পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- শিবাঞ্জি হইলেন। এই সময়ে নেতাজির পতমে মাৰললৈঙ্ক হতাশ इऍम्न ब्रt१ छन कि वांद्र छे°कम করিতেছে। স্বৰ্য্যঞ্জি ঐ সময়ে সালে পশ্চাৎ হইতে বলিলেন, “পিতৃতুল্য সেনাপতির দেহু জয়ক্ষিত অবস্থায় প্রত্যাগ করিয়া কোন ব্যক্তি পলায়ন করিতে ইচ্ছা করে।” এই বলিয়া তিনি তুর্গারোহণের রঙ্গ, ছেদন ক্ষদির দিলেন। . 蕊 সুর্যজির বাক্যে উৎসাহিত হইয়া মাৰললৈষ্ঠ পুনরায় “হর ছয় মহাদেব” শঙ্কে দিওঁ মণ্ডল বিঘোষিত করিল। র্তাহার কালান্তক যমের স্থায় রাজপুত্তদিগকে আক্রমণ করিল। তাeাদের সেই ভীম বেগ সহ করিতে কাহারও সাধ্য হইল না, এই যুদ্ধে • • • রাজপুত বীর নিহত, কএকজন পৰ্ব্বতে পলায়িত . বা পাৰ্ব্বত্য পৃষ্ঠে পতিত হইয়৷ মৃত এবং অবশিষ্ট স্বৰ্য্যজির হস্তে বলী হুইল । সিংহগড় অধিকৃত হইল বটে, কিন্তু যুদ্ধে তানঞ্জি নিহত হওয়ায় শিবাজির ক্ষোভের সীমা থাকিল না । তিনি বাল্য সহচরের মৃত্যুতে দ্বাদশ দিন উকীষ ধারণ না করিয়া সম্মান প্রদর্শন করিয়াছিলেন । অতঃপর শিবাজি সুৰ্য্যজিকে সিংহগড়ের কেল্লাদার পদে নিযুক্ত করেন। যে সকল বীরপ্রাণ মাবলদৈন্ত মরাঠাগৌরব অক্ষুণ্ণ রাধিবার জষ্ঠ প্রাণপণে যুদ্ধ করিয়াছিল, তাহার শিবাজীর অনুগ্রহশাভে বঞ্চিত হয় নাই। তিনি রাজপুত বন্দীদিগকেও যথোপযুক্ত পুরস্কার দিয়া স্বদেশে পাঠাইয়া দেন । তানাজির সিংহগড়-বিজয়ের দৃষ্টান্ত অনুসরণ করিয়া উৎসাহিত মনে আবাজি সোণদেব ও দুর্গাধিপতি আলীবর্দী খাকে রূপক্ষেত্রে নিহত করিয়া মহিলী দুর্গ হস্তগত করেন। এইরূপে তিনি কল্যাণ ভিণ্ডির কেল্লাদার উজরফ থাকে ও যুদ্ধে পরাস্ত কঞ্জির তদধিকৃত প্রদেশ জয় করিয়াছিলেন। এই সময় হইতে চারি মাসের মধ্যে মোরোপস্ত, নীলোপস্ত, অন্নাজিপন্ত ও প্রতাপরাও গুজর প্রভূতি বীরগণ মোগলাধিকৃত অধিকাংশ ছু ই হস্তগত করিয়া লইলেন এবং মহারাজ জয়সিংহ রণবিজয় কালে যে সমস্ত ভাঙ্গিয়া দিয়া অগ্নিযোগে ভস্মসাৎ করিবার চেষ্টা পাইয়াছিলেন, মোরোপস্ত পেশবে সে সমুদায় দুর্গের এক্ষণে বিশেষ তৎপুরতার সহিত জীৰ্ণেষ্কার করিয়া তৎসমস্ত কাৰ্যোপযোগী করিয়া লইলেন । .৬৮১ খৃষ্টাম্বের পর হইতে গ্রার প্রতি বর্ষে শিবাজি জিঞ্জিয় | দুর্গ অধিকারমানসে সেনা প্রেরণ করেন। মোগল নৌসেনাপাত ফতেখী শিবাজিবাহিনী কর্তৃক স্থলপথে ও জলপথে বারংবার আক্রাস্ত হওয়ার শেষোক্ত যুদ্ধে বিশেষ বিপদাপন্ন হন এবং তাহার হস্তে জিঞ্জির দুর্গ প্রদান করিয়া সন্ধিস্থাপনে চেষ্টা পান। এই সময়েও বর্ণ আসিয়া পড়ায় শিবাজি রায়গড়ে - [ sto ] শিবাজি । ফিরিয়া