পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- শাহ বেগম ա

  • সঙ্গে জড়িত ছিলেন বলিয়া ব্লুটশ গবমেন্ট ইছাদিগকে এইস্থান হইতে বঞ্চিত করেন এবং বরেলির ডিপুটী কালেক্টর মৌলৰী সেখ খয়ের উদ্দীনকে এই স্বাম অৰ্পণ করেন । শাহবাজপুর, মুক্ত প্রদেশের ফতেপুর জেলার কল্যাণপুর তছএকটি গ্রাম, অক্ষা ২৫° ৫e ৪•* উঃ এবং দ্রাঘি ৮e” ৩৯ ৩৫' পূঃ ; ৰিঙ্গী হইতে ৭ মাইল এবং ফতেপুর সহর হইতে ১৩ মাইল দূরে অবস্থিত। এখানে ভাল বাজার আছে। শাহবাজ বান্দা নবীজ, টঙ্ক-নাম ও সার্দৎ-নাম নামক দুষ্ট খানি গ্ৰন্থরচয়িত । এই পুস্তকহুয়ে, ঐশ্বরিক প্রেম, আত্ম৷ ও জীবনের ভাবী অবস্থার বিষয়ে নানারূপ প্রবন্ধের সমাবেশ

भांtछ् । শাহবেগ অরঘন, সিন্ধু দেশের রাজা ও অরঘন বংশের স্থাপয়িতা। ইহার পিতা জুনানবেগ অরথন থোরাসানের রাজা সুলতান হোসেন মির্জার সেনানায়ক ও প্রধান ওমরাহ এবং কান্দাহার, শালসিটানক ও অরঘন প্রদেশের শাসনকর্তা ছিলেন। মহম্মদ খা সৈবানী উজবেগের আক্রমণ প্রতিরোধ করিতে গিয়া জুনানবেগ মৃত্যুমুখে পতিত হন । ইহার মৃত্যুর পর কান্দাহারের অধিপতি তদীয় পুত্র শাহ বেগ অরঘনকে ঐ পদে নিযুক্ত করেন। বাবর শাহ কান্দাহার প্রদেশ আক্রমণ করিলে, শাহবেগ তাহfর আক্রমণ প্রতিরোধ করিতে অসমর্থ হইয়া সিন্ধুদেশে প্রস্থান করেন । ১৫২১ খৃঃ অন্ধে সামনংশের শেষ রাজা জাম ফিরোজকে পরাজিত করিয়া ঐ স্থানের রাজা হন। কিন্তু তিনি ঐ স্থানে অধিক দিন রাজত্ব করিতে | পারেন নাই, কারণ ইহার কিঞ্চিদধিক দুই বৎসর পরে ১৫২৪ খৃঃ অঙ্গে তিনি মৃত্যুমুখে পতিত হন । শাহবেগম, ভগবান দাসের কষ্ট ও জাহাঙ্গীরের প্রথম পত্নী। জাহাঙ্গীর বাদশাহই ইহাকে শাহবেগম উপাধি দান করেন । ১৫৮৪ খৃঃ অন্ধে যুবরাজ সেলিমের ( পরে জাহাঙ্গীর ) সঙ্গে ই হার বিবাহ হয়। ই হারই গর্ভে ১৫৮৭ খৃঃ অব্দে খসরুর জন্ম হয়। জাহাঙ্গীর আকবরের রাজত্বকালে একবার পিতার [ ৩৪৯ } শাহ বেগম, কানাহারের বিরুদ্ধে বিদ্রোহী ইয়া কিয়ৎকাল আশাহাবাদে গিয়া স্বতন্ত্ৰ | ও স্বাধীন ভাৰে অবস্থান করেন, ঐ সময়ে তিনি অসংযত ভাবে আপনার ইন্দ্ৰিয়বৃত্তি চরিতার্থ করেন। তাহার জ্যেষ্ঠ পুত্র স্বলতান খস্রুকে তিনি দুই চক্ষে দেখিতে পারিতেন না। ইহ। তাহার চরিত্রের একটা অদ্ভুত বিশেষত্ব । খসরুও পিতার স্তায় অসংযত চিত্ত ও অপরিমিতাচারী ছিলেন, বোধ হয় ইছাও তাছার পিতার এক প্রধান-তম অসত্ত্বটির কারণ। পিতা পুত্রের এইরূপ কলহের জন্য শাহবেগম এতদূর মৰ্ম্মাহত হন যে আলাহাবাদে থাকিতে থাকিতেই ১৬০৬ খুঃ অন্ধে অহিফেন ΧΧ Եrր শাহ মীর • সেবনে প্রাণ পরিত্যাগ করেন । সুলতান খসরুর বাগালে हेर्शtएक नमांश्ङि कब्र इग्र । हेहाब्र भtब्र प्रणउनि थगक्रब्र মৃত্যু হইলে তাছাকেও ঐ স্থানে সমাহিত করা হুইয়াছিল । শাসনকৰ্ত্ত ( পরে সিন্ধুদেশের ब्रांज ) नाश्व१ अब्रवप्नब्र जाडी भश्यम भूकिtभद्र कछ । कांनिभ cकांकांब्र नझेिड झेईाब्र दिवाइ झग्न । ख्छtरुकाखांङिब्र সহিত যুদ্ধে কাসিম কোকার মৃত্যু হয়। বাবর শাহ কান্দাহার জয় করিলে ইহঁাকে কাবুলে আনয়ন করেন। শাহ বেগম, বদকশানের খান মীর্জার জননী। ইনি মহাবীর আলেকজাপায়ের বংশাবতংশ বলিয়া আপনার পরিচয় দিতেন। শুহি মাদার, একজন স্ববিখ্যাত দরবেশ। হার প্রকৃত নাম বদী উদ্দীন। ইনি সেথ মহম্মদ তইফরী রোস্তামীর ধৰ্ম্মশিষ্য এবং মাদারিয়া সম্প্রদায়ের স্থাপয়িত। তাছার সম্বন্ধে অনেক অদ্ভূত গল্প শুনিতে পাওয়া যায়। ১৪৩৪ খৃঃ অন্ধে ২-এ ডিসেম্বর ১২৪ বৎসর বয়সে ইহার দেহা স্তর ঘটে । কনৌজের অন্তর্গত মকানপুরে ইহার কবর আছে। এই স্থানে প্রতি বৎসর মহোৎসব হইয়া থাকে। ইনি কাজি শাহেব-উদ্দীন দৌলতাবাদীর সমসাময়িক । দৌলতাবাদী জৈনপুরের মুলতান ইব্রাহিম সর্কির রাজত্ব কালে জীবিত ছিলেন । শাহ মনস্থর, মুজাফফরের পুত্র ও মুজাফর-বংশের সর্বশেষ মুলতান । ইনি জৈন-উল-আবিদিনকে অন্ধ করিয়া সিরাজ দখল रू८मन ७ *८ब्र हेबांकु ७ फ्रांप्न7 ब्रांजरु कब्रिरङ थारकन । শাহ মনসুর ১৩৯৩ খৃঃ অঙ্গে ২২এ মে বৃহস্পতিবার আমীর তৈমুর কর্তৃক পরাজিত ও নিহত হন। •ाङ् भोल्न, भौग्नान गौब्र नात्म७ अडिश्डि, हेशब्र अङ्कङ नाम সেথ মহম্মদ। শাহমীর খলিফা ওমারের বংশধর ও অত্যন্ত ধৰ্ম্মভীরু লোক ছিলেন। ইনি একজন মুসলমান সাধু বলিয়া পরিগণিত । ১৫৫০ খৃঃ অন্ধে সিস্তানে ইষ্ঠার জন্ম হয়। তাহার পর লাহোরে আসিয়া ৬• বৎসর বাস করিবার পর ४४७४ थुः अtझ »sछे श्रांशठे मनगबांद्र हेहॉब्र शृङ्गा श्छ। লাহোরের নিকটবৰ্ত্তী হালিমপুর নামক স্থানে ইহাকে সমাহিত করা হয় । ইহার কতকগুলি শিষ্য ছিল, তন্মধ্যে শাহ জহানের জ্যেষ্ঠ পুত্র দ্বারা শেকোর গুরু মোল্লা শাহ অন্যতম। ইনি জিরাউল-আয়ুন অর্থাৎ নয়নের আলোক নামক গ্রন্থের রচয়িত । শহমীর, কাশ্মীরের প্রথম মুসলমান রাজা । ১৩১৫ খৃঃ আৰো রাজা সেনদেবের সময়ে কাশ্মীরে প্রথম মুসলমান ধৰ্ম্মমত প্রচারিত হয়। এই সময়ে শাহমীর নামে একজন মুসলমান কাশ্মীররাজের অধীনে কাৰ্য্য গ্রহণ করেন । রাজার মৃত্যুর পর हेनि ब्रां८भूद्ध ?tण ब्रबमग्न थषान बजि"प्य यडिछेिउ श्न ।