পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৫২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ऊंधुईौश [&०s ] প্রসিদ্ধ রাজবাটী নিৰ্ম্মাণ করা হইল। রাজ বাট হইতে বাহির হইয়া,আৰায় পূর্মের পথ দিয়া কিঞ্চিৎ উত্তর পশ্চিম মুখে গেলে বাম দিকে শ্বেত প্রস্তরের ‘অন্ধকেশ্বর মহাদেব। কাহারও মতে, এই মহাদেবেয় নাম হইতেই সহরের নাম অম্বর হইয়াছে। তাহার পর বুদ্ধবট গাছের শাখার নীচে দিয়া আরও একটু উত্তর দিকে গেলে একটা বৃহৎ চোরাচ্ছা। ইহার কিঞ্চি দূরে পশ্চিম দিকে ভৈরব নাথের মনোহর পীঠস্থান । গ্রীষ্মকালে এই স্থানট অতিশয় মনোহর। চারিদিকে বটপত্র ছায়া করিয়া আছে, নিম্নে রৌদ্রের লেশ মাত্র প্রবেশ করিতে পারে না। মাটর ভিতরের একখানি প্রস্তর হইতে ভৈরবনাথের মূৰ্ত্তি খুদিয়া বাহির করা। তাই লোকে ইহঁাকে অনাদি লিঙ্গ কহেন। ভৈয়বনাথের সর্বাঙ্গে সিন্দুর মাথান । এখান হইতে পুনৰ্ব্বার পূর্ব পথে নগরের ভিতর দিয়া আসিলে জয়পুরের রাজপথ পাওয়া যায়। অম্বর। সম্যক্ ভরণ কওঁ,াদি। অম্বৰ্য্যতি। তাম্বরীষ (পুং ক্লী) অন্ধ্যতে ভর্জনকালে শুদায়তে হত্র অবি-ঈষন রকারাগমে নিপাততে। শব্দকল্পক্রম এবং বাচস্পত্যে অস্বরিষ’ এই প্রকার হ্রস্ব ইকারও গৃহীত হইয়াছে। * অম্বরীষঃ। উ৭, ৪। ২৯। শার্থক অবি ধাতুর উত্তর ঈষ প্রত্যয় দ্বারা নিপাতনে অস্বীয় শব্দ निश् छ्ा । ( वशंौशः श्रूशांम् वहॆम्। श्रमङ्गल ?ौग्दश्রীমং ভ্রাষ্ট্রে না। উজ্জলদত্ত )। ভাজন খোলা । হুর্য্য। বিষ্ণু। শিব। যুদ্ধ। কিশোর। অনুতাপ । নরক বিশেষ। আমড়া। (পুং) নৃপ বিশেষ । পুলহ নামক ব্রহ্মর্ষির পুত্র। বিদুমতীর গর্ডে এবং মান্ধাতার ঔরসে অম্বীয নামে এক সন্তান জন্মে। তাহার অপর নাম ধৰ্ম্মসেন। স্বর্য্যবংশের জনৈক রাজা । তিনি সুশ্রুকের পুত্র। কোন সময়ে তিনি একটা যজ্ঞের অনুষ্ঠান করেন ; কাৰ্য্য সম্পন্ন হইবার পূৰ্ব্বে ইন্দ্ৰ আসির যজ্ঞের পশু হরণ করির লইয়া গিয়াছিলেন। সে কারণ অস্বরাষ, ঋচিক মুনির সন্তান শুনঃশেফকে বধ করিবার জষ্ঠ্য ক্রয় করিয়া আনেল । ভাগবতে লিখিত আছে,—অস্বরীষ, নাভাগের পুত্র। তিনি পরম বিষ্ণুভক্ত ছিলেন। সে কারণ ভক্তের রক্ষার নিমিত্ত বিষ্ণু তাহাকে আপনার চক্রদিয়াছিলেন। অম্বরীষ বিপদে