পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরপুষ্পী [ 8b-S ] আমরাবতী

হইয়। সেই সকল পায়রা উড়াইয়। দেয়। যাত্রীর। কপোতরূপী মহাদেবকে দেখিয়া ভক্তি করে। অমরনাথে আরও কয়েকটা দেবদেবী এবং পাষাণময় বৃষের মূৰ্ত্তি उष्ट्छ् । উজ্জয়িনীতেও অমরনাথ বা অমরেশ্বর নামে একট শিব লিঙ্গ ছিল । অমরপতি (পুং ) অমরাণাং দেবানাং পতিঃ রাজা । ৬-তৎ । ইন্দ্র । দেবরাজ । অমরপুর। ব্রহ্মদেশের প্রাচীন রাজধানী। ইহা ঐরাবতী নদীর পূর্বকূলে অবস্থিত। অনেকে এই রূপ অনুমান করেন যে,এই নগর ১৭৮৩ খৃঃ অব্দে স্থাপিত হইয়াছিল। ইহার মধ্যে একটা মন্দিয়ই বিশেষ প্রসিদ্ধ। উহার চারি দিক ২৫০ট হলকরা কাঠের স্তস্তে সুশোভিত । মন্দিরের ভিতরে বৃহদাকার ধাতুময় বেীদ্ধের মূৰ্ত্তি আছে। পূৰ্ব্বে অমরপুরের চারিদিক ২০ ফিট উচ্চ এবং ৭০০০ ফিট, দীর্ঘ প্রাচীরে বেষ্টিত ছিল । ১৮১০ খৃঃ অব্দে অগ্নি লাগিয়া নগর বিনষ্ট হইয়া যায়। তাহার পর ১৮৩৯ খৃঃ অন্ধে ভূমিকম্পে ইহার বিস্তর ক্ষতি হয়। ব্ৰহ্মদেশের প্রাচীন রাজাদের রাজপ্রাসাদের ভগ্নাবশেষ এখনও নগরের মধ্যস্থলে স্তুপাকার হইয়া পড়িয়া আছে। কেহ কেহ বলিয়া থাকেন, অমরপুর নগর আধুনিক নহে। এই রাজধানী অনেক দিনের প্রাচীন। ১৭৮৩ খৃঃ অন্ধে ইহার কেবল নাম পরিবর্তিত হইয়াছে। তলেমি অাবা নদের দুইটা শাখার বিযয় উল্লেখ করিয়াছেন এবং তাহার তটবৰ্ত্তী দুইটী নগরের বিষয়ও লিখিয়াছেন। ‘ সে দুইটী নগরের নাম উরথেন এবং নৰ্দ্দন। উরথেন শক-রাধন শব্দের অপভ্রংশ। ইহাই অমরপুরের প্রাচীন নাম । ইহাকে পূৰ্ব্বে আবী ও রন্দামরকোট বলা হইত। কিন্তু প্রকৃত আবা নগর ও অমরপুরে প্রভেদ আছে। ব্ৰহ্মদেশে এই রীতি চলিত ছিল যে, কোন নুতন রাজা রাজপদে অভিষিক্ত হইলে তিনি পূর্বের নগর হইতে উঠিয়া আবার একটা নূতন স্থানে আপনার রাজধানী করিতেন। এই প্রথানুসারে অাব হইতে অমরপুরে রাজধর্মী স্থানান্তরিত করা হইয়াছিল। অমরপুষ্পক (পুং) অমরম্ অস্নানং পুষ্পং যন্ত কপ্‌। কল্প বৃক্ষ। কাশতৃণ । কেশে । (স্ত্রী) অমরপুস্পিকা—ইক্ষুগন্ধা । অমরপুষ্পী (স্ত্রী ] অমরম অনবনতং পুষ্পং যন্তাঃ জাতিস্থাৎ উীপ । অবাকৃপুপ। অধঃপুপা বৃক্ষ। অমরপুম্পিক এপ্রকায় পদও ব্যবহৃত