পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিৎ [ ২৯০ ] उिलझूर्ण চিচ্ছক (চিৎসুখ ) ভাগবতের একজন টীকাকার । চিঞ্চা ( স্ত্রী) ১ তিন্তিড়ীবৃক্ষ, তেঁতুল গাছ। ইহার পাতার রস গুল্মরোগের উপকারক। তস্তা ফলং ইত্য হরীতক্যাদিৰালুপ্ত (হরীতক্যাদিভ্যশ্চ । পা ৪৩১৬৭) চিঞ্চাফল, তেঁতুল। চিঞ্চাটক (পুং ) তৃণবিশেষ । চিঞ্চায় (ক্লী) চিঞ্চেবাল্পং । অল্পশাক, আমরুল । চিঞ্চাসার (পুং) চিঞ্চায়া ইব সারোহস্ত । অল্পশাক, আমরুল । চিঞ্চিড়ী (স্ত্রী) বৃক্ষবিশেষ। চিঞ্চিনী (স্ত্রী) নগরীবিশেষ, গঙ্গান্ধারের দক্ষিণভাগে অবস্থিত। চিন্ধী (স্ত্রী) চিঞ্চ গৌরাদিত্বাং উীপূ। গুঞ্জ । চিঞ্চোটক (পুং) চিঞ্চে অটতি চিঞ্চ-মট-খুল পৃষোদরাদিত্বাং সাধু। তৃণবিশেষ, চেচক। চিটী ( দেশজ ) চটচটে । চিটাগুড় (দেশজ ) তরল চটচটে খারাপ গুড়। চিটিঙ্গ (পুং ) কীটভেদ, উচ্চিভূড়া । চিটী (স্ত্রী) চেটতি প্রেরয়তি চিটু-ক গৌরাদিত্বাং উীপৃ। ১ চণ্ডালবেশধারিণী যোগিনী, বশীকরণের জন্য তাছার উপাসনা করিবে । মন্ত্ৰ—“ওঁ চিটি ! চিটি ! মহাচাওলি অমুকং মে বশমানয় স্বাহ৷” । যাহাকে বশ করিবার ইচ্ছা তাহার নাম তালপত্রে লিখিয়া ক্ষীরমিশ্রিত জলে রাত্রিতে সিদ্ধ করিবে, তাহা হইলে অবশুই সে বশ হইবে, এই বিধিদ্বারা রাজা ৭ দিনে বশীভূত হয়। (তন্ত্রসার ) ( দেশজ ) ২ পত্র। চিঠি ( দেশজ ) ১ জমীর পরিমাণ যাহাতে লিখিত হয়। ২ পত্র। fচড়া (দেশজ ) চিপিটক, চিড়ে। চিড়িক (দেশজ) ১ বিদ্যুৎ চমকান। ২ বেদনাদিতে দপ্‌দপানি। চিড়িয়াখানা (হিন্দী চিড়ীয় অর্থাৎ পক্ষী, পারস্ত থানা অর্থাৎ আবাস ) পক্ষী রাখিবার স্থান। চিড়িয়াঘাস ( দেশজ ) একপ্রকার ঘাস। চিড়িমার (পারসীজ) তাস খেলার একটা রঙ্গ। চিড় বিড় (দেশজ ) চঞ্চল। চিৎ (স্ত্রী) চিৎ-সংজ্ঞানে সম্পদাদিত্বাং ভাবে কিপূ। ১ জ্ঞান, চৈতন্য। “ভগবতশ্চিনমাত্রস্তাবিকারিণঃ” ( ভাগবত ৩৭২ ) ২ চিত্তবৃত্তি। “চিদসি মনাসি ধীরসি” (শুক্লযজুঃ ৪১৯) 'অচেতনদেহাদি সঙ্ঘাতস্ত চেতনত্বং সম্পাদয়ন্তী বাহাবস্তুতু মিলি কল্পৰূপং সামান্তজ্ঞানং জনয়ন্তী বৃত্তিশ্চিত্তং দেবাত্র চিন্তিাচাতে মহীধর ) ৩ নির্বিকল্পকপ্রত্যক্ আত্মস্বরূপ সক অবভাসক জ্ঞান। “চিদিহাশ্মীতি চিন্মাত্রমিদং uিধ, মলচ । চিত্বং চিদহসেতেচ লোকাশ্চিদিতি ভাবয়েং ” ( চিনোতি চি-কর্তুরি কিপ্‌। (পুং ) ৪ চয়ন কর্তা। কৰ্ম্মণি