পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিরঙ্গ দ্বার [ లిలిy ) চিরন্তন একটা তালুক পরিমাণ ফল ৬৪৮ বর্গমাইল। ইহাতে একটা নগর ও ৪৪টা অংশ আছে। ইহার প্রধান নগর কনানুর। এই তালুকে ২টা ফৌজদারী আদালত আছে। দেওয়ানী বিচার তেলিচেরীর মুন্সেী আদালতে নিম্পন্ন হয়। ২ পূৰ্ব্বোক্ত চিরক্কল তালুকের একটা সহর। এই সহর কনানুর হইতে ৩ মাইল উত্তরে অবস্থিত। অক্ষা ১১- ৫৪ উঃ, দ্রাঘি ৭৫- ২৯ পূঃ । এই সহর পুৰ্ব্বে চিরস্কল তালুকের সদর ছিল । আজিও মলবার জেলার সেণ্ট লজেল এই সহরে অবস্থিত। এই স্থানের চিরক্কলরাজ বা কোলক্তিরিরাজ হইতেই ইংরাজগণ সৰ্ব্বপ্রথম তেলিচেরিতে কুঠি স্থাপনের অনুমতি পান। এই রাজার বংশধরগণ নিকটবৰ্ত্তী স্থানে বাস করিতেছেন। চিরক্রিয়তা (স্ত্রী) চিরক্রিয়-ভাবে তল (তস্ত ভাবস্তুতলে । পা ৫।১১১৯ ) তত ষ্ট্রাপ্ত। দীর্ঘসূত্রত। চিরক্রীত (ত্রি) চিরং ক্রীত: সুপসুপেতি সমাসঃ । দীর্ঘকাল যাহা ক্রয় করা হইয়াছে। চিরখড়ি বা চারখড়ি, বুন্দেলখও প্রদেশস্থ একটা দেশীয় রাজ্য । অক্ষা ২৫- ২১ ও ২৫° ৩০’ উঃ এবং দ্রাঘি• ৭৯° ৪০% ও ৭৯ ৫৮ পূঃ মধ্যে অবস্থিত। ইহার ক্ষেত্রফল ৭৮৭ বর্গমাইল । এই রাজ্যের বর্তমান রাজা ছত্রশালের বংশসস্তৃত। এখানকার বিজয় বাহাদুর নামে একজন নরপতি প্রথমে বৃটিশসিংহের অধীনতা স্বীকার করেন । এবং ১৮০৪ খৃষ্টাব্দে বৃটিশরাজ তাহাকে উক্ত রাজ্যের অধিপতি বলিয়া সনন্দ প্রদান করেন। তাহারই একজন বংশধর ১৮৫৭ খৃষ্টাব্দে সিপাহী বিদ্রোহ সময়ে ইংরাজদিগের সাহায্য করিয়া পুরস্কার স্বরূপ একটী জায়গীর, সন্মানসূচক পরিচ্ছদ ও ১১ তোপ প্রাপ্ত হন ও এই রাজ্যের বার্ষিক উপস্বত্ব প্রায় পঞ্চলক্ষ টাকা । চিরঙ্গ দ্বার, আসামের অন্তর্গত গোয়ালপাড়া জেলার কতক অংশ । ১৮৬৯ খৃঃ অব্দে ইংরাজের ভোটানীদিগকে পরাজিত করিয়া এই ভূভাগ ও অন্যান্ত দ্বার অধিকার করেন। পরিমাণ ফল ৪৯৫ বর্গমাইল ইহার সর্বত্র ভীষণ অরণ্য। এখানে প্রতি বর্গমাইলে ৩ জন মাত্র লোক বাস করে, ২২৫ বর্গমাইল স্থানে অর্থাৎ ইহার প্রায় অৰ্দ্ধেক অংশে গবর্ণমেণ্টের রক্ষিত অরণ্য আছে । সমস্ত অরণ্য ১৩ ভাগে বিভক্ত ; প্রত্যেক ভাগ হইতেই প্রতিবৎসর বহুমূল্যের শালকাঠ উৎপন্ন হয়। গবর্ণমেণ্টের তত্ত্বাবধানে প্রায় ৪• • ০ বিঘায় শস্ত্যাদি উৎপন্ন হইতেছে । ২ উক্ত রাজ্যের প্রধান নগর । অক্ষা" ২৫, ২৪ উঃ ও দ্রাঘি’ ৭৯ ৪৭ পূঃ। বলা হইতে ৪১ মাইল দূরে, গোয়ালিয়র হইতে বানা নগর