পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سیسی سیستم است. بیبیسی চালুক্য [ २७७ ] চালুক্য প্রাচ্য চালুক্যগণের তাম্রশাসন-মতে বিষ্ণুবৰ্দ্ধন ১৮ বর্ষ রাজত্ব করিয়াছিলেন। কিন্তু ঐ রাজ্যকাল তাহার যৌবরাজ্যে অভিষেক হইতে গণিত হইয়াছে। তৎপরে তাহার জ্যেষ্ঠপুত্র ১ম জয়সিংহ ৫৫৬ শকে রাজপদে অভিষিক্ত হন এবং ৫৮৫ শক পর্য্যন্তু ৩০ বর্ষ রাজত্ব করেন । তৎপরে জয়সিহের কনিষ্ঠ ভ্রাতা ইন্দ্রভট্টারক সাতদিন মাত্র রাজত্ব করেন। মহারাজ প্রভাকরের পুত্ৰ পৃথিবীমূলের প্রদত্ত গোদাবরীর তাম্রশাসনে লিখিত আছে যে তিনি (গঙ্গরাজ ) ইন্দ্ৰবৰ্ম্ম প্রভৃতি রাজন্তবর্গের সহিত মিলিত হইয়া ইন্দ্রভট্টারকের উচ্ছেদের জন্ত ঘোরতর সংগ্রাম বাধাইয়াছিলেন (২৭) । ইন্দ্রভট্টারকের পর তৎপুত্র (২য়) বিষ্ণুবৰ্দ্ধন ৫৮৫ হইতে ৫৯৪ শক পর্য্যন্ত ৯ বর্ষ রাজত্ব করেন। কোন কোন তাম্রশাসনে তাহার নাম বিষ্ণুরাজ, সৰ্ব্বলোকাশ্ৰয় উপাধি এবং বিষমসিদ্ধি বিরুদ লিখিত আছে। তৎপরে ২য় বিষ্ণুবৰ্দ্ধনের পুত্র মন্ত্রি-যুবরাজ ৫৯৪ হইতে ৬১৯ শক পর্য্যন্ত ২৫ বৎসর রাজত্ব করেন । ইহার উপাধি সৰ্ব্বলোকাশ্ৰয় ও বিরুদ বিজয়সিদ্ধি, ইনি একজন মহাপণ্ডিত ছিলেন । আধ্যাত্মিক শাস্ত্রাদিতে ইনি অনেককেই পরাজয় করিয়াছিলেন। - পূৰ্ব্ববর্তী সকল চালুক্যরাজের শাসনাদিতে লিখিত আছে যে স্বামী মহাসনের অনুগ্রহে চালুক্যবংশ রাজ্যত্র অর্জন করেন, কিন্তু এই মঙ্গিরাজের একখানি শাসনে লিখিত আছে যে কৌশিকীর বরপ্রসাদেই তাহদের রাজ্যলাভ হইয়াছিল (২৮) । তৎপরে মঙ্গিযুবরাজের জ্যেষ্ঠপুত্র ২য় জয়সিংহ ৬১৯ হইতে,৬৩২ শক পর্য্যস্ত ১৩ বর্ষ রাজ্যভোগ করেন । তৎপরে ২য় জয়সিংহের বৈমাত্রেয় ভ্রাতা কোক্কিলি ৬ মাস মাত্র রাজত্ব করেন । কোক্কিলির পর তাছার জ্যেষ্ঠ ভ্রাত ৩য় বিষ্ণুবৰ্দ্ধন তাহাকে রাজ্যচু্যত করিয়া ৬৩২ হইতে ৬৬৯ শক পর্যন্ত ৩৭ বর্ষ। রাজ্যশাসন করেন । তৎপরে ৩য় বিষ্ণুবৰ্দ্ধনের পুত্র বিজয়াদিত্য ভট্টারক ৬৬৯ হইতে ৬৮৭ শক পৰ্য্যন্ত ১৮ বৎসর প্রবল প্রতাপে রাজ্যভোগ করেন, ইহার বিক্রমরাম ও বিজয়সিদ্ধি এই দুই বিরুদ ছিল। বিজয়াদিত্যের পুত্রের নাম বিষ্ণুরাজ বা ৪র্থ বিষ্ণুবৰ্দ্ধন । ইনি ৬৮৭ শক হইতে ৭২২ শক পর্য্যস্ত ৩৬ বর্ষ রাজত্ব করেন । তৎপরে তাহার, বীরপুত্র বিজয়াদিত্য নরেন্দ্ৰমৃগরাজ ৭২২ ছইতে ৭৬৬ শক পর্য্যন্ত ৪৪ বর্ষ রাজ্য শ্ৰী ভোগ করেন। (**) Journal Bombay Branch Royal Asiatic Society vol. XVI, p. 19. (**) Huitzsch's South Indian Inscription, vol. I, p. 