পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/৬১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্যাম j سماه وان ] , তদন্তর হ এই মন্ত্রে পূজাস্থান দর্শন করিয়া ফটু এই মন্ত্রে পূজাস্থান প্রোক্ষণ করবে। ভূমির দোষ শোধনের জন্ত ভূমিতে ক্লীং এই বীজ মন্ত্র লিখিবে। তৎপরে নিম্নোক্ত মন্ত্র পাঠ করিয়া স্বীয় উত্তীয় বস্ত্রে রক্ষা ও শিখ। বন্ধন করবে। মন্ত্র ওঁ মণিধার বঞ্জিণি মহাপ্রতিসরে' রক্ষ রক্ষ ছং ফটু - তৎপরে গণেশ, শিবাদি পঞ্চ দেবতা, আদিত্যাদি নবগ্রহ ও ইন্দ্রাদি দশ দিকপালের পূজা করিয়া স্বস্তিবাচন করিবে। ইহার পর সঙ্কল্প করিতে হয় ; যথা—বিষ্ণুরোমু তৎসদোমন্ত অমুকে মালি অমুকরাশিস্থে ভাস্করে অমুকে পক্ষে অমুকতিগেী অমুকগোয়ঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম শ্ৰীমদদক্ষিণকালিকাদেবতাপ্রতিকামঃ গণপত্যাদিদেবতাপূজাপুৰ্ব্বকত্রম দক্ষিণকালিকা ঐতিকামঃ শ্ৰীমদু দক্ষিণকালিকাপুঁজনমহং করিষো। দীপান্বিত অমাবস্তায় এই পুজা করিতে হইলে "কাৰ্ত্তিকে মাসি তুলারী,শস্থে ভাস্করে এই রূপ উল্লেখ হইবে । অপর সময় এই পুজা করিতে হইলে সেীর মাসেরই উল্লেখ হইবে। তন্ত্র বিহিত প্রায় সকল কার্য্যেই সৌর মাসের উল্লেথ হইয়া থাকে। সঙ্কল্পের পর বেদ অনুসারে সংকল্পস্বত্ত্ব পাঠ করিতে হয়। “ওঁ সঙ্কল্পিতার্থীঃ সিদ্ধয়স্তু সিদ্ধাঃ সন্তু মনোরথাঃ । শত্ৰুণাং বুদ্ধনাশায় মিত্ৰাণাং মুদ্রনায় চ ॥” অয়মারম্ভঃ শুভায় ভবতু। তৎপরে তন্ত্রোক্ত বিধানামুসারে ঘট স্থাপন করিতে হয় । এবং ঐ ঘটে শ্রী এই মন্ত্রে পল্লব, ই এই মন্ত্রে ফল, স্ত্রী এই মন্ত্রে স্থিরীকরণ, রং এই মন্ত্রে সিন্দ্রর, যং মন্ত্রে পুষ্প, ক্রী মস্ত্রে দুৰ্ব্ব দিয়া ওঁ হুং ফট, স্বাহ এই মস্ত্রে অভূক্ষণ করিবে । তৎপরে এতে গন্ধপুষ্পে ওঁ স্বর্যায় নমঃ, এই রূপে দুর্গা, শিব, নারায়ণ, লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা, যমুনা, দিকৃপাল . প্রভৃতিকে গন্ধ পুষ্প দ্বার পূজা করিবে। পরে, গণেশ, শিবাদি পঞ্চদেবতা আদিত্যাদি নবগ্রহ ও ইন্দ্রাদি দশ দকৃপালের পুজা করিবে। এই পূজার পর মন্ত্রাচমন বিধেয় । এই আচমনের নিয়ম–হৃৎপদ্মে কালিকাদেবীকে চিন্তা করিয়া ক্রী এই মুল মন্ত্রে তিনবার আচমন করবে। তৎপরে ওঁকালৈ নমঃ ওঁ কুলালিষ্ঠৈ নমঃ এই মন্ত্রে ওষ্ঠে দুইবার মার্জন করিবে । ওঁ কুস্বায়ৈ নমঃ এই মন্ত্রে কর প্রক্ষালন করিতে হয়। তৎপরে আচমনের নিয়মানুসারে ওঁ কুরুকুত্ত্বয়ৈ নমঃ এই মন্ত্রে মুখে হস্ত দিবে, ওঁ বিরোধিন্যৈ নমঃ ওঁ বিপ্লচিত্তায়ৈ নমঃ এই ময়ে নাগাদেশে, ও উগ্ৰায়ৈ নমঃ ওঁ উগ্রপ্রতীয়ৈ নমঃ | বলিয়া নাভিদেশে, ও দীপ্তান্ধৈ নমঃ, ও নীলায়ৈ নমঃ ও ঘ য়ৈ নমঃ বলিয় কর্ণদ্বয়ে, ওঁ বগাকায়ৈ মুম বলিয়া ৰক্ষে, ওঁ মাত্রায়ৈ

  • নমঃ বলিয়া মস্তকে,ওঁ মুদ্রায়ৈ নমঃ ওঁ মিতায়ৈ নমঃ বলিয়া বাহুদ্বযু

ম্পর্শ করবে, এই রূপে মন্ত্রচমন করিত্রে। | 弹 যথাবিধানাচুসারে করিতে হয়। این معن-مم-مه তৎপরে সামান্যাৰ্ঘ্যের বিধানানুসারে সামান্তার্থ্য স্থাপন করিবে। পরে ঐ জলে ফটু এই মন্ত্রে পূজার দ্রব্যাদি অভূক্ষণ করিয়া দ্বার: দেবতাদির পূজা করিতে হয়। এতে গন্ধপুষ্পে গাং গণেশায় নমঃ ক্ষাং ক্ষেত্রপালা বাং বটুকায়, যাং যোগিনীভাং, গাং গঙ্গায়ৈ, যাং যমুনায়ৈ, শ্রং লক্ষ্যৈ, ঐং সরস্বতৈ, ওঁব্ৰহ্মণে, ওঁবাস্তুপুরুত্বায়। এই রূপে দ্বারদেবতাদির পূজা করিয়া বিয়োৎসারণ করবে। বিমোৎসারণ ঐং মন্ত্রে দিব্যদৃষ্টি দ্বারা দিব্যবিম্ব ও অস্ত্রায় ফট, মন্ত্রে অন্তরীক্ষ বিন্ধ অপসারণ করিয়া বামপাদের গুলফ দ্বার তিনবার আঘাত করিয়া ফট, এই মন্ত্রে স্বারাচমুদ্র দ্বারা শ্বেতসর্ষপ গ্রহণ পূৰ্ব্বক নিম্নোক্ত মন্ত্র পাঠ করিবে। “ওঁ অপসৰ্পস্তু তে ভূত যে ভূত ভূবি সংস্থিতাঃ। যে ভূত বিঘ্নকৰ্ত্তারস্তে নশ্বাস্তু শিবাজ্ঞয় ॥” এই মন্ত্রে শ্বেতসর্ষপ চারিদিকে ছড়াইয়া দিতে হয়। তৎপরে ওঁ সৰ্ব্ববিঘ্নামুৎসারয় হুং ফট, স্বাহা মন্ত্রে ভূমিতে জল ছিটাইয়। ভূমি ধরিয়া এই মন্ত্র পাঠ করিবে—ওঁ পবিত্র বজ্রভূমি হুংফটু স্বাহ। তৎপরে আসন শুদ্ধি ও পঞ্চগব্য দ্বারা মণ্ডপশোধন করিয়া স্বদক্ষিণে পূজাদ্রব্যসমূহ, বামভাগে নৈবেদ্যাদি উপকরণ, সম্মুখে অম্বুপূর্ণ কুম্ভস্থাপন,তদনন্তর পুষ্পশোধন ও কায়াদি শোধন করিবে । পরে ফট, মস্ত্রে সচন্দন রক্তপুষ্প কী মন্ত্রে গ্রহণ করিয়া করতল দ্বারা পেষণাস্তুর লং মস্ত্রে আম্ৰাণ করিবে। পরে ‘হেীঃ’ মন্ত্রে উহা ঈশান কোণে নিক্ষেপ করিয়া অস্ত্রায় ফট, মস্ত্রে উদ্ধে তালক্রয় ও তুড়ি দিয়া দশদিক্‌ বন্ধন করিবে। এই দিগ বন্ধের পর ভূতশুদ্ধি ও আত্মহৃদয়ে "আত্মপ্রাণপ্রতিষ্ঠা করিয়া মাতৃকান্তাস করবে। তৎপরে হুী মন্ত্রে প্রাণায়াম, ঋষ্যাদি । হাস, যোঢ়ান্তাস, তত্ত্বদ্যাস ও বীজস্তাস করিবে, এই সকল দ্যাস দ্যাস শেষু হইলে আপনাকে সোহহং চিন্তা করিয়া মুলাধার হইতে ব্ৰহ্মরন্ধু, পৰ্য্যন্ত কুণ্ডলিনী শক্তির বিশেষরূপে চিন্তা করিতে হয়। তৎপরে দেবীর পূজা কাঁদতে হইবে ॥ ধ্যান যথা,— “করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুভুজাং। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালাবিভূষিতাম্। সদ্যশ্চিত্রশিরঃখড়গবামাধোদ্ধ করামুজাং । অভয়ং বরদঞ্চৈব দক্ষিণোদ্ধাধপাণিকাম্ ॥ মহামেঘপ্রভাং খামাং তথা চৈব দিগম্বরীং । কণ্ঠবিসক্তমুণ্ডালীগলত্রুধিরচচ্চিতাম্ ॥ " কর্ণাবতংসতানীতশষযুগ্মভয়ানকাম্। ঘোরদংষ্ট্রং করালাস্তাং পীনোত্নতপয়োধরাম্ ॥ শবানাং করসংঘাতে কৃতকান্ধীং হসন্মুীমূ। স্বাগলদ্রস্তধারাবিষ্ফরিতামনাম | g