পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ہتھی۔ 5ौम ( లిee J छैौब কালগণন ।-চীনগণ উত্তরপূর্ব এসিয়ায় জঙ্গল্প জাতির স্তায় ৬০ বৎসরের কালাবর্ত স্বারা সময় গণনা করে, ঐ ৬০ বর্ষ পরিমিত কালের প্রত্যেক বর্ষের ভিন্ন ভিন্ন নাম আছে । চীন ভাষায় এই কালাবৰ্ত্তকে স্থয়া-কি-চি কহে । ফাস্তুনের শুক্ল প্রতিপদ হইতে চীনের বর্ষ গণনা করে । ২৯ বা ৩০ দিনে এক চাঙ্গমাস, এইরূপ ১২ চাজমাসে এক বৎসর ; সৌরবর্ষের সহিত সমান রাখিবার জন্য মধ্যে মধ্যে ইহারাও একটা মলমাস ধরিয়া থাকে। রাত্রি ১১টা হইতে ইহারা দিবস গণনা করে। দিবারাত্রি ২ ঘণ্টা করিয়া দ্বাদশ ভাগে বিভক্ত। প্রত্যেক ভাগের পৃথক্ নাম যথা— চি ১১ টা হইতে ১টা পূৰ্ব্বাহ | স্তু ১১ হষ্টতে ১ অপরাহ্ল চেী > * , 款》 v3 jo छेहे * &# ు R$ য়িউ ৩ v • d • শিন ৩ , 4 。廖 মেীউ ৫ • • • • وو 4 سبو ه ثقة শিন ৭ , , ৯ , সিও ৭ , is = ’হাই ৯ , P وو لا لا يومه ه f8f প্রত্যেক ভাগের প্রথম ঘণ্টা জ্ঞাপন করিতে হইলে ঐ ভাগের নামের পূৰ্ব্বে কেও এবং শেষ ঘণ্টা বুঝাইতে চিং শব্দ যুক্ত হয় । যথা—কেও-চি বলিলে রাত্রি ১১ট এবং চিং-চি বলিলে রাত্রি ১২টা বুঝায়। কেও-চে বলিলে রাত্রি ১টা এবং চিং চে বলিলে রীত্রি ২টা বুঝায় ইত্যাদি । ক’হি শব্দে এক চতুর্থাংশ এবং চিহ, আঢ়, সেও শব্দে যথাক্রমে ১,২,৩ বুঝায়। ঘণ্টার ১ম, ২য়, ৩য় ভাগ বুঝাইতে ক’হি শব্দের পূৰ্ব্বে য়িহ, আঢ় এবং সেও শব্দ প্রযুক্ত হয়, যথা—চিং-মাউ-দিদ কহি অর্থাৎ ৬ টা কেও-যু আঢ ক’হি ১১॥•টা ইত্যাদি । চীনরাজসরকারে সচরাচর এইরূপ বিভাগই প্রচলিত। যাহা হউক সম্প্রতি চীনে বহু পরিমাণে যুরোপীয় ঘড়ি ইত্যাদি ব্যবহৃত হইতেছে ও ভজন্য ঘণ্টা, মিনিট, সেকেণ্ড ইত্যাদিও চলিত হইতেছে । শিল্পাদি।–চীনগণ জুৰুদ্ধি, পরিশ্রমী, অধ্যরসায়ী ও কষ্টসহিষ্ণু। কি উপায়ে নিৰ্ম্মাণের উপকরণ সকল বাজে নষ্ট হয় না, তাহা ইহার বেশ জানে। উদ্ভাবনীশক্তিও ইহাদের বিলক্ষণ অাছে। বিদেশীয়গণ চীন হইতে অনেক বিষয় শিথিয়াছে । আমাদের দেশের চীনাংশুক বহু প্রাচীনকাল হইতেই বিখ্যাত। রেলম, সাটিন, চা প্রভৃতি চীন হইতেই যুরোপে প্রথম নীত হয় ; পিন্ধ (Silk), সাটিন (Satin), টি (Tea) প্রভৃতির সহিত উহাদের চীনা নাম জি, জেটান, টি শব্দের গোঁসাদৃশ্নই তাহার প্রমাণ । এক্ষণে সকলেই স্বীকার করেন যে, কাগজ, মুদ্রাযন্ত্র, বারুদ প্রভৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আবিষ্কার প্রথম চীনদেশেই হয় । খৃষ্টের ১০৫ বৎসর