বিষয়বস্তুতে চলুন

পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপ্রতিপক্ষ গ্রাহ। চণ্ডালাদির ধন গ্রহণ করিলে পতিত হইতে হয়। এজন্য তাহ প্রতিগ্রাহ নছে । রজকের দ্রব্য অপ্রতিগ্রাহ । তাহা গ্রহণ করিলে এক বৎসর প্রাজাপত্য ব্ৰত করিতে হয়। পতিতের বস্তু গ্রহণ করিতে নাই । ওহণ করিলে চান্দ্রায়ণ করা কর্তব্য । যাহার শূকর থায়, যেমন হাড়ি ডোম প্রভৃতি এবং বাধ, নিষাদ, রজক, বড়ুর, চৰ্ম্মকার ইহাদের বস্তু অপ্রতিগ্রাহ । গ্রহণ করিলে প্রায়শ্চিন্ত চান্দ্রায়ণ করা শাস্ত্রসন্মত । sts মন্ত্রর মতে ইহাদের প্রদত্ত শয্যা,গৃহ,কুশ, চন্দন,পাত ফুল,ফল,দধি,ভ্রষ্ট যব,মৎস্ত,মাংস,দুগ্ধ,এবং শাক ত্যাজ্য নহে । সুমন্তু বলেন অভোজ্যান্ন চণ্ডালাদির বাগানের ফুল, ফল, শাক, তৃণ, কাষ্ঠাদি,তড়াগস্থ জল,গোষ্ঠস্থ দুগ্ধ, গ্রহণ করিলে দোষ হয় না , কুলটা স্ত্রী, নপুংসক এবং পতিত প্রভৃতি ঐ সকল দ্রব্য বাটীতে আসিয়া দিলেও তাছ। গ্রহণ করা যায় না । তদ্ভিগ্ন অন্ত পাপী, বাটীতে ঐ সকল দ্রব্য আনিয়া দিলে গ্রহণ করিতে ক্ষতি নাই । কাশীখণ্ডের মতে, গন্ধ, পুষ্প, কুশ, শয্যা, শাক, মাংস, দুগ্ধ, দধি, মণি, মৎস্ত, গুহ, ধান, ফল, মূল, মধু, জল, কাষ্ঠ প্রভৃতি বাটতে অনিয়া দিলে গ্রহণ করা षोंध्र ! অপ্রতিঘ (ত্রি ) প্রতিচ্ছত্তি প্রতি-হন-ড । ইহা নক্ষু প্রভূ, তির আকৃতি বলিয়া এখানে কুত্ব অর্থাৎ হকার স্থানে ঘ হইয়াছে। প্রতিঘ শব্দে প্রতিঘাত ও ক্রোধকে বুঝায়। নাস্তি প্রতিঘোহস্ত । নঞ বহুব্রী। যাহার ক্ৰোধ নাই। প্রতিঘাত শূন্ত । অপ্রতিবন্ধ। অমুকুল । অভিমুখ। প্রতিঘ শব্দে ঘকার আদেশ কেহ কেহ পৃষোদরাদি হেতু কল্পিয় থাকেন। অপ্রতিদ্বন্ধ ( ত্রি ) প্রতিগতং প্রাপ্তং দ্বন্দ্বং বিরোধং স্পৰ্দ্ধাং বা । অতিক্র। ০ তৎ। বিরোধ প্রাপ্ত। স্পৰ্দ্ধাযুক্ত । ন প্রতিদ্বন্দ্বম্ নঞ তৎ। বিরোধ প্রাপ্ত নহে। স্পৰ্দ্ধাযুক্ত নহে। প্রতিস্পৰ্দ্ধাশূন্ত। প্রতিগতং দ্বন্দ্বং সহচরত্বেন যুগলম। অতিক্রা তং ততো নঞ, সহচর শূন্ত । সমকক্ষ রহিত । অপ্রতিদ্বম্বিন (ত্রি ) প্রতিদ্বন্দ্বী বিরোধী স নাস্ত্যন্ত । নঞ বহুব্রী। বিরোধী রছিভ। প্রতিপক্ষ শূন্ত । অপ্রতিপক্ষ (ত্রি ) নাস্তি