আছে । অমররত্ন ( ক্লী ) অমর ইব শুদ্ধং রত্নম্। স্ফটিক । অমররাজ (পুং ) অমরাণাং রাজা রাজাহ সখিভ্যো টচ, ইতি টচ সমাসঃ দেবরাজ । ইন্দ্র । অমরলোক (পুং ) অমরাণামুষিতঃ লোকঃ ৬-তৎ। স্বর্গ। অমরবল্লী (স্ত্রী) অমরা উচ্ছেদনেংপি ন ম্ৰিয়মাণ। বল্লী। কৰ্ম্মধা । আকাশবল্পী। আলগলত । আলগোচলত । অমরসরিৎ (স্ত্রী ) স্ব (হৃস্বরুহিযুযিভ্য ইতিঃ । উণ, ১ । ৯৭) ইতি ইতি প্রত্যয়ী, সরিৎ নদী। অমরে স্বর্গে প্রবাহিতা সরিৎ। ৭-তৎ৬-তৎ বা মন্দাকিনী স্বর্ণদী। অমরসিংহ (পুং ) অমরকোষ অভিধানের রচয়িতা । ইনি বিক্রমাদিত্যের নবরত্ন সভার সভ্য ছিলেম । অমরসিংহ নামে জনৈক মহাবীর ব্যক্তি গুরখাদের সেনাপতি ছিলেন । তাহার অপরিসীম সাহস, যুদ্ধকৌশল ও বাহুবল ছিল। ১৮১৫ খৃষ্টাব্দে নেপাল যুদ্ধের সময়ে তিনি অক্টালুনী সাহেবকে অনেকবার বিপদগ্ৰস্ত করিয়াছিলেন । শেষে বিলাসপুরের রাজা ইংরাজদের পক্ষ হইয়া পড়িলেন, গুরখী সেনারাও ইংরাজদের বশীভূত হইল, অগত্যা তিনি নেপালের রাজধানী কাটামুণ্ডে গিয়া আশ্রয় লইলেন । সচরাচর লোকে এই অমরসিংহকে ‘ওমোরসিং কহিয়া থাকে। অমর (স্ত্রী) ঘৃতকুমারী। গৃহকন্ত । দুৰ্ব্ব । গুড়,চী । ইন্দ্রপুরী। স্থণা। জরায়ু। ইন্দ্রবারুণী বৃক্ষ । বট বৃক্ষ । মহানীলী বৃক্ষ । নাভিনালা । অমরাঙ্গন (স্ত্রী) অমরেন্তু ইস্ত্রপুরেয়ু বিরাজিত অঙ্গন । ৭-তৎ। অঙ্গর । ৬-তৎ । দেবস্ত্রী। অমরাদ্রি (পুং) অমরাণামধিষ্ঠিতোহুদ্রিঃ। শাক-তৎ। সুমেরু। আমরাপগ। (স্ত্রী) অমরাৎ দেবলোকাৎ অবতীর্ণ আপগ। নদী। মধ্যপদলোপী ৫-তৎ, ৬-তৎ, ৭-তৎ বা । সুরত রঙ্গিণী গঙ্গা । আমরালয় (পুং ) ৬-তৎ। স্বর্গ। ইন্দ্রপুরী । অমরাবতী (স্ত্রী) অমরা দেব। বিদ্যন্তে যন্তাম্ অস্তার্থে মতুপ, মন্ত বকার মতে দীর্ঘঃ। ইন্দ্ৰালয় । এই নগর বিশ্বকৰ্ম্ম নিৰ্ম্মাণ করিয়াছিলেন । ইহা স্বমেরু পৰ্ব্বতের উপরে অধিষ্ঠিত। এখানে জর মৃত্যু শোক তাপ কিছুই নাই। ইন্দ্রপুরে দেবতারা বাস করেন। এখানে সুরভি ধেনু, ঐরাবত হস্তী, উচ্চৈঃশ্রবা অশ্ব, অন্সর, এবং মনান कानन थङ्गछि स्नानक अङ्कङ बाणाग्न आएझ् । मकन - কাননে মনার, পারিজাত, সস্তান, কল্পবৃক্ষ এবং ছরিচনান এই পাচটা বৃক্ষই বিশেষ প্রসিদ্ধ। অলঙ্কানা [ ১২১ ]