আইলেন । বর্ষাপগমে শিৰাঞ্জি পায় পঞ্চশক্ষণ সহস্র অশ্বারোহী সেনা লইয়। মুরাট আক্রমণ কয়েল। তথাকার মোগলশাসনকর্তা নগররক্ষার জন্য বিশেষ চেষ্টা করিয়াও কৃতकार्षी झन नाझे । निवांछि न१ग्न७धोषैौद्र cडन कब्रिब्र नशtद्र ●atदनं क८ब्रन ♛य६ ७षां★ डिम निन थiदिब्रl वार्षिक २२ डाक्र টাকা চৌথ বন্দোৰস্ত করিয়৷ বহুমূল্য উপস্থার সঙ্গে লইয়া যান। মোগল-সেনাপতি দাউদখ চরমুখে তাছার স্বয়াটাগমনবার্তা অবগত হইয়া সদলে আসিয়া কাঞ্চন-মঞ্চন গিরিপথ রোধ করেন। শিবাজিও মোগল-সেনার আগমন জানিতে পারিয়া তদণ্ডেই স্বীয় সেনাদল তিন ভাগে বিভক্ত করিয়া লইলেন। এক ভাগ প্রথমেই অগ্রগামী মোগল সেনাপতি আখলাস খার সহিত মুদ্ধে লিপ্ত হুছল। অপর দল লইয়। তিনি স্বয়ং দাউদখাকে আক্রমণ করিলেন এবং তৃতীয় দল বিজয়গন্ধ দ্রব্যরক্ষায় নিযুক্ত রহিল । যুদ্ধে মোগলপক্ষে তিন সংস্র সেনা নিহত, চারি সংস্র অশ্ব ধৃত এবং প্রধান সেনানায়কদ্বয় বন্দী হইলেন। এই সময়ে তাহার গতিরোধ করিধার জন্ত এবং মোগল সৈন্সের সহায়তা মানসে মাহুরবাসী উদয়রামের বিধবা পত্নী ৫ হাজার সেনা লইয়া রণাঙ্গনে আসিলেন । এই বীরনারীর সহিত মরাঠা সৈন্তের তুমুল যুদ্ধ হয়। রমণীকোষনির্মুক্ত অসি হস্তে রণক্ষেত্রে ধাড়াইয়া স্বীয় সেনাদলকে উত্তেজিত করিতে লাগিলেন, কিন্তু বিজয়োদীপ্ত শিবাঞ্জির সৈন্তের সম্মুথে তাহার অধিকক্ষণ তিষ্টিতে পারিল না। তখন যুদ্ধে পরাজিত রাজহিতৈষী বীরনারী শিবাজির বগুত। স্বীকার করিলেন। শিবাজিও তাছার পুত্র জগজীবন উদারামকে অভয়দানে সন্তুষ্ট করিয়াছিলেন। বিজাপুর-সমর হইতে অরঙ্গাবাদে প্রত্যাগত হইয়া মহারাজ জয়সিংহ দিল্লীপথে পঞ্চত্র প্রাপ্ত হন। দলের থ ও দক্ষিণাত্যের কোনরূপ সুব্যবস্থা করিতে পারিলেন না দেখিয়া সম্রাট তাছাকে রাজধানীতে ফিরিয়া আসিতে আদেশ প্রচার করেন। দৃপ্তসিংহ শিবাজির নেতৃত্বে মরাঠাদিগের অভু্যুথান ও মোগল-সৈন্তের উত্তরোত্তর মধঃপতন লক্ষ্য করিয়া সম্রাট, অরঙ্গজেব আর স্থির থাকিতে পাপ্লিলেন না, তিনি দক্ষিণাত্যে সুশৃঙ্খলা স্থাপনের জন্য স্বীয় পুত্ৰ কুমার শাহ আলমূকে দক্ষিণাপথের স্ববাম্বার এবং যোধপুরাধিপতি রাণ শোধস্তসিংহকে সেনাপতিপদে নিযুক্ত করিয়া তাহদের অধীনে দাক্ষিণাত্যে এক বিপুল মোগলবাহিনী প্রেরণ করেন । দিল্লীতে অবস্থান কালে কুমার শাহ আগমূ ও রাণ যশোস্তুের সহিত মহারাষ্ট্রপাত শিবার্টির মিত্রত স্থাপিত হয়। শিবাজি মিত্রদ্বন্ধের আগমনসংবাদ পাইয়াই উহাদের অভ্যর্থনার্থ অংঙ্গাবাদে উপস্থার সৎ লোক প্রেরণ করেন। কুমার শাহ আগম উপহার জিয়ী শিবাজি-প্রেরিত