যাইবার পথের ধারে পর্বতের পাদদেশে অবস্থিত । নিকটে একটা সুন্দর দুর্গ আছে। নগরের কিছু নিম্নদেশে একটা বৃহৎ হ্রদ থাকায় নগরের শোভা অতিশয় পরিবদ্ধিত হইয়াছে। এই নগরের চকুপাশ্বে সুগম্য পথ ও স্থানে স্থানে নিকুঞ্জ বনে শোভিত বলিয়া পথিকগণকে পথপ্রান্তি অনুভৰ করিতে হয় না। প্রান্তর মধ্যে সুবিস্তৃত সরোবর থাকায় শস্তক্ষেত্রের উর্বরতা শক্তিও বৃদ্ধি হইতেছে । . চিরজাত (ত্রি) চিরং দীর্ঘকালং জাতু স্থপস্থপেতি সমাসঃ। দীর্ঘকাল জাত । “ত্বত্তশ্চিরজাতঃ” মত্তশ্চিরজাতঃ” । ( ভারত, বন ১৯৮ আ: ) চিরজীবক (পুং) চিরং জীবতি চির-জীব-খুল। ১ জীবক বৃক্ষ। (ত্রি ) ২ চিরজীবী । চিরঞ্জীবিকা (স্ত্রী) কৰ্ম্মধা । দীর্ঘকালবৃত্তি, দীর্ঘকাল বাচ। "বৃণীৰ বিত্তং চিরজীবিকাঞ্চ” ( কঠ-উপ- ) চিরজীবিন (ত্রি) চিরং জীবতি চির জীবণিনি। ১ দীর্ঘকাল জীবী, বহুকালজীবী “অথরাজ্ঞোবভূবৈবং বৃদ্ধস্ত চিরজীবিনঃ ” (রামা অযোধ্যা ১৩৬৪ (পুং ২ বিষ্ণু। ৩ কাক (মেদি" ) ৪ জীবকবৃক্ষ । ৫ শান্মলিবৃক্ষ ( রাজনি" ) ৬ মার্কগুেয় । “চিরজীবী যথা ত্বং ভোঃ” তিথিতত্ত্ব । ৭ অশ্বথামা প্রভৃতি সপ্তজন। যথা-অশ্বথামা, বলি, ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপ ও পরশুরাম । ( তিথিতত্ত্ব ) । চিরঞ্জীব, বিদ্বন্মোদ-তরঙ্গিণী রচয়িতা । ইনি একজন প্রসিদ্ধ নৈয়ায়িক ছিলেন । ইহার জাতীয় উপাধি ভট্টাচাৰ্য্য । চিরঞ্জীবিন (পুং) চিরং জীবতি চিরস্থ জীব-ণিনি। ১ বিষ্ণু । ২ কাক। ৩ জীবকবৃক্ষ। ৪ শান্মলিবৃক্ষ ( রাজনি" ) (ত্রি ) ৩ চিরজীবী । - চিরন্টী (স্ত্রী ) চিরেণ অটতি পিতৃগৃহাদিতি চির-অটু-অৰ্চ বয়সি প্রথমে । পা ৪।১।২- ) ততো উীপ্ত পৃষোদরাদিত্বাৎ সাধু । ১ উঢ়া বা অনুঢ়া পিতৃগৃহস্থিত বয়স্থ কন্যা । ২ যুবতী । চিরতিক্ত (পুং) চিরস্তিক্তে রসে যত্র । বহুব্রী। ভূনিস্ক, চিরতা । পৰ্য্যায়—চিরাতিক্ত, তিক্তক, অনার্য্যতিক্তক, কিরাততিক্ত, ভূনিম্ব, কিরাতক, স্থতিক্তক। চিরতা (স্ত্রী ) চির-ভাবে তল ততষ্টাপা । ১ দীর্থস্বত্রতা । ( চির তিক্ত শঙ্কজ ) ২ ভূনিস্ক, চিরতা । [ চিরাতা দেখ। ] চিরতু (ত্রি) চির-ভবার্থে-ক্ষ্ম। (চিরপরুৎ পরারিভ্যস্তে বক্তব্যঃ ( পা ৪।৪।২৩ বাৰ্ত্তিক ) পুরাতন, চিরকালোৎপন্ন । চিরন্তন (ত্রি) চিরং उद:छिद्रं खदिार्थः টুল ভুট্‌ছ। (সায়ং চিরং প্রাষ্ট্রে প্রাগব্যয়েভ্যর্ছ ষ্টুলো তুটুচ, পা ৪৩২৩) ১ পুরাতন, পুরাণ। "স্বহস্ত-দত্তে মুনিমাসনে মুনিশ্চিরন্তনস্তাবদভিন্য