পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৫৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r= -T- یــبِ শ্যামরাজ্য - স্থানেই এক একটি নগর স্থাপন করিয়া আপনাদের বিজয়কীক্তি ঘোষণা করিয়া গিয়াছেন। সুক্‌কোঠই নগর হইতে প্রাপ্ত ১২৮৪ খৃষ্টাব্দে উৎকীর্ণ একখনি শিলালিপি হইতে জানা যায় যে,রাজা রাম কামহেঙ্গ মেকংনদী, তীরবৰ্ত্তি প্রদেশ হইতে পশ্চিমে পেচাবুড়ি নদী পর্যন্ত ভূভাগ এবং পরে তথা হইতে শুামোপসাগরকুলস্থিত লিগোর ৫:দেশ পৰ্য্যন্ত আপনার রাজ্যসীমা বিস্তৃত করিয়াছিলেন। মলয় দেশের রাজেতিহাস হইতে জানা যায় যে, মেনাঙ্কাবু তীর হইতে ১১৬• খুষ্টাব্দের কোন সময়ে মলয়প্রয়োদ্বীপে মলয়বাসীর প্রথম উপনিবেশ স্থাপিত হইবার পূৰ্ব্বে শুামবাসীরা মলয়প্রায়োদ্বীপের মধ্যদেশে বিজয় বৈজয়ন্তী উডউীন করিয়াছিল। তৎকালে শুমীয়গণের পূর্বপুরুষ মেনাম্ নদীর পশ্চিমাংশে বাস করিতেন। ১৩৫১ খৃষ্টাব্দে রাজী ফয়-উথদ ( প্রকৃত নাম ফ্র-রাম থিবোড়ি, সম্ভবতঃ ইনি শান জাতীয় ছিলেন ) কম্ফোঙ্গপেট হইতে চালিয়ঙ্গ নগরে রাজধানী স্থানান্তরিত করেন। পুৰ্ব্বোক্ত রাজধানীতে তাহার উৰ্দ্ধতন পঞ্চ পুরুষ রাজত্ব করিয়াছিলেন। রাজা ফ্র-রাম শেষোক্ত রাজধানীতে মহামারী কর্তৃক নিপীড়িত হইয়া অযুথিয়া নগরে রাজপাট পরিবর্তন করেন । এই রাজার রাজ্যাধিকার মৌলমেন, তাবয়, তানাসেরিম, যব ও মলক্কাদ্বীপে বিস্তৃত ছিল।. ঐ সকল স্থানের অধিবাসিবর্গ তাহার অতুল প্রতাপে কম্পান্বিত হইত। মলক্কাদ্বীপে পশ্চিম শ্যামের সোরনে নামক স্থানবাসী বণিকৃগণের উল্লেখ পাওয়া যায়। কেহ কেহ মনে করেন, সোর-নে শব্দ সহর-ই-নৌ শব্যের অপভ্রংশ এবং মুসলমানগণ এই নব প্রতিষ্ঠিত অযোধ্যা নগরীকেই সছর-ই-নেী পদে উল্লেখ করিয়া থাকিবেন। কিন্তু আমরা উহা সুবর্ণনগর’ শব্দের অপ-. অংশ বলিয়া মনে করি। রাজা ফ্ররামের রাজ্যকালে অযোধ্যানগরী যে প্রবৃদ্ধির শীর্ষসীমায় উন্নীত হয়, স্থানীয় ধ্বস্ত শুপরাশি ও ভগ্ন মন্দিরাদি জাজিও তাঁহার সাক্ষ্য প্রদান করিতেছে । যবদ্বীপের ইতিবৃত্তেও শুামবাসীর এই সময়কার সমুদ্ধির পরিচয় আছে । উক্ত রাজেতিহাসে বিবৃত হইয়াছে যে, ১৩৪০ খুষ্টাৰে কম্বোজরাজ শুামরাজ্য আক্রমণ করেন, ঐ সময়ে খামরাজও সমরসাজে সাজ্জত হইয়া কম্বোঙ্গরাজের ঔদ্ধত্য স্বমনশায় কম্বোজ সীমান্তে স্বীয় বিজয়ী বাহিনী লইয়া যান। যুদ্ধে কম্বোজ-সৈন্ত পরাজিত হয় এবং শুামরাজ অঙ্গকোর নগর অধিকার করিয়া লন। ঐ সময়ে কম্বোজরাজের প্রায় ৯৯ হাজার সৈন্ত ভামরাজের হস্তে বন্দী হইয়াছিল। পশু,গীজ নৌসেনাপতি আবুর্কের (আলাবার্ক) যখন মলক দ্বীপে পদার্পণ করেন, তাহার