35. ইহার প্রথমাবস্থার তাম্রশাসনাদি উৎকীর্ণ হইবার সময়ে ইনি যুবরাজপদে অভিষিক্ত ছিলেন। ইহাতে কেহ কেহ অনুমান করেন, যে ইনি ৪ বর্ষ যৌবরাজ্য ও ৪ • বর্ষ রাজপদ ভোগ করেন। ইনি চালুক্য-অৰ্জুন ও সমস্তভুবনাশ্রয় নামে আত্মপরিচয় দিয়াছেন । নানা স্থান হইতে ইহার তাম্রশাসন পাওয়া গিয়াছে। তৎপাঠে জানা যায়—ইনি গঙ্গবংশ-ধ্বংসের অনলস্বরূপ ও নাগাধিপবিজেতা । ইনি স্বাদশবর্ষব্যাপী দিবারাত্র সংগ্রামে গঙ্গ ও রট্রসৈম্ভের সহিত শতাষ্টবার যুদ্ধ করিয়া শতাঃ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। তৎপুত্র মহারাজ কলি-বিষ্ণুবৰ্দ্ধন বা ৫ম বিষ্ণুবৰ্দ্ধন । ইনি ১৮ মাস রাজত্ব করেন । কলিবিষ্ণুর জ্যেষ্ঠপুত্র গুণক বিজয়াদিত্য বা ৩য় বিজয়াদিত্য । কোন কোন তাম্রশাসনে গুণগ বা গুণগাঙ্কবিজয়াদিত্য নাম ও সমস্তভুবনাশ্রয় উপাধি দৃষ্ট হয়। ইনি একজন অঙ্কশাস্ত্রবিৎ পণ্ডিত ছিলেন । ইনি রট্ররাজ কর্তৃক स्रांडूठ छ्रेंद्र। অসমযোদ্ধ দিগকে আক্রমণ করেন, যুদ্ধে মঙ্গিরাজের মস্তক ছেদন এবং (রাষ্ট্রকূটরাজ ২য় ) কৃষ্ণকে পরাস্ত করিয়াছিলেন । ইনি ৭৬৭ হইতে ৮১১ শক পর্য্যন্ত ৪৪ বর্ষ রাজত্ব করেন । তৎপরে ৩য় বিজয়াদিত্যের কনিষ্ঠ ভ্রাতা যুবরাজ ১ম বিক্রমাদিত্যের নাম পাওয়া যায়, ইনি রাজপদ লাভ করিয়াছিলেন কি না, তাহার স্পষ্ট উল্লেখ নাই (১)। তৎপরে বিক্রমাদিত্যের কনিষ্ঠ ভ্রাতা ১ম যুদ্ধমল্লের নাম পাওয়া যায় । ইনি মহারাজ চালুক্যভীমের পিতৃব্যরূপে বর্ণিত হইয়াছেন। ইনিও বোধ হয় রাজপদলাভ করিতে পারেন নাই । যুবরাজ ১ম বিক্রমাদিত্যের পুত্র ১ম চালুক্যভীম ৮১১ শক হইতে ৮৪১ শক পর্য্যন্ত ৩০ বর্ষ রাজত্ব করেন । কৃষ্ণজেলাস্থ ইদর হইতে প্রাপ্ত তাম্রশাসনে লিখিত আছে—৩য় বিজয়াদিত্যের পর বেঙ্গাদেশ রট্রগণ কর্তৃক আক্রান্ত হইয়াছিল। চালুক্যতীম কৃষ্ণবল্লভকে পরাস্ত করিয়া পিতৃরাজ্য পুনরুদ্ধার করেন । ইহার সেনাপতির নাম মহাকাল । চালুক্যভীমের জ্যেষ্ঠপুত্র ৪র্থ বিজয়াদিত্য ৮৪১ শকে ৬ মাস মাত্র রাজ্যভোগ করেন । নানা স্থানের তাম্রশাসনে ইনি কোল্পবিগও বিজুয়াদিত্য, কোল্পভিগও বিজয়াদিত্য, কোল্পবিগও, কোল্পবিগওভাস্কর, কলিযৰ্ত্ত্যঙ্ক, কলিষত্ত্বিগও ইত্যাদি নামে বর্ণিত হইয়াছেন। ইহার পত্নীর নাম মেলাম্বা । ইনি সমস্ত বেঙ্গীমওল ও ত্রিকলিঙ্গ শাসন করিতেন । পট্টবন্ধিনীবংশীয় পৃথিবীরাজের পুত্র ভওনাদিত্য অপর নাম কুম্ভাদিত্য ইহার প্রধান অমুচর ছিলেন । (») Ind. Ant, vol. VI, p, 70 and vol. XI, p. 161*.