পাতা:বিশ্বকোষ পঞ্চম খণ্ড.djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q গিরিত্রজ ·````````````````````````````````````* *F-FFFF গ্রাদ্ধ। এই নদীর পুৰ্ব্বতীরে গ্রামের নিকটে একট পাহাড়ের উত্তর-পূৰ্ব্বে অনেকগুলি প্রাচীন কীৰ্ত্তির ধ্বংসাবশেষ দেখিতে পাগুরা যায় । সেইগুলি সাধারণের দেখিবার জিনিষ । সেখানে ১২ ফিট প্রশস্ত একটা প্রস্তরমর রাস্তা আজও বর্তমান আছে। এই পথ দিয়া গাড়ী ঘোড়া অনায়াসে যাইতে পারে। এই ক্ষুদ্র পাহাড়ের পশ্চিমে উচ্চ ইষ্টকনিৰ্ম্মিত ঢালের উপরিভাগে চৌরস মেজের উপরে গ্ৰেণাইট প্রস্তরে নিৰ্ম্মিত কতকগুলি স্তম্ভ ও মন্দিরের ভগ্নাবশেষ দৃষ্ট হয়। পৰ্ব্বতের পূৰ্ব্বভাগে ৪৫ ফিট চতুরস্র একটী বেদী আছে, তাহার নাম ‘জরাগন্ধ কা চকুতর”। এই বেদীর উপরে ৫৫ ফিট উচ্চের একটা ইষ্টকনিৰ্ম্মিত স্তম্ভ আছে, তাহার পরিধি ৬৮ ফিট । সাধারণের বিশ্বাস যে পূৰ্ব্বকালে এই স্থানে জরাসন্ধের “প্রমোদগ্ৰহ” ছিল। প্রবাদ অাছে যে ভগবান শ্ৰীকৃষ্ণ জরাসন্ধকে যুদ্ধার্থে আহবানকালে এই স্থানে নদীপার হইয়া ছিলেন। তাই অনেকে আজও প্রতিবৎসর কাৰ্ত্তিক মাসে এই নদীত্তে স্নান করিতে আসে । উক্ত পঞ্চান নদীর অপর পারে গিরিয়াক পৰ্ব্বত । সেই স্থানে জরাসন্ধকৃত অপরাপর অনেক কীৰ্ত্তির ধ্বংশাবশেষ দেথা যায় । [ রাজগৃহ শবে বিস্তৃত বিবরণ দেথ । ] গিরিরস্তু (স্ত্রী) গিরে সমুৎপন্ন রম্ভ মধ্যলো"। গিরিকদলী, পাহাড়ে কলা । ( রাজনি" ) গিরিরাজ (পুং) গিরিষু রাজতে রাজ-কিপৃ ৭তৎ। ১পৰ্ব্বতশ্রেষ্ঠ । ২ ছিমালয় । গিরিরাজ (পুং ) গিরীণাং রাজা শুতৎ । হিমালয় । "সোহপি কাপটিকস্তস্য গিরিরাজস্য ভাষিতম্।।” (কাশীখ" ) গিরিবর্তিক (স্ত্রী) গিরিসমুৎপন্ন বৰ্ত্তিক মধ্যলো । পৰ্ব্বতীয় পক্ষিবিশেষ, চলিত কথায় পাহাড়ে বৰ্ত্তক বলে । গিরিবাসিন (পুং) গিরিং বাসয়তি মুরতীকরোতি গিরি বাসি-ণিনি । ১ হস্তিকনা বৃক্ষ । (রাজনি" ) (ত্রি ) গিরেীবসতি গিরি-বস-ণিনি । ২ পৰ্ব্বতবাসী । গিরিব্রজ (ক্লী ) গিরীণাং পঞ্চানাং ত্ৰজোযত্র বহুত্ৰী। ১ মগধদেশান্তর্গত একট প্রাচীন নগর । কুশাত্মজ বসু এই নগরট স্থাপন করেন, ইহা গঙ্গা ও শোণনদের সঙ্গমস্থলে অবস্থিত ছিল । জরাসন্ধের সমরে এই নগরট মগধের রাজধানী হইয়াছিল । ইহার চতুৰ্দ্দিকে বৈভার, বৃষভ, ঋবিগিরি ও চৈত্যক নামে পাঁচটা পৰ্ব্বত বেষ্টিত থাকায় ইহা শত্রুপক্ষীয়ের অতিশর হর্গম । ইহার চতুঃপাশ্বে মনোহর উপবন, জুহাই ধৰ্ম্মারণ্য নামে বিখ্যাত । ( ভারত