ক্ষিপ্ত। (পুং ) ৫ অগ্নি। (অব্য) ও অসাফল্য। ৭ বিভক্ত্যস্ত কিম্ শব্দের উত্তর প্রত্যয়বিশেষ “কশ্চিৎ কিঞ্চিংইত্যাদি। চিত (ত্রি.) চি-কৰ্ম্মণি জ্ঞ। ১ ছন্ন । ২ কৃতচয়ন । চিতং, পঞ্জাবের অন্তর্গত অম্বালা ও কর্ণাল জেলার একটা নী। ইহা সরস্বতী নদীর কএক মাইল দক্ষিণে উৎপন্ন হইয়া সরস্বতীর সহিত সমান্তরভাবে কিছু দূর গিয়াছে। বালচফর নগরের নিকট উভয় নদীর বালুকাময় গর্ভ প্রায় মিলিত হইয়াছে, কিন্তু কিছুদূর গমনের পরই আবার পৃথক্ হইয়াছে । চিতংনদী যমুনার সহিত সমস্তরালভাবে হান্সি ও হিসার खडिमूं शमनं कद्विङ्गींश् । नौत्र ५्र बश्च श्रक्रिम् म्निाখালের এক অংশ। ইহাতে কৃষিকার্য্যেন্ধ বেশ সুবিধা হইয়াছে। পূৰ্ব্বে এই নদী ভাটুনেরনগরের কএক মাইল নিয়ে ঘর্ঘরানদীর সহিত মিলিত হইত ; আজও বালুকাময় সেই প্রাচীন গর্ভ দৃষ্ট হয়। পরে স্রোত পরিবর্তিত হইলে বর্তমান খালে পরিণত হইয়াছে। কেহ কেহ অধুমান করেন চিতং একটি মনুষ্যকৃত খালমাত্র, কৃষিকার্য্যের সুবিধা জন্য খনন করা হইয়া থাকিবে । চিতরতল, উড়িষ্যার কটকজেলার অন্তর্গত মহানদীর একটা শাখা । এই নদী বিরূপার উৎপত্তি-স্থান হইতে ১০ মাইল नियम भशमनो श्ड बिक्रि श्याप्इ । किहून्द्र श्रानिब्राहे চিতরতলা ও মুন এই দুই শাখায় বিভক্ত হইয়াছে। প্রায় ২• মাইল গমনের পর এই দুই নদী পুনরায় মিলিত হইয়া মুন নাম ধারণ করিয়াছে ও পরে উপকূলের কিছুদূরে মহানদীর মোহানায় পতিত হইয়াছে। কেন্দ্রপাড়া খাল প্রথমে এই চিতরতলানদীর উত্তর দিয়া আসিয়াছে, পরে মুননদীর উত্তর দিয়া কটক হইতে ৪২ মাইল দূরে মার্শাধাই নামক স্থানে নদীতে মিশিয়াছে। চিতলদুর্গ, মহিমুর রাজ্যের অন্তর্গত নগর বিভাগের একটা দুর্গ। দুর্গের নামানুসারে ঐ জেলা ও উহার প্রধান নগরের নামও চিতলদুর্গ হইয়াছে। ছাতার স্থায় আকার বলিয়া এই দুর্গকে "ছত্তথলপ্পুর্গ’ বলে, তাহা হইতে চিতলফুর্গ নাম হইয়াছে। জেলার পরিমাণফল ৪৪৭১ বর্গমাইল । ইহার উত্তর ও উত্তরপূৰ্ব্বসীমায় মাত্ৰাজ প্রেসিডেন্সির অন্তর্গত বেলারী জেলা, দক্ষিণে ও দক্ষিণপূৰ্ব্বসীমায় মহিমুরের তুমকুর জেলা এবং পশ্চিমে কদুর ও মহিমুরের শিমোগা জেলা অবস্থিত। উত্তরপশ্চিমে তুঙ্গভদ্রানদী ইহাকে ধারবার হইতে পৃথক্ করিতেছে। ইহার প্রধান নগর চিতলন্তর্গ বঙ্গলুর হইতে প্রায় ১২০ মাইল উত্তরপশ্চিমে অবস্থিত। অক্ষা ১৪° ১৪’ উঃ,