প্রতিপক্ষ: বিপক্ষ সদৃশো বা যস্ত । বিপক্ষহীন । অপ্রতিযোগী। অসদৃশ । [8५१ ] অপ্রতিভা অপ্রতিপত্তি ( স্ত্রী ) প্রতিপত্তিঃ গৌরবাদিঃ ন প্রতিপত্ত্বিঃ অভাবে নঞ তৎ। গৌরবের অভাব । অপ্রাপ্তি । অ প্রবৃত্তি। অপ্রাগালভা। বোধের অভাব। নিশ্চয়ের অভাল । অস্বীকার । অগ্রহণ। পদপ্রাপ্তির অভাব । মূৰ্ত্তির অভাব। (ত্রি) নঞ বহুত্ৰী। গৌরবাদি শূন্ত । অপ্রতিপদ (ত্রি ) প্রতিপদ্যতে প্রাপ্নোতি জানাতি বা প্রতি-পদ কিপ প্রতিপদ ন প্রতিপং । নঞ তৎ। বিকল । অথবা, প্রতিপদ্যতে পক্ষাৎ পরমেব প্রাপ্যতে প্রতি-পদ-ঙ্কিপ প্রতিপদ প্রথমতিথি: | অথবা, প্রতিপদ্যতে বিশেষেণ জ্ঞায়তে যয়। প্রতি-পদ-কিপ প্রতিপদ বৃদ্ধিঃ। ন প্রতিপৎ । নঞ তৎ। প্রথমতিথি নহে । অচেতন । অপ্রতিপন্ন (ত্রি ) প্রতিপদ্যতে স্ম প্রতি-পদ-কৰ্ম্মণি জ্ঞ প্রতিপন্নম্। ন প্রতিপন্নম্। নঞ তৎ। অজ্ঞাত। অস্বীকৃত। অপ্রাপ্ত। অনভিযুক্ত । অপ্রতিবদ্ধ (ত্রি) ন প্রতিবদ্ধম্। নঞ তৎ। অনিরুদ্ধ । যাহা বদ্ধ নহে। উচ্ছ জ্বল । অপ্রতিবল (ত্রি ) নাস্তি প্রতিবল: প্রতিপক্ষে যন্ত । নঞ বহুত্ৰী। অত্যন্ত প্রবল। বিপক্ষশূন্ত । অপ্রতিভ ( ত্রি ) নাস্তি প্রতিভা নবনবোন্মেষশালিনী প্রজ্ঞ যন্ত । অপ্রত্যুৎপন্ন মতি। যাহার উপস্থিত বুদ্ধি নাই। প্রতিভাশূন্ত । ক্ষপ্তিরহিত। লজ্জিত। অধুষ্ট । অপ্রস্তুত। অপ্রতিভ শব্দেয় অপভ্রংশে বাঙ্গালার" অশিক্ষিত স্ত্রীলোকেরা এবং সামান্ত লোকেরা ‘অপৃতিপ কহিয়৷ থাকে। যেমন, “তিনি অত্যস্ত অপৃতিপ হইয়াছেন । কবির গানেও অপৃতিপ, শব্দের প্রয়োগ দেখা যায়। যথা—‘খাম অপৃতিপ, হয়ে, দুয়ারে দাড়ায়ে, রাই ও থ৷ যেওনা ’ । অপ্রতিভা ( স্ত্রী ) নাস্তি প্রতিভা যস্তাং । এই শদের সমাসে প্রথমে "অপ্রতিভ এই প্রকার হ্রস্বাস্ত রূপ হইবে, তাহার পর স্ত্রীলিঙ্গে টাপ, করিলে "অপ্রতিভা" এই প্রকার রূপসিদ্ধি হইয়া থাকে। প্রতিভাশূন্ত স্ত্রী । লজ্জিত স্ত্রী । ন প্রতিভা অভাবে নঞ তং । প্রতিভার অভাব । প্রাগলেভার অভাব। ফৰ্ত্তির অভাব। বাদী ও প্রতিবাদীর নালিশ উপস্থিত হইলে বাদী যে দোষারোপ * করে তাহার খওনের উপায় জানিতে পারিলেও, তবু না জানি বিচারে কি ঘটে এই রূপ দুশ্চিস্তার প্রতি ● [Set]