পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ल्लिलिग्नाप्नेत्री চিলমিলিকা (স্ত্রী) চিরং নীলতি চিরুনীল—ংল-ততষ্ঠাপ অত ইত্বং । ১ কষ্টিভেদ, কণ্ঠমালা। ২ খদ্যোত, জোনাকীপোকা । ৩ বিদ্যুৎ। চিলম্ (দেশজ) ছিলিম, হক। চিলমূচি (দেশজ) মুখ হাত ধুইবার পাত্রবিশেষ । চিলস, কাশ্মীর মহারাজের অধীনস্থ একটা করদ রাজ্য। ইহার উত্তর সীমা সিন্ধুনদী এবং ইহার দক্ষিণে ও পূৰ্ব্বে একটা হ্রদ। বৎসরের অনেক সময় ইহা তুষারে আবৃত থাকে। শিনিজাতিরাই এখানে প্রধান । ইহারা আরববংশীয় বলিয়া আপনাদের পরিচয় দেয়। মুসলমানদের সহিত তুলনা করিতে গেলে, ইহাদের স্ত্রীলোকেরা অধিক স্বাধীনতা পাইয়াছে এবং তাছাদের ক্ষমতাও অধিক । ইহারা সতীত্বের বড়ই পক্ষপাতী। এখানকার অসতী স্ত্রীলোকদিগের দও মৃত্যু। কি পুস্তু, কি ফারসি, কি হিন্দি, কোনটারই সহিত ইহাদের ভাষার মিল নাই । ইহাদের প্রতিবাসী সৈয়দজার্তী ও খিলঘিটের পশ্চিমস্থিত ছররাইল এবং তানকীয়গণও ইহাদের ভাষা বুৰিতে পারে না। ইহাদের মধ্যে একটা প্রবাদ চলিয়া আসিতেছে যে, মুসলমানের অষ্টাদশ শতাব্দীতে, চিলস্বাসীদিগকে পরাজয় করিয়া তাহাদিগকে মুসলমান ধৰ্ম্মে দীক্ষিত করিয়াছিল। ইহার প্রতিবৎসরে কাশ্মীরের মহারাজকে তিন তোলা সোণার গুড়া এবং একশত ছাগ কর স্বরূপ প্রদান করে । চিলা (দেশজ ) ছাদের উপরের ঘর, চিলে-ঘর। চিলাসি, মধ্যএসিয়ার অন্তর্গত হিন্দুকুশপৰ্ব্বতবাসী জাতিবিশেষ । ইহারা মুসলমান ধৰ্ম্মাবলম্বী। কিন্তু ইহাদের কাছে এই ধৰ্ম্মট ভিন্ন আকারে পরিণত হইয়াছে। প্রবাদ আছে যে, চতুর্দশ শতাব্দীর মধ্যে এই ধৰ্ম্মট ইহাদের মধ্যে চলিত হইয়াছিল। পৰ্ব্বতস্থিত প্রত্যেক গ্রামে প্রাচীন পৌত্তলিক ধৰ্ম্মের চিহ্ন দেখা যায়। প্রস্তর নিৰ্ম্মিত অবয়ব প্রায় সৰ্ব্বত্রই প্রোথিত আছে। এই সকল মূৰ্ত্তির সমক্ষে সপথ করিলে তাহ অলঙ্ঘনীয় বলিয়া পরিগণিত হইয় থাকে। স্বাত এবং বোনার হইতে মোল্লাগণ আসিয়া ইহাদের এবং পৰ্ব্বতস্থিত অম্লান্ত জাতিদের মধ্যে ধৰ্ম্ম-প্রচার করিয়া থাকেন। প্রত্যেক জাতিই স্বাধীন ভাবে অবস্থিতি করিতেছে। ইহাদের মধ্যে স্ত্রীর বহুস্বামী গ্রহণ রীতি প্রচলিত আছে। ইহাদের বৈবাহিক বন্ধন শিথিল করা হইতে পারে। ইহারা আমোদপ্রিয় ; মৃত্য, গীত এবং অন্যান্ত আমোদে ইহাদের বিশেষ উৎসাহ আছে। চিলিয়াটদী (দেশজ) বৃক্ষবিশেষ । [ ৩৪৩ ৷ চিল্কাহদ চিলিকা ( স্ত্রী ) [ চিয়িকা দেখ। ] চিলি (পুং ) মৎস্তবিশেষ । চিলিচিম (পুং ) চিলিং হিংসাং চিনোভি চিলি-চি-মক রস্ত লম্বং । মৎস্তবিশেষ, বেলে গড়গড়ে মাছ। পৰ্য্যায়—নলমীন, ভলমীন, চিলীচিমি, চিলিচৗম, চিলীচিম, চেলিচৗম, চিলীম, চিলিমীনক, চিলিচীমি, কবল, বিলোটক । এই মৎস্ত—লখু, রুগ্ন, বায়ুকারী ও কক্ষনাশক। (রাজবল্লড ) চিলিয়াম্বালা, পঞ্জাব প্রদেশে গুজরাট জেলার অন্তর্গত ফেলিয়ান তহসিলের একটা গ্রাম। ঝিলামনদীর পূর্বকূল হইতে ৫ মাইল দূরে অবস্থিত। অক্ষা ৩২' ৩৯ ৪৬° উঃ এবং দ্রাবি ৭৩' ৩৮ e২' পূঃ । ১৮৪৯ খৃষ্টাব্দের ১৩ই জামুয়ারীতে এই স্থানে শিখদিগের সহিত ইংরাজগণের একট ভীষণ যুদ্ধ হয়। এই যুদ্ধে ইংরাজের পরাভূত হইয়াছিলেন। তাহাদের অনেক প্রধান রাজপুরুষ এবং সেনা সেই যুদ্ধে নিহত হন। ইহাদের স্মরণার্থে এই যুদ্ধক্ষেত্রে একটী চিহ্ন সংস্থাপিত হইয়াছে। নিকটবর্তী লোক সকল এই স্থানকে “কোতলগড়" বলে। জেনারেল কানিংহাম বলেন যে, এই রণক্ষেত্রে পূৰ্ব্বে আলেকজাণ্ডারের সহিত পুরুরাজের যুদ্ধ হইয়াছিল। চিলিব, মৎস্তবিশেষ। এই মৎস্ত উত্তরপশ্চিম প্রদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ইহা আকারে ক্ষুদ্র বটে, কিন্তু দেখিতে অতি সুন্দর । ইহার বর্ণ নূতন বোউলের ন্যায়। ইহার অাসে ঝুটা মতি প্রস্তুত হইয়া থাকে । ইহার আস্বাদনও অতি উত্তম । চিন্ধান্ত্রদ, উৎকল প্রদেশের একটী বিখ্যাত হ্রদ। পুরী জেলার দক্ষিণপূৰ্ব্ব কোণ হইতে আরম্ভ হইয়া মাম্রাজ প্রদেশে গঞ্জাম জেলায় গিয়া শেষ হইয়াছে। ইহা বঙ্গোপসাগরের উত্তরপশ্চিমে অবস্থিত । সমুদ্র ও হ্রদের মধ্যে একট বালির ঢিবি আছে। এই ঢিবিটীতে একটা ছিদ্র থাকতে হ্রদটীর সমুদ্রের সহিত সংযোগ হইয়াছে । ইহা ৪৪ মাইল লম্বা । ইহার উত্তরাদ্ধ প্রায় ২• মাইল চওড়া । ইহার দক্ষিণাৰ্দ্ধ ক্রমে সরু হইয়া গিয়াছে । ইহা চওড়ায় ৫ মাইলের অধিক নহে । ইহার গভীরতা কোনখানেই ও ফিটের অধিক নাই। ডিসেম্বর হইতে জুনমাস পর্যন্ত ইহার জল লবণাক্ত থাকে। বর্ষ। আরম্ভ হইলে লবণাক্ত জল ক্রমে ক্রমে সরিয়া যায়, এবং হ্রদটী মিষ্ট জলে পরিপূর্ণ হয়। ইহার জল অতিশয় পরিবর্তনশীল, কখন বিস্তীর্ণ কথন বা সংকীর্ণ হইয়া থাকে। এখন ইহ সংকীর্ণ হইয়া আদিতেছে। -- এই হ্রদের স্থানে স্থানে অতি মনোহর দৃপ্ত আছে। ইহার