পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৪৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, শুক্র বা জীলোকের সাহাবাে কিংবা মত বা গদ্ধাবা, ও পবিত্ত্ব গ্রন্থতি ব্যবসা দ্বারা প্রচুর অর্থ লাভ করে। তৃতীয় স্থানে গুরু থাকিলে জাতক সুন্দরী ভগিনীযুক্ত, বিস্তানুশীলনে বিরত, ললনাশক্ত, ভীরু ও অসহিষ্ণু হয়। চতুর্থ স্বালে শুক্র থাকিলে জাতক বহুমিত্রযুক্ত, মুর্শীল, বিনীত, নির্বিবরোধ ও প্রফুল্লচিত্ত হয়। সে ব্যক্তি অপুৰ্ব্ব আলয়, উত্তম বাহন, ও নানা মুখ ভোগ করে। পঞ্চম স্থানে শুক্র অবস্থিতি করিলে জাতক কন্যাসন্ততিবিশিষ্ট, ললনাসক্ত, বিলাসী, রহস্তকারক, বিদ্বানু, কাব্যপ্রিয়, শাস্ত্রবেত্তা, গুণবান, ধনবান ও সুবিখ্যাত হয়। ঐ শুক্র পাপ দৃঃ ন হইলে লোকে উত্তম স্ত্রীলাভ করিয়া থাকে। শুক্র অণ্ঠগত বা নীচস্থ হইয়া ষষ্ঠস্থানে অবস্থিতি করিলে জাতক ৰিছাইন, ভীরু, স্ত্রী শক্রযুক্ত, ও নিন্দনীয় পীড়াক্রান্ত হয়। ঐ শুক্র তুঙ্গী বা স্বক্ষেত্রগত হইলে জাত ব্যক্তি বহুভৃত্য, ভগিনী ও কস্তা-সন্ততি যুক্ত, নির্মিরোধ ও স্ত্রীবশতাপন্ন হয়। সপ্তম স্থানে শুক্র থাকিলে জাতকের মনোরম পত্নী লাভ হয় এবং ঐ জাতক গুণবানু, বিলাসী, আমোদপ্রিয় ও রহস্তকারী, হইয়া থাকে। কিন্তু ঐ শুক্র শনি ও মঙ্গল কর্তৃক দৃষ্ট হইলে ঐ ব্যক্তি ইন্দ্রিয়াসক্ত, পরস্ত্রীরত ও দুঃশীল রমণীর পতি হয় । অষ্টম স্থানে শুক্র থাকিলে জাতকের স্ত্রীলোক হইতে ধনলাভ, কিন্তু কলাত্র, ভগিনী বা কন্ত নাশ হয় এবং তাহার বিদ্যামুশীলনে ব্যাঘাত ও বহুমূত্র কিংবা শুক্রজনিত পীড় অথবা কোন নিন্দনীয় রোগ হইতে মৃত্যু হইবার সম্ভাবনা থাকে। নবম স্থানে শুক্র থাকিলে মনুষ্য বিদ্বান, শিল্পবিদ্যানুরাগী, বাণিজ্যকুশল, বিনীত, ভাগ্যবান এবং ধৰ্ম্মরত হয়। কিন্তু ঐ শুক্র পাপযুক্ত বা পাপদৃষ্ট হইলে ইহার বিপরীত ফল হয়। দশম স্থানে শুক্র থাকিলে জাতক স্ত্রীধনসম্পন্ন, জ্যোতিষ কিংবা বিজ্ঞানশাস্ত্রানুরাগী, সদালাপী, লোকরঞ্জন ও সঙ্গীতপ্রিয় হয়। কিন্তু ঐ শুক্র পাপদৃষ্ট হইলে শোণ্ডিক বা স্ত্রীভূষশাদি বিক্রেত হয়। - একাদশ স্থানে শুক্র থাকিলে জাতক সঙ্গীতপ্রিয়, উপার্জনক্ষম, গুণসম্পন্ন, স্বজনরঞ্জন, স্ত্রীমিত্রযুক্ত, মুত্র, বিলাসী cडी श्छ। - দ্বাদশ স্থানে শুক্ল থাকিলে মনুষ্য ললনাযুক্ত, প্রমোদী ও दिणांनॆौ ङ्घ्रं । - এই গ্রহ যদি জন্মকালে বক্রী থাকে, তাঁহা হইলে শুভ ফলের স্থায়িত্ব হয় এবং যদি অশুভ গৃহাধিপতি হইয়া শুক্র लडशृण्ह थाप्ग, ठाश श्रेष्ण प्रछाऽङ फेडद्र शृश्ब्रहे ফলোৎপাদন করে। [ 8રૂર ] শুক্র "$ १४