সভা ২০ অঃ ) [ রাজগৃহ শবে বিস্তৃত বিধরণ দেখ । ] [ ৩৭১ ] গিরিশচন্দ্ররায় ২ কে কয়রাঞ্জ অশ্বপতির রাজধানী । ( রামা’ অযোধ্য। কাও ) ইহার অপর নাম রাজগৃহ, বর্তমান নাম রাজৌরি। কে কর দেখ। ] গিরিশ (পুং ) গিরোশেতে গিরি-শী-ড, যদ্বাগিরিরস্তাসা বসতিত্বেন গিরি অস্ত্যর্থে শ ( লোমাদিপামাfদপিচ্ছাদিভ্যঃ শনেলচ: । প{ ৫২১০ - ) অথবা গিরিং তৎসদৃশং কৰ্ম্ম শয়ং শুতি তনুকরোতি গিরি-শো-ড। শিব । 總 “স্তুতিঃ কাতে মতে গিরিশরমণী কালি সততম্।।” (কপূৰ্বাদি) গিরিশচন্দ্ররায়, নবদ্বীপাধিপতি রাজা কৃষ্ণচন্দ্ররায়ের প্রপৌত্র ও ঈশ্বরচন্দ্রের পুত্র। ১২১৯ সালে (১৮৯২ খৃঃ) পিতার মৃত্যুকালে তাহার বয়স ষোড়শবর্ষ মাত্র হইয়াছিল । সেই সময় ছইতেই তাহার হৃদয়ে ধৰ্ম্মজ্ঞান প্রবল হয় । বয়ঃপ্রাপ্ত হইলে কিছুকাল বিষয়-কাৰ্য্য পর্য্যালোচনা করিয়া কৰ্ম্মচারীগণের উপর কার্য্যভার অর্পণ করেন এবং নিজে ধৰ্ম্মাম্বুষ্ঠানে মনোযোগ দেন। প্রথমে নবদ্বীপে গঙ্গাতীরে তৃণাচ্ছাদিত কুটীরে অবস্থান করিয়া অনেক মহাপুরশ্চরণ করেন । কৃষ্ণনগরের আনন্দময়ী কালী ও আনন্দময় শিবমন্দির র্তাহারই প্রতিষ্ঠিত । তিনি ঐ দেবদেবীর পূজার বায়নিৰ্ব্বাহাৰ্থ অনেক নিষ্কর ভূমিদান করেন। কিছুকাল পরে তিনি এক রজনীতে স্বপ্ন দেখিলেন, যেন কোন দেবতা তাহাকে কহিতেছেন, “আমি নবদ্বীপের ভাগীরথীতীরে ভূগর্ভে অবস্থান করিতেছি, আমাকে নিজ নিকেতনে লইয়া স্থাপন কর।” পরদিনেই তিনি অমাত্য ও কৰ্ম্মচারীগণের সহিত সুরধুনীতীরে উপস্থিত হইয়া কোন এক নির্দিষ্ট স্থান খনন করিতে আদেশ দিলেন। ইতস্তত: খুড়িতে খুড়িতে এক বালুকাময় ভূখণ্ডের তিন হাত নিয়ে সকলেই গোপালমূৰ্ত্তি দেখিতে পাইলেন। রাজা মহাসমারোহে ঐ বিগ্রহট রাজবাটীতে লইয়া গেলেন এবং তাহাকে প্রতিষ্ঠা করিয়া ‘নবদ্বীপনাথ’ নাম রাখিলেন । তাছার জন্য একখানি বাট দান করিলেন ও নিত্যনৈমিত্তিক ক্রিয় দিতে অপর্যাপ্ত অর্থ ব্যয় করিতে লাগিলেন । এই অমিতব্যয়িতাদোষে এবং কৰ্ম্মচারীগণের কুমন্ত্রণায় দিন দিন তাহার সম্পত্তির হ্রাস হইতে লাগিল । পৈত্রিক জমিদারীর ৮৪ পরগণার মধ্যে ৭ট পরগণা ও কতকগুলি নিষ্কর ভূমি মাত্র রছিল। প্রথম মহিষীর পুত্রাদি হয় নাই। মাতার অনুরোধে গিরিশচন্দ্র ১২১৬ অবো পুনরায় দারপরিগ্রহ করেন এবং এই দ্বিতীয়পত্নীও পুত্রবর্তী না হওয়ায় তিনি ১২২৬ সালে শাস্ত্রোক্ত বিধি অনুসারে শ্রীশচন্ত্রকে দত্তক গ্রহণ করেন। এ সময় বিলক্ষণ অর্থাভাব থাকিলেও তিনি নব