পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৬৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশোকনৃপতি তাহার চূর্ণ স্বতের সঙ্গে মিশ্রিত করিয়া রাখিবে। মাত্রা • তোলা। স্ত্রীলোকদের রজোরোগে ইহা বিশেষ উপকার করিয়া থাকে। অবধৌতমতে, অশোকমূলের ছাল সোনার মাদুলীর ভিতর পুরির কোমরে ধারণ করিলে অৰ্শরোগ নিবা ब्र१ श्झ । অশোকতীর্থ ( ক্লী ) অশোক নামকং তীৰ্থং শাক০ তৎ। কাশীক্ষেত্রের অন্তর্গত তীর্থ বিশেষ । অশোকত্রিরাত্র ( ক্লী) ত্রয়ো রাত্ররঃ সমাহৃত: ক্রয়াণাং রাত্রিণাং সমাহারঃ বা অচ সমা0 ততঃ অশোকাখ্যং ত্রিরাত্ৰং শাক তৎ। নাস্তি শোকে যেন তাদৃশং ত্রিরাত্রং বা । হেমাদ্রির ব্রত খণ্ডে ধৃত বিষ্ণুধৰ্ম্মোত্তয়োক্ত ব্রতাঙ্গ বিশেষ । অগ্রহায়ণ, জ্যৈষ্ঠ কিম্বা ভাদ্র মাসের পূর্ণিমায় এই ব্রত আরব্ধ করিয়া এক বৎসরে উদ্‌যাপন করিতে হয় । সেই দিন একবার ভোজন করা আবশ্যক । যথা নিয়মে এই ব্ৰত করিলে শোকভয় হয় না। অশোকনৃপতি (পুং ) মগধের রাজা বিশেষ । ইহার অপর নাম কাকবর্ণ। ভারতবর্ষের স্থানে স্থানে যে সকল বুদ্ধবিহার আছে, তাহাতে ‘প্রিয়দর্শী’ এই প্রকার নাম দেখা যায় । এ দিকে অশোকরাজ ভারতবর্ষের প্রায় সকল স্থানেই বুদ্ধ বিহার মিৰ্ম্মাণ করাইয়াছিলেন । তজন্ত কেহ কেহ অনুমান করেন যে, অশোক নৃপতি এবং প্রিয়দশ একই ব্যক্তি । প্রথম অশোক মগধের প্রথম রাজা । তাহার পিতার নাম শিশুনাগ। অশোকের মাতা বৈশালী রাজের নর্তকী ছিলেন। পরিশেষে মহারাজ তাহাকে বিবাহ করেন। শিশুনাগ-মৌর্য্যবংশীয় নৃপতিদের সেনাপতি ছিলেন। তিনি মৌর্য্যবংশীয় নৃপতিদিগকে বিনষ্ট করিয়া স্বরং রাজা হইলেন । দ্বিতীয় অশোকনৃপতি চন্দ্রগুপ্তের পৌত্র ৷ খৃঃ ২৫৫ বৎসর পূৰ্ব্বে তিনি রাজত্ব করিতে আরম্ভ করেন। অশোকের সাহস, অধ্যবসায় এবং বীরত্বের তুলনা নাই। তিনি ভারতবর্ষের সুমেরু হইতে কুমারিকা পৰ্য্যন্ত পরাজয় করিয়াছিলেন। ২৫১ খৃঃ পূঃ তিনি বৌদ্ধ ধৰ্ম্ম অবলম্বন করিয়া চারিদিকে ধৰ্ম্মপ্রচারক পাঠাইতে লাগিলেন। বৌদ্ধসন্ন্যাসীরা বুদ্ধভস্ম এবং বোধিক্রমের শাখা লইয়৷ সৰ্ব্বত্র ধৰ্ম্মপ্রচার করিতে আরম্ভ করিলেন। সিংহলীপে অশোকের পুত্ৰ মহেন্দ্র এবং তাছার কল্প সঙ্গমিত্ত গিয়াছিলেন। এদিকে