পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৪৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

= ज्राक्षा [ ৪২৯ ] অদ পিত্র্য –৩. তিথিতে এক লৌকিক মাস হয়। এক মাসে পিতৃলোকের এক দিন হইয়া থাকে। অতএব ৩০ তিথিকে ৩৬০ দ্বারা গুণ করিলে পিতৃলোকের ঐক বর্ষ হয় । ৩৬০ X ৩০ = ১০৮০০ চান্দ্রদিনে এক পিত্র্যবর্ষ। প্রাজাপত্য।—মন্বস্তরেরই আর একটী নাম প্রাজপত্য । অতএব চারি যুগের পরিমাণকে ৭১ দিয়া গুণ করিলে প্রাজাপত্য বর্ষ নিশ্চিত হইতে পারে। (মন্থ | স্তরং তু দিব্যানাং যুগানামেকসগুতিঃ । অমরঃ)। ४७२०००० × १$ =७०७१२०००० द९महद्ग ७ीराः ७ोंसां*उT আক হয় । বাৰ্হস্পত্য।—বৃহস্পতির উদয় ও অস্ত অনুসারে অব্দ গণিত হয়। বার্হস্পত্য অন্স ১২ বার প্রকার। যথা— ১ ।—কৃত্তিকা কিম্ব রোহিণী এই দুই নক্ষত্রের কোনটীতে বৃহস্পতির উদয় অথবা অস্ত হইলে তাহাকে কাৰ্ত্তিক নামক বর্ষ কহে । ২ —মৃগশিরা কিম্ব আর্দ্র ইহাদের মধ্যে কোন নক্ষত্রে বৃহস্পতির উদয় কিম্বা অস্ত হইলে তাহাকে মার্গশীর্ষ বর্ষ কহে। ৩।—পুনৰ্ব্বস্তু কিম্বা পুষ্য ইহাদের মধ্যে কোন নক্ষত্রে বৃহস্পতির উদয় কিম্বা অস্ত হইলে তাহাকে পৌষ বর্ষ কহে । ৪ —অশ্লেয। কিম্বা মঘা ইহাদের মধ্যে কোন নক্ষত্রে বৃহস্পতির উদয় কিম্ব অস্ত হইলে তাহাকে মাঘ বর্ষ কহে । ৫ –পূর্বফল্গুনী, উত্তরফাল্গুনী কিম্ব হস্ত ইহাদের মধ্যে কোন নক্ষত্রে বৃহস্পতির উদয় কিম্বা অস্ত হইলে তাহার নাম ফাল্গুন বর্ষ ৬।—চিত্রা কিম্বা স্বাতি ইহাদের মধ্যে কোন নক্ষত্রে বৃহস্পতির উদয় কিম্বা অস্ত হইলে তাহার নাম চৈত্র বর্ষ। ৭ –বিশাখা কিম্বা অনুরাধা ইহাদের মধ্যে কোন নক্ষত্রে বৃহস্পতির উদয় কিম্বা অস্ত হইলে তাহার নাম বৈশাখ বর্ষ। ৮ –জ্যেষ্ঠ কিম্বা মূলা ইহাদের মধ্যে কোন নক্ষত্রে বৃহস্পতির উদয় কিম্বা অস্ত হইলে তাহার নাম জ্যৈষ্ঠবর্ষ। ৯ –পূৰ্ব্বাষাঢ়া কিম্বা উত্তরাষাঢ়া ইহাদের মধ্যে কোন নক্ষত্রে বৃহস্পতিয় উদয় কিম্বা অস্ত হইলে তাহার নাম আষাঢ় বর্ষ। : ১• —শ্রবণা কিম্বা ধনিষ্ঠ৷ ইহাদের মধ্যে কোন [ راه ۵ ] নক্ষত্রে বৃহস্পতির উদয় কিম্ব অস্ত হইলে তাহার নাম শ্রাবণ বর্ষ। ১১ —শতভিষা, পুৰ্ব্বভাদ্রপদ কিম্বা উত্তর ভাদ্রপদ ইফাদের মধ্যে কোন নক্ষত্রে বৃহস্পতির উদয় কিম্বা অস্ত হইলে তাহার নাম ভাদ্র বর্ষ। ১২।-রেবতী, অশ্বিনী কিম্বা ভরণী ইছাদের মধ্যে কোন নক্ষত্রে বৃহস্পতির উদয় কিম্বা অস্ত হইলে তাহার নাম আশ্বিন বর্ষ। সৌর –এ দেশের প্রাচীন গণনানুসারে ৩৬৫ দিনে এক সৌর বৎসর হর। সুতরাং ৩৬৫ দিনে সোঁর অঙ্গ হইয়া থাকে। ইহাতে মতান্তর আছে। সাবন —সুর্য্যের এক উদয় কাল হইতে অপর উদয় কাল পর্য্যস্ত এক সাবন দিন । সুতরাং ৩৬১ সৌর । দিনে এক সাবন বর্ষ হয় । চান্দ্র ।–চন্দ্রের দৈনিক গতি ১৩ অংশ ২০ কলা । সূর্য্যের দৈনিক গতি ১৩ অংশ ৫৯ক ৮ বি ১০ অনুকলা। প্রাতঃকালে চন্দ্রের সংক্রমণ হইলে ৩৫৪ দিন ১৮ দণ্ডে এক চাস্ত্র বর্ষ হয়। এবং রাত্রিতে সংক্রমণ হইলে ৩৫৫ দিনে চান্দ্র বর্ষ হইরা থাকে । নাক্ষত্র।—৩৬০ নক্ষত্র দিনে মাক্ষত্র সাবন বর্ষ হয় । আমাদের পুরাণাদির মতে জলমগ্ন পৃথিবীকে উদ্ধার করিবার নিমিত্ত বিষ্ণু, শ্বেতবরাহ মূৰ্ত্তি ধারণ করিয়াছিলেন। জ্যোতির্বিদ্বদিগের গণনানুসারে ( আজি ১২৯৩ সালে ) ১৯৭,২৯,৪৮,৯৮৭ বৎসর গত হইল বিষ্ণু বরাহ অবতার হন । এবং ১৯৫৫৮৮৪৯৮৭ বৎসর গত হইল বরাহরূপী ভগবান দন্ত দ্বারা পৃথিবীকে উদ্ধার করিয়াছিলেন। শ্বেত বরাহ কল্পান্ধের পরিমাণ সৰ্ব্ব সমেত ৪৩২০ ০০ ০০ ০০ বৎসর । বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয় তিথিতে রবিবারে সত্যযুগেয় উৎপত্তি হয়। সত্যযুগের পরিমাণ ১৭২৮০০০ বৎসর। কাৰ্ত্তিক মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে সোমবারে ত্রেতাযুগের উৎপত্তি হয়। ত্রেতাযুগের পরিমাণ ১২৯৬••• বৎসর। ভাদ্রমাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে শুক্রবারে দ্বাপরযুগের উৎপত্তি হয়। ইহার পরিমাণ ৮৬৪০০০ বৎসর। মাখমাসের তিথিতে শুক্রবারে কলিযুগের উৎপত্তি। ইহার পরি মাণ ৪৩২,০০০ বৎসর । মনুসংহিতার মতে, ময়ুৰ্য্যদের এক বৎসরে দেবতাদের এক অহোরাত্র হয়। চারি সহস্ৰ দৈব বৎসরে লভ্য