পড়িলে চক্র আসিয়া তাহাঙ্কে রক্ষা করিত। একবার কাৰ্ত্তিক মাসের স্বাদশী ব্রতের পাঙ্কণার [२२४ } जशर्छ निरन इर्सीग भूनि उीशब बाभ्रेप्ड से°श्छि रम्। अशরাজ যথোচিত সমাদরের পর তাহার গৃহে ভোজন করিবার নিমিত্ত অনুরোধ করেন। দুৰ্ব্বাস সম্মত হইয়। স্নান করিতে গেলেন। অনেক বিলম্ব হইতে লাগিল, ফুৰ্ব্বাস ফিরিলেন না। তাই অম্বরীষ, পুরোহিতের অনুমতি লইয়া নিজে ভোজন করিলেন,-অধিকক্ষণ আয় দুৰ্ব্বাসার প্রতীক্ষা করিয়া থাকিলেন না । শেষে দুৰ্ব্বাস আসিয়া এই ব্যাপার শুনিলেন, ক্রোধে তাহার সৰ্ব্বাঙ্গ জলিয়া উঠিল । তিনি মহায়াজকে বধ করিবার নিমিত্ত জটা হইতে উগ্রদেবতার সৃষ্টি করিলেন। এমন সময়ে বিষ্ণুর সুদর্শন আসিয়া সেই উগ্রদেবতাকে বিনষ্ট করিল এবং দুৰ্ব্বাসার পশ্চাৎ পশ্চাৎ ছুটিতে লাগিল । মুনি, কোনখানে নিস্তার না পাইয়া শেষে অম্বরীষের শরণাপন্ন হন। অম্বরেীকস্ (পুং ) অম্বর আকাশ ওক: স্থানং যন্ত। বহুত্ৰী। দেবতা । अश्नई (भू९) अशाब्रां९ भाडूशूरह लिईठि अष-श-क बएम् আকার লোপশ্চ। [ অঙ্গুষ্ঠ শব্দে যত্বের স্বত্র দেখ ] । বৈশুকন্যার গর্ভে ব্রাহ্মণের ঔরসজাত সঙ্কীর্ণ বর্ণ বিশেষ। বৈদ্য। চিকিৎসক। মাস্থত। দেশবিশেষ। উত্তর পশ্চিম প্রদেশের প্রসিদ্ধ কায়স্থ জাতি বিশেষ । স্কন্দপুরাণে লিখিত আছে, গালৰ ঋষি তীর্থ ভ্রমণ করিতে গিয়াছিলেন। একবার পথের মধ্যে র্তাহার अठास्त्र भूक्षा ७ मििश्राजा भाग्न । ७भन शभाग्न ठिनि দেখিলেন, জনৈক যুবতী কন্যা কলসী পূরিয়া জল আনিতেছেন। গালক কাতর হইয়া তাহার কাছে জল পান করিতে চাহিলেন ; কস্ত জল দিলেন। মহর্ষি তৃপ্ত হইয়া আশীৰ্ব্বাদ করিলেন,-"বাছা! তুমি পুত্রবর্তী হও” । বালিকার নাম বীরভদ্রা । তিনি বৈশুকন্য) । যৌবনকাল হইয়াছে, কিন্তু তখনও তাহার ৰিবাহ হয় নাই। তাই তিনি কঁদিতে কঁাদিতে বলিলেন,+kनरु ! आछ७ आभि कूभागॆी ; यांश्रनि श्रूजवयैौ श्रेष्ठ আমাকে আশীৰ্ব্বাদ করিলেন, ইহার উপায় কি ? शैव्रङञान्न लिखा ७३ कक्षा ७निङ्ग भइदिँच्न गर्न আপনার কস্তার বিবাহ দিতে চাছিলেন। কিন্তু গাল८यग्न ८न हेक्क नग्न । छिनि उँख्द्र रुब्रिट्जम,–भिन्नाসায় আমার প্রাণ ওষ্ঠাগত ইয়াছিল, কন্স সে সময়ে खण निग्रा जांभाव्र शैवन ब्रक्र कब्रम, अरूध्द फिाँझे :