ব্ৰহ্মদেশে (সোবর্ণভূমি) [ నిలిచి } অশোকষষ্ঠী সোনো এবং উত্তর ধৰ্ম্মপ্রচার করিতে যান। অশোকের নিৰ্ম্মিত বৌদ্ধমঠ ভারতবর্ষের প্রায় সকল প্রধান প্রধান স্থানেই দেখিতে পাওয়া যায়। তাছার মধ্যে মগধ, আলাহাবাদ, দিল্লি, গুজরাটের অন্তর্গত গির্ণার, উড়িষ্যার মধ্যে ধৌলী, পেশোয়ারের মধ্যে কপুরদিগিরি, অমরাবতী, সাঞ্চী প্রভৃতি স্থানের বিহারগুলি অধিক গ্রসিদ্ধ। ঐ সকল মঠের প্রস্তরে পুৰ্ব্ববিবরণ ক্ষোদিত আছে। কালক্রমে পাথর ক্ষয় হওয়ায় এখন সকল স্থান পড়িতে পারা যায় না। কথিত আছে তিনি সৰ্ব্বসমেত ৮৪,০০০ বুদ্ধচৈত্য নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । তিনি বৌদ্ধ ধর্মের অনেক নিয়ম ও উপদেশ বাক্যও রচনা করেন। খৃঃ পূঃ ২৫৫ অশোক রাজ হইয়া তিন বৎসর পরে তিনি রাজগৃহ হইতে পাটুলীপুত্রে তাহার রাজধানী স্থানান্তরিত করিয়াছিলেন। ইনি সেলিউকস নিকেতরের সমসাময়িক লোক। তিনি গ্রিক সেনাপতি আন্টিওকসকে যুদ্ধে পরাভূত করেন। ঐ জয় বিবরণ গিরিচৈত্যে ক্ষোদিত করা হয়। মিশর, সাইরিন, ম্যাসিডোনিয়া প্রভৃতি স্থানে তিনি দূত পঠাইয়াছিলেন। ২৩২ খৃঃ পূর্কে, ৪১ বৎসর রাজত্বের পর অশোকের মৃত্যু হয়। তাহার মৃত্যু হইলে ত্বীয় জ্যেষ্ঠপুত্র ভদ্রসেন রাজা হইলেন। অশোকপূর্ণিমা (স্ত্রী) নাস্তি শোকে যয়। মঞ বহুব্রী তত তথোক্ত পূর্ণিমা কৰ্ম্ম বা পূৰ্ব্বপদন্ত পুৰস্তাব । ফাল্গুন পূর্ণিমা হইতে এক বৎসর পর্য্যস্ত কর্তব্য হেমদ্রির বুতথও ধৃত বিষ্ণুধৰ্ম্মোত্তরোক্ত বতাঙ্গ বিশেষ। এই ব্ৰত ফান্ধন মাসের পূর্ণিমায় আরম্ভ করিয়া এক বৎসর করিতে হয়। ইহাতে ফাঙ্কন, চৈত্র, বৈশাখ, জৈষ্ঠ এই চারি মাসের পূর্ণিমায় উপবাস করা আবশ্যক। আষাঢ়াদি চারি মাসের পূর্ণিমার কেবল জল খাইয়। থাকিতে হয়। কাৰ্ত্তিকাদি চারি মাসের পূর্ণিমাতেও কেবল জলপান করির পরিশেষে মাঘী পূর্ণিমায় ইহার উদ্যাপন হইয়া থাকে। অশোকরোহিণী (স্ত্রী) অশোক ইব রোহতি অশোকমারোহতি বা অশোক রুহ-ণিমি। কটুকা। কট কীলতা । কটু। কটুম্বর। কটুরোহিণী। অশোকষষ্ঠী (স্ত্রী) নাস্তি শোকে বস্তাঃ। মঞ্চ ৫ বহুী তত্বঃ কৰ্ম্মধা পুৰ্ব্বপদস্ত পুছন্তাবঃ। চৈত্র মাসের শুক্লষষ্ঠ। চৈত্র মাসের কৃষ্ণও শুক্লপক্ষের ষষ্ঠীতে ষষ্ঠ পূজা করিতে