পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জপমালা অপান (ক্লী) অপানয়তি বিষ্ঠাদি অপসারতি অপ-আনী-ড। যদ্বা ন প্রশস্তং পানং যেন ন প্রশস্তং পীয়তে যেন পা-করণে লুটি, বা । যোগীরা মলদ্বার স্বায় জল আকর্ষণ করিতেন,এ জন্য উহার নাম অপান। ( পুং ) আপ অধোগমনেন অনিতি জীবতি প্রাণী যেন অপ-অন-প্রাণনে ঘঞ । অধোবায়ু। বাতকৰ্ম্ম । ‘অপীনস্তুগুদং প্রোক্তমপানস্তস্ত মারুতে’ । (বিশ্ব)। অপ-অন-ভাবে ঘঞ, । বহির্গত প্রাণবৃত্তির অন্ত: প্রবেশন। শরীরস্থিত পাচ বায়ুর অন্তর্গত বায়ু বিশেষ। ‘প্রাণোহপানঃ সমানশ্চোদান ব্যানেী চ বায়বঃ শরীরস্ত ইমে । ( অমর ) । অপানন (ক্লী) অপ-অন-ভাবে লুট। অপশ্বসন । মুথও নাসিক দ্বার। নিঃসরিত বায়ুর ভিতরে আকর্ষণ । মলমূত্রাদির অধোনয়ন । ( ত্রি ) অপগতম আননং মুখং যন্ত । প্রাদি বহুত্রী । মুখ রস্থিত। অপান্তরতমস্ (পুং ) অস্তরে ভবম্ অন্তর ভবার্থে অণ, আন্তরম্ আস্তরিক অপ অপগতম আন্তরম্ আন্তরিকং তমোহস্তান রূপান্ধকারে যন্ত । প্রাদি বহুব্রী। বেদার্থ প্রকাশক দেব সুত বিশেষ । অপাপ ( ত্রি ) পাতি রক্ষতি অন্মাদাত্মানং পাউণ প। নাস্তি পাপং কলু্যং যস্ত। নঞ বহুব্রী। পাপহীন । নিষ্পাপ। পাপজনক আচার শূন্ত । (অব্য ) পাপস্ত"ভাবে অভাবে অব্যয়ী। পাপের অভাব । * । পানীবিষিভ্যঃ পঃ । উৎ ৩। ২২। পা-নী-বিষ ধাতুর উত্তর প প্রত্যয় ছয় । ‘পাপং কলুযং’। (উণ কো0 )। অপ অপ তো আপো যন্মাৎ । প্রাদি বহুব্রী । যেখানে জল নাই। জলশূন্ত স্থান । [ অপ্রত্যয়ের স্বত্র অনুপ শব্দে দেখ ] । অপেপ এরূপ পদও হইবে । * । অ বর্ণগ্ৰস্তুক (বাৰ্ত্তিক । পা ৬। ৩ ৯৭। স্থত্রে ) । অবর্ণস্তি উপসর্গের পরস্থিত অপের অকারের স্থানে বিকল্পে ঈকার হয় । অপামার্গ (পুং) অপমৃজ্যতেহনেন ব্যাধ্যাদি; অপমৃজকরণে ঘঞ কুত্বং উপসর্গে দীর্ঘশ্চ। আপাং গাছ। •। হলশ্চ। পা ৩। ৩। ১২১। হলন্ত ধাতুৰ উত্তর ধং প্রত্যয় হয় । লিঙ্গপুরাণে লিখিত আছে,— কাৰ্ত্তিকে কৃষ্ণপক্ষে চ চতুৰ্দ্দপ্তাং দিনেদিয়ে। . জৰশুম্বেব কর্তব্যং স্নানং নরকর্তীক্ষভি: | জপামার্গপল্লবখ ভ্রাময়েছিরসোপরি । কাঞ্জিক মাসের কৃষ্ণপক্ষীয় চতুর্দশীতে স্বৰ্য্য