প্রায় ১৬১ বৎসর পূর্কে রাজী ফয় [ 4๑จ J উখঙ্গ কর্তৃক অযোধ্যানগর প্রতিষ্ঠিত হইয়া সৌধমালায় XX &e শ্যামরাঙ্গা , সুশোভিত হয়। আবুর্কের খামরাজ্যের লমৃদ্ধির পরিচয় ফ্রাপ ৰাসীর নিকট জ্ঞাপন করেন। রাজী ফয় উথজের পর প্রায় ৪৭৫ বৎসর মধ্যে শুময়াজসিংহাসনের ২৯ জন রাজা রাজত্ব করেন। তন্মধ্যে কোন কোন রাজা কএক মাস বা কএক দিন মাত্র রাজত্ব করিয়াছিলেন । কারণ কোন কোন রাজা ভ্রাতা, খুল্লতাত, ভাগিনেয় বা মন্ত্রীকর্তৃক নিহত হইয়াছিলেন । এইরূপে শুমেরাজসিংহাসনে ক্রমে ক্রমে চারিট বিভিন্ন রাজবংশের অধিষ্ঠান হয় । উপরি উক্ত সাৰ্দ্ধাধিক শতাব্দী চতুষ্টয়ের মধ্যে ১৫শ ও ১৬শ শতাব্দীতে তামরাজ্য উপৰ্য্যুপরি পেগু, ব্ৰহ্ম ও কম্বোজ,ৈ দ্য বর্তৃক আক্রান্ত হইয়াছিল। ঐ সময়ের কোন কোন যুদ্ধে খাম রাজধানী অযুখিয়া নগরী লুষ্ঠিত, তামবাসী সৰ্ব্বস্বাস্ত ও বন্দী হইয়াছিল। পর্তুগীজগণ এই সময়ে শুমরাজের সহায় ছিল, কিন্তু ১৫৫৫ খৃষ্টাৰে শুামরাজ্য শত্রুর করতলগত হয়। খৃষ্টীয় ১৬শতাস্বীর শেষভাগে শুামরাজ ফরা-নরেৎ (প্রভুনরেশ) কম্বোঙ্গরাজসৈন্ত কর্তৃক পদদলিত হইয়৷ সেই অপমানের প্রতিশোধ লইবার জন্ত বিশেষ সাবধানতার সহিত যুদ্ধায়োজন করেন। ১৫৮৩ খৃঃ অৰে, তিনি প্রতিজিঘাংসাপূর্ণ হৃদয়ে সসৈন্তে কম্বোজ আক্রমণে অগ্রসর হন। এই অভিযানের প্রারম্ভে তিনি প্রতিজ্ঞ করিয়াছেন যে, হয় কম্বোজ-রাজ-রক্তে পাদও ক্ষালন করবেন, না হয়, স্বয়ং রণক্ষেত্রে এই নশ্বর দেহত্যাগ করিয়া অবনত জাতির কলঙ্ক মোচন করিবেন। চারিশত বর্ষের খও যুদ্ধে কখোজ ইতি পূর্বেই হতবল হইয় পড়িয়াছিল ; যুদ্ধে শুমরাজের জয় হইল ; তিনি কম্বোজ রাজধানী অধিকার ও কম্বোজেশ্বরকে বন্দী করিয়া স্বরাজ্যে আনয়ন করিলেন এবং স্বীয় প্রতিজ্ঞা পালনের জন্ত নিজ সমক্ষে কম্বোজাধিপতিকে নিহত করাইলেন এবং খরতাল ও বেণুবাদন-সহকারে মহোল্লাসে তাহার সেই রক্তেপরুি পরিক্রমণ করিতে লাগিলেন। এই সময়ে শক্তিসামর্থ্য হইতে বঞ্চিত কম্বোজরাজ্য থও থও প্রদেশে বিভক্ত হইয় পড়ে। কম্বোঙ্গরাজ নামে মাত্র শাসন কর্তা বা প্রজাপালক হইয়া রছিলেন; তিনি সম্পূর্ণরূপে শুামরাঞ্জের অধীন। প্রাদেশিক শাসনকর্তৃগণ তাহাকে আর সেরূপ সন্মান প্রদান করেন না, তাহারা ক্রমশঃ যথেচ্ছাচারী হইয়া পড়িতে লাগিলেন। কোচিন-চীনে অবস্থিত ফরাসী জাতির পক্ষে রাজার এ দৈন্তাবস্থা বড়ই অপ্রীতিকর বোধ হইতে লাগিল । তাছার কম্বোজরাজকে আশ্রয় প্রদান করিলেন । শুামরাজ ফরাসী শক্তির বিরুদ্ধাচারী হইতে সাহসী না হইয়া কখোজরাজ্যে স্বীয় প্রভুত্ব প্রদর্শন করিতে বিরত হইলেন। এই সময়ে শুামবাসীর উত্তরপশ্চিম ও উত্তরপূৰ্ব্বদিক্ হইতে