিণপশ্চিমে অবস্থিত। লোকসংখ্য। ১৯,১৯৩ জন। তন্মধ্যে ৬৯৫২ জন হিন্দু। দক্ষিণাপথের প্রসিদ্ধ নবাব সলাবত জঙ্গের ভ্রাত উজীর গয়াসউদ্দীন ১৭৪ খৃষ্টাৰে এই নগর স্থাপন করিয়া গাজিউদ্দীন নগর নাম রাখেন। রেলপথ খুলিবার সময় সাধারণের উচ্চারণের সুবিধার জন্য নাম পরিবর্তিত হইয় গজিরাবাদ হইয়াছে । ১৮৫৭ খৃষ্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় একদল ইংরাজ সেনা এই স্থানে বিদ্রোহীদিগকে পরাজিত করে । এখানে দুধেশ্বরনাথ দেবের মন্দির আছে । ইহ ২•• বৎসর পূৰ্ব্বে নিৰ্ম্মিত হয়। এতদ্ব্যতীত ৬টা বড় মস্ জিদ আছে। রেলপথ থোলার পর এখানে অনেকগুলি সরাই হইয়াছে। ষ্টেসনের নিকট অনেক ঘর বাট আছে। চামড়। বিক্রয়ের জন্য সপ্তাহে হাট বসে । দুধেশ্বরনাথ ব্যতীত এখানে আরও কয়েকট হিন্দু দেবমন্দির আছে। গাজিবেগ তরর্থ,মিরজ,সিন্ধুদেশের মুসলমান শাসনকর্তা। স্বপ্রসিদ্ধ জঙ্গিস্খার বংশসস্তৃত। মুহম্মদ জানিবেগ ইহার পিতা। পিতার যখন মৃত্যু হয় তখন ইহার বয়স ১৭ বৎসর মাত্র। র্তাহার প্রতি সম্রাট আকবরের বিশেষ অনুগ্রহ ছিল - সম্রাটু, সেই অল্পবয়সেই তাহাকে সিন্ধুদেশের শাসনভার অর্পণ করিলেন। কিন্তু মিরজা-ঈশ-তরর্থ নামক তাহারই জাষ্ট্ৰীয় গাজিবেগের বিরুদ্ধে দণ্ডায়মান হইয়। বাহাতে তিনি শাসনকাৰ্য্য করিতে না পারেন, তাহার জন্য চেষ্টা করিতে লাগিলেন। পিতৃবন্ধ খস্রু ধাচিগ্রিসের সাহায্যে গাজিবেগ প্রতিবাদী ঈশী-তরখাকে পরাস্ত করাইরা তাহাকে সিন্ধুদেশ হইতে বিদূরিত করিলেন। গাজিবেগ এই স্বত্রে অনেক সৈন্স ংগ্ৰহ করিয়াছিলেন। সেই সেনা লইয়া সম্রাটের বিপক্ষে অস্ত্ৰধারণ করিবার উদ্যোগ করেন। আকবর এই সংবাদ পাইরা ১•১১ ফসলিতে বেহারের শাসনকর্তা সৈয়দখা, ও গাজপুত্র সাদুল্লাকে বিদ্রোহ দমন করিতে পাঠাইয়া দেন।

  • ांजिtबभ्रं जयांtछेङ्ग अ१ौनष्ठ शैौकांद्र कब्रिग्न गवांपों द्र

- - নিকট দিল্লীতে আগমন করিলে সম্রাটু তাহাকে ক্ষমা করিয়া পুনরায় সিন্ধুদেশের শাসন ভার অর্পণ করিলেন। অক • বরের মৃত্যুর পর জাহাঙ্গির সম্রাটু হইয়াও র্তাহাকে সিন্ধু দেশের সহিত মুলতানের শাসনভার প্রদান করেন। জাহ। ঙ্গির তঁtহার প্রতি সন্তুষ্ট হইয়। “সাতহাজারী” সেনাপতি খেতাব প্রদান করেন। হিরাটের শাসনকৰ্ত্ত হুসেন খী:সামূলু কান্দাহার অবরোধ করিলে, গাজিবেগ তাঁহার বিরুদ্ধে প্রেরিত হইলেন। সেই সময় তাহীকে “ক্ষরঙ্গমা" উপাধি cण ७प्रt श्ध्न । viाग्नशद्रांछ wांश् पञांरुतांग डैश्tिएक श्रां*न পক্ষে আনয়ন করিবার বিশেষ চেষ্টা করেন ও অনেক থিলাত (উপহার ) পাঠাইয়া দেন। কিন্তু গাজিবেগ বে নিজ প্রভুয় পক্ষ পরিত্যাগ করিয়াছিলেন তাহার কোন প্রেমাণ পাওয়া যার না । ৭ বৎসর রাজ্যশাসন করিয়া ১•১৮ ফসলিতে সহসা তাহার মৃত্যু হয়। কেহ কেহ বলেন, জাহাঙ্গিরের রাজত্বের ৭ম বর্ষে অর্থাৎ ১৯২১ ফসলিতে এই ঘটনা ঘটে। থস্র খার পুত্র লুৎফুল্লার প্রতি তিনি কোন কারণে নির্দর ব্যবহার করিয়াছিলেন, অনেকে অল্পমান করেন ষে সেই ব্যক্তিই বিবপ্রয়োগে ইহার প্রাণবিনাশ করিয়া থাকিবে । গাজিবেগের সন্তানাদি হয় নাই । পিতার মত তিনিও কবি ছিলেন। সঙ্গীতেও তাহার বিশেব অনুরাগ ছিল। তিনি সকলপ্রকার বাদ্যযন্ত্রই বাজাইতে পারিতেন। তালিবী, মোল্লা মুরসি ইয়াজদিরজী, মীর নিমাতুল্লা বাশিলী, মোল্লা আস কিসশ ক্ষবান ও যুগফুরি প্রভৃতি কবিগণ র্তাহার অনুগত ছিলেন। গাজিবেগ বড় পানাসক্ত ও বিলাসী ছিলেন। ইনি অনেক রমণীর সতীত্ব হরণ করেন । গাঞ্জিক্কায় ( পুং ) বর্তিকপক্ষী। ( রাজনি" ) গাড় (দেশজ) গৰ্ত্ত। গাড়ন ( দেশজ ) পোতন, প্রোথিত করণ। গাড়র ( দেশজ ) ভেড়া, মেড়া, মেব। গাড়ল (দেশজ) ভেড়া, মেষ। গাড়(ওয়া)বা (দেশজ) যে গাড়ী চালায়। গাড়া (দেশজ) গর্ত। “ভূয়ে সের গাড়া এট। এ কথা নিশ্চয়।” (বিদ্যাসুন্দর) । গাড়ি, গাড়ী (দেশজ) শকট । গাড়িক (ত্রি) গড়িক ইএ (বুঞছ কঠেতি। পা ৪২৮-) शक्लिक दांज्ञा निर्ूख । - গাড়ি(ওয়া)বালা (দেশজ) বাহার গাড়ী আছে। গাড় (শেৰ গণ্ডত, ৰানী, জলপাৰিশন।