উদয়ের j אפט\} অপমা । পরে নরক ভীত লোকের। অবশুই স্নান করিৰে । এবং মস্তকের উপরে আপাঙের পল্লব ঘুরাইবে । মস্তকের উপর অপামার্গ পল্লব ঘুরাইবার মন্ত্র এই— শীতলোষ সমাযুক্ত সকণ্টক দলান্বিত । হর পাপমপামার্গ ভ্ৰাম্যমাণ; পুনঃ পুনঃ’ । শীতল এবং উষ্ণ গুণযুক্ত কণ্টকান্বিত পত্রবিশিষ্ট হে অপামার্গ ! মস্তকের উপরে বারংবার ভ্রমণ করিয়া আমার পাপ হরণ কর। আপাঙের এই কয়েকট পর্য্যায় দেখা যায়—শৈখরিক। ধামার্গব । ময়ুরক। প্রত্যকৃপণী। কীশপণী। কিfণহী । খরমঞ্জরী। শৈখরেয়। আধামার্গব । কেশপণী। স্থলমঞ্জরী। প্রত্যকৃপুষ্পী। ক্ষারমধ্য। অধোঘণ্টা । শিখরা। দুগ্রহ। অধ্বশল্য। কাওঁীরক। মকটা। রতিগ্রহ । বাশির। পরাকপুষ্পী । কন্টী। মৰ্কটপিপ্পলী । কটুমঞ্জরিকা। অঘাট । ক্ষরক। পাণ্ডুকণ্টক। মালাকণ্টক। কুজ। চলিত কথার ইহাকে আপাং, চিড় চিড়ে বা চড় চড়ে কহে ।

  • Ifoirs (Achyranthes aspera ) ar z Fra ক্ষুদ্র গুল্ম। প্রায় ২ । ৩ হাত উচ্চ হয়। লম্বা ডাটার চারিদিকে ইহার তীক্ষ ফলগুলি সাজান থাকে । সেই সমস্ত ফলের অগ্রভাগ গোড়ার দিকে ফিরান । এই গাছ ভারতবর্ষের প্রায় সৰ্ব্বত্রই দেখিতে পাওয়া যায় ।

বৈদ্যশাস্ত্রমকে আপাং তিক্ত, কটু এবং উষ্ণ । ইহা ধারক ও বাস্তিকর । ইহার দ্বারা কফ, অৰ্শ, কণ্ডু, উদরাময় এবং বিয নষ্ট হয় । ইউরোপীয় চিকিৎসকের) । এই গাছ বিস্তর পরীক্ষা করিয়া ইহার নানা প্রকার গুণ স্বীকার করিরাছেন। তাছাদের মতে ইহা কটু ও মৃদু বিরেচক। উদরী, শোথ, অৰ্শ, ফোড়া এবং কণ্ডু প্রভৃতি রোগে ইহা দ্বারা উপকার দর্শে । ইহার ফল ও পাতার রস বান্তিকর । সেবন করাইলে শৃগাল কুকুর ও সাপের বিষ নষ্ট হয়। ডাক্তার টণার, ফৰ্ম্মোকোপিয়া ইণ্ডিকা নামক পুস্তকে লিখিয়াছেন যে, আপাং সপাঘাতে উপকার করিয়া থাকে। এ দেশের সর্প, বৈদ্যেরা, সর্পাঘাতের পরে আপাঙ্গের সমস্ত গাছ মরীচের সঙ্গে বাটিয়া রোগীর সর্বাঙ্গে মাখাইয় দেন এবং কাচা পাতার অৰ্দ্ধপোয় রস থাইতে দিয়া থাকেন। ঐ রস উদয়স্থ হইলে কিঞ্চিৎকাল পরেই অত্যন্ত বমন হয়। কাহারও কাহারও ভেদও হইয়া থাকে। একবার: সেবন করাইলে যদ্যপি ভেদ বমি মা হয়, স্তৰে কিঙ্কিং