ਾ ة" په ميام

বুধ ও শনিগ্রহ শুক্রগ্রন্থের মিত্র, রৰি ও চঞ্জ শক্ত এবং মঙ্গল ও বৃহস্পতি সম। সুতরাং শুক্র গ্রহ মিত্র ক্ষেত্ত্বে প্ৰস্থান, কিংবা মিত্রের সহিত একত্র স্থিত হইলে শুভ ফলস্থাত হয়, ঐরূপ শত্রুগৃহে অবস্থান বা শত্রুর সহিত একত্র অবস্থিতি করিলে . অশুভ হইয়া থাকে । সমগ্রহের গৃহে অবস্থান ও তাহদ্ধের সহিত অবস্থিতি কারণে সমরূপ ফল লাভ হয়। - মেধাদ দ্বাদশ রাশিতে শুক্র অবস্থান করিলে ধে ফল হয় তাহা নিয়ে উদ্ধৃত করা হইল— - মেষরাশিতে শুক্র থাকিলে রোগাওঁ, বহুদোষযুক্ত, বিরোধশীল, পরাঙ্গনাচোর, ঈর্ষাযুক্ত, বন ও পৰ্ব্বতে বিচরণকারী, স্ত্রীর জন্য বন্ধনগ্ৰস্ত, নীচ, কঠোর, সেনানায়ক, বিশ্বাসী ও দাম্ভিক ২য় । বৃষরাশতে শুক্র থাকিলে অনেক যুবতীসেবিত, ধৰ্মী, ক্লীবল, গন্ধবস্তুদাতা, বন্ধুপোষক, মুন্দর আকৃতি, বিদ্বাৰু; বহুসন্ততিবিশিষ্ট, সৰ্ব্ব প্রাণীর হিতকারী ও গুণদ্বারা সকলের প্রধান এবং পরোপকারী । মিথুন রাশিতে শুক্র থাকিলে বিজ্ঞান ও কলাশাস্ত্রে জ্ঞানসম্পন্ন, বিখ্যাত, বাগ্মী, আলেখ্য ও লেখ্যনিয়ত, কাৰ্য্যপটু, বন্ধুবান্ধবদিগের প্রতি সাধু ব্যবহারকারী, গীতশাস্ত্রে নিপুণ, মুহজ্জনযুক্ত, দেবদ্বিজামুরত ও দয়াশীল হয়। কর্কট রাশিতে শুক্ৰ থাকিলে রতিধৰ্ম্মরত, পণ্ডিত, মৃদ্ধ স্বভাব, গুণীদিগের অগ্রণী, সুখী, প্রিয়দর্শন, স্থনীতিপরায়ণ, "স্ত্রী বা পানদোষ প্রভাবে ব্যাধিপীড়িত ও নিজ কুলোৎপন্ন ব্যক্তি দ্বারা সস্তপ্ত হইয়া থাকে। সিংহ রাশিতে শুক্র থাকিলে যুবতীদিগের উপাসনা দ্বারা ধন মুখ ও আমোদলাভকারী, লঘুসৰু, বন্ধুপ্রিয়, বিচিত্র মুখ বিশিষ্ট, পরোপকারী, গুরু, দ্বিজ ও আচাৰ্য্য পোষণে রত, এবং স্বীয় কাৰ্য্যে অমনোযোগী হয়। কস্তা রাশিতে শুক্ৰ থাকিলে ক্ষুদ্রচেতা, মুদ্ধ, নিপুণ, পরোপসেবী, কলবিজ্ঞাত, স্ত্রীভূষণাদি কাতর, গণয়যুৎ, বিক্ষণচেষ্ট, স্ত্রীদোষদুষত, প্রণয়ী, দীন, মুখভোগবিহীন, তীর্থ ও সভা প্রভূতির তিকারী হয়। তুল রাশিতে শুক্র থাকিলে শ্রমলব্ধ বিস্তুদ্বারা ধনী, পূর, বিচিত্র মাল্যাম্বরধারী, বিদেশরত, মুণ্ডুক্ষর কৰ্ম্মনিপুণ, রক্ষণশীল, মনোহর, সৎকৰ্ম্মকামী, দ্বিজ ও দেবার্টন দ্বারা লন্ধকীৰ্ত্তি, পণ্ডিত ও মৌভাগ্যযুক্ত হয়। বৃশ্চিক রাশিতে শুক্ৰ থাকিলে বিদ্বেষকচি, নিষ্ঠুর, গৰ্বিাত্ত শক্তি শুঠ, শত্রুদমনকামী, শ্রেষ্ঠ কুলটাৰেৰী, বনগ্রস্ত, দরিদ্র, গৰ্হিতকাৰ্য্যকারী ও সমস্ত গুপ্ত রোগগ্ৰস্ত হয় । ধনুরাশিতে শুক্র থাকিলে উত্তম কৰ্ম্ম দ্বারা ধনী ও খ্যাত,