পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শাহুধেরী –=----- o-r শাহদাদপুর, বোম্বাই প্রেসিডেন্সীর সিন্ধুপ্রদেশের উত্তরসিন্ধু সীমান্ত জেলার একটী তালুক । সুজাৰল, রতে।-দেরো ও মাম্বার ভালুকের কতকাংশ লইয়া এই তালুক গঠিত। শাহজাদপুর, বােৰাই প্রেসিডেন্সীর সিদ্ধবিভাগের হায়দরাবাদ জেলার ছাল উপবিভাগের অন্তর্গত একটী তালুক। ভূপরিমাণ ৭৩৬ বর্গমাইল। এখানে ৭ট থানা ও তিনটী ফৌজদারী আদালত আছে। গ্রামসংখ্যা ১১১ট । ২ উক্ত তালুকের প্রধান নগর। জাম্বা খালের ধারে অবস্থিত। rifgا : ۰ g " به "tf ؟ ای : ه» ۰» و چه দ্বিশতাব্দী অতীত হইল, মীর শাহুদাদ নামে এক মুসলমান এই নগর স্থাপন করেন। এখানে তৈল, চিনি ও কাপাস বস্ত্রের বিস্তৃত কারবার আছে। শাহধেরা ( ধের শাহান ), পঞ্জাব প্রদেশের রাবলপিওি জেলার অন্তর্গত একটী গগুগ্রাম। অক্ষা" ৩৩° ১৭' উঃ এবং দ্রাঘি’ ৭২° ৪৯ ১৫% পুঃ । প্রত্নতত্ত্ববিদ ডাঃ কনিংহাম্ ইকাকে প্রাচীন তক্ষশিল নগরী বলিয়া বিবেচনা করেন । প্রায় ছয় মাইল বিস্তীর্ণ স্থানে ঐ নগরের ধ্বস্ত তপ নিপতিত আছে। উগর বৌদ্ধ শু,প ও সত্তারাম গুলির নিদর্শন আজিও প্রত্নতত্ত্বামুসন্ধিৎসুগণের হৃদয়ে নুতন আলোক ও আনন্দ ঢালিয়া দেয়। মুর্গাল গিরিসঙ্কটের কএক মাইল উত্তরে এই নগর প্রতিষ্ঠিত ছিল। পাশ্চাত্য ভৌগলিক আরিযান ইহাকে সিন্ধু ও ঝিলামের মধ্যবৰ্ত্তী বছ জনাকীর্ণ সমৃদ্ধিশালী নগর বলিয়া বর্ণনা করিয়াছেন । মাকিদমীর আলেকজান্দার এখানে সসৈন্ত তিন দিবস রাজাতিথ্য গ্রহণ করেন। অনুমান ৪.• খৃষ্টাৰে চীনপরিব্রাজক ফা হিয়ান্‌ পবিত্র তক্ষশিলাখুরি সন্দর্শন করিয়া যান। পরে তাহার সমধৰ্ম্মী যুমন্‌ চুঅঙ্গ ৬০ ও ৬৪৩ খৃষ্টাব্দে এখানে অবস্থান করিয়াছিলেন। তৎকালে কাশ্মীরে এখানকার শাসন-কেন্দ্র স্থানান্তরিত হইয়াছিল। প্রাচীন তক্ষশিলার ধ্বংসাবশেষগুলি ছয় ভাগে বিভক্ত । পৰ্ব্বতগাত্রে স্থাপিত বর্তমান শাহুধের গ্রামের পাশ্বভাগে বীর নামক যে সুবৃহৎ স্ত,প দৃষ্ট হয়, উছার অভ্যস্তর হইতে ইষ্টক, যুদ্ধাসন, বহুসংখ্যক মুদ্র ও রত্নালঙ্কারাদি পাওয়া গিয়াছে। মর্গালী শৈলের শিখরদেশে হাতিয়াল নামে দুর্গাংশ, উছাই প্রাচীন নগর ও রাজ প্রাসাদের নিদর্শন । এখনও ভগ্ন প্রায় প্রাচীরবেষ্টিত সচুড় বগ্রাদি তাহার অতীত সমৃদ্ধ জ্ঞাপন করিতেছে। প্রাচীরপরিবেষ্টিত শির কাপ, নামক স্থান অপর একটা দুর্গের নিদর্শন বলা মনে হয় । বাবরখানা একটা স্ববৃহৎ গুপের ংসাবশেষ মাত্র। ডাঃ কানিংহাম