পূৰ্ব্বে হোটি সম্রাটের ब्रांछषकांटन छोप्न थथम कांश्रज जाविकृङ रब । ऐछिभूर्ल কাপাস ও রেলম লিপিাত্তৰক্সে ধাতুফলকে এবং বৃক্ষপত্রাজিতে লিপিকাৰ্য সম্পন্ন হইত। ঐ বৎসর একজন মাদারিন বস্কল, শণ ও পুরাতন বস্ত্রাদি সিদ্ধ করিয় তাহার মগু হইতে একরূপ কাগজ প্রস্তুত করেন । ৰল বাহুল্য ঐ প্রথম আবিস্কৃত কাগজ অতি কদৰ্য্য হইয়াছিল। পরে চীনগণ নানান্ধপ বুদ্ধিকৌশলে উছার প্রভূত উন্নতি করিয়া কাগজকে চিঙ্কণ, শুভ্রবর্ণ ও পরিষ্কার কয়িত্তে শিক্ষা করে। এখনও উহার যে সকল সহজ উপায়ে কাগজ প্রস্তুত করে, তাহ যুরোপীয় শিল্পকারগণও জানেন না । প্রত্যেক প্রদেশেই ভিন্ন ভিন্ন উপাদান হইতে কাগজ প্রস্তুত হয় । কোকিন প্রদেশে কচি বঁাশ হইতে, চেকিয়াং প্রদেশে ধানের খড় হইতে এবং কিয়াংনান প্রদেশে অকৰ্ম্মণ্য রেসম হইতে কাগজ প্রস্তুত হয় । श्रुड्डीय नश्वभ भङाक्षीब्र याब्राख कौनप्लप्त्र यक्षम भूजायज्ञ আবিষ্কৃত হয়। ঐ শতাব্দীতে ৯৩২ খৃষ্টাম্বে চীন-সম্রাট্‌ বছ সংখ্যায় পুস্তক মুদ্রিত করিতে অনুমতি দেন এবং সমস্ত ধৰ্ম্মগ্রন্থ মুদ্রিত করিয়া রাজভবনে রক্ষিত করেন। ইছার প্রায় ৫• • বৎসর পরে যুরোপে মুদ্রাযন্ত্র আবিষ্কৃত হইয়া বর্তমান উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হইয়াছে । বিখ্যাত পরিব্রাজক মার্কোপোলে চানরাজ্যে মুদ্রিত কাগজের টাকা অর্থাৎ নোটের প্রচলনের বিষয় বর্ণনা করিয়া গিয়াছেন । সম্ভবতঃ তিনি চীনদেশে ছাপা পুস্তকও দেখিয়া থাকিবেন । চানদেশে অতি পূৰ্ব্বে কাষ্ঠফলকে অক্ষর খোদিত করিয়া তাহাতেই পুস্তক মুদ্রিত হইত, এক্ষণেও চীনের লি-মে নামক বৃক্ষের কঠিন কাষ্ঠে পুস্তকের পৃষ্ঠা খোদিত করিয়া মুদ্রিত করে । কিন্তু যদিও চীনে বহুকাল মুদ্রাযন্ত্র আবিষ্কৃত হইয়াছে, তথাপি ইহার সমধিক উন্নতি হয় নাই । বর্তমান উৎকৃষ্ট যুরোপীয় মুদ্রাঘন্ত্রের তুলনায় চীনের মুদ্রাষন্ত্র অতি অপকৃষ্ট । সর্জন ডেভিল সাহেব জহুমান করেন যে—বারুদ, চুম্বকত্বটা ( দিগদর্শন যন্ত্র ) এবং মুদ্রাযন্ত্র এই তিন মহোপকারী অত্যাবগুৰীয় পদার্থ চীনেই প্রথম আবিষ্কৃত হয় । , , - চীনের কালি সৰ্ব্বত্র বিখ্যাত। চিত্রাদি অন্ধনে যুরোপ ও আন্ধান্ত দেশে উহা অাদরের সহিত ব্যবহৃত হইয়া থাকে । দীপ-শিখা-জাত ভূষ, শিল্পীৰ ও অঙ্গৰু পদার্থ সংযোগে ইহা প্রস্তুত হন। ঐ সমস্ত পদার্থ একত্র জমাইয়া খণ্ড খণ্ড করিয়া কৰ্ষিত হয়, পরে মোহরযুক্ত হইয় বিদেশে প্রেরিত হয়। কিয়াংনান প্রদেশের হৈচিউ নগরের কালিই সৰ্ব্বোৎকৃষ্ট ।