পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ििहउमश! “উত্তম্ভ্য চিবুকং বক্ষস্থ্যখাপ্য পবনং শনৈঃ ” (হঃযোগ দীপিকা ১৪৬) (পুং) টিৰু সংজ্ঞায়াং ফন (২) মুচুকুল বৃক্ষ । ( রাজমি" ) চিwচ (অব্য ) [ ৰৈ ] ভূগীর হইতে বাণ উঠাইবার সময় যে পৰা হয় তাহাকে চিশ বলে। “চিক্ষা কৃণোতি সমনাবগত্য ” (খা ৬৭৫৫) চিচ্চা কৃণোতি । চিশেতি শান্থ কৃতি। ইয়ুবৃদ্ধি য়মানেশ্বিযুধিশ্চিশাশকং করোতি। সায়ণ । চিষ্ট (পুং) অষ্টি খে। ] চিহণ (ত্রি) চিহ্মণ পৃষোদরাদিত্বাং নিপাতনে সাধু চিঙ্কণ, ठिकण । (*f ७l२०२४) চিহণকস্থ (ত্রি) চিহণ কছা যত বহুত্রী। যাহার চিকুণ কস্থা আছে । ( পা ৬২৷১২৫ ) fচহণাদি (পুং) চিহণ আদির্যস্ত বহুত্ৰী। পাণিনীয় একটা গণ। চিহণ, মহুর, মক্রমর, বৈতুল, পটৎক, বৈড়ালিকৰ্ণক, বৈড়ালিকণি, কুঙ্কুট, চিঙ্কণ ও চিকণ এই কয়ট শবকে চিহণাদি বলে । কস্থা শঙ্ক পরে থাকিলে চিহণাদির আদি উদাত্ত হয় । ( সি” কো” ) চিহার ( দেশজ ) এক প্রকার বৃক্ষ । চিছারা ( পারসী ) মূৰ্ত্তি, আকৃতি । চিন্থর (পুং) চিকুর পৃষোদরাদিত্বাং সাধু। কেশ, মাথার চুল (শক্ষার্থ চি ) চিহ্ন (ক্লী) চিহ্ন-আছ। ১ লক্ষণ, চলিত কথায় চিনা বা দাগ বলে । পৰ্য্যায় কলঙ্ক, অঙ্ক, লক্ষ্ম, লক্ষণ, লিঙ্গ, লক্ষ্মণ ও অভিজ্ঞান । קאא “চিন্ত্রীভূতং ত্বভিজ্ঞানং ত্বমঙ্গে কৰ্ত্ত মৰ্হসি।” (রামায়ণ ৪১২৪৪ ) ২ মাত্রা, গণবিশেষ। যে গণ আদিলঘু অথচ তিনটা মাত্র সন্ত তাহাকে চিহ্ন বলে। ( শব্দার্থ চি ) ৩ পতাকা । ( মেদিনী ) চিহ্নক (ত্রি) চিহ্নয়তি চিহ্ন-ল। ১ যে চিহ্নিত করে । ( পুং) ২ বৃক্ষবিশেষ, চলিত কথায় চিহ্ন বলে । চিহ্নকারিন (ত্রি) চিহ্নং করোতি চিহ্ন-ক-ণিনি। ১ চিহ্নকারক, যে দাগ দেয় । ২ ঘোর দর্শন । ( বিশ্ব" ) স্ত্রীলিঙ্গে উীপ্ত হয় । চিহ্নধারিন (ত্রি) চিহ্নং ধরতি চিহ্ন-গিনি, চিহ্ন যুক্ত। চিহ্নধারিণী (স্ত্রী) চিহ্নধারিন-উীৰ শুমালত। (শব্দচন্ত্রিকা) চিহ্নিত (बि ) চিহ্ন কৰ্ম্মণি प्ख् । ४ काकिङ । ২ লক্ষিত, যাহাতে চিনা দেওয়া হইয়াছে । “দিব চরেন্থঃ কাৰ্য্যাৰ্থং চিহ্নিত রাজ শাসনৈঃ ” (মন্ত্র ১০৫৫) চিহ্নিতনাম ( দেশজ) জমী জমা সম্বন্ধে রাজা বা ভূস্বামী প্রদত্ত সীমা নিরূপণ পত্র। •. W I ఇన్స్గా [ ৩৪৫ ] いs छैौडू চিহ্নীকৃত (ত্রি) চিহ্ন ছি কত। চিহ্নিত "লিঙ্গেনাপিছৱন্ত সৰ্ব্বপুরুষা প্রত্যক্ষচিহ্নীকৃত । ( ভারত, অমুশাসন" ) চৗচাকুটি (অব্য ) শারিক প্রভৃতির শষ্ণের অনুকরণ। "চাঁচীকুটতি বাসত্ত্বে শারিক বৃঞ্চিবেশমু।” (ভারত ১৬২ ) “চাচীকুট” এবং “চাচাকুটী” শব্দও এই অর্থে ব্যবহৃত হয় । চীচীরিয়া (দেশজ ) একজাতীয় ক্ষুদ্র গুল্ম। চীজ (পারসী) দ্রব্য, জিনিষ। চৗড় (স্ত্রী) চিড় টাপ, পৃষোদরাদিত্বাদিকারস্ত দীর্ঘত্বং । গন্ধদ্রব্যবিশেষ ; চলিত কথায় চড়া-গন্ধ বলে। পৰ্য্যায়—দারুগন্ধা, গন্ধবধু, গন্ধমাদনী, তরুণী, তারা, তৃতমারী, মঙ্গল্যা, কপটিনী, গ্রহভীতিজিৎ । ইহার গুণ কটু, কফ ও কাশ নাশক, দীপন, এবং ইহা অধিক পরিমাণে সেৰন করিলে পিত্তদোষ ও ভ্রাস্তি বিনাশ হয় । ( রাজনি" ) চীণ (পুং ) [ বহু | চীন পৃষোদরাদিত্বাং সাধু। চীনদেশ বাসী। (বৃহৎস ১৬১) চীণক (পুং ) { চীনক দেখ। ] চীতি (স্ত্রী) চি-ক্তিন পৃযোদরাদিত্বাং সাধু। চয়ন। “দেবাস্তে চীতি মবিদন ব্রহ্মাণউতীরুধঃ ” ( অথৰ্ব্ব ২৯৪) চীতু, একজন বিখ্যাত পিণ্ডারী সর্দার । ইনি জাঠবংশে জন্ম গ্রহণ করেন, কিন্তু শৈশবাবস্থায় এক ভীষণ দুৰ্ভিক্ষ সময়ে পিতামাত কর্তৃক জনৈক পিণ্ডারীর নিকট বিক্রীত হন। পিণ্ডারী চাতুকে বাল্যকাল হইতে প্রতিপালন ও নিজ ব্যবসায়ে শিক্ষিত করিতে লাগিল । চাতু শীঘ্রই স্বীয় অসাধারণ প্রতিভাবলে পিণ্ডারীদলে এরূপ প্রতিপন্ন হইয়া উঠিলেন যে, হীরু ও বুরান নামক প্রধান সর্দারদ্বয়ের মৃত্যুর পর দৌলতরাও সিন্ধিয়া চতুকে নবাব উপাধি দিয়া একটা জায়গীর প্রদান করেন । দুই বৎসর পরে সিন্ধিয়ার কোপে পতিত হইয়া চতু বন্দী হইলেন, এবং চারিবৎসর বন্দীভাবে থাকিয় অবশেষে প্রচুর অর্থ বিনিময়ে মুক্ত হন । ইহার পর তিনি সিন্ধিয়ারাজের নিকট হইতে ভূপালের পুর্ববর্তী ৫টা জেলা পুরস্কার প্রাপ্ত হন । নৰ্ম্মদা-তীরে নিমার নামক স্থানে তাহার সেনাসিবাস ছিল । চাতুর সমকালে ওয়াসিল মহম্মদ, দোস্ত মহম্মদ ও করিম খাঁ নামক আরও তিন জন প্রধান পিণ্ডারী সর্দার ছিল। ১৮১৪ খৃঃ অব্দে চীতুর অধীনে প্রায় ১৫ • • • অশ্বারোহী ছিল । চতুর সেনাপতিগণ বহুদেশ লুণ্ঠন করিয়া বিস্তর অর্থ আনয়ন করে। ১৮১৫ খৃঃ অৰ্ব্বে চীতুর অধীনে প্রায় ২৫ • • • সহস্ৰ অশ্বারোহী পিণ্ডারী সৈন্ত নিজামরাজ্য আক্রমণ করিয়া বহুতর অর্থ আনয়ন করিয়াছিল।