পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চালুক্য মুখে পিতৃপুরুষগণের ইতিহাস জানিতে পারিলেন । তখন তিনি চলুক্য নামক শৈলে নমা গৌরী, কুমার, নারায়ণ ও মাতৃকাদিগকে পরিতৃপ্ত করিয়া রাজচ্ছত্র ধারণ করিলেন । তাহার নাম বিষ্ণুবৰ্দ্ধন । তিনি গঙ্গ ও কাদম্বরাজগণকে পরাজয় করিয়া শ্বেতচ্ছত্র, শঙ্খ, পঞ্চমহাশব্দ, পালিকেতন, প্রতিচক্কা, বল্লাহলাঞ্ছন, ময়ূরাসন, মকরতোরণ ও গঙ্গাযমুনাদি চিহ্নে বিভূষিত হইয়। অক্ষুণ্ণ প্রভাবে দক্ষিণাপথ শাসন করিতে থাকেন ( ২ ) । প্রত্নতত্ত্ববিদ ফ্লিট্‌ সাহেব উক্ত প্রবাদকে কল্পিত বলিয়া উড়াইয়া দিতে চান । তাহার মতে, পুলিকেশিবল্লভ হইতেই চালুক্যবংশ দক্ষিণাত্যে আধিপত্য বিস্তার করেন। তৎপূৰ্ব্বে চালুক্যরাজগণ উত্তরাঞ্চলে রাজত্ব করিতেন এবং সম্ভবতঃ গুর্জররাজগণের অধীন ছিলেন । স্তার ওয়ালটর ইলিয়ট সাহেব লিখিয়াছেন— , “চালুক্যরাজগণের দাক্ষিণাত্যে জাগমনের পূর্বে পল্লবরাজগণ আধিপত্য বিস্তার করিয়াছিলেন । ত্রিলোচনপল্লবের রাজ্যকালে জয়সিংহ অপর নাম বিজয়াদিত্য নৰ্ম্মদ অতিক্রম করিয়া যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করেন । তাহার মহিষী বিষ্ণু সোমযাজীর গৃহে আশ্রয় গ্রহণ করেন ও তথায় রাজসিংহ নামে এক পুত্র প্রসব করেন, তাহার অপর নাম রণরাগ বা বিষ্ণুবৰ্দ্ধন । তিনিও পিতৃপদবীর অনুশরণ করিয়া পল্লবগণের সহিত বিবাদ বাধাইলেন, তাহাদিগকে সম্পূর্ণরূপে পরাজয় করিলেন এবং পল্লবরাজকুমারীর পাণিগ্রহণ করিয়া রাজ্য স্থাপন করিলেন । তাহার উত্তরাধিকারী পুত্রের নাম পুলিকেশী (১ম) ” (৩) ১ম পুলিকেশীর রাজ্যকালে উৎকীর্ণ লিপিবৃষ্টে জানা যায় যে পূৰ্ব্বে চালুক্যরাজগণের ইন্দুকাস্তি নগরীতে রাজধানী ছিল, তৎপরে পুলিকেশা (১ম) বাতাপি নগরী জয় করিয়া এখানে রাজধানী প্রতিষ্ঠিত করেন । বাতাপিনগরের বর্তমান নাম বাদামি । [ বাদামি দেখ । ] সম্ভবতঃ এই স্থান পল্লবরাজগণের অধিকারে ছিল, পুলিকেশী পল্লবরাজকে তাড়াইয়া বাদামি অধিকার করেন । বীরবর পুলিকেশিবল্লভ s১১ শকে ( ৪৮৯ খৃষ্টাব্দে ) সিংহাসনে অধিরোহণ করেন (৪) । যেৰূরের সোমেশ্বর-মন্দিরে উৎকীর্ণ শিলাফলকে লিখিত [ २४> ] চালুক্য चां८छ् ८सू, ठिनि छूहे नश्ट्ध aांग्र जॉन ७ अश्रयश्वशङळ করিয়াছিলেন ( ৫ ) । পুলিকেশীয় পুত্র কীৰ্ত্তিবৰ্ম্ম, ইঞ্জি নল, মৌর্ঘ্য ও প্রসিদ্ধ কাদম্ব রাজগণকে পরাজয় করিয়াছিলেন। কীৰ্ত্তিবৰ্ম্মার পর র্তাহার কনিষ্ঠ মঙ্গলীশ ৪৮৮ শুকে অভিষিক্ত হন । বাদামির গুহ্যমন্দির-মধ্যস্থ বরাহমূৰ্ত্তির পার্থে উৎকীর্ণ শিলালিপিতে বর্ণিত জাছে যে, ইনি বাজপেয়, অগ্নিষ্টোম, অশ্বমেধ প্রভৃতি যজ্ঞ করেন এবং তঁাহার রাজত্বের ১২শ বর্ষে ৫০০ শকে কাৰ্ত্তিকী পূর্ণিমায় বিষ্ণুমূৰ্ত্তি প্রতিষ্ঠিত হয় (৬)। এতদ্ভিন্ন ইনি রেৰাতট, মাতঙ্গ, কলচুরি, কোঙ্কণের কিয়দংশ এবং শঙ্করগণের পুত্র বুদ্ধকে পরাজয় করেন। কীৰ্ত্তিবৰ্ম্মার পুত্ৰগণ সকলেই অপ্রাপ্তবয়স্ক থাকায় মঙ্গলীশ রাজপদ গ্রহণ করিয়াছিলেন । তিনি রেবতীদ্বীপ আক্রমণ ও কলচুরিদিগকে পরাভব করেন। জ্যেষ্ঠ সহোদরের পুত্র সত্যাশ্রয় বয়োপ্রাপ্ত হইলে তাহাকেই রাজ্যভার প্রত্যপণ করিয়াছিলেন (৭) । সত্যাশ্রয়ের অপর নাম পুলিকেশী (২য়) । ইহার স্যায় পরাক্রমশালী নরপতি চালুক্যবংশে আর কেহই জন্মগ্রহণ করেন নাই । ইনি ৫৩১ শকে রাজ্যারোহণ করেন । ঐহোলের মেগুটি-মন্দিরে উৎকীর্ণ ৫৩৪ শকের শিলালিপিতে লিখিত আছে, মহারাজাধিরাজ সত্যাশ্রয় কোশল, মালব, গুর্জর, মহারাষ্ট্র, লাট, কোঙ্কণ ও কাঞ্চী জয় করেন, তিনি মৌর্য্য, পল্লব, চোল, কেরল প্রভৃতি নৃপতিবর্গকে পরাজয় করিয়াছিলেন । যে রাজাধিরাজ হর্ষের পাদপদ্মে শত শত নৃপতিবর্গ অবনত মস্তকে থাকিতেন, সেই মহ পরাক্রান্ত হর্ষরাজনও সত্যাশ্রয়ের নিকট পরাস্ত হইয়াছিলেন । সত্যাশ্রয় পণ্ডিতমণ্ডলীকেও বিশেষ সমাদর করিতেন । “কালিদাস ও ভারবি সদৃশ কীৰ্ত্তিমান (জৈনপণ্ডিত) রবিকীৰ্ত্তি” তাহার যথেষ্ট অনুগ্রহলাভ করিয়াছিলেন (৮) । এ ছাড়া তিনি রাষ্ট্রকুটরাজ গোবিন্দকে পরাজয় করিয়াও মহাযশোলাভ করেন । চীনপরিব্রাজক হিউএনসিয়াং ইহার রাজ্যসমৃদ্ধির ও তথাকার রীতিনীতির বর্ণনা করিয়া গিয়াছেন । কাহারও মতে পারস্তরাজ ২য় খোক্রর সহিত ইহার উপঢৌকন আদান (*) Indian Antiquory, vol. XIV. p. 81. (e) Madras Journal, 1858; Journal Royal Asiatic Society, (N.S.) vol I. p. 251. (*) Indian Antiquary, vol. VII, p. 209, WI JN (৫) “স হি তুল্পগগজেগ্রোগ্রামলায়ং नश्वश्ब्रगग्निभिङभूरुिकुनाफ़ कtब्रदिcभt१ ।" Indian Antiqunry, VIII. p. 13. (b) Indian Autiquary, voł. VI. p. 364, (*) $3 , vol. VII. p. 13-14. (v) * * ,, vol. V. p. 70-71.