বলেন, চীনপরিব্রাজক হিয়ুন অমঙ্গ যে অশোকনিৰ্ম্মিত স্তপের কথা উল্লেখ করিয়াছেন, এই [ ৩৪৪ ] শাহ নবাজ খ बांदब्रथांना उांशग्रहे च्छउम निझर्लन । हेश डिग्न ७५iएन ¢रोरु eधस्छांबछ*रु पञानक विठ्ठाँग्न ७ जउषांब्रांमॉनिंङ्ग बहङब्र निभ*ञ পাওয়া যায়। শাহ নবাজ খাঁ, আবদুল রহিম খা খান খানানের পুত্র। शूदब्रांछ लाइखझांtनब्र गश्डि हेहाब्र कछाब्र दिवांश् रुद्र । শাহ নবাজ খাঁ, বাদসাহ শাহজছানের রাজত্ব কালের একজন ওমরাচ। ইনি উজীর আসফ, খার পুত্র আলমগীর ৰাদসাহ ও তদীয় ভ্রাতা যুবরাজ মুরাদ বক্সের শ্বশুর। কিন্তু *মাসির-উল-উমর” নামক গ্রন্থে লিপিতে আছে যে ইহার পিতার নাম মির্জা রুস্তম কান্দাহারী । ইহাকে গুজরাটের শাসনকর্তৃপদে নিযুক্ত করা হইয়াছিল। কিন্তু ১৬৫৮ খৃঃ অৰে মুরাদ বক্সের গৃহে তদীয় ভ্রাতা আলমগীরের আদেশে ইহাকে বনী করা হয়। দারাশেকে মুলতান হইতে পলায়ন করিয়া যখন আহ্মদাবাদে আসিয়া ছিলেন, শাহনবাজ থ। তখন ঐ স্থানে অবস্থান করিতেছিলেন, মুরাদ বকৃসের স্ত্রী তখন শাহ নৰাজ থার নিকটেই অবস্থান করিতেন। ঐ রমণী আলমৃগীরের প্রতি অত্যন্ত বিদ্বেষপরায়ণা ছিলেন, কেনন। আলমগীর তাহার স্বামীকে নিহত করেন। মুরাদ-বক্সের স্ত্রীর পরামর্শে শহ নবাজ খ। দারীর পক্ষ অবলম্বন করেন এবং আলমগীরের সহিত যুদ্ধ করিবার নিমিত্ত সসৈন্তে আজমীরে উপস্থিত হন। ১৬৫৯ খৃঃ অব্দে ১০ই মার্চ রবিধায় আজমীরে আলমগীরের সৈন্যদের সহিত ইহঁদের প্রবল যুদ্ধ হয়। এই যুদ্ধে ধারা পলায়ন করেন এবং শাহ নবাজ খ নিহত হন। শাহ ন জি খ, শাহ আলমের জনৈক ওমরাহ। ইনি মিরাট আফতাব মুমাই নামক একখালি গ্রন্থ রচনা করেন। আফতাব মুমাই বর্তমান দিল্লীর একখানি ঐতিহাসিক গ্রন্থ। শাহ নবাজ খাঁ, ই হার প্রকৃতি প্রকৃত নাম আবদুল রজৰু। সমসামউদ্দৌলা পদবী লাভ করিয়াছিলেন । ইনি খোরাসাৰুে খবাফদেশের সাদত বংশে জন্ম গ্রহণ করেন। ইহঁার প্রপিতামহ আমীর কমালুদ্দীন খোয়াক প্রদেশ পরিত্যাগ করিয়া আকবরের রাজত্ব কালে হিন্দুস্থানে আগমন করেন এবং দিল্লীর রাজসভার সম্রাস্ত ওমরাহগণের মধ্যে প্রতিপালিত হন। কমালউদ্দীনের পুত্র মীরহোসেন জাহাঙ্গীরের রাজত্ব সময়ে রাজকাৰ্য্যে নিযুক্ত হইয়াছিলেন। মীরছোসেনের পুত্রের নাম মীরকমা উদ্দীন। ইনি আমানত থ নামেও অভিহিত হস্থতেন । শাহ জহান আমানত থাকে বড় ভালবাসিতেন । আলমগীরও আমানত থাকে লাহোর, মুলতান, কাবুল ও কাশ্মীর প্রভৃতি স্থানে উচ্চ উচ্চ পদে নিযুক্ত করিয়া ছিলেন। আমানত থ কোনও সময়ে দাক্ষিণাত্যে দেওয়ানী