পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গাঢ়াপুরী ১ T গাড় ল্য (কী) গড় গন্ত ভাব, গজুলবাঞ্চ গড়লের ভাব। গাঢ় (ক্লী) গাহক। অতিশয়, দৃঢ়ৰূপে। “স্লাভূক্ষরণে গাঢ়ং নিপীড়া।” (রামায়ণ ২৩১২) o (ত্রি ) ২ তদ্যুক্ত। ৩ অবগাঢ়, গভীর। ৪ সেবিত। “তপস্বিগাঢ়াং তমসাং প্রাপ।” (রঘু৯৭২) গাঢ়মুষ্টি (পুং ) গাঢ় দৃঢ় মুষ্টিরত্র। ১ খড়গ । (ত্রি) ২ কৃপণ। গাঢ়াপুরী, বোম্বাই বদরের নিকটবর্তী ক্ষুত্রদ্বীপ , ইংরাজেয়া ŵett* Elephanta Island «i *ŵïrt &talà I &ifôïa দর্শকগণের মধ্যে কেহ কেহ ইহাকে গাড়িপুরী’, ‘গালিপৌরী’ ও ‘ঘরোপুরী’ লিখিয়া গিয়াছেন। ডাঃ উইলসন “ঘারাপুরী” নামই অনুমোদন করির স্থির করিয়াছেন যে, সম্ভবতঃ ইহার অর্থ ‘পুণ্যদায়ক পৰ্ব্বত (Hill of purification) কিন্তু ডাঃ ষ্টিভেন্‌লন বলেন যে, ইহার নাম "গাঢ়াপুরী’ wifts “sotafogos oft” (Town of excavations) এই শেষ মামটিই যুক্তি-সঙ্গত বলিয়া বোধ হয় । এই দ্বীপ ১৮৫৭' উত্তর অক্ষাংশে ও ৭৩° পূৰ্ব্ব দ্রাঘিমায়, বোম্বাই নগর হইতে ৬ মাইল ও ভারতের উপকূল হইতে ৪ भाहेश पूंनि অবস্থিত। বোম্বাই প্রেসিডেন্সীর খান জেলার অন্তর্গত পন্‌বেল উপবিভাগ মধ্যে এই দ্বীপটী अरुनिंदिठे ! दौ*?ौग्न *ब्रि१ि 8 श्रेtऊ ४१ माहेrगन्न भाषा । ইহার মধ্যে দুইট দীর্ঘ পৰ্ব্বতশ্রেণী আছে। উভয় পৰ্ব্বত মালার মধ্যে সঙ্কীর্ণ উপত্যক। উপত্যক ও অন্যান্ত সমতল ভূমির পরিমাণ ভাটার সময় ৬ বর্গমাইল ও জোরারের সময় ৪ বর্গমাইল । পর্তুগীজের যখন এই দ্বীপের দক্ষিণভাগে উপস্থিত জ্বর, তখন তাহারা যেখানে প্রথম অবতরণ করে, ঠিক সেই স্থানে প্রস্তরের একটা বৃহৎ হণ্ঠী মূৰ্ত্তি দেখিয়াছিল এবং vsfe , vìts & άτ*f* *if* ( Elephanta *i ) κύ}. দ্বীপ রাখে। হস্তী মূৰ্বিট দৈর্ঘ্যে ১৩ ফুট ২ ইঞ্চি ও উচ্চে १ फ़ुट्टै 8 हेश् िछ्णि । ५४०8 भू४ारक हेशग्न भांथां छात्रिज्ञ পড়ির যায়, তৎপরে প। চারিখানিও ভাঙ্গিয়া গেলে, ঐ বিরাট প্রস্তর দেহ স্তপের স্থায় বহুকাল পড়িয়াছিল, শেষে ১৮৬৪ খৃষ্টাব্দে সেই দেহটী বোম্বাই নগরের ভিক্টোরির উদ্যানে অনিয়া রাখা হইয়াছে। এতদ্ভিন্ন পূৰ্ব্বোক্ত দুইট পৰ্ব্বতমালা যেখানে প্রায় মিলিত হইয়াছে, সেই স্থলে একট প্রস্তরময়ী ঘোটক মূৰ্ত্তি ছিল। মিঃ ওভিংটন ইহা দেখিয়া ১৬৮৯ খৃষ্টাব্দে লিখিয়া গিয়াছেন যে, এই প্রতিমাট এতদূর স্বাভাবিক সাপ্তবিশিষ্ট ছিল যে, ট্র্যর হইতে সকলেই ইহাকে জীবিতৃপ্রাইবলিয়া ৱিকলিত। ইহাঙ্কোন চিহs [ ડર્બ્સ ] গাঢ়াপুর ' এখন নাই। ১৭১২ খৃষ্টাম্বে কাপ্তেন পাইক ঐ ঘোটুকমুর্ভি দেখিয়া ছিলেন । কিন্তু তৎপরবর্তী দর্শকগণের বিবরণে ইহার কোন উল্লেখ দেখা যায় না। দ্বীপের উত্তরপূৰ্ব্ব ও পূৰ্ব্বভাগ ব্যতীত অল্প সমস্ত পাহাড়তলি কেবল লতা গুলো পরিপূর্ণ, পৰ্ব্বতের মধ্যস্থ নাবাল জমীতে আম, তেঁতুল ও করঞ্জাগাছ যথেষ্ট। পৰ্ব্বতের উপরে তালগাছও আছে, পাহাড়ের নিয়ে ধান্তক্ষেত্র। সমুদ্রতীর বালি ও কর্দমপুর্ণ, তাহার উপর গাছ পাল। নাই, ভূমির বর্ণ কৃষ্ণ! সমুদ্র হইতে এই তীরভূমির পশ্চাতে সারি সারি জামবাগান দেখা যায়। - খৃষ্টীয় তৃতীয় হইতে দশম শতাব্দী পৰ্য্যন্ত এই দ্বীপে সম্ভবতঃ একট সমৃদ্ধি সম্পন্ন নগর, এবং ইহা দেবালরাদির জন্য প্রসিদ্ধ ছিল। কতকগুলি পুরাতত্ত্ববিৎ বলেন যে, এই স্থানেই মৌর্য্য রাজগণের পুরী’ নগরী ছিল। খৃষ্টীয় ১৫৭৯ আকে জন হগেন ভন্‌ লিন্স সোটেন তাহার ভ্রমণ বৃত্তাস্তে এই গাঢ়াপুরীকে ‘পুরীদ্বীপ এবং এই ওহীমন্দিরবিশিষ্ট স্থানকে পর্তুগীজের হস্তীদ্বীপ (Elephanta) বলেন, তাহাও উল্লেখ कग्निब्रांtछ्न । ५५itन ४णै। ७शंभनिग्न श्रांtझ । हेtणांब्रt यां অজস্তার গুহামন্দিরের ন্যায় এই গুহ্যমন্দিরগুলিও অতি বিখ্যাত। ওহামন্দির ব্যতীত উত্তরাংশে শেঠবন্দরের পুৰ্ব্বে ধান্যক্ষেত্রের মধ্যে ইষ্টক-প্রস্তরাদি নিৰ্ম্মিত ভিত্তি, ভগ্ন স্তম্ভাদি, ভগ্ন শিৱলিঙ্গাদি ও অন্যান্য নানাবিধ ভগ্নাবশেষ দেখিতে পাওয়া যায়। এই সকল ভয় শুল হইতে অনুমিত হয় যে, কোন কালে এই স্থলে একটা সুন্দর সমৃদ্ধিসম্পন্ন নগর ছিল। ছয়ট ওছামন্দিরের মধ্যে ৪ট সম্পূর্ণরূপে খোদিত ও eउठ इहेब्राझिण वणिग्ना चूक बांग्न, श्र°ग्न छूैौद्र भ८५] একটর ওহী প্রস্তুত হইয়াছিল, কিন্তু স্তস্তাদি, দেওয়াল, ছাদের বা গাত্রের কোনরূপ কারুকার্ষ্য খোদিত হয় নাই । অবশিষ্ট্রটর কেবল প্রবেশদ্বার মাত্র প্রস্তুত হইয়াছিল, গুহাও সম্পূর্ণরূপে প্রস্তুত হইরা উঠে নাই। ষে চারিটর নিৰ্ম্মাণ কাৰ্য্য শেষ হইয়াছিল, তন্মধ্যে বৃহৎ ওহাটতেই দ্রষ্টব্য অনেক বিষয় আছে, দর্শকেরাও এই বৃহৎ গুহাট দেখিবার अनाहे अनिा थोप्कन । ठूश्९ ७हाम्रै झिभनिप्कन्न পৰ্ব্বতমালায় ভরাজোয়ারের সমরে সমুদ্রপৃষ্ঠ হইতে ২৫• ফুট উচ্চে অরস্থিত। পৰ্ব্বতগাত্র খোদিত করিয়া এই গুহা প্রস্তুত। এই গুহাটা পৰ্ব্বতের পূর্ব হইতে আরম্ভ করিয়া পশ্চিমগাত্র পর্য্যন্ত ফুটাইয়া বাছির করা হইয়াছে। ७हे छना श्वश्ञ फेख्ग्रनिक् लिब्र य८क्श्व कब्रिट्ज्र •ोब्रा যায়। মিঃ ফাগুস বলেন যে, এই গুহাট সাধারণ চেী