পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ांझरुमाद्र [ wo8, 1 鼻 শাহবাজনগর अवश्उि । uहे शमüी शहेग्राहे थषभङः अकबानैौएमब नश्७ि ইংরাজদের যুদ্ধ হয়। ইংরাজের অনেক দিন বিন আপত্তিতে এই দ্বীপের ভোগদখল করিতেছিলেন। বহুদিন পরে ব্ৰহ্মब्रांtछद्र छठछ शहेण डिनि वैौ*?ौटक शैग्न अश्रुिॉब्रडूख वणिब्र দাবী করেন। ব্ৰহ্মদেশের কর্তৃপক্ষ এই স্থানে ঘাটকর সংস্থাপন করিয়া চট্টগ্রামের নৌব্যবসায়ীদের নিকট করের দাবী করেন। ইহাতে আপত্তি উত্থাপিত হওয়ায় ব্রহ্মের কর্তৃপক্ষের অনুমতাজুসারে নাবিকগণের নৌকা আগুন দিয়া পোড়াইয়া দেওয়া হয় । এবং একজন সারেঙ্গকেও নিহত করা হয় । ইহার পরেই নায়ক্ষ নদের পূর্বপারে অঙ্গধারী ব্ৰহ্মসেনাগণ যুযুৎস্বভাবে সমবেত হয়। ইহ দেখিয়া চট্টগ্রামবাসীরা অত্যন্ত ভীত হইয়। বৃটশ কর্তৃপক্ষের নিকট এই সংবাদ জ্ঞাপন করে । ১৮২৩ খুঃঅব্দের ২৪এ সেপ্টেস্বর ব্রহ্মদেশের রাজকীয় কৰ্ম্মচারীরা সসৈন্তে আসিয়া শাহপুরী অধিকার করিতে প্রবৃত্ত হয়। প্রায় এক সহস্ৰ লোক সমর সাজে আসিয়া ইংরাজদের রক্ষিত প্রহরী প্রভৃতিকে নিহত ও আহত করিয়া শাহপুরীতে আপনাদের অধিকার বিস্তার করে। এই সংবাদ পাইয়া ইংরাজকর্তৃপক্ষ কলিকাতা হইতে একদল সৈন্ত প্রেরণ করেন। এই সৈন্তপ্রেরণের ফলে অনেকদিন পৰ্য্যন্ত মগের চট্টগ্রামের পূর্বসীমায় আর স্বীয় বীরত্ব প্রদর্শন করার নিমিও অগ্রসর হয় নাই, কিন্তু কিছুদিন যাইতে না যাইতেই ংরাজদিগকে শাহপুরী হইতে বিতাড়িত করিবার জন্ত ব্ৰহ্মরাজ আরাকালের রাজার উপর আদেশ জারি করেন। পরে আব৷ হইতে রাজকৰ্ম্মচারীর শাহপুরী দখল লইবার জন্ত সসৈন্তে শাহপুরীতে আগমন করেন। ফলতঃ শাহপুরীর অধিকার-নিৰ্ব্বাচনই ব্রহ্মযুদ্ধের মূল কারণ। এই সকল কারণে ১৮২৭ খৃঃ অস্বের ২৭এ ফেব্রুয়ারী প্রথম ব্ৰহ্ম যুদ্ধ ঘোষিত হয় । শাহুপে, মথুরা জেলার শাহাবাদ তত্ত্বশীলের একটা সহর। শাহবাদ সহরের ৭ মাইল পশ্চিমে অবস্থিত । অক্ষা” ২৭° ২৬ ১৩% উঃ ও দ্রাঘি” ৭৮° ১• ৪৯' পূঃ। স্থানটা ইষ্ট ইণ্ডিয়ান রেলপথের জলেশ্বর রোড ষ্টেশনের অনতিদূরে অবস্থিত। এই স্থানে পুলিশথান ও ডাকঘর উভয়ই আছে । রবিবারে ও বুধবারে এইস্থানে হাট বসিয়া থাকে । শাহবন্দর, বোম্বাই প্রেসিডেন্সির করাচি জেলার একটা মহকুম । অক্ষা” ২৩° ৩৫′ হইতে ২৫° উঃ ও দ্রাঘি” ৬৭” ২০% হইতে ৬৮° ৪৮′ মধ্যে অবস্থিত। এই স্থানের পরিমাণ ৩৩৭৮ বর্গমাইল । স্থানটা প্রধানতঃ একটা সমতল ভূমি ও নদীমাতৃক । সিন্ধুনদের স্রোতের জলে ইহাকে কতকটা ঐ নদের ব দ্বীপে পরিণত কন্নয়াছে। স্থানটা কতকগুলি নদীনালায় বিভক্ত। - مساجیبی এই সকল নদী নালার মধ্যে কোরি খাল এবং পিঞ্জারী বা শিল্পনদী প্রধান । ইহার নানাস্থানে বহুসংখ্যক জাম্রকুঞ্জ ও डिडिफ़ौदूरकब्र बम एडे इब्र । हेशद्र मभिगभकिमाश्न निबूब दछब्र ডুবিয়া যায়। ইহার কটিদেশ সমূত্রের দিকে অগ্রসর হইয়া शिब्रांtइ, हेश चडि फे०ङ्कडे फ्रांद्रण छूमि । भश्विानि अहेहाप्न স্বচ্ছদে বিচরণ করিতে পারে । ধান্তই এখানকার প্রধান फे९°ग्न अदा, ७ठशाउँौङ श्रम, कां*ीन, ठांमारू ७ हेकूs oहे স্থানে জন্মিয় থাকে । ২ এই মহকুমার একট তালুক। উহার পরিমাণ ১৩৮৮ বর্গমাইল । ও শাহবন্দর তালুকের প্রধান নগর । মুগলভীনের ৩০ মাইল দক্ষিণ পূৰ্ব্বে এবং স্বজাবাল হইতে ৩৩ মাইল দক্ষিণে সিন্ধুনীর ‘ব’ দ্বীপাংশে এই বন্দর সংস্থাপিত। পুৰ্ব্বে এই স্থানটা মোলির নদীর পূর্বপ্রান্তে অবস্থিত ছিল। এখন এই স্থান হইতে নদী প্রায় ১• মাইল দূরে। এই সহরের দক্ষিণপূৰ্ব্বভাগে লবণভূমি, পশ্চিমদিকে সুদীর্ঘ তৃণপূর্ণ জঙ্গল। সিন্ধুনদের বস্তায় আরঙ্গাবাদের কিয়দংশ যখন নষ্ট হইয়া যায়, তখন ইংরাজের আরঙ্গাবাদ হইতে শাহ-বন্দরে তাহাদের কারখানা তুলিয়া আনিয়া ংস্থাপন করেন। ১৮১৯ খৃঃ অঙ্গের সিন্ধুর প্লাবনে শাহবন্দর একটা নগণ্য পল্লীতে পরিণত হয়। শাহবাজ খন কম্ব, সম্রাট আকবর শাহের সন্তা একজন আমীর। হাজি জমালের বংশধর ও ৬ষ্ঠ পুরুষ অধস্তন । এই হাজি জমাল মুলতানের সেখ বাহ-উদ্দীনের ধৰ্ম্মশিন্য ছিলেন। ইনি জীবনের প্রথমাংশে দরবেশ বা ফকীর ছিলেন, পরে আকবর বাদশাহ ইহাকে ওমরাহ পদে নিযুক্ত করেন। ক্রমে ক্রমে ইনি আমীরের পদে উন্নীত হন। ১৫৮৪ খৃঃ অঙ্গে শাহবাজ খ। বাঙ্গালার শাসনকর্তৃপদ লাভ করেন। ১৫৯৯ খৃঃ, १० द९मत्र बग्नtन हेहाद्र शृङ्का झग्न । श्रांखगैौrतद्र थांछ महेनউদ্দীন চিন্তির প্রকাও সমাধিমন্দিরের নিকটে ইহাকে সমাহিত করা হয়। শাহবাজ খ একজন বিখ্যাত দাতা, ইহার ব্যয়বাহুল্য দেখিয়া লোকে মনে করিত যে, ই হার নিকটে কোনও মন্ত্ৰপূত প্রস্তরখও আছে । & শাহবাজনগর, শাহজহানপুর তছনীলের একটা গওগ্রাম। অক্ষা ২৭° ৫৬ e^ উঃ এবং দ্রাঘি’ ৭৯ ৫৫/৬% পূঃ । দ্বারানী उt *ाश्छशनशृद्र श्ढेरठ ७ याहेग नूरज uहे अझैौ अवश्ठि । শাহবাজখানের নামানুসারে সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে এই পল্লীটী সংস্থাপিত হয় । শাহবাজ খ। এষ্টস্থানে দুর্গনিৰ্ম্মাণ করিয়া প্রায়শঃ অবস্থান করিতেন। র্তাহার বংশধরগণ সিপাষ্ট্ৰীযুদ্ধের সময় পৰ্য্যন্ত এই স্থানের ভোগদখল করেন । ইহার বিদ্রোহীদের