পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চালুক্য ( রাজেন্দ্র কুলাস্তু দ্ৰ চোড়দেব ১ম) কাঞ্চীপুী অধিকার করিয়াছেন । তিনি অবিলম্বে রাজিগের বিরুদ্ধে সৈঙ্গচালনা করিলেন। রাজিগ ( রাজেশ্রচোড় ) বিক্রমাদিত্যেশ্ন ক্রীত চালুক্যরাজ ২য় সোমেশ্বরকে সাহায্যার্থ জাহান করিলেন । বিক্রমাদিত্য সোমেশ্বর ও রাজিগ উভয়কেই পরাস্ত করিলেন । রাজিগ পলাইয়া রক্ষা পাইলেন, কিন্তু সোমেশ্বর বন্দী হইলেন। এইবার বিক্রমাদিত্য সিংহাসনে অভিষিক্ত হইয়া দাক্ষিণাত্যের সাৰ্ব্বভৌম নৃপতি বলিয়া আপনাকে ঘোষণা করিলেন । (বিক্রমাঙ্কচরিত ) র্তাহার রাজ্যারোহণ হইতেই তিনি “চালুক্যবিক্রমবর্ধ” নামে এক নব অন্ধ প্রচলন করিলেন । ৯৯৭ শকে ফাঙ্কনমাসের শুক্লপঞ্চমী হইতে এই অব্দের আরম্ভ । [ চালুক্যবিক্রমবর্ষ দেখ । ] শত শত তাম্রশাসনে এই মহাবীরের প্রতাপ ও মহিমা ঘোষিত হইয়াছে। কাদম্বরাজগণ র্তাহার আশ্রয়গ্রহণ করিয়াছিলেন । তিনি প্রীত হইয়া কাদম্বরাজকে আপন কহুল সম্প্রদান করেন । বিক্রমাদিত্য ১০৪৮ শক অবধি রাজত্ব করেন । তৎপরে তাহার পুত্র সোমেশ্বর ৩য় বা ভূলোকমল্ল সিংহাসন প্রাপ্ত হন । এই সময় হইতেই চালুক্যগৌরবরবি হীনপ্রভ হইতে আরম্ভ হয় । চেদি ও গণপতিরাজগণ চালুক্যরাজের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করেন। বিস্তীর্ণ চালুকারাজ্য এক এক করিয়া বিপক্ষের করকবলিত হইতে লাগিল । অনেক কষ্ট্রে ভূলোকমল্প ১.৬০ খৃষ্টাব পৰ্য্যন্ত রাজ্যলক্ষ্মী রক্ষা করেন । তৎপরে তাহার ভ্রাতা জগদেকমল্ল (২য়) অপর নাম জয়কর্ণ সিংহাসনে আরোহণ করেন । র্তাহার সেনাপতির নাম কালিদাস (২২)। রাজা জয়কর্ণ বড় ধাৰ্ম্মিক ছিলেন, নানাস্থানে ইনি দেবতা ও মন্দির প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন ( ২৩ ) । তৎপরে ভূলোকমল্পের পুত্র তৈল বা ত্ৰৈলোকমল্ল (৩য়) ১০৭২ শকে সিংহাসনে অভিষিক্ত হন । তৎপুত্র বীরসোমেশ্বর ৪র্থ আবার চালুক্যরাজ্যত্র কিছুদিনের জন্য গৌরবান্বিত করিয়াছিলেন । তাহার রাজত্ব কালে অর্থাৎ ১১১১ শক পৰ্য্যস্ত চালুক্যগৌরব অক্ষুণ্ণ ছিল, কিন্তু তৎপরে মহিমুরের হয়সাল বল্লালবংশের অভু্যদয়ে চালুক্যরাজ্য বিলুপ্ত হইবার উপক্রম হয় । - সিউএল সাহেব লিখিয়াছেন, ১১৮৯ খৃঃ অব্দের পর আর প্রতীচ্য চালুক্যের নামগন্ধ শুনা যায় না (২৪)। কিন্তু متحصلسمسمهيدعصخصمه (**) Indian Antiquary, vol. VI. p. 149. (**) Jour. Bom. Br. Roy, As. Soc. voł. X. p. 287. (**), B. Sewell's Dynasties of Southern India, p, 11. WI ›°ል [ २७¢ ] চালুক্য বোধ হয় যে তখনও প্রতীচ্য চালুক্যবংশ এককালে বিলুপ্ত হয় মাই। ৩৬৬ শকাঙ্কিত একখানি তাম্রশাসনে কল্যাণপুরাধীশ্বর বীর নোপম্বের নাম পাওয়া যায়। কিন্তু ৩৮৬ শকে কল্যাণপুরে কোন চালুক্যের রাজধানী ছিল না, বিশেষত ঐ শাসনপত্রের লিপি আধুনিক বলিয়াই বোধ হয় (২৫) । এরূপ স্থলে উক্ত শকাঙ্ক সম্ভবতঃ চালুক্যবিক্রমবর্ষেরই হইবে। যদি এ অনুমান প্রকৃত হয়, তাহা হইলে ১৩৬৩ শকেও কল্যাণপুরে বীর লোণস্ব রাজত্ব করিতেছিলেন । পূৰ্ব্বকথিত চালুক্যবংশ হইতেই প্রাচ্য চালুক্যবংশের উৎপত্তি । যে সময়ে বাদামি ও কল্যাণের চালুক্যরাজগণ দাক্ষিণাত্যের পশ্চিমাংশে আধিপত্য বিস্তার করিয়াছিলেন, সেই সময়ে বেঙ্গীরাজ্যে প্রাচ্য চালুক্যগণ আধিপত্য করিতেছিলেন। দক্ষিণাত্যের পূর্ব অংশে ইহার রাজত্ব করিতেন বলিয়া প্রাচ্যচালুক্য নামে অভিহিত করিলাম। হর্ষবিজেত৷ পুলিকেশি সত্যাশ্রয়ের অমুজ কুজৰিকুবৰ্দ্ধনই প্রাচ্য চালুক্যবংশের সুদপুরুষ। 海 পুলিকেশি সত্যাশ্রয়ের আধিপত্যকালে বিষ্ণুবৰ্দ্ধন যৌবরাজ্যে অভিষিক্ত হইয়াছিলেন এবং চালুক্য-সাম্রাজ্যের পূৰ্ব্ব অংশ জ্যেষ্ঠের অধীনে শাসন করিতেন । অবশেষে তিনি বেঙ্গীরাজ্য অধিকারপূর্বক স্বাধীনভাবে রাজত্ব করিতে থাকেন । তাহার ও তদ্বংশীয় নরপতিগণের শত শত অঙ্কুশাসনলিপি আবিষ্কৃত হইয়াছে। বাদামি ও কল্যাণের চালুক্য রাজগণের প্রকৃত রাজ্যকালনির্ণরে যেরূপ অসুবিধা, এই প্রাচ্য চালুক্যের তাম্রশাসনাদিতে প্রত্যেকরাজের রাজ্যকাল বিবৃত থাকায় ইহাদের প্রকৃত সাময়িক ইতিহাস উদ্ধারে সেরূপ গোলযোগ নাই । কুক্তবিষ্ণুবৰ্দ্ধন স্বদত্ত অনুশাসনাদিতে কোথাও কুজবিষ্ণু, কোথাও বিষ্ণুবৰ্দ্ধন, কোথাও বিট্টরস, কোথাও ত্রপৃথিবীবল্লভ, কোথাও বা বিষমসিদ্ধি বিরুদে আপনার পরিচয় দিয়াছেন । পুলিকেশি সত্যাশ্রয়ের ৮ম বর্ষে লিখিত তাম্রশাসনে (৫৩৮ শকে অর্থাৎ ৬১৬ খৃষ্টাকে ) ইনি যুবরাজ আখ্যায় ভূষিত ছিলেন (২৬)। আবার বিশাখপত্তন জেলার অন্তর্গত চিপুরুপল্লি হইতে সংগৃহীত বিষ্ণুবৰ্দ্ধনের ১৮ সস্বদঙ্কিত তাম্রশাসনে তাহার সর্বপ্রথম “মহারাজ” উপাধি দেখিতে পাই । এই তাম্রশাসন সাহায্যেই জানা যায় যে বিষ্ণুবৰ্দ্ধন বাদামি রাজ্য হইতে অনেক দূর পূৰ্ব্বে আসিয়া রাজ্য স্থাপন করেন । 7 (**) Ind. Ant. VIII. p. 94, plate I and II (**) Indian Antiquary